Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুতনুকা Bengali definition [শুতোনুকা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ছিমছাম সরু দুদীর্ঘ দেহী; তন্বী; সুন্দর অবয়বের অধিকারিণী (মাঠে কিনারে সেই সুতনুকা সুপারীর গাছ-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত) সু+তনু+ক+আ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুতপা, সুতপাঃ Bengali definition [শুতপা, শুতপাহ্‌] (বিশেষ্য) উগ্রতপস্বী। □ (বিশেষণ) ১ মহাতপস্বী। ২ সূর্য। {(তৎসম বা সংস্কৃত) সু+√তপ্‌+অস্‌}
  • Bengali Word সুতরাং Bengali definition [শুতরাঙ্‌] (অব্যয়) ১ অতএব; কাজেই। ২ অগত্যা। □ (বিশেষণ) অতিশয়। {(তৎসম বা সংস্কৃত) সু+তর(তরপ্‌)+আম(আমু)}
  • Bengali Word সুতল Bengali definition [শুতল্‌] (বিশেষণ) সুন্দর তলাবিশিষ্ট। □ (বিশেষ্য) ষষ্ঠ পাতাল। {(তৎসম বা সংস্কৃত) সু+তল}
  • Bengali Word সুতলি, সুতালি Bengali definition [শুতোলি, শুতালি] (বিশেষ্য) ১ সরু দড়ি। ২ সুতা। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>সুতা+লি; আলি}
  • Bengali Word সুতহিবুক Bengali definition [শুতোহিবুক্‌] (বিশেষ্য) (জ্যোশা) বিবাহের জন্য উৎকৃষ্ট যোগ। {(তৎসম বা সংস্কৃত) সুতহিবুক}
  • Bengali Word সুতা ১, সুতো, সূতা ১ (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শুতা, শুতো, শূতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নানা ধরনের আঁশ দিয়ে তৈরি সূক্ষ্ম দড়ি, যা বস্ত্রের মূল উপকরণ (রেশমি সুতা, কাপাস সুতা, পাটের সুতা)। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>}
  • Bengali Word সুতা ১, সূতা ১ (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শুতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যা (প্রাণের দোসরী সূতা বধি নিল হরি-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) সুত+আ(টাপ্‌)}
  • Bengali Word সুতার ১ Bengali definition [শুতার্‌] (বিশেষণ) ১ স্বাদযুক্ত; সুস্বাদু। □ (বিশেষ্য) উৎকৃষ্ট স্বাদ। {(তৎসম বা সংস্কৃত) সু+ (বাংলা) তার}
  • Bengali Word সুতার ২ Bengali definition [সুতার] (বিশেষ্য) কাঠমিস্ত্রি; সূত্রধর; ছুতার। {(তৎসম বা সংস্কৃত) সূত্রধর>}
  • Bengali Word সুতালি Bengali definition ⇒ সুতলি
  • Bengali Word সুতি, সুতী Bengali definition [শুতি] (বিশেষ্য) সুতার তৈরি কাপড়; সূত্রনির্মিত কাপড়। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>সুতা+ই, ঈ}
  • Bengali Word সুতিকা Bengali definition [শুকিতা] (বিশেষ্য) ১ আঁতুড়; প্রসবের জন্য গৃহ। ২ প্রসূতির রোগবিশেষ যা প্রসবের পর হতে পারে। {(তৎসম বা সংস্কৃত) সুত+ইক+আ}
  • Bengali Word সুতিক্ত Bengali definition [শুতিক্‌তো] (বিশেষণ) অতিশয় তিতা। {(তৎসম বা সংস্কৃত) সু+তিক্ত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুতীক্ষ্ম Bengali definition [শুতিখ্‌নো] (বিশেষণ) অত্যন্ত ধারালো। □ (বিশেষ্য) তীব্র (সুতীক্ষ্ন বাক্য)। {(তৎসম বা সংস্কৃত) সু+তীক্ষ্ন; সুপ্‌সুপা}
  • Bengali Word সুতীব্র Bengali definition [শুতিব্‌ব্রো] (বিশেষণ) অত্যধিক কড়া বা প্রখর (সুতীব্র বাক্য)। {(তৎসম বা সংস্কৃত) সু+তীর; সুপ্‌সুপা}
  • Bengali Word সুতুঙ্গ Bengali definition [শুতুঙ্‌গো] (বিশেষণ) ১ অতিশয় উচ্চ। ২ গ্রহের উচ্চ অংশবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সু+তুঙ্গ}
  • Bengali Word সুতেলা, সুতেলি (প্রাচীন বাংলা) Bengali definition [সুতলে, সুতেলি] (বিশেষণ) ১ শয়ন করলাম। ২ নিন্দ্রিত হলাম; সুপ্ত (সুখে সুতেলা-চর্যাপদ; হাঁউ সুতেলি মহাসুহ লীড়েঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সুপ্ত>}
  • Bengali Word সুদ Bengali definition [শুদ্‌] (বিশেষ্য) কুসীদ; ঋন গ্রহণ বাবত ঋণের পরিমাণের হিসাবে যে অতিরিক্ত লাভ দেওয়া হয়; interest। সুদকষা (ক্রিয়া) সুদের হিসাব নির্ণয় করা। সুদখোর (বিশেষ্য) টাকা ধার দেবার জন্য অতিরিক্ত অর্থ আদায়কারী; কুসীদজীবী (তার মত সুধকোর কটা আছে?)। সুদি, সুদী (বিশেষণ) সুদবিষয়ক। {(ফারসি) সূদ}
  • Bengali Word সুদক্ষ Bengali definition [শুদোক্‌খো] (বিশেষণ) অতিশয় পটু (সুদক্ষ পরিচালক)। {(তৎসম বা সংস্কৃত) সু+দক্ষ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদক্ষিন Bengali definition [শুদোক্‌খিন্‌] (বিশেষণ) ১ উদার স্বভাব। ২ বদান্য। সুদক্ষিণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+দক্ষিণা; সুপ্‌সুপা}
  • Bengali Word সুদতী Bengali definition ⇒ সুদন্তী
  • Bengali Word সুদন্ত Bengali definition [শুদন্‌তো] (বিশেষণ) মহোদর দন্তযুক্ত। □ (বিশেষ্য) ভালো বা সুন্দর দাঁত। {(তৎসম বা সংস্কৃত) সু+দন্ত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুদন্তী, সুদতী (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শুদোন্‌তি, শুদোতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সুন্দর দাঁতবিশিষ্টা। {(তৎসম বা সংস্কৃত) সু+দন্তী,>; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুদম Bengali definition [শুদম্‌] (বিশেষণ) অনায়াসে দমনীয়। {(তৎসম বা সংস্কৃত) সু+√দম্‌+অ(খল্‌), (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুদর্শ, সুদর্শন Bengali definition [শুদর্‌শো, শুদর্‌শন্‌] (বিশেষ্য) ১ দেখতে সুন্দর; মনোহর; দর্শিনীয় (সুদর্শন পুরুষ)। ২ বিষ্ণুর চক্র। সুদর্শনা, সুদর্শনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অমরাবতী। {(তৎসম বা সংস্কৃত) সু+√দৃশ্‌+অ(খল্‌), অন(ল্যুট্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুদাম, সুদামা Bengali definition [শুদাম্‌, শুদামা] (বিশেষ্য) ১ শ্রীকৃষ্ণের সখা গোপবালক বিশেষ। ২ কৃষ্ণের ভক্ত ব্রাহ্মণবিশেষ। ৩ মেষ। ৪ দানশীল; দাতা। ৫ পর্বতবিশেষ। □ (বিশেষণ) নদীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সু+√দা+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word সুদারুণ Bengali definition [শুদারুন্‌] (বিশেষণ) নিদারুণ। {(তৎসম বা সংস্কৃত) সু+দারুণ}
  • Bengali Word সুদি Bengali definition [শুদি] (বিশেষ্য) ১ শুক্লপক্ষ। ২ জ্যোৎস্নাপক্ষ। (বিপরীতার্থক শব্দ) বদি (অর্থ-কৃষ্ণপক্ষ)। {(তৎসম বা সংস্কৃত) সুদি; (হিন্দি) বাদি}
  • Bengali Word সুদিঠি Bengali definition [শুদিঠি] (বিশেষ্য) সুন্দর দৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত) সুদৃষ্টি> সুদিট্‌ঠি>}