Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুদিন Bengali definition [শুদিন্‌] (বিশেষ্য) ১ সুখের সময়; শুভদিন (সুদিন আসতে দেরি হয়)। ২ সৌভাগ্যের উদয়। ৩ (জ্যোশা) শুভদিন; ভালো সময়। {(তৎসম বা সংস্কৃত) সু+দিন; প্রাদি.}
  • Bengali Word সুদীন Bengali definition [শুদিন্‌] (বিশেষণ) অত্যন্ত দরিদ্র। {(তৎসম বা সংস্কৃত) সু+দীন}
  • Bengali Word সুদীর্গ Bengali definition [শুদির্‌ঘো] (বিশেষণ) ‍খুব লম্বা (সুদীর্ঘ বক্তৃতা)। {(তৎসম বা সংস্কৃত) সু+দীর্ঘ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদুঃখিত Bengali definition [শুদুক্‌খিতো] (বিশেষণ) অত্যন্ত দুঃখিত। {(তৎসম বা সংস্কৃত) সু+দুঃখিত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদুঃসহ Bengali definition [শুদুশ্‌শহো] (বিশেষণ) অত্যন্ত দুঃসহ; যা প্রায় অসহ্য। {(তৎসম বা সংস্কৃত) সু+দুঃসহ+সুপ্‌সুপা}
  • Bengali Word সুদুরি Bengali definition ⇒ সদরি
  • Bengali Word সুদুর্বহ Bengali definition [শুদুর্‌বহো] (বিশেষণ) অত্যন্ত গুরুভার বলে বহন করা ভীষণ কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+দুর্বহ, সুপ্‌সপা}
  • Bengali Word সুদুর্লভ Bengali definition [শুদুর্‌লভ্‌] (বিশেষণ) অত্যন্ত দুষ্প্রাপ্য; পাওয়া অত্যন্ত কঠিন। {(তৎসম বা সংস্কৃত) স+দুর্লভ}
  • Bengali Word সুদুষ্কর Bengali definition [শুদুশ্‌কর্‌] (বিশেষণ) সাধন করা অত্যন্ত কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) স+দুঃ+কর; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদুস্তর Bengali definition [শুদুস্‌তর্‌] (বিশেষণ) ১ অত্যন্ত কষ্টে উত্তরণযোগ্য। {সু+দুস্তর; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদুস্ত্যজ Bengali definition [শুদুস্‌তজ্‌] (বিশেষণ) অত্যন্ত কষ্টে ত্যাগ করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+সুস্ত্যজ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদূর, সুদূরবর্তী Bengali definition [শুদুর্‌, শুদুরোবোরতি] (বিশেষণ) অত্যন্ত দূরবর্তী; বহুদূরে অবস্থিত। সুদূরতা (বিশেষ্য) অতিশয় দূরত্ব (নির্লিপ্ত সুদূরতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। সুদূরপরাহত (বিশেষ্য) যা ঘটা প্রায় অসম্ভব। সুদূরিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বহুদূরে অবস্থিতা রমণী (সুদূরিকা থাক দূরে নিকটে আস না-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সু+দূর, দূরবর্তী, সুপ্‌সুপা}
  • Bengali Word সুদৃশ্য Bengali definition [শুদৃশ্‌শো] (বিশেষণ) ১ সুন্দর। ২ সুদর্শন। {(তৎসম বা সংস্কৃত) সু+দৃশ্য; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদৃষ্ট Bengali definition [শুদ্‌শ্‌টো] (বিশেষণ) ভালোভাবে দেখা গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+দৃষ্ট; ‍সুপ্‌সুপা}
  • Bengali Word সুদৃষ্টি Bengali definition [শুদৃশ্‌টি] (বিশেষণ) শুভ বা অনুকূল দৃষ্টি; সুনজর; প্রসন্ন দৃষ্টি; ভালোভাবে দেখা হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+দৃষ্টি}
  • Bengali Word সুদৃঢ় Bengali definition [শুদ্‌দৃঢ়ো] (বিশেষ্য) অত্যন্ত কঠিন (সুদৃঢ় বন্ধন)। {(তৎসম বা সংস্কৃত) সু+দৃঢ়; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদ্দুর Bengali definition [শুদ্‌দুর] (বিশেষ্য) শূদ্র। {(তৎসম বা সংস্কৃত) শূদ্র>}
  • Bengali Word সুদ্ধ Bengali definition [শুদ্‌ধো] (অব্যয়) ১ সমেত (তার স্মৃতি সুদ্ধ আজ ইংরেজী রাষ্ট্র-ব্যবস্থা থেকে বিলুপ্ত বটে-সুঠা)। ২ সবটা মিলিয়ে (ফেনসুদ্ধ ভাত)। ৩ পর্যন্ত (জমিটুকু সুদ্ধ বেচে দিয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) শুদ্ধ>}
  • Bengali Word সুধন্বা Bengali definition [শুধন্‌না] (বিশেষণ) ১ শ্রেষ্ঠ বা উত্তম ধুনকধারী। ২ উৎকৃষ্ট ধনুর্ধর। □ (বিশেষ্য) ১ একজন পৌরণিক হিন্দু রাজা। ২ বিশ্বকর্মা। সুধন্বী (-নিন্‌) (বিশেষ্য) শ্রেষ্ঠ ধনুর্ধর; মহাযোদ্ধা। {(তৎসম বা সংস্কৃত) সু+ধনু; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুধর্মা Bengali definition [শুধর্‌মা] (বিশেষণ) ১ শোভনধর্মযুক্ত। ২ অত্যন্ত ধার্মিক। □ (বিশেষ্য) দেবসভা। {(তৎসম বা সংস্কৃত) সু+ধর্ম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুধা ১ Bengali definition [শুধা] (বিশেষ্য) অমৃত (বাক্য-সুধা)। ২ জ্যোৎস্না (সুধাকর)। ৩ চুন। ৪ জল; পানি। সুধাংশু (বিশেষ্য) চাঁদ। সুধাকন্ঠ (বিশেষ্য) সুমধুর কন্ঠ (সুধাকন্ঠে শুনি গান)। □ (বিশেষণ) যার কন্ঠ অতি মধুর। সুধাকর (বিশেষ্য) চাঁদ (তারকামণ্ডল যেন সুধাকর সনে-সেআ)। সুধাকার (বিশেষ্য) চুনকামকারী। সুধাজীবী (বিশেষ্য) রাজমিস্ত্রি। সুধাদ্রব (বিশেষ্য) চুনে মিশ্রিত জল। সুধাদবলিত (বিশেষ্য) চুনকামের ফলে সাদা। সুধানিধি ⇒ সুধাংশু। সুধাপাত্র (বিশেষ্য) সুধা রাখার পাত্র; অমৃত ভাণ্ড। সুধা পান (বিশেষ্য) অমৃত পান। ২ (ব্যঙ্গার্থ) মদ খাওয়া; মদ্যপান। সুধাপূর্ণ (বিশেষণ) ১ অমৃতে পরিপূর্ণ। ২ অতিশয় মধুর। সুধাবর্ষী (বিশেষ্য) চাঁদ। □ (বিশেষণ) অতিশয় স্নিগ্ধ। সুধাবাস (বিশেষ্য) চাঁদ। সুধাময় (বিশেষণ) অমৃতপূর্ণ। □ (বিশেষ্য) সৌধ; অট্টালিকা। সুধাময়ী (স্ত্রীলিঙ্গ)। সুধামাখা (বিশেষণ) অমৃতমাখা; অত্যন্ত মধুর বা মিষ্ট। সুধামুখ (বিশেষণ) মিষ্টিমুখ। সুধামুখী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)মধুরভাষী। সুধারস (বিশেষ্য) অমৃত। সুধাসমুদ্র (বিশেষ্য) সাত সমুদ্রের মধ্যে অন্যতম। সুধাসিক্ত (বিশেষণ) অমৃতে ভরপুর। সুধাসিন্ধু (বিশেষ্য) সুধাসাগর। সুধাস্পর্ধী (বিশেষণ) অমৃতকে পরাজিত করে এমন; তুলনাহীন মধুর। সুধাহর, সুধাহৃৎ (বিশেষ্য) গরুড়। {(তৎসম বা সংস্কৃত) সু+√ধৈ+অ(অঙ্‌)}
  • Bengali Word সুধা ২ Bengali definition শুধা
  • Bengali Word সুধানো Bengali definition শুধানো
  • Bengali Word সুধার Bengali definition [শুধার্‌] (বিশেষণ) অতিশয় ধারালো বা তীক্ষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) সু+ধার}
  • Bengali Word সুধারা Bengali definition [শুধারা] (বিশেষ্য) সঠিক ব্যবস্থা (দেশীয় বিচারালয়ের অনেক সুধারা করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) মধুর প্রবাহ। {(তৎসম বা সংস্কৃত) সু+ধারা}
  • Bengali Word সুধী Bengali definition [শুধি] (বিশেষ্য) ১ পণ্ডিত; জ্ঞানী ব্যক্তি (সুধী আল-বেরূনীর নাম শুনেছ-মোহাম্মদ ওয়াজেদ আলী)। ২ সদ্বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। (বিশেষণ) অতিশয় বুদ্ধিমান। {(তৎসম বা সংস্কৃত) সু+ধী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুধীর Bengali definition [শুধির্‌] (বিশেষণ) ১ অতি শান্ত প্রকৃতির; শান্ত; ধীর; নম্র; বিবেচক। ২ অতি ধীরগতিসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) সু+ধীর; সুপ্‌সুপা}
  • Bengali Word সুধু (প্রাচীন প্রয়োগ) Bengali definition = শুধু
  • Bengali Word সুন (প্রাচীন বাংলা) Bengali definition [শুন্‌] (বিশেষণ) কুকুর (হেনকালের সুন এক বিচিত্র শরীর লায়লীর পুরী হতে হইল বাহির-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) শ্বন্‌>}
  • Bengali Word সুনজর Bengali definition [শুনজোর্‌] (বিশেষ্য) প্রসন্ন দৃষ্টি; অনুকূল ধারণা। {(তৎসম বা সংস্কৃত) সু+(আরবি) নজর}