Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুনন্দ Bengali definition [শুনন্‌দো] (বিশেষণ) আনন্দজনক। □ (বিশেষ্য) ১ শ্রীকৃষ্ণের ভাই বলরামের মুষল। ২ রাজগৃহবিশেষ। ৩ হিন্দু পুরাণমতে বলরামের মুষল। {(তৎসম বা সংস্কৃত) সু+নন্দ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনন্দা Bengali definition [শুনন্‌দা] (বিশেষ্য) ১ পার্বতী। ২ পার্বতীর একজন সখীর নাম। ৩ নারী। ৪ গোরোচনা। {(তৎসম বা সংস্কৃত) সুনন্দ+আ(টাপ্‌)}
  • Bengali Word সুনসান Bengali definition [শুন্‌শান্‌] (অব্যয়) খালি বা নির্জন নীরব ও নিস্তব্ধ (পাহাড়ের মোড়টা সুনসান, লোক নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শূন্য>; শুষ্ক>}
  • Bengali Word সুনা, সুন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুনা, শুন্‌] (বিশেষ্য) ১ শূন্য; খালি। ২ শুকনা ভূমি। {(তৎসম বা সংস্কৃত) শূন্য>}
  • Bengali Word সুনাজমি Bengali definition [শুনাজোমি] (বিশেষ্য) রবি শস্য, আউশ, আখ, বা তামাকের উৎপাদন উপযোগী জমি। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>+জমি}
  • Bengali Word সুনাব্য Bengali definition [শুনাব্‌বো] (বিশেষ্য) যাতে সহজে নৌকা চলাচল করে (সুনাব্য নদী)। {(তৎসম বা সংস্কৃত) সু+নাব্য; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনাভ Bengali definition [শুনাভো] (বিশেষণ) ১ সুন্দর নাভিযুক্ত। ২ মৈনাক পর্বত। {(তৎসম বা সংস্কৃত) সু+নাভি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুনাম Bengali definition [শুনাম্‌] (বিশেষ্য) সুখ্যাতি; প্রশংসা; যশ (সুনাম ছড়িয়ে পড়া)। {(তৎসম বা সংস্কৃত) সু+নাম}
  • Bengali Word সুনালী Bengali definition সোনালি
  • Bengali Word সুনাসা, সুনাস Bengali definition [শুনাসা, শুনাশ] (বিশেষণ) সুন্দর নাসিকা এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+নাসা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুনাসিকা, সুনাসিক Bengali definition [শুনাসিকা, শুনাসিক্‌] (বিশেষ্য) ‍সুন্দর নাসিকা। □ (বিশেষণ) সুন্দর নাকবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সু+নাসিকা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুনিদ্র Bengali definition [শুনিদ্‌দ্রো] (বিশেষণ) যার নিদ্রা গাঢ়। {(তৎসম বা সংস্কৃত) সু+নিদ্রা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুনিদ্রা Bengali definition [শুনিদ্‌দ্রা] (বিশেষ্য) গাঢ় নিদ্রা (সুনিদ্রার ব্যাঘাত হলো)। {(তৎসম বা সংস্কৃত) সু+নিদ্রা}
  • Bengali Word সুনিপুণ Bengali definition [শুনিপুন্‌] অতিশয় দক্ষ বা পারদর্শী। সুনিপুণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+নিপুণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুনিভৃত Bengali definition [শুনিব্‌ভৃতো] (বিশেষণ) সম্পূর্ণ গুপ্ত; অপ্রকাশিত; জনহীন। {(তৎসম বা সংস্কৃত) সু+নিভৃত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনির্দিষ্ট, সুনির্ণীত, সুনির্ধারিত Bengali definition [শুনির্‌দিশ্‌টো, শুনির্‌নিতো, শুনির্‌ধারিতো] (বিশেষণ) সুস্পষ্ট বা সুন্দররূপে নিরূপিত। {(তৎসম বা সংস্কৃত) সু+নির্দিষ্ট, নির্ণীত, নির্ধারিত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনিশ্চিত Bengali definition [শুনিশ্‌চিতো] (বিশেষণ) স্পষ্টভাবে অবধারিত; সম্পূর্ণ সন্দেহহীন। {(তৎসম বা সংস্কৃত) সু+নিশ্চিত}
  • Bengali Word সুনিশ্চয় Bengali definition [শুনিশ্‌চয়] (বিশেষ্য) সন্দেহহীনতা; উৎকৃষ্টভাবে নির্ধারণ। {(তৎসম বা সংস্কৃত) সু+নিশ্চয়; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনিয়ত Bengali definition [শুনিয়োতো] (বিশেষণ) সুন্দরভাবে নিয়ন্ত্রিত। {(তৎসম বা সংস্কৃত) সু+নিয়ত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনিয়ন্ত্রণ Bengali definition [শুনিয়ন্‌ত্রন্‌] (বিশেষণ) সুন্দররূপে পরিচালন। □(বিশেষ্য) সুষ্ঠু ব্যবস্থা। সুনিয়ন্ত্রিত (বিশেষণ) সুন্দরভাবে পরিচালিত বা শাসিত হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+নিয়ন্ত্রণ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনিয়ম Bengali definition [শুনিয়ম্‌] (বিশেষ্য) সুন্দর ব্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) সু+নিয়ম; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনীতি Bengali definition [শুনিতি] (বিশেষ্য) উৎকৃষ্ট নীতি; সৎনীতি। {(তৎসম বা সংস্কৃত) সু+নীতি; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনীল Bengali definition [শুনিল্‌] (বিশেষণ) অতিশয় নীল; গাঢ় নীলবর্ণ (সুনীল আকাশ)। {(তৎসম বা সংস্কৃত) সু+নীল; সুপ্‌সুপা}
  • Bengali Word সুনেহ Bengali definition [শুনেহ] (বিশেষ্য) গভীর স্নেহ-প্রীতি বা প্রেম (তোহারি সুনেহ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) সু+স্নেহ>}
  • Bengali Word সুন্দ Bengali definition [শুন্‌দো] (বিশেষণ) ১ একজন অসুরের নাম। □ (বিশেষ্য) ১ একটি বানরের নাম। ২ হিন্দু পুরাণোক্ত উপসুন্দের ভ্রাতা। সুন্দ-উপসুন্দের লড়াই (বিশেষ্য) পৌরাণিক যুদ্ধবিশেষ-প্রচণ্ড শক্তিধর অসুর ভ্রাতৃদ্বয় সুন্দ ও উপসুন্দকে দমন করার জন্য দেবকুলের পক্ষে ব্রহ্মা তিলোত্তমা নামক নারী সৃষ্টি করে দুই ভাইয়ের কাছে পাঠান, তাকে পাওয়ার জন্য দুই ভাইয়ের যুদ্ধ হয় এবং দুই জনই নিহত হয়; (আলঙ্কারিক) যে যুদ্ধে দুই পক্ষই ধ্বংস হয়; ভয়াবহ গৃহযুদ্ধ। উপসুন্দ দৈত্য সুন্দের ছোট ভাই। {(তৎসম বা সংস্কৃত) √সুন্দর্‌+অ(অচ্‌)}
  • Bengali Word সুন্দর Bengali definition [শুনদর্‌] (বিশেষণ) ১ লাবণ্যময়; মনোহর; উত্তম। ২ সুষ্ঠু; কলামণ্ডিত। ৩ গৌরবর্ণ; রূপবান (সুন্দর পুরুষ)। {(তৎসম বা সংস্কৃত) সু+√দৃ+অ; সু+√উন্দ্‌+অর}
  • Bengali Word সুন্দরবন Bengali definition [শুন্‌দর্‌বোন্‌] (বিশেষ্য) দক্ষিণ বাংলার গভীর বনবিশেষ; সুন্দরি বা সুঁদরি বৃক্ষবহুল বন। {(তৎসম বা সংস্কৃত) সুন্দর বা সুন্দরি+বন}
  • Bengali Word সুন্দরহানো Bengali definition [শুন্‌দর্‌হানো] (বিশেষণ) সুন্দরমতো (আলু থালু চুলওয়ালা গোঁফের রেখামাত্র দেওয়া-সুন্দরহানো এক ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে দিয়েছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তুলনীয়) সুন্দরহেন}
  • Bengali Word সুন্দরি, সুন্দরী Bengali definition [শুন্‌দোরি] (বিশেষ্য) সুন্দরবনে জাত একজাতীয় গাছ; সুঁদরি গাছ। {(তৎসম বা সংস্কৃত) সিন্দূর>}
  • Bengali Word সুন্দরী ২ Bengali definition [শুন্‌দোরি] (বিশেষ্য) ১ রূপবতী। ২ রূপবতী রমণী (স্বরে বুঝিতেছি এ প্রশ্ন কোন সুন্দরী করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সুন্দর (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+√উন্দ্‌+অর+ঈ}