Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুপ্রতিষ্ঠ, সুপ্রতিষ্ঠিত Bengali definition [শুপ্রোতিশ্‌ঠো, শুপ্রোতিশ্‌ঠিতো] (বিশেষণ) ১ সুপ্রতিষ্ঠাযুক্ত বা শোভনভাবে স্থাপিত (সুপ্রতিষ্ঠিত শাসন-ব্যবস্থা)। ২ গৌরবসমন্বিত (সুপ্রতিষ্ঠিত সাহিত্যিক)। ৩ সম্মানিত। ৪ অর্থে-বিত্তে-মানে-যশে-প্রভাবে বা প্রতিপত্তিতে সমাজে স্বীকৃত ও সম্মানিত। সুপ্রতিষ্ঠা (বিশেষ্য) ১ অতিশয় প্রসিদ্ধি। ২ অত্যধিক সুখ্যাতি। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রতিষ্ঠা, প্রতিষ্ঠিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুপ্রতীক Bengali definition [শুপ্রোতিক্‌] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত কামদেব। ২ কন্দর্প। ৩ ঈশান কোণের দিগ্‌গজ। □ (বিশেষণ) সুন্দর অবয়ব বা সদৃশ্য অঙ্গবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রতীক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুপ্রতীত Bengali definition [শুপ্রোতিতো] (বিশেষণ) ভালোভাবে জ্ঞাত করানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রতীত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রতুল Bengali definition [শুপ্‌প্রোতুল্‌] (বিশেষ্য) ১ সুপ্রাচুর্য। ২ বরকত। ৩ ভাগ্য। □ (বিশেষণ) প্রচুর; যথেষ্ট (এই হেতু ভাবিয়াছি সব সুপ্রতুল-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রতুল; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রভ Bengali definition [শুপ্‌প্রোভো] (বিশেষণ) উজ্জ্বল; দীপ্তিময়। সুপ্রভা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রভা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুপ্রভাত Bengali definition [শুপ্‌প্রোভাত্‌] (বিশেষ্য) ১ শুভ প্রাতঃকাল। ২ (আলঙ্কারিক) সৌভাগ্যের উদয়। ৩ অভিবাদবিশেষ; good morning। □ (বিশেষণ) অতিশয় দীপ্তিশালী। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রভাত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রযুক্ত Bengali definition [শুপ্রোজুক্‌তো] (বিশেষণ) যথাযথভাবে বা সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রযুক্ত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রলাপ Bengali definition [শুপ্রোলাপ্‌] (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অনর্থক বাক্য কথন। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রলাপ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রশস্ত, সুপ্রসারিত Bengali definition [শুপ্‌প্রোশোস্‌তো, শুপ্‌প্রোশারিতো] (বিশেষণ) ১ অতিশয় প্রসারিত। ২ অত্যধিক লম্বাচওড়া। ৩ অতি উত্তম। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রশস্ত; প্রসারিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুপ্রসন্ন Bengali definition [শুপ্‌প্রোশোন্‌নো] (বিশেষণ) ১ অনুকূল; অতিশয় সদয় (ভাগ্য সুপ্রসন্ন)। ২ শান্ত; নির্মল (সুপ্রসন্নত্তি)। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রসন্ন; প্রাদি.}
  • Bengali Word সুপ্রসব Bengali definition [শুপ্রোশব্‌] (বিশেষ্য) সহজে বা নিরাপদে প্রসব। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রসব; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রসাদ Bengali definition [শুপ্রোশাদ্‌] (বিশেষ্য) ১ বিশেষ অনুগ্রহ। ২ আত্মতুষ্টি। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রসব; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রসিদ্ধ Bengali definition [শুপ্রোশিদ্‌ধো] (বিশেষণ) ১ নামজাদা; মশহুর (সুপ্রসিদ্ধ লোক)। ২ খ্যাতিসম্পন্ন। সুপ্রসিদ্ধা (স্ত্রীলিঙ্গ)। সুপ্রসিদ্ধি (বিশেষ্য) সুখ্যাতি; নামডাক। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রসিদ্ধ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রাপ্য Bengali definition [শুপ্রাপ্‌পো] (বিশেষণ) সহজে পাওয়া যায় এমন; সহজপ্রাপ্য; সুলভ। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রাপ্য; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রিম কোর্ট Bengali definition [সুপ্‌প্রিম্‌ কোর্‌ট্‌] (বিশেষ্য) রাষ্ট্র বা দেশের সর্বোচ্চ আদালত বা বিচারালয়। {(ইংরেজি) supreme court}
  • Bengali Word সুপ্রিয় Bengali definition [শুপ্‌প্রিয়ো] (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষণ) অত্যধিক আদরণীয়; অতিশয় প্রিয়; beloved। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রিয়; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্রীত Bengali definition [শুপ্‌প্রিতো] (বিশেষণ) অতিশয় সন্তুষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রীত}
  • Bengali Word সুপ্রয়োগ Bengali definition [শুপ্রোয়োগ্‌] (বিশেষ্য) সঠিক নিয়োগ; উপযুক্ত ব্যবহার। □ (বিশেষণ) ১ উত্তম দৃষ্টান্ত। ২ সুনিযুক্ত; সঠিকভাবে বা উত্তমরূপে প্রযুক্ত বা ব্যবহৃত। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রয়োগ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুপ্‌সুপা Bengali definition [শুপ্‌শুপা] (বিশেষ্য) (ব্যাকরণ) সংস্কৃত সমাসবিশেষ, যেখানে পূর্বপদ ও পরপদ উভয়ই সুবন্ত অর্থাৎ বিভক্তিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সুপ্‌+সুপ্‌+আ}
  • Bengali Word সুফল Bengali definition [শুফল্‌] (বিশেষ্য) ১ সুপরিণাম। ২ ভালো ফল। ৩ কার্যসিদ্ধি। □ (বিশেষণ) অধিক ফলোৎপাদক। কুফল (বিপরীতার্থক শব্দ)। সুফলপ্রদ, সুফলপ্রসূ (বিশেষণ) কল্যাণকর বা শুভ ফল দান করে এমন। সুফলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)উত্তমরূপে ফলবতী; উৎকৃষ্ট ফলযুক্তা। □ (বিশেষ্য) ১ এক ধরনের দ্রাক্ষা। ২ কলা। {(তৎসম বা সংস্কৃত) সু+ফল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুফি, সূফী Bengali definition [সুফি] (বিশেষণ) ধার্মিক (ইঁহাদের একজনের সুফী বলিয়া খ্যাতি ছিল-আবুল মনসুর আহমদ)। □ (বিশেষ্য) মুসলিম মরমি সাধক। {(আরবি) সূফী}
  • Bengali Word সুফেদ, সফেদ Bengali definition [সুফেদ্‌, সফেদ্‌] (বিশেষ্য) সাদা; শ্বেত (সুফেদ তরুর সবুজ তুলি মায়া কাজল ভরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সফেদ}
  • Bengali Word সুফেন Bengali definition [শুফেন্‌] (বিশেষ্য) সাগরের ফেনা। {(তৎসম বা সংস্কৃত) সু+ফেন; সুপ্‌সুপা}
  • Bengali Word সুবঙ্কিম Bengali definition [শুবোঙ্‌কিম্‌] (বিশেষণ) বাঁকা ও মনোহর। {(তৎসম বা সংস্কৃত) সু+বঙ্কিম; সুপ্‌সুপা}
  • Bengali Word সুবচন Bengali definition [শুবচোন্‌] (বিশেষ্য) ১ হিত বাক্য। ২ শোভন উক্তি। {(তৎসম বা সংস্কৃত) সু+বচন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুবচনী Bengali definition [শুবচোনি] (বিশেষ্য) হিন্দুদের দেবীবিশেষ। □ (বিশেষণ) মিষ্টভাষিণী। {(তৎসম বা সংস্কৃত) সুবচন+ঈ}
  • Bengali Word সুবদন Bengali definition [শুবদোন্‌] (বিশেষ্য) সুন্দর মুখমণ্ডল। □ (বিশেষণ) সুন্দর মুখমণ্ডলবিশিষ্ট। সুবদনা, সুবদনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সুন্দরী। {(তৎসম বা সংস্কৃত) সু+বদন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুবন্ত Bengali definition [সুবন্‌তো] (বিশেষণ) সংস্কৃত শব্দের শেষে সুপ্‌ বিভক্তি থাকলে তাদের সুবন্ত পদ বলে। {(তৎসম বা সংস্কৃত) সুপ্‌+অন্ত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুবন্ধ Bengali definition [সুবন্‌ধো] (বিশেষ্য) যত্ন। সুবন্ধে (ক্রিয়াবিশেষণ) সযত্নে (সুবন্ধে রাখম কাছে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) সু+বন্ধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুবন্ন Bengali definition [শুবন্‌নো] (বিশেষ্য) সুবর্ণ; স্বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) সুবর্ণ>সুবন্ন}