Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুরত ১, সুরৎ, সূরত, সুরাত Bengali definition [সুরত্‌, সুরৎ, সূরত্‌, সুরাত] (বিশেষ্য) ১ চেহারা; আকৃতি। ২ রূপ। ৩ প্রকার; রকম; উপায় (কি সুরতে কাজটি করা যায়)। ৪ প্রতিকৃতি; আলেখ্য। ৫ ধরন; ঢং; প্রকৃতি। ৬ অবস্থা। ৭ মূর্তি। সুরতওয়ালি (বিশেষণ) রূপসী; রূপ আছে এমন (প্রিয়ার মতন ও মদ মদির সুরতওয়ালী ধরতে দাও-কাজী নজরুল ইসলাম)। সুরত বদলানো (ক্রিয়া) চেহারা পরিবর্তন করা। সুরতহাল (বিশেষ্য) পরিস্থিতি; অবস্থা; আদালতে এজাহার; ঘটনার প্রকৃত অবস্থা বা বর্ণনা। সুরতজামাল (বিশেষণ) সুন্দর চেহারা (সুরাতজামাল জওয়ানির ঠোঁটে বেকার নওজোয়ান-ফররুখ আহমদ)। {(আরবি) সুরাত}
  • Bengali Word সুরত ২ Bengali definition [শুরত] (বিশেষ্য) ১ রতিক্রীড়া; রমণ (কেহ বা সুরতে রত-মাইকেল মধুসূদন দত্ত)। ২ মুখ। ৩ অতিশয় অনুরক্ত। সুরতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অত্যধিক অনুরক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+√রম্‌+ত(ক্ত); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুরতি ১ Bengali definition [শুরোতি] (বিশেষ্য) কামকেলি; আলিঙ্গন (তবে ভুঞ্জিব আমি সুরতি শৃঙ্গার-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) সু+√রম্‌+ত(ক্ত)+ই}
  • Bengali Word সুরতি ২, সুর্তি ১ Bengali definition [শুর্‌তি] (বিশেষ্য) পানের সঙ্গে খাবার সুগন্ধি তামাক-গুঁড়া; সুখা। {(হিন্দি) সুরতি}
  • Bengali Word সুরতি ৩, সুর্তি ২ Bengali definition [সুর্‌তি] (বিশেষ্য) চাঁদা তুলে জুয়াখেলা বা ভাগ্য-পরীক্ষার জন্য একপ্রকার জুয়া খেলা। {(পর্তুগিজ) sorte}
  • Bengali Word সুরধুনী, সুরনদী Bengali definition ⇒ সুর
  • Bengali Word সুরব Bengali definition [শুরব্‌] (বিশেষ্য) ১ সুন্দর স্বর; মধুর ধ্বনি। ২ সুখ্যাতি। {(তৎসম বা সংস্কৃত) সু+বর; সুপ্‌সুপা}
  • Bengali Word সুরবল্লি Bengali definition [শুরোবোল্‌লি] (বিশেষ্য) আয়ুর্বেদীয় ওষুধে ব্যবহৃত কষায় রসবিশিষ্ট এক প্রকার ছোট গাছ; Oldenlandia umbellata। {(তৎসম বা সংস্কৃত) সুর+বল্লী}
  • Bengali Word সুরভি ১ Bengali definition [শুরোভি] (বিশেষ্য) ১ সুবাস; খুশবু; সৌরভ (কিসের মন মাতাল-করা সুরভিতে নেশা হয়ে সারা বনের গা টলছে-কাজী নজরুল ইসলাম)। ২ সুগন্ধি দ্রব্যবিশেষ। ৩ চৈত্রমাস বা বসন্তকাল (সুরভি মাস, সুরভি সময়)। ৪ চম্পক, বকুল, কদম, জায়ফল ইত্যাদি বৃক্ষ। □ (বিশেষণ) সুগন্ধ; সুবাসযুক্ত; সৌরভময়; সুবাসিত। {(তৎসম বা সংস্কৃত) সু+√রভ্‌+ই(ইন্‌)}
  • Bengali Word সুরভি ২, সুরভী Bengali definition [শুরোভি] (বিশেষ্য) ১ স্বর্গের কামধেনুর নাম। ২ পৃথিবী। ৩ সুরা। {(তৎসম বা সংস্কৃত) সুরভি+ই, ঈ}
  • Bengali Word সুরভিত Bengali definition [শুরোভিতো] (বিশেষণ) সৌরভযুক্ত; সুগন্ধবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সুরভ+ইত(ইতচ্‌)}
  • Bengali Word সুরমা ১, সুর্মা Bengali definition [শুর্‌মা] (বিশেষ্য) চোখে লাগানোর পরিচিত হালকা নীল গুঁড়াবিশেষ (সুর্মা-রেখার কাজল হরফ নয়নাতে আর লেখাবোনা-কাজী নজরুল ইসলাম)। সুরমাদান, সুরমাদানি (বিশেষ্য) সুরমা রাখার ছোট পাত্রবিশেষ। {(ফারসি) সুর্‌মহ্‌}
  • Bengali Word সুরমা ২ Bengali definition [শুরমা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অত্যন্ত রমণীয় বা মনোহরা। □ (বিশেষ্য) সিলেটের নদীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সু+রমা}
  • Bengali Word সুরম্য Bengali definition [শুরোম্‌মো] (বিশেষণ) ১ অতিশয় মনোহর (সুরম্য অট্টালিকা)। ২ অত্যন্ত সুন্দর। {(তৎসম বা সংস্কৃত) সু+রম্য; সুপ্‌সুপা}
  • Bengali Word সুররিয়ালিজম Bengali definition [সুর্‌রিয়ালিজম্‌] (বিশেষ্য) পরাবাস্তববাদ; অধিবাস্তববাদ; বিংশ শতাব্দীর একটি মতবাদ, যাতে শিল্প-সাহিত্যে অবচেতন মনের অবস্থা প্রতিফলিত হয়। {(তৎসম বা সংস্কৃত) surrealism}
  • Bengali Word সুরস Bengali definition [শুরশ্‌] (বিশেষ্য) মিষ্ট রসবিশেষ। □ (বিশেষণ) স্বাদু; সুস্বাদবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সু+রস; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুরসাল Bengali definition [শুরশালো] (বিশেষ্য) অতিশয় রসযুক্ত। □ (বিশেষণ) অত্যন্ত উপভোগ্য (সুরসাল গল্পগুজব)। {(তৎসম বা সংস্কৃত) সু+রস; সুপ্‌সুপা}
  • Bengali Word সুরসিক Bengali definition [শুরোশিক্‌] (বিশেষণ) ১ মার্জিত রসবোধসম্পন্ন। ২ উত্তম রসজ্ঞ; ভালোভাবে রস গ্রহণ করতে পারে এমন (সুরসিক লোক)। সুরসিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+রসিক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুরা Bengali definition [শুরা] (বিশেষ্য) মদ্য; শরাব (সুরার সুরাহি ভেঙ্গে ফেল সাকী, আর নিশি নাহি বাকী-কাজী নজরুল ইসলাম)। সুরাজবি, সুরাজীবী (-বিন্‌) (বিশেষ্য) মদের ব্যবসায়ী; শুঁড়ি। সুরাধারী (বিশেষ্য) মদের কলস। সুরাপ, সুরাপায়ী (বিশেষণ) মদ্যপানকারী; মদখোর। সুরাপান (বিশেষ্য) মদ্যপান। সুরাপানোন্মত্ত, সুরাপানোদ্দীপ্ত (বিশেষণ) ১ মাতাল। ২ মদ পান করে উত্তেজিত। সুরারঞ্জিত (বিশেষণ) মদ্য সেবনে রক্তিম। সুরাসক্ত (বিশেষণ) মদের প্রতি আকৃষ্ট। সুরাসব (বিশেষ্য) একপ্রকার মদ; মদের একপ্রকার অবস্থা। সুরাসার (বিশেষ্য) মদের সারাংশ; শোধিত মদ; স্পিরিট; alcohol। {(তৎসম বা সংস্কৃত) √সু+র(ক্রন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সুরাইয়া Bengali definition [সুরাইয়া] (বিশেষ্য) সপ্তর্ষিমণ্ডল তারকা (সুরাইয়া সম গগনচুম্বী লক্ষ্য তাদের হোক-গোলাম মোস্তফা)। {(আরবি) ছুরাইয়্যা}
  • Bengali Word সুরাখ ১, সুরাক Bengali definition [শুরাখ, শুরাক্‌] (বিশেষ্য) গর্ত; ছিদ্র; সুড়ঙ্গ (সর্পের সুরাক যায়া দেখিল বিস্তর-হেয়াত মাহমুদ)। {(ফারসি) সূরাখ}
  • Bengali Word সুরাখ ২ Bengali definition [শুরাখ্‌] (বিশেষণ) ছিদ্রযুক্ত; ফুটা; ঝাঁঝরা (কবজা নিসাড়, কলিজা সুরাখ, খাক চুসে নীলা তাজ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সুরাখ}
  • Bengali Word সুরাঙ্গনা, সুরাসুর Bengali definition ⇒ সুর
  • Bengali Word সুরাটি, সুর্তি Bengali definition [শুরাটি, শুর্‌তি] (বিশেষ্য) সুরাট নগরের অধিবাসী। (তিনি পঞ্চাশজন সুর্তি নিয়ে বেরিয়ে পড়লেন-জগলুল হায়দার আফরিক)। {সুরাট+ই,>}
  • Bengali Word সুরালাপ Bengali definition ⇒ সুর১
  • Bengali Word সুরাসুর Bengali definition [শুরাশুর্‌] (বিশেষ্য) দেবতা ও অসুর (সুরাসুরে দ্বন্দ্ব)। {(তৎসম বা সংস্কৃত) সুর+অসুর; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word সুরাহা Bengali definition [শুরাহা] (বিশেষ্য) ১ সমাধান; সুপথ; সুবিধা (টাকা সুদে খাটিয়ে মহাজন করে আত্মপ্রকাশের সুরাহা-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ সুগতি; সদুপায় ও ভালো ব্যবস্থা (একটা সুরাহা করতে পারলেই হয়)। {(তৎসম বা সংস্কৃত) সু+ (ফারসি) রাহ}
  • Bengali Word সুরাহি, সুরাহী, সুরাই, সোরাহি, সোরাহী, সোরাই Bengali definition [শুরাহি, শুরাহী, শুরাই, শোরাহি, শোরাহী, শোরাই] (বিশেষ্য) ১ কুজো (ফের বাসে যায় সুরাহী পেয়ালা প্রিয়া নিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ৩ জলপাত্র বিশেষ। {(আরবি) সরাহী}
  • Bengali Word সুরী Bengali definition [শুরি] (বিশেষ্য) ১ দেবী। ২ মদ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সুর+ঈ}
  • Bengali Word সুরু Bengali definition ⇒ শুরু