Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুবোধ Bengali definition [শুবোধ্‌] (বিশেষ্য) সৎবুদ্ধি যুক্ত। □ (বিশেষণ) ১ (ব্যঙ্গার্থ) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ (সুবোধ বালক)। ২ অতিশয় বুদ্ধিমান। {(তৎসম বা সংস্কৃত) সু+বোধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুবোধ্য Bengali definition [শুবোদ্‌ধো] (বিশেষণ) সহজে বোঝা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+বোধ্য; সুপ্‌সুপা}
  • Bengali Word সুব্যক্ত Bengali definition [শুব্যাক্‌তো] (বিশেষণ) ১ সুপ্রকাশিত। ২ স্পষ্টভাবে উদ্‌ঘাটিত। ৩ স্পষ্টরূপে পরিস্ফুট। {(তৎসম বা সংস্কৃত) সু+ব্যক্ত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুব্যবস্থা Bengali definition [শুব্যাবোস্‌থা] (বিশেষ্য) ১ ভালো বন্দোবস্ত; উত্তম ব্যবস্থা। ২ সুন্দর নিয়ম। ৩ সুরাহা। সুব্যবস্থিত (বিশেষণ) উত্তম ব্যবস্থাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+ব্যবস্থা; প্রাদি.}
  • Bengali Word সুব্রত Bengali definition [শুব্‌ব্রোতো] (বিশেষ্য) ১ যথাযথ নিয়মে ব্রত অনুষ্ঠানকারী। ২ ধর্মপরায়ণ। সুব্রতা১ (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+ব্রত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুব্রতা ২ Bengali definition [শুব্‌ব্রোতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পতিব্রতা। ২ যে গাভী অনায়াসে দোহন করা যায়। {(তৎসম বা সংস্কৃত) সুব্রত+আ(টাপ্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুব্রহ্মণ্য Bengali definition [শুব্রোম্‌হোন্‌নো] (বিশেষণ) অতিশয় ব্রহ্মণ্য তেজযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+ব্রহ্মণ্য; সুপ্‌সুপা}
  • Bengali Word সুব্রাহ্মণ Bengali definition [শুব্রাম্‌হোন্‌] (বিশেষ্য) সর্বগুণসমন্বিত ব্রাহ্মণ। {(তৎসম বা সংস্কৃত) সু+ব্রাহ্মণ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুভগ Bengali definition [শুভগো] (বিশেষণ) ১ ভাগ্যবান। ২ প্রিয়। ৩ নয়নমুগ্ধকর। সুভগা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পতিব্রতা রমণী। □ (বিশেষণ) সৌভাগ্যবতী। {(তৎসম বা সংস্কৃত) সু+ভগ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুভদ্র Bengali definition [শুভদ্‌দ্রো] (বিশেষণ) ১ অত্যন্ত ভদ্র; শরিফ। ২ সৌভাগ্যবান। ৩ উত্তম। {(তৎসম বা সংস্কৃত) সু+ভদ্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুভদ্রা Bengali definition [শুভদ্‌দ্রা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মহাভারতে চিত্রিত অর্জুনপত্নী। {(তৎসম বা সংস্কৃত) সু+ভদ্রা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুভব্য Bengali definition [শুভোব্‌বো] (বিশেষণ) শান্তশিষ্ট; শরিফ; অত্যন্ত ভদ্র; পরিশীলিত। {(তৎসম বা সংস্কৃত) সু+ভব্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুভাগিনী Bengali definition [শুভাগিনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভাগ্যবতী। {(তৎসম বা সংস্কৃত) সু+ভাহিনী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুভালাভালি Bengali definition [শুভালাভালি] (ক্রিয়াবিশেষণ) ভালোয় ভালোয়; নির্বিঘ্নে (সুভালাভালি ফিরে আসা)। {(তৎসম বা সংস্কৃত) সু+(বাংলা) ভালোয়-ভালোয়>}
  • Bengali Word সুভাষ Bengali definition [শুভাশ্‌] (বিশেষণ) মধুরভাষী। সুভাষিত (বিশেষণ) সুন্দরভাবে ব্যক্ত; বাকপটু; মধুরভাষী। □ (বিশেষ্য) সুবচন; হিতোপদেশ। সুভাষিতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সুকথন (সুভাষিতাবলী ত মুখে মুখেই চলে-প্রমথ চৌধুরী)। সুভাষী(-ষিন্‌) (বিশেষণ) মধুরভাষী। সুভাষিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+ভাষা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুভাস Bengali definition [শুভাশ্‌] (বিশেষণ) উজ্জ্বল; দীপ্তিসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) সু+ভাস}
  • Bengali Word সুভিক্ষ Bengali definition [শুভিক্‌খো] (বিশেষ্য) ১ অন্ন ইত্যাদির প্রাচুর্য (কত ফসল কাটা কত ফসল নষ্ট হওয়া কত সুভিক্ষ এবং কত দুর্ভিক্ষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রচুর ভিক্ষা; যেখানে প্রচুর ভিক্ষা পাওয়া যায়। দুর্ভিক্ষ (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+ভিক্ষা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুভেষ Bengali definition [শুভেশ্‌] (বিশেষণ) সুভাষিণী; মিষ্টভাষিণী (চাতুরী সুভেষ বালা জাগায় অনঙ্গ কলা অঙ্গে অঙ্গে পরশি বিশেষ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) সুভাষ>; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুভ্রূ Bengali definition [শুভ্রু] (বিশেষ্য) সুন্দরী নারী যার ভ্রূযুগল মনোহর। {(তৎসম বা সংস্কৃত) সু+ভ্রূ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুমঙ্গল Bengali definition [শুমঙ্‌গোল্‌] (বিশেষ্য) পরম শুভ; অত্যন্ত কল্যাণ। {(তৎসম বা সংস্কৃত) সু+মঙ্গল; সুপ্‌সুপা}
  • Bengali Word সুমত Bengali definition [শুমত্‌] (বিশেষ্য) ১ সৎবুদ্ধি। ২ সৎপরামর্শ। {(তৎসম বা সংস্কৃত) সু+মত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুমতি Bengali definition [শুমোতি] (বিশেষ্য) ১ সদিচ্ছা। ২ দয়া। ৩ সৎপ্রবৃত্তি। ৪ উত্তম বা সৎবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) সু+মতি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুমধুর Bengali definition [শুমোধুর্‌] (বিশেষণ) ১ অত্যন্ত মিষ্ট; অতিশয় মধুর; সুমিষ্ট। ২ চিত্তকর্ষক (সুমধুর ধ্বনি)। {(তৎসম বা সংস্কৃত) সু+মধুর; সুপ্‌সুপা}
  • Bengali Word সুমধ্যম Bengali definition [শুমোদ্‌ধোম্‌] (বিশেষণ) সুন্দর কটিবিশিষ্ট। সুমধ্যমা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কোমর সরু ও সুগঠিত এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+মধ্যম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুমন Bengali definition [শুমন্‌] (বিশেষ্য) ফুলবিশেষ; উত্তম মন যার; সুবুদ্ধিসম্পন্ন ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) সু+মন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুমনা, সুমনাঃ Bengali definition [শুমনা, শুমনাহ্‌] (বিশেষ্য) ১ (পুংলিঙ্গ) বিদ্বান; জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। □ (বিশেষণ) মহাত্মা; সদাশয়; মহামানী। {(তৎসম বা সংস্কৃত) সু+মনস্‌; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুমনোহর Bengali definition [শুমনোহর্‌] (বিশেষণ) ১ মনের সন্তোষ সাধন করে এমন। ২ বিশেষভাবে রমণীয় বা সুন্দর। {(তৎসম বা সংস্কৃত) সু+মনোহর; সুপ্‌সুপা}
  • Bengali Word সুমন্ত্র Bengali definition [শুমন্‌ত্রো] (বিশেষ্য) রামায়ণে উক্ত দশরথের মন্ত্রী ও তার সারথি। {(তৎসম বা সংস্কৃত) সু+মন্ত্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুমন্ত্রণা Bengali definition [শুমন্‌ত্রোনা] (বিশেষ্য) সৎপরামর্শ; নসিহত। {(তৎসম বা সংস্কৃত) সু+মন্ত্রণা; সুপ্‌সুপা]
  • Bengali Word সুমন্দ Bengali definition [শুমন্‌দো] (বিশেষ্য) মৃদুমন্দ; মন্দ মন্দ; ধীরগতি (সুমন্দ পবন, সুমন্দ হাসি)। {(তৎসম বা সংস্কৃত) সু+মন্দ; সুপ্‌সুপা}