স পৃষ্ঠা ৬১
- Bengali Word সুমরন Bengali definition [শুমরন] (বিশেষ্য) স্মরণ। সুমরইত (অসমাপিকা ক্রিয়া) মনে করতে করতে (মাধব সুমরইত সুন্দরী ভেলি-বিদ্যাপতি)। সুমনি (অসমাপিকা ক্রিয়া) স্মরণ করে (সুমরি পুরব নেহা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) স্মরণ>}
- Bengali Word সুমসাম Bengali definition [সুমসাম্] (বিশেষণ) নিঝঝুম; নীরব; নিস্পন্দ (যদি সব সুমসাম, তুমি কেন কাঁদ আর-কাজী নজরুল ইসলাম) {⇒ সুনসান}
- Bengali Word সুমহৎ, সুমহান Bengali definition [শুমহোত্, শুমহান্] (বিশেষণ) ১ অত্যধিক উন্নত। ২ অতিশয় উদার। ৩ অতিশয় গৌরবপূর্ণ। মহতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+মহৎ, মহান; সুপ্সুপা}
- Bengali Word সুমার Bengali definition ⇒ শুমার
- Bengali Word সুমালী Bengali definition [শুমালি] (বিশেষ্য) রাক্ষসদের আদি পুরুষ। {(তৎসম বা সংস্কৃত) সু+মালী}
- Bengali Word সুমিত Bengali definition [শুমিতো] (বিশেষণ) অতিশয় অল্প; সংযত (উপমা অলঙ্কার ইত্যাদির প্রয়োগ তো সুমিত-সুধীন্দ্রনাথ দত্ত)। সুমিতি (বিশেষ্য) পরিমাণমতো হওয়া (সব ব্যাপারে সুমিতিই এর স্বাভাবিক গুণ-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত) সু+মিত; সুপ্সুপা}
- Bengali Word সুমিত্রা Bengali definition [শুমিত্ত্রা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) রামায়ণোক্ত লক্ষ্মণের জননী; দশরথের কনিষ্ঠা মহিষী। {(তৎসম বা সংস্কৃত) সুমিত্র+আ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুমিষ্ট Bengali definition [শুমিশ্টো] (বিশেষণ) ১ মিষ্টি স্বাদযুক্ত। ২ সুমধুর। ৩ শ্রুতিমধুর (সুমিষ্ট গান)। ৪ অতিশয় মধুর (সুমিষ্ট হাসি)। {(তৎসম বা সংস্কৃত) সু+মিষ্ট; সুপ্সুপা}
- Bengali Word সুমুখ ১ Bengali definition [শুমুখ] (বিশেষণ) সুন্দর মুখমণ্ডলযুক্ত; সুবদন; সুন্দর চেহারাবিশিষ্ট। {সু+মুখ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুমুখ ২ Bengali definition [শুমুখ্] (বিশেষ্য) সম্মুখ; সামনে (সুমুখ দিয়ে চলে গেল)। {(তৎসম বা সংস্কৃত) সম্মুক>}
- Bengali Word সুমুদ্দুর Bengali definition ⇒ সমুদ্র
- Bengali Word সুমুন্দি Bengali definition [শুমন্দি] (বিশেষ্য) সম্বন্ধী; স্ত্রীর বড় ভাই; শ্যালক; গালিবিশেষ (জানিস ওর এই খোঁড়া পাটায় লাঠির বাড়ি মারে বাপ তো না সুমুন্দি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্বন্ধী>}
- Bengali Word সুমেধাঃ Bengali definition [শুমোধাহ্] (বিশেষণ) অত্যন্ত বুদ্ধিসম্পন্ন; উত্তম বোধশক্তি স্মৃতিশক্তি বা ধারণাশক্তিসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) স+মেধাঃ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুমেরু Bengali definition [শুমেরু] (বিশেষ্য) ১ একটি পৌরাণিক পর্বতের নাম (কামনা বুঝি কনক ধুনী সুমেরু চূড়া লঙ্ঘিতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (ভূগোল) পৃথিবীর উত্তর সীমা; উত্তর মেরু; north pole। সুমেরু বৃত্ত (বিশেষ্য) যে কাল্পনিক রেখা পৃথিবীকে উত্তর মেরু থেকে ৪৭/২° অক্ষাংশ দূরে বেষ্টন করে আছে। {(তৎসম বা সংস্কৃত) সু+√মি+রু}
- Bengali Word সুযাত্রা Bengali definition [মুজাত্ত্রা] (বিশেষ্য) মঙ্গল যাত্রা বা শুভযাত্রার আরম্ভ। {(তৎসম বা সংস্কৃত) সু+যাত্রা; সুপ্সুপা}
- Bengali Word সুযুক্তি Bengali definition [শুজুক্তি] (বিশেষ্য) ১ ভালো পরামর্শ। ২ উত্তম যোজনা। ৩ ভালো যুক্তি। {(তৎসম বা সংস্কৃত) সু+যুক্তি; সুপ্সুপা}
- Bengali Word সুযুত Bengali definition [শুজুতো] (বিশেষণ) জুতসই; সংশোধিত (যদি এত বেত্রাঘাতে সুযুত না হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {সু+যুত}
- Bengali Word সুযোগ Bengali definition [শুজোগ্] (বিশেষ্য) ১ সুবিধা; উত্তম সময়। ২ অবসর। ৩ সংযোগ। সুযোগসন্ধানী (বিশেষণ) সুবিধা খুঁজে বেড়ায় এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+যোগ; সুপ্সুপা}
- Bengali Word সুযোগ্য Bengali definition [শুজোগ্গো] (বিশেষণ) সব দিক দিয়ে উপযুক্ত; (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+যোগ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুযোজনা Bengali definition [শুজোজোনা] (বিশেষ্য) সুন্দররূপে যোগসাধন (শব্দের সঙ্গে শব্দের সুযোজনায় পাই ভাষা-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) সু+যোজনা; সুপ্সুপা}
- Bengali Word সুযোধন Bengali definition [শুজোধন্] (বিশেষ্য) যুধিষ্ঠিরের দেওয়া দুর্যোধনের আদরের নাম। □ (বিশেষণ) যুদ্ধে পারদর্শী এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+√যুধ্+অন(ল্যুট্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুর ১ Bengali definition [শুর্] (বিশেষ্য) স্বর বা ধ্বনি (নিঝুম রাতের বাঁশের বাঁশীর সুরে-জসীমউদ্দীন)। ২ কণ্ঠস্বর (নাকি সুর)। ৩ সঙ্গীতের তাল। ৪ মিল (সুরের ঠিক নেই)। ৫ মত (এখন তার সুর বদলেছে)। সুর তোলা (ক্রিয়া) ১ এক ধরনের কথা বলা। ২ মিলিতভাবে কথা তোলা। সুর বদলানো (ক্রিয়া) কথার মোড় ঘুরিয়ে দেওয়া। সুর বাহার (বিশেষ্য) বীণা জাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। সুরবোধ (বিশেষ্য) সঙ্গীতের তাল ইত্যাদি সম্বন্ধে জ্ঞান। সুরলাপ (বিশেষ্য) গানের সুর ও রাগ-রাগিণী ভাঁজা। {(তৎসম বা সংস্কৃত) √সু+র(ক্রন্)}
- Bengali Word সুর ২ Bengali definition [শুর্] (বিশেষ্য) ১ দেবতা; অমর। ২ সূর্য। ৩ সূত্র (একই সুরে গ্রথিত)। ৪ জ্ঞানী। সুরকন্যা (বিশেষ্য) দেবকন্যা। সুরগুরু (বিশেষ্য) বৃহস্পতি। সুরতরু (বিশেষ্য) কল্পবৃক্ষ। সুরধুনী (বিশেষ্য) স্বর্গের নদী; গঙ্গা (বচব সুরধুনী তীরে আমার সুরের উর্বশীরে-কাজী নজরুল ইসলাম)। সুরধুনী ধারা (বিশেষ্য) গঙ্গার স্রোত (অয়ি সুরধুনীধারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। সুরনদী (বিশেষ্য) গঙ্গা; প্রস্রবণ; স্রোতোধারা (ওরে এ কোন স্নেহসুরধনী নামল আমার সাহারায়-কাজী নজরুল ইসলাম)। সুরপতি (বিশেষ্য) ইন্দ্র। সুরপুর (বিশেষ্য) স্বর্গ; অমরাবতী। সুরবালা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)দেবকন্যা। সুরযোষা (বিশেষ্য) স্বর্গীয় নারী (সুরযোষা উর্বশীর অলীক সন্ধানে-মোহিতলাল মজুমদার)। সুরলোক (বিশেষ্য) অমর লোক বা স্বর্গ। সুরসুন্দরী, সুরাঙ্গনা (বিশেষ্য) ১ স্বর্গের অপ্সরা। ২ দেবাঙ্গনা। ৩ ঊষা (কনক উদয়াচলে তুমি দেখা হে সুরসুন্দরী-মাইকেল মধুসূদন দত্ত)। ৪ দুর্গা; ভগবতী; দেবকন্যা। সুরাসুর (বিশেষ্য) দেবতা ও দানব। {(তৎসম বা সংস্কৃত) √সুর্+অ(ক)}
- Bengali Word সুরকি, সুরখি, সুর্খী Bengali definition [শুর্কি, শুর্খি, শুর্খী] (বিশেষ্য) ১ ইটের গুঁড়া (কোন সিন্দুকে সুরকির গুঁড়া-মীর মশাররফ হোসেন)। ২ লালিমা (ঝুরে সুখীর ঘন লালী উষ্ণীষ ইরানী তুর্কীর-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সুর্খী}
- Bengali Word সুরক্ষিত Bengali definition [শুরোক্খিতো] (বিশেষণ) ১ সংরক্ষিত; যত্নে রাখা হয়েছে এরূপ। ২ সবরকম বিপদ-আপদ থেকে মুক্ত। ৩ সুন্দরভাবে পালিত। ৪ উত্তমরূপে রক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) সু+√রক্ষ্+ত(ক্ত)}
- Bengali Word সুরঙ্গ, সুড়ঙ্গ Bengali definition [শুরঙ্গো, শুড়ঙ্গো] (বিশেষণ) ১ অতি উজ্জ্বল রংবিশিষ্ট (যদ্যপি কনক অসি দেখিতে সুরঙ্গ কোথাও কাটিছে কেবা আপনার অঙ্গ-দৌলত উজির বাহরাম খান)। □ (বিশেষ্য) সিঁধ। {(তৎসম বা সংস্কৃত) সু+রঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুরঙ্গী Bengali definition [শুরোঙ্গি] (বিশেষণ) সুন্দর; মনোহর (চলনভঙ্গী অতি সুরঙ্গী-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সুরঙ্গ+ইন্(ইনি)}
- Bengali Word সুরজ Bengali definition [শুরজ্] (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) সূর্য>(স্বরাগমে)সুরয>সুরজ}
- Bengali Word সুরঞ্জিত Bengali definition [শুরোন্জিতো/শুরোন্জিত্] (বিশেষণ) ১ ভালোরূপে রং করা। ২ কোনো কিছুকে খুব বাড়িয়ে বলা। {(তৎসম বা সংস্কৃত) সু+রঞ্জিত}
- Bengali Word সুরট, সুরাট, সুরাটী Bengali definition [শুরট্, শুরাট, শুরাটি] (বিশেষ্য) ১ সুরাটে প্রচলিত রাগিণীবিশেষ। ২ ভারতের নগরবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সুরাষ্ট্র>}