স পৃষ্ঠা ৫৭
- Bengali Word সুন্দা Bengali definition [শুন্দা] (বিশেষ্য) এক ধরনের মশলা (এ নায়ের বধূ সুন্দা ও মেথি বাটিতেছে হাসি হাসি-জসীমউদ্দীন)। {অজ্ঞাতমূল}
- Bengali Word সুন্দি, সুন্ধি Bengali definition [শুন্দি, শুন্ধি] (বিশেষ্য) ১ শ্বেতপদ্ম। ২ কুমুদ ফুল। {অজ্ঞাতমূল}
- Bengali Word সুন্নত, সুন্নৎ Bengali definition [সুন্নত] (বিশেষ্য) ১ হজরত মুহম্মদের (সা.) ধর্মকর্মপদ্ধতি। ২ মুসলিমদের লিঙ্গত্বকচ্ছেদ সংস্কার (সুন্নত দেওয়াই আর কলমা পড়াই-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ আল্লাহর বিধান। ৪ হজরত মুহম্মদের (সা.) কর্ম পদ্ধতি, যা মুসলিমদের করণীয় ও পালনীয়; হাদিসোক্ত কর্ম ও আচরণ বিধি; হজরত মুহম্মদের (সা.) নির্দেশিত কাজ। {(আরবি) সুন্নত}
- Bengali Word সুন্নি Bengali definition [সুন্নি] (বিশেষ্য) (বিশেষণ) মুসলমান সম্প্রদায়বিশেষ যারা চার খলিফা-হজরত আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.), ও আলী (রা.)-কে হজরত মুহম্মদের (সা.) বৈধ উত্তরাধিকারী মনে করেন; আহলে-সুন্নত। {(আরবি) সুন্নি}
- Bengali Word সুনয়ন Bengali definition [শুনয়োন্] (বিশেষণ) ১ সুন্দর চোখযুক্ত। ২ হরিণ। সুনয়না (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সুদৃশ্য চোখ সম্পন্না। সুনয়নী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+নয়ন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপ Bengali definition [শুপ্] (বিশেষ্য) সুরুয়া; ঝোল; ক্বাথ। {(ইংরেজি) soup}
- Bengali Word সুপক্ব Bengali definition [শুপক্কো] (বিশেষণ) উত্তমরূপে পেকেছে এমন (সুপক্ব ফল)। ২ ভালোভাবে সিদ্ধ হয়েছে এমন (সুপক্ব অন্ন)। {(তৎসম বা সংস্কৃত) সু+পক্ব; সুপ্সুপা}
- Bengali Word সুপচ Bengali definition [শুপচো] (বিশেষণ) সহজে হজ হয় এমন; লঘুপাক। {(তৎসম বা সংস্কৃত) সু+√পচ্+অ(অচ্)}
- Bengali Word সুপত্র Bengali definition [শুপত্ত্রো] (বিশেষণ) ১ সুদৃশ্য পাতাবিশিষ্ট। ২ সুন্দর পত্রবিশিষ্ট। ৩ সুন্দর বাহনযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+পত্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপথ, সুপন্থা Bengali definition [শুপথ্, শুপন্থা] (বিশেষ্য) সৎপথ; সদুপায় (সুপথে গমন)। {(তৎসম বা সংস্কৃত) সু+পথ, পন্থা; প্রাদি.}
- Bengali Word সুপথ্য Bengali definition [শুপোত্থো] (বিশেষণ) রোগীর জন্য উপযুক্ত উত্তম খাদ্য। {(তৎসম বা সংস্কৃত) সু+পথ্য; সুপ্সুপা}
- Bengali Word সুপদ্য Bengali definition [শুপোদ্দো] (ক্রিয়াবিশেষণ) সুন্দর তালে (সুপদ্য বাজে বাদ্য; মাদল মরজাদ্য-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) সু+পদ্য}
- Bengali Word সুপরিকৃত Bengali definition [শুপোরিক্কৃতো] (বিশেষণ) ভালোরূপে পরীক্ষা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+ পরিকৃত}
- Bengali Word সুপর্ণ Bengali definition [শুপর্নো] (বিশেষণ) ১ সুন্দর পাখাবিশিষ্ট। ২ সুন্দর পত্রযুক্ত। □ (বিশেষ্য) ১ গরুড়; মোরগ বা কুক্কুট। ২ স্বর্ণচুর পাখি। সুপর্ণা, সুপর্ণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পদ্মিনী। ২ গরুড় মাতা। {(তৎসম বা সংস্কৃত) সু+পর্ণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপর্বা Bengali definition [শুপর্বা] (বিশেষণ) সুন্দরপর্বযুক্ত। □ (বিশেষ্য) বাঁশ। {সু+ পর্ব; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপাচ্য Bengali definition [শুপাচ্চো] (বিশেষণ) সহজে হজম হয় এমন; লঘুপাক। {(তৎসম বা সংস্কৃত) সু+পাচ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপাত্র Bengali definition [শুপাত্ত্রো] (বিশেষ্য) ১ উপযুক্ত ব্যক্তি। ২ বিবাহের জন্য যোগ্য বর। সুপাত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+পাত্র; প্রাদি.}
- Bengali Word সুপারগ Bengali definition [শুপারোগ্] (বিশেষণ) অতিশয় পারদর্শী বা সমর্থ (বিচারে সুপারগ ছিলেন-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সু+পরাগ}
- Bengali Word সুপারি, সুপুরি Bengali definition [শুপারি, শুপুরি] (বিশেষ্য) সুপারি ফল বা গাছ; গুবাক; গুয়া; পান খাওয়ার সুপরিচিত উপকরণ; Areca catechu। {সুর্পারক (পশ্চিম ভারতের প্রাচীন বন্দরের নাম)>}
- Bengali Word সুপারিন্টেডেন্ট Bengali definition [সুপারিন্টেন্ডেন্ট্] (বিশেষ্য) তত্ত্বাবধায়ক; পরিচালক; অধ্যক্ষ। {(ইংরেজি) superintendent}
- Bengali Word সুপারিশ, সুপারিস Bengali definition [শুপারিশ্] (বিশেষ্য) কারো অনুকূলে কিছু অনুরোধ; recommendation (সুপারিসের জোরে চাকরি)। {(ফারসি) সিফারিশ}
- Bengali Word সুপার্শ্ব Bengali definition [সুপার্শো] (বিশেষ্য) সুন্দর পার্শ্বভাগ। {(তৎসম বা সংস্কৃত) সু+পার্শ্ব; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপুত্র Bengali definition [শুপুত্ত্রো] (বিশেষ্য) ১ ভালো বা উত্তম ছেলে। ২ গুণবান ছেলে। কুপুত্র (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+পুত্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপুরুখ (ব্রজবুলি) Bengali definition [সুপুরুখ্] (বিশেষ্য) ১ সুপুরুষ। ২ সুরসিক; বিদগ্ধ ব্যক্তি। ৩ সজ্জন (সুপুরখ বিলসই সা বরনারী; সুপুরুখ না ছোড়ই রসবতী নারী; প্রেম করবি অব সুপুরুখ জানি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) সুপুরুষ>}
- Bengali Word সুপুরুষ Bengali definition [সুপুরুশ্] (বিশেষ্য) সুদর্শন পুরুষ। □ (বিশেষণ) সুন্দর। {(তৎসম বা সংস্কৃত) সু+পুরুষ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপ্ত Bengali definition [শুপ্তো] (বিশেষণ) ১ নিদ্রিত। ২ অচেতন (সুপ্ত প্রবৃত্তি)। সুপ্তি (বিশেষ্য) ১ তন্দ্র। ২ ঘুম। ৩ স্বপ্ন (সুপ্তির গুণ্ঠন তালা-সিকান্দার আবু জাফর)। সুপ্তোত্থিত (বিশেষণ) নিদ্রা অবস্থা থেকে জাগ্রত। {(তৎসম বা সংস্কৃত) √স্বপ্+ত(ক্ত)}
- Bengali Word সুপ্রকাশ Bengali definition [শুপ্প্রোকাশ্] (বিশেষণ) ১ সুন্দর বিকাশ। ২ স্পষ্টরূপে প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রকাশ; সুপ্সুপা}
- Bengali Word সুপ্রজাবতী Bengali definition [শুপ্রোজাবোতি] (বিশেষণ) অনক সুসন্তান-প্রসবিনী। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রজাবতী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুপ্রণালি Bengali definition [শুপ্প্রোনালি] (বিশেষ্য) উত্তম বিধি; উৎকৃষ্ট নিয়ম। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রণালি; সুপ্সুপা}
- Bengali Word সুপ্রতিভা Bengali definition [শুপ্রোতিভা] (বিশেষ্য) ১ মার্জিত তীক্ষ্ন বুদ্ধি। ২ অসামান্য বুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) সু+প্রতিভা; সুপ্সুপা}