স পৃষ্ঠা ৫৯
- Bengali Word সুবর্ণ Bengali definition [শুবর্নো] (বিশেষণ) ১ সোনা। ২ স্বর্ণের পরিমাণবিশেষ; ১৬ মাষা। ৩ সুন্দর রং বিশিষ্ট। ৪ উত্তম (সুবর্ণ সুযোগ)। ৫ সুন্দর অক্ষরবিশিষ্ট। ৬ শ্রেষ্ঠ জাতিতে উৎপন্ন। সুবর্ণ কদলী (বিশেষ্য) চাঁপা কলা। সুবর্ণ কমল (বিশেষ্য) লাল পদ্ম। সুবর্ণকমলিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)সুন্দরী নারী। সুবর্ণকার (বিশেষ্য) স্বর্ণকার; সেকরা; সোনারু; যে গহনা তৈরি করে। সুবর্ণখচিত (বিশেষণ) স্বর্ণ সুশোভিত। সুবর্নগঠিত, সুবর্ণনির্মত (বিশেষণ) সোনা দিয়ে তৈরি। সুবর্ণগর্ভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)১ সুসন্তানের গর্ভধারিণী। ২ স্বর্ণপ্রসবা। সুবর্ণ জয়ন্তী (বিশেষ্য) পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উৎসব। সুবর্ণ দ্বীপ (বিশেষ্য) সুমাত্রা দ্বীপ। সুবর্ণপক্ষা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সোনার পক্ষযুক্তা। সুবর্ণপদ্ম (বিশেষ্য) সোনার তৈরি পদ্ম। সুবর্ণ প্রতিমা (বিশেষ্য) সোনার মতো ছবি; সোনার মূর্তির মতো অবয়ব; সোনার মূর্তি। সুবর্নবণিক (বিশেষ্য) সোনার বেনে; হিন্দু সম্প্রদায়বিশেষ। সুবর্ণময় (বিশেষণ) সোনায় পূর্ণ; স্বর্ণমণ্ডিত; স্বর্ণে প্রস্তুত। সুবর্ণ সুযোগ (বিশেষণ) উত্তম সুযোগ বা সুবিধে; golden opportunity। সুবর্ণলতা (বিশেষ্য) ১ স্বর্ণলতা। ২ স্বর্ণকান্তি নারী। ৩ আলোকলতা। {(তৎসম বা সংস্কৃত) সু+বর্ণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুবলিত Bengali definition [শুবোলিতো] (বিশেষণ) ১ সুগঠিত (নিতম্ব পীবর রম্ভা; ঊরু সুবলিত-সাবিরিদ খান)। ২ শক্তিমান; বালশালী (সুবলিত ভুজ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সুবল+ইত(ইতচ্)}
- Bengali Word সুবহ Bengali definition [শুবহো] (বিশেষণ) অনায়াসে বহনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) সু+বহ}
- Bengali Word সুবহ, সুবে, সুবহে Bengali definition [সুবহ্, সুবে, সুব্হে] (বিশেষ্য) প্রাতঃকাল; প্রত্যুষ। সুবহ উম্মিদ (বিশেষ্য) আশার প্রভাত; আশার প্রভাত; আশার আলো (সুবহে উম্মিদ হেরিয়ে দিয়াছে-সুফিয়া কামাল)। সুবহ কাজিব/কাযিব (বিশেষ্য) কপট প্রবাত; ভোরের পূর্বে অল্পক্ষণের জন্য পূর্বাকাশে যে আলোর রেখা দেখিতে পাওয়া যায় (সুবে কাযিবের দ্যুতি মনে লৈ শংকাহত প্রাণে ঘন অন্ধকারে ফের মুছে গেল নীরন্ধ আকাশ-ফররুখ আহমদ)। সুবহসাদেক (বিশেষ্য) বাঞ্ছিত শুভ; ভোর; ঊষাকাল; প্রাতঃকাল; যখন প্রথম সূর্যকিরণ আভা পূর্ব গগণে দৃষ্টিগোচর হয় (আলো করি সুবেহ সাদেক শিখিল বিশ্ব ঊষা নেমে এলে-ফররুখ আহমদ)। হিন্দুদের ব্রাহ্মমুহূর্ত। সুবহ- শাম (বিশেষ্য) সকাল সন্ধ্যা (মোল্লারা সুবে শাম ভালো কেতাব-পুঁথি পড়েন-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) সুবাহ}
- Bengali Word সুবহান আল্লাহ, সুভানাল্লা (বিরল) Bengali definition [সুবহান্আল্লাহ্, সুভানাল্লাহ্] (অব্যয়) আল্লাহর মহিমা ঘোষণা করি (নাম জপে তসবীহ পড়াতে ও বিস্ময় প্রকাশে ব্যবহৃত)। {(আরবি) সুবহান আল্লাহ্}
- Bengali Word সুবা, সুবে, সুবাহ Bengali definition [সুবা, সুবে, সুবাহ্] (বিশেষ্য) প্রদেশ; province; বাদশাহি আমলে দেশের রাজনৈতিক বিভাগ (সুবে বাংলা)। সুবাজাত (বিশেষ্য) প্রদেশসমূহের (কাজিরা উপস্থিত ছিল ইহাতে সুবাজাতের তহশিল তাগাদা কিছু হইয়াছিল-রামরাম বসু)। সুবাদার (বিশেষ্য) ১ প্রাদেশিক শাসনকর্তা। ২ নবাব। ৩ সৈন্যদলে একটি পদের নাম। সুবাদারি, সুবাদারী (বিশেষ্য) সুবেদারের কাজ। {(ফারসি) সূবাহ্}
- Bengali Word সুবাক্য Bengali definition [শুবাক্কো] (বিশেষ্য) ভালো বা সুমিষ্ট কথা। {(তৎসম বা সংস্কৃত) সু+বাক্য; সুপ্সুপা}
- Bengali Word সুবাতাস Bengali definition [শুবাতাশ্] (বিশেষ্য) অনুকূল বায়ু (মনের পাল সুবাতাসে ভরে উঠলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সু+ (তৎসম বা সংস্কৃত) বাত> বাতাস; সুপ্সুপা}
- Bengali Word সুবাদ Bengali definition [শুবাদ্] (বিশেষ্য) সম্পর্ক (গ্রাম সুবাদে চাচা গ্রাম সুবাদে মামা)। {(তৎসম বা সংস্কৃত) সু+বাদ}
- Bengali Word সুবাস Bengali definition [শুবাশ্] (বিশেষ্য) ১ সুরভি; সুগন্ধ; খুশবু (ফুলের সুবাস)। ২ উত্তম নিবাস। □ (বিশেষণ) সৌরভযুক্ত। সুবাসিত (বিশেষণ) সুরভিত; সুরভিযুক্ত। সুবাসিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ সুগন্ধযুক্তা নারী। ২ পিত্রালয়ে অবস্থানরতা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) সু+বাস; প্রাদি.}
- Bengali Word সুবিচার Bengali definition [শুবিচার্] (বিশেষ্য) ন্যায্য মীমাংসা; ইনসাফ; উত্তম ব্যবস্থা। সুবিচারক (বিশেষণ) ন্যায় বিচারকারী। {(তৎসম বা সংস্কৃত) সু+ বিচার; সুপ্সুপা}
- Bengali Word সুবিজ্ঞাত Bengali definition [শুবিগ্গ্যাঁতো] (বিশেষণ) উত্তমরূপে জানা গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+বিজ্ঞাত}
- Bengali Word সুবিদিত Bengali definition [শুবিদিতো] (বিশেষণ) ১ ভারোরূপে জানা গেছে এমন; সুবিজ্ঞাত; উত্তমরূপে জ্ঞাত। ২ প্রসিদ্ধ; সুপরিজ্ঞাত। {(তৎসম বা সংস্কৃত) সু+বিদিত; সুপ্সুপা}
- Bengali Word সুবিধা Bengali definition [শুবিধা] (বিশেষ্য) ১ সুযোগ। ২ আনুকূল্য। ৩ মঙ্গল; কল্যাণ (এতে তোমার সুবিধা হবে না)। সুবিধাবাদী (বিশেষণ) নিজের স্বার্থ ও সুযোগ বুঝে কাজ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+বিধা; সুপ্সুপা}
- Bengali Word সুবিধান Bengali definition [শুবিধান্] (বিশেষ্য) ১ উত্তম নিয়ম। ২ প্রতিকার; সুব্যবস্থা। সুবিধি (বিশেষ্য) সুন্দর বিধান; সুনিয়ম। {(তৎসম বা সংস্কৃত) সু+বিধান; প্রাদি.}
- Bengali Word সুবিধি Bengali definition [শুবিধি] (বিশেষ্য) উৎকৃষ্ট নিয়ম বা বিধান। {(তৎসম বা সংস্কৃত) সু+বিধি; প্রাদি.}
- Bengali Word সুবিন্যস্ত Bengali definition [শুবিন্নস্তো] (বিশেষ্য) ১ সুশৃঙ্খলভাবে সজ্জিত। ২ উত্তমরূপে স্থাপিত। {(তৎসম বা সংস্কৃত) সু+বিন্যস্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুবিন্যাস Bengali definition [শুবিন্ন্যাশ্] (বিশেষ্য) ১ উত্তমরূপে স্থাপন বা রক্ষণ। ২ সুন্দরভাবে সজ্জা (কেশবিন্যাস)। {(তৎসম বা সংস্কৃত) সু+বিন্যাস; সুপ্সুপা}
- Bengali Word সুবিনয় Bengali definition [শুবিনয়্] (বিশেষ্য) অতি নম্রতা বা বিনয়। সুবিনীত (বিশেষণ) ১ সুশিক্ষিত। ২ বিনীত; বিনম্র; সংযত। {(তৎসম বা সংস্কৃত) সু+বিনয়; সুপ্সুপা}
- Bengali Word সুবিপুল Bengali definition [শুবিপুল্] (বিশেষণ) ১ বিশাল; অতিবৃহৎ। ২ প্রশস্ত। ৩ সুগভীর; অগাধ। ৪ মহৎ; উদার। সুবিপুলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+বিপুল; সুপ্সুপা}
- Bengali Word সুবিমল Bengali definition [শুবিমল্] (বিশেষণ) খুব নির্মল। {(তৎসম বা সংস্কৃত) সু+বিমল; সুপ্সুপা}
- Bengali Word সুবিশাল Bengali definition [শুবিশাল্] (বিশেষণ) অত্যধিক বড় বা ব্যাপক (সুবিশাল পর্বতমালা)। {(তৎসম বা সংস্কৃত) সু+বিশাল; সুপ্সুপা}
- Bengali Word সুবিস্তীর্ণ, সুবিস্তৃত Bengali definition [শুবিস্তির্নো, শুবিস্ত্রিতো] (বিশেষণ) সুপ্রশস্ত; ব্যাপকভাবে প্রসারিত। {(তৎসম বা সংস্কৃত) সু+বিস্তীর্ণ, বিস্তৃত}
- Bengali Word সুবিহিত Bengali definition [শুবিহিতো] (বিশেষণ) ১ যথোচিত সুশৃঙ্খলভাবে কৃত। ২ সুনিষ্পন্ন। □ (বিশেষ্য) উত্তম বিধান বা ব্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) সু+বিহিত; সুপ্সুপা}
- Bengali Word সুবীর Bengali definition [শুবির্] (বিশেষণ) মহাবীর। {(তৎসম বা সংস্কৃত) সু+বীর; প্রাদি.}
- Bengali Word সুবুদ্ধি Bengali definition [শুবুদ্ধি] (বিশেষণ) সৎবুদ্ধিসম্পন্ন (সুযোগ্য সুবুদ্ধি এবং সুরূপ বলিয়া সমাদর করিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) শুভবুদ্ধি; সৎবুদ্ধি; ভালো বুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) সু+বুদ্ধি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুবৃষ্টি Bengali definition [শুবৃশ্টি] (বিশেষ্য) ভালো বৃষ্টি; শুভকর বৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত) সু+বৃষ্টি; সুপ্সুপা}
- Bengali Word সুবৃহৎ Bengali definition [শবৃহত্] (বিশেষণ) খুব বড়; সুবিশাল। {(তৎসম বা সংস্কৃত) সু+বৃহৎ; সুপ্সুপা}
- Bengali Word সুবে Bengali definition ⇒ সুবহ্
- Bengali Word সুবেশ Bengali definition [শুবেশ্] (বিশেষ্য) ভালো সাজ। □ (বিশেষণ) উত্তম সাজযুক্ত। সুবেশা। (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সুবেশী (বিশেষণ) উত্তম পরিচ্ছদবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সু+বেশ; (বহুব্রীহি সমাস)}