Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হামবাগ Bengali definition [হাম্‌বাগ্‌] (বিশেষ্য) (বিশেষণ) ভান; ভানকারী। ¨ (বিশেষণ) দমবাজ; প্রতারক (শিক্ষিত হামবাগের দল-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) Humbug}
  • Bengali Word হামলা Bengali definition [হাম্‌লা] (বিশেষ্য) ১ আক্রমণ। ২ চড়াও হওয়া (খাঁচার ঘুঘুর উপর হামলা করত-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ৩ দাঙ্গা। {(আরবি) হমলাহ}
  • Bengali Word হামলানো Bengali definition [হাম্‌লানো] (ক্রিয়া) ১ বাছুরের অদর্শনে গাভীর হাম্বা রবে চিৎকার করা (গরুর মতো হামলাচ্ছ কেন?)। ২ প্রিয়বিরহে অস্থির হয়ে ডাকাডাকি। ¨ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √গম্‌>}
  • Bengali Word হামান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হামান্‌] (বিশেষ্য) তাতেঁ বোনা গাত্রবস্ত্র। {অজ্ঞাতমূল}
  • Bengali Word হামানদিস্তা, হামানদিস্তে Bengali definition [হামান্‌দিস্‌তা, হামানদিসতে] (বিশেষ্য) হাত দিয়ে কঠিন দ্রব্যাদি চূর্ণ করার উপযোগী লৌহ-পাত্র ও লৌহদন্ড (ভক্তের বুকের মধ্যে হামানদিস্তের ঘা পড়তে থাকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) হাবন্‌দস্তহ}
  • Bengali Word হামাম, হাম্মাম Bengali definition [হামাম্‌, হাম্‌মাম্‌] (বিশেষ্য) ১ স্নানাগার; গোসলখানা (খোলে হুরপরী মরি ফিরদৌসের হাম্মামে-কাজী নজরুল ইসলাম)। ২ সাধারণের ব্যবহারের জন্য গরম পানির গোসলখানা (মেয়েরা হাম্মাম পর্যন্ত পৌছাইয়া দিয়া সরিয়া দাড়ায়-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। {(আরবি) হামাম}
  • Bengali Word হামার (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হামার্‌] (বিশেষ্য) শস্য সঞ্চয়ের গোলা বা সরাই (ধান্য বানু সরিষাতে পুরিবে হামার-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মরার>; (ফারসি) অনবর্‌}
  • Bengali Word হামার, হামারি (মধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) Bengali definition [হামার্‌, হামারি] (সর্বনাম) আমার (হামারি দুখের নাহি ওর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ্‌>}
  • Bengali Word হামায়িল শরীফ Bengali definition হেমায়েল শরিফ
  • Bengali Word হামি Bengali definition [হামি] (বিশেষ্য) রক্ষক; সাহায্যকারী; সহায়ক। হামিয়া (স্ত্রীলিঙ্গ)। হামি২ (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) হাই (হামি তুমি-মাধব দাস)। {(আরবি) হামী}
  • Bengali Word হামিলা Bengali definition হামেলা
  • Bengali Word হামে, হামক (মধ্যযুগীয় বাংলা,ব্রজবুলি) Bengali definition [হামে, হামক] (সর্বনাম) আমাকে (হামক মন্দিরে যব আওর; হামে হেরি বিহসলি-বিদ্যাপতি.)। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ্‌>}
  • Bengali Word হামেলা, হামিলা Bengali definition [হামেলা, হামিলা] (বিশেষণ) গর্ভবতী (হামেলা আওরতের গেল হামিল পড়ে-সৈয়দ হামজা)। {(আরবি) হামিলাহ}
  • Bengali Word হামেশা, হামেসা, হামেহাল Bengali definition [হামেশা, হামেসা, হামেহাল্‌] (ক্রিয়াবিশেষণ) ১ প্রায়ই (অকারণে মুচকি হাসি হামেসা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সর্বদা; সবসময়; চিরকাল (বড়দার মুখ হামেহাল পানের পিকে ভর্তি-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) হামীশাহ; (ফারসি) হমহ +(আরবি) হাল্‌}
  • Bengali Word হাম্বর Bengali definition [হাম্‌বর্‌] (বিশেষ্য) লোহার বড় হাতুড়ি (হাম্‌বর দিয়ে মিস্ত্রি কাজ করছে)। {(ইংরেজি) hammer}
  • Bengali Word হাম্বা, হম্বা Bengali definition [হাম্‌বা, হম্‌বা] (অব্যয়) গাভীর ডাক; গরুর ডাক। { (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) হম্বা>; ধ্বন্যাত্মকা}
  • Bengali Word হাম্বীর, হাম্বির Bengali definition [হাম্‌বির্‌] বি(সন্‌)রাগিনীবিশেষ (আমি হাম্বির আমি ছায়ানট, আমি হিন্দোল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হাম্বীর}
  • Bengali Word হাম্ভী, হাম্বী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হাম্‌ভি, হামবি] (বিশেষ্য) হাঁই; দীর্ঘশ্বাস।(সঘন ছাড়িল রাধা হাম্বী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) জৃম্ভন>}
  • Bengali Word হাম্মাম Bengali definition হামাম
  • Bengali Word হাযার Bengali definition হাজার
  • Bengali Word হার ১ Bengali definition [হার্‌] (বিশেষ্য) ১ এক প্রকার কন্ঠাভরণ; গলায় ঝুলিয়ে পরার অলঙ্কারবিশেষ (জলেতে ফেলিয়া হার তোল একেবারে-সৈয়দ আলাওল)। ২ মালা। ৩ হরণ; ভাগ। ৪ অনুপাত (শতকরা হারে)। ৫ দর; সংখ্যা বা পরিমাণ হিসেবে একক অনুসারে মূল্য। হারক (বিশেষ্য) ভাজক; divisor। ¨ (বিশেষণ) হরণকারী। হারাহারি (বিশেষ্য) ১ অনুপাত অনুযায়ী ভাগ-বাঁটোয়ারা। ¨ (বিশেষণ) গড়পরতা; অনুপাত অনুযায়ী গড়ে(হারাহারি ভাগ)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+অ(অণ্‌)}
  • Bengali Word হার ২ Bengali definition [হার্‌] (বিশেষ্য) পরাজয়; পরাভব (হার মানা হার-রবীন্দ্রনাথ ঠাকুর)। হারকাত (বিশেষ্য) খেলায় পরাজিত দল বা পক্ষ।{(তৎসম বা সংস্কৃত) √হৃ+অ(অণ্‌)}
  • Bengali Word হারফনমওলা, হরফুনমৌলা Bengali definition [হার্‌ফোন্‌মওলা,হার্‌ফুন্‌মোউলা] (বিশেষ্য) (বিশেষণ) ১ সর্ববিদ্যাবিশারদ। ২ (ব্যঙ্গার্থ)সবজান্তা; সকল কাজের কাজি। {(ফারসি) হরফনমওলা}
  • Bengali Word হারমাদ, হার্মাদ Bengali definition [হার্‌মাদ্‌] (বিশেষ্য) ১ পর্তুগিজ জলদস্যু (হার্মাদের নৌকা সঙ্গে হৈল দরশন-সৈয়দ আলাওল)। ২ যুদ্ধজাহাজ। হারমাদি (বিশেষ্য) হারমাদের মতো স্বভাব (এ কি হারমাদি-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। { (পর্তুগিজ) Armada}
  • Bengali Word হারমোনিয়াম Bengali definition [হারমোনিয়াম্‌] (বিশেষ্য) সুপরিচিত বাদ্যযন্ত্র । {(ইংরেজি) harmonium}
  • Bengali Word হারা Bengali definition [হারা] (ক্রিয়া) পরাজিত হওয়া; পরাজয় বরণ করা। ¨ (বিশেষ্য) পরাজয়। ¨ (বিশেষণ) ১ হারানো বা খোয়ানো গেছে বা নাশ হয়েছে এমন; বঞ্চিত; বিহীন (মাতৃহারা)। ২ হারিয়ে গেছে এমন (হারাধন)। হারানো (ক্রিয়া) ১ খোয়ানো। ২ পরাজিত করা; পরাস্ত করা। ৩ নিখোঁজ হওয়া; খোঁজ না পাওয়া (জিনিস হারানো)। ৪ হস্তচ্যুত হতে দেওয়া; ত্যাগ করা (সুযোগ হারানো)। ৫ নষ্ট করা (সম্পত্তি হারানো)। ৬ ঠিক না রাখা; বিকৃত করা (বুদ্ধি হারানো)। ৭ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ¨ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। হারাহারি (বিশেষ্য) ১ জয়-পরাজয়। ২ আনুপাতিক।{(তৎসম বা সংস্কৃত) হার+ (বাংলা) আ}
  • Bengali Word হারাকিরি Bengali definition [হারাকিরি] (বিশেষ্য) কোনো কাজে ব্যর্থতার দায়ভাগ বহন করে জাপানিদের পেট চিরে আত্নহত্যা করার প্রাচীন অভ্যাস। {জা. হারাকিরি}
  • Bengali Word হারাঙ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হারাঙ্‌] (ক্রিয়া) হারাই। হারাঙ হারাঙ (অব্যয়) হারাই হারাই; হারিয়ে ফেলি (হারাঙ হারাঙ হেন সদা করে চিত-বলরাম)। {হারাই>}
  • Bengali Word হারাবলি, হারাবলী Bengali definition [হারাবোলি] (বিশেষ্য) মুক্তাসমূহ দ্বারা প্রস্তুত কন্ঠহার; মুক্তাবলি। {(তৎসম বা সংস্কৃত) হার+আবলি}
  • Bengali Word হারাম Bengali definition [হারাম্‌] (বিশেষ্য) ১ ইসলাম ধর্মের বিধানে অবৈধ বা নিষিদ্ধ কাজ, বিষয়বস্ত বা প্রাণী (সে বিনে আমার এই দুনিয়ার সব আনন্দ-সুখ হারাম-কাজী নজরুল ইসলাম)। ২ শূকর। হারাম খাওয়া (ক্রিয়া) অবৈধ উপায়ে টাকা পয়সা গ্রহণ বা নিষিদ্ধ খাদ্য ভক্ষণ করা। হারাম খোর (বিশেষণ) হারাম খায় এমন। হারামজাদা, হারামজাদ (বিশেষণ) বেজন্মা; জারজ; এক প্রকার গালি। হারামজাদি/জাদী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হারামি (বিশেষ্য) (বিশেষণ) জারজ; অতিশয় পাজি বা দুর্জন; গালিবিশেষ (লোকটা আস্ত একটা হারামি)। হারাম মউত (বিশেষ্য) অবৈধ মৃত্যু; আত্নহত্যা(তাহলে দেখছি কোনদিন বিষ খেয়ে আমাকে হারামী মউত করতে হবে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হারাম}