Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুচারু Bengali definition [শুচারু] (বিশেষণ) অতিশয় সুন্দর; অতি রমণীয় (কাবার কার্য সুচারুরূপে সম্পন্ন করিয়া আসিতেছিলেন-শেখ আবদুর রহিম)। সুচারুতা (বিশেষ্য) রমণীয়তা। {(তৎসম বা সংস্কৃত) সু+চারু}
  • Bengali Word সুচালো, ছুঁচালো Bengali definition [শুচালো, ছুঁচালো] (বিশেষণ) সুচের মতো তীক্ষ্ম। {সুচ, ছুঁচ+আলো}
  • Bengali Word সুচিক্কণ Bengali definition [শুচিক্‌কন্‌] (বিশেষণ) ১ অত্যন্ত সরু। ২ পাতলা; ফিনফিনে (সুচিক্কণ শাড়ি)। ৩ খুব চকচকে; অতি উজ্জ্বল। {(তৎসম বা সংস্কৃত) সু+চিক্কণ}
  • Bengali Word সুচিত্র Bengali definition [শুচিত্‌ত্রো] (বিশেষণ) সুন্দর চিত্রবিশিষ্ট; নানা বর্ণে রঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত) সু+চিত্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুচিত্রক Bengali definition [শুচিত্‌ত্রক্‌] (বিশেষ্য) মাছরাঙা পাখি। {(তৎসম বা সংস্কৃত) সু+চিত্রক}
  • Bengali Word সুচিত্রা Bengali definition [শুচিত্‌ত্রা] (বিশেষ্য) ফুটি; কাঁকুড়। {(তৎসম বা সংস্কৃত) সু+চিত্রা}
  • Bengali Word সুচিত্রিত Bengali definition [শুচিত্‌ত্রিতো] (বিশেষণ) ১ সুন্দররূপে অঙ্কিত। ২ নিপুণতার সঙ্গে বর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) সু+চিত্রিত}
  • Bengali Word সুচিন্তা Bengali definition [শুচিন্‌তা] (বিশেষণ) মঙ্গল চিন্তা; মহৎ ভাবনা। □ (বিশেষ্য) বিচার বিবেচনা। সুচিন্তিত (বিশেষণ) ১ সম্যক পর্যালোচিত। ২ বিচার-বিবেচনা পূর্বক নির্ণীত; সুবিবেচিত; খুব ভালোভাবে ভেবে করা হয়েছে এমন (সুচিন্তিত সিদ্ধান্ত)। {(তৎসম বা সংস্কৃত) সু+চিন্তা}
  • Bengali Word সুচির Bengali definition [শুচির] (বিশেষণ) ১ অত্যন্ত দীর্ঘস্থায়ী (চাহে তিনি লক্ষ শির, লক্ষ প্রাণদান তবে স্বাধীনতা সুচির কল্যাণ-ইসমাইল হোসেন শিরাজী)। ২ চিরতরে(যদি মরি সুচির মরণে-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষ্য) দীর্ঘকাল(সুচিরকাল)। অচির (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+চির}
  • Bengali Word সুচিরতেষু Bengali definition [শুচোরিতেশু] সুচরিত্রের নিকট চিঠি লেখায় প্রথাসম্মত পাঠ। সুচরিতাসু (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+চরিত, ৭মী (বহুবচন)}
  • Bengali Word সুচেতা, সুচেতাঃ Bengali definition [শুচেতা, শুচেতাহ্‌] (বিশেষণ) ১ উদারচিত্ত; মহৎ হৃদয়; সন্তুষ্টচিত্ত। ২ সহৃদয়; চেতনাযুক্ত; সতর্ক। {(তৎসম বা সংস্কৃত) সু+চেতস্‌}
  • Bengali Word সুছন্দ, সুছাঁদ Bengali definition [শুছন্‌দো, শুছাঁদ্‌] (বিশেষ্য) ১ সুন্দর গঠনযুক্ত। ২ সৌন্দর্যপূর্ণ ভাবভঙ্গি। {(তৎসম বা সংস্কৃত) সু+ছন্দ, (বাংলা) ছাঁদ}
  • Bengali Word সুজন Bengali definition [শুজন্‌] (বিশেষ্য) ১ সৎলোক; সজ্জন। □ (বিশেষ্য) (বিশেষণ) ভদ্র। সুজনতা (বিশেষ্য) ভদ্রতা; সৌজন্য। {(তৎসম বা সংস্কৃত) সু+জন}
  • Bengali Word সুজনি, সুজনী Bengali definition [শুজ্‌নি] (বিশেষ্য) শয্যার জন্য নকশা করা মোটা চাদরবিশেষ। {(ফারসি) সোজনী}
  • Bengali Word সুজলা Bengali definition [শুজলা] (বিশেষণ) ১ নির্মলসলিলা। ২ পরিপূর্ণ মিষ্ট জলবিশিষ্ট। ৩ নদীবহুল। {(তৎসম বা সংস্কৃত) সু+জল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুজাত Bengali definition [শুজাতো] (বিশেষণ) ১ সদ্‌বংশজাত; কুলীন। ২ বৈধভাবে উৎপন্ন। সুজাতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সদ্বংশজাতা। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যে বৌদ্ধ রমণী বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলেন। {(তৎসম বা সংস্কৃত) সু+জাত}
  • Bengali Word সুজান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সুজান্‌] (বিশেষণ) ১ সজ্জন; সৎলোক। ২ (ব্রজবুলি) স্বামী; প্রেমিক; নাগর; রসিক নাগর (বর নাগর রসিক সুজান-বিদ্যাপতি)। ৩ বিজ্ঞ; প্রবীণ। ৪ চতুর; সেয়ানা (সো বর নাগর রসিক সুজান-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) সুজ্ঞান>}
  • Bengali Word সুজানিত Bengali definition [শুজানিতো] (বিশেষণ) সুপরিচিতি; ভালভাবে জ্ঞাত (ফজলী আম ও অঞ্চলে সুজানিত ছিল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত) সু+ (বাংলা) জানিত}
  • Bengali Word সুজি Bengali definition [শুজি] (বিশেষ্য) গম, যব বা চালের অমিহি চূর্ণ; মোটা দানাদার আটা। {(তুলনীয়) (হিন্দি) সুজী}
  • Bengali Word সুজেয় Bengali definition [শুজেয়ো] (বিশেষণ) অনায়াসে জয়সাধ্য; সহজে জয়ের যোগ্য বা উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+জেয়}
  • Bengali Word সুঝ Bengali definition [সুঝ্‌] (বিশেষ্য) জ্ঞান; বুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) সু+√জ্ঞা}
  • Bengali Word সুঝা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুঝা] (বিশেষ্য) ১ মনোযোগ। □ (ক্রিয়া) মনোনিবেশ করা (না বুঝিলা জথেক জনকে বুঝাইলা না সুঝিলা যথেক জননী সুঝাইলা-দৌলত উজির বাহরাম খান)। {সুঝা+আ}
  • Bengali Word সুট Bengali definition [সুট্‌] (বিশেষ্য) কোট-প্যান্ট-টাইয়ের সমন্বয়ে পরিপূর্ণ পাশ্চাত্য পোশাক (এক প্রস্ত সুট বানাবার বাসনা ছিল-সৈয়দ মুজতবা আলী)। সুট করা (ক্রিয়া) মানানো; উপযুক্ত হওয়া (পোশাকটি গায়ে সুট করেছে)। {(ইংরেজি) suit}
  • Bengali Word সুটকেস Bengali definition [সুট্‌কেস্‌] (বিশেষ্য) কাপড় রাখার ছোট হালকা বাক্স বা পেটিকাবিশেষ। {(ইংরেজি) suitcase}
  • Bengali Word সুটকো Bengali definition [শুট্‌কো] (বিশেষণ) ‘শুটকির কথ্য রূপ; শুকনা (আমি কোন্‌, উনুনমুখো সুটকের পাকা ধানে মই দিয়েছি-কাজী নজরুল ইসলাম)। {শুটকি>}
  • Bengali Word সুঠাম Bengali definition [শুঠাম্‌] (বিশেষণ) ১ সুন্দর; গঠনযুক্ত। ২ পরিপূর্ণ বা মহোহর অঙ্গযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+স্থান>ঠাম}
  • Bengali Word সুডৌল, সুডোল Bengali definition [সুডোউল্‌, সুডোল্‌] (বিশেষণ) ১ টোলহীন। ২ পরিপূর্ণ ও সুন্দর আকারযুক্ত (সুডৌল চেহারা)। {(তৎসম বা সংস্কৃত) সু+ (হিন্দি) ডৌল}
  • Bengali Word সুণ, সুণহু (প্রাচীন বাংলা, মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সুন, সুনহু] (ক্রিয়া) শোনো। সুণি, সুণিআ, সুণিআঁ, সুণিঞাঁ, সুণী, সুণীএ, সুণে (অসমাপিকা ক্রিয়া) শুনে (হরিণী বোনঅ হরিণা সুণ-চর্যা)। সুণিলেঁ (অসমাপিকা ক্রিয়া) শুনলে। {(বাংলা) √শুন্‌>}
  • Bengali Word সুত Bengali definition [শুতো] (বিশেষ্য) পুত্র; ছেলে (আকাশ আলোর আমরা সুত নূতন যুগের অগ্রদূত-গোলাম মোস্তফা)। সুতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √সু+ত(ক্ত)}
  • Bengali Word সুতনু Bengali definition [শুতোনু] (বিশেষণ) ১ সুঠাম দেহযুক্ত; ছিমছাম। ২ অতিশয় কৃশাঙ্গ। □ (বিশেষ্য) সুন্দর দেহ। {(তৎসম বা সংস্কৃত) √সু+তনু; (বহুব্রীহি সমাস)}