স পৃষ্ঠা ৫২
- Bengali Word সুখাদ্য Bengali definition [শুখাদ্দো] (বিশেষ্য) উত্তম আহার্য; স্বাদু ও পুষ্টিকর খাবার। {(তৎসম বা সংস্কৃত) সু+খাদ্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সুখান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সুখান্] (বিশেষণ) শুষ্ক; শুকনা (সুখান জ্ঞানত বসি কাক কাড়ে রা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>শুকনা>}
- Bengali Word সুখানুভব, সুখানুভূতি Bengali definition ⇒ সুখ
- Bengali Word সুখান্বেষণ Bengali definition [শুখান্নেশন্] (বিশেষ্য) সুখ খোঁজা; সুখলাভের চেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) সুখ+অন্বেষণ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সুখাবহ Bengali definition [শুখাবহো] (বিশেষণ) সুখ বহন করে আনে এমন; আরামদায়ক। {(তৎসম বা সংস্কৃত) সুখ+আবহ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুখাশা Bengali definition [শুখাশা] (বিশেষ্য) সুখবুভুক্ষা; তৃপ্তিলাভের ইচ্ছা। {(তৎসম বা সংস্কৃত) সুখ+আশা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সুখাসন Bengali definition [শুখাশোন্] (বিশেষ্য) আরামদায়ক আসন (রূপোর সুখাসনখানির চারিদিকে মায় বাতি বেল লণ্ঠন টাঙ্গান-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) সুখ+আসন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সুখাসীন Bengali definition [শুখাশিন্] (বিশেষণ) আরামে উপবিষ্ট। সুকাসিনা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সুক+আসীন}
- Bengali Word সুখিত Bengali definition [শুখিতো] (বিশেষণ) তৃপ্ত; সুখী (নিষ্ঠুর সুকে সুখিত যে আঁখি সে আঁখি আহুতি ওরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সুখ+ইত(ইতচ্)}
- Bengali Word সুখী Bengali definition [শুখি] (বিশেষণ) ১ সন্তুষ্ট; সুখভোগে অভ্যস্ত। ২ বিলাসী। সুখিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সুখ+ইন্(ইনি)}
- Bengali Word সুখের কাঁটা Bengali definition [শুখের কাঁটা] (বিশেষ্য) ১ বিদায় দিতে পারলে সুখ বোধ হয় এমন (যেন আমি উহাদের সুখের কাঁটা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুখের সংসারে কষ্টের সঞ্চারকারী (হালিমাই তার ভাই-ভাবীর সংসারের সুখের কাঁটা)। {সুখ+এর+কাঁটা}
- Bengali Word সুখৈশ্বর্য Bengali definition [শুভোইশ্শর্জো] (বিশেষ্য) আরামদায়ক ধনসম্পদ; বিত্ত বৈভব ও সুখ; সুখ ও সম্পদ। {(তৎসম বা সংস্কৃত) সুখ+ঐশ্বর্য}
- Bengali Word সুখোদয় Bengali definition [শুখোদয়্] (বিশেষ্য) সুখের উপলব্ধি; সুখসঞ্চার। {(তৎসম বা সংস্কৃত) সুখ+উদয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুখোষ্ণ Bengali definition [শুখোশ্নো] (বিশেষণ) সুখদায়ক উষ্ণতাযুক্ত; যে উষ্ণতা তৃপ্তিদায়ক (বসন্ত শীতান্তে এই সুখোষ্ণ সীরে হরিতের আতপত্র-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) সুখ+উষ্ণ}
- Bengali Word সুখ্যাতি Bengali definition [শুক্খ্যাতি] (বিশেষ্য) সুনাম; যশ; তারিফ; প্রশংসা। {(তৎসম বা সংস্কৃত) সু+খ্যাতি}
- Bengali Word সুগঠ Bengali definition [শুগঠো] (বিশেষণ) (মধ্যযুগীয় বাংলা) সুন্দর গঠনযুক্ত (অষ্ট অঙ্গ সুগঠ সুন্দর সুলক্ষণ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) সুগঠন>}
- Bengali Word সুগঠন Bengali definition [শুগঠোন্] (বিশেষ্য) উত্তম গঠন; সুন্দর গঠন। সুগঠনা (স্ত্রীলিঙ্গ)। সুগঠিত (বিশেষণ) উত্তম আকারযুক্ত; সুন্দরভাবে নির্মিত। {(তৎসম বা সংস্কৃত) সু+গঠন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুগত Bengali definition [শুগতো] (বিশেষণ) ১ সুন্দর গতিযুক্ত। ২ বুদ্ধদেব। {(তৎসম বা সংস্কৃত) সু+গত}
- Bengali Word সুগন্ধ Bengali definition [শুগন্ধো] (বিশেষ্য) সুবাস; খুশবু; সুঘ্রাণ। □ (বিশেষণ) মধুর গন্ধযুক্ত (সুগন্ধ বায়ু); সুবাসিত। সুগন্ধি (বিশেষণ) ১ মধুর গন্ধযুক্ত; সুরভি (সুগন্ধি বায়ু)। ২ খুশবুদার বস্তু; প্রসাধন। সুগন্ধবহ/বাহন (বিশেষণ) (বিশেষ্য) সুগন্ধবহ-বাহন সৌদামিনীসহ ঘন ভ্রমিতেছে মন্দগতি প্রেমানন্দ মনে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সু+গন্ধ, (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুগভীর Bengali definition [শুগোভির্] (বিশেষণ) অতিশয় গভীর। {(তৎসম বা সংস্কৃত) সু+গভীর}
- Bengali Word সুগম, সুগম্য Bengali definition [শুগম্, সুগোম্মো] (বিশেষণ) ১ সহজভেদ্য। ২ সহজে চলাফেলার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+√গম্+অ(খল্), য}
- Bengali Word সুগম্ভীর Bengali definition [শুগোম্ভির্] (বিশেষণ) ১ অতিশয় গম্ভীর। ২ অতি গভীর। ৩ ধীর স্থির প্রকৃতি (সুগম্ভীর কণ্ঠস্বর)। {(তৎসম বা সংস্কৃত) সু+গম্ভীর}
- Bengali Word সুগুপ্ত Bengali definition [শুগুপ্তো] (বিশেষণ) সম্পূর্ণভাবে গুপ্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+গুপ্ত; সুপ্সুপা}
- Bengali Word সুগৃহীতনামা Bengali definition [শুগ্গৃহিতোনামা] (বিশেষণ) উচ্চারণে সওয়াব হাসিল হয় এমন নামবিশিষ্ট; পবিত্র নাম; পুণ্যশ্লোকা। {(তৎসম বা সংস্কৃত) সুগৃহীত+নাম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুগোল Bengali definition [শুগোল্] (বিশেষ্য) সম্পূর্ণ গোল। □ (বিশেষণ) ১ টোলহীন; নিটোল। ২ সুন্দর গোলাকার। {(তৎসম বা সংস্কৃত) সু+গোল}
- Bengali Word সুঘটন Bengali definition [শুঘটোন্] (বিশেষ্য) উত্তমরূপে সংযোজন; সুসমাবেশ। {(তৎসম বা সংস্কৃত) সু+ঘটন}
- Bengali Word সুঙরা Bengali definition ⇒ সোঙরা
- Bengali Word সুচ Bengali definition [শুচ্] (বিশেষ্য) সুই; ছুঁই; সেলাই করার শলাকা। {(তৎসম বা সংস্কৃত) সূচি>}
- Bengali Word সুচরিত, সুচরিত্র Bengali definition [শুচোরিত, শুচোত্ত্রো] (বিশেষ্য) উত্তম চরিত্র; সৎস্বভাব। □ (বিশেষণ) সচ্চরিত্র। {(তৎসম বা সংস্কৃত) সু+চরিত, সুপ্সুপা; সু+চরিত্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুচরিতা, সুচরিত্রা Bengali definition [শুচোরিতা, শুচোরিত্ত্রা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সৎস্বভাবা। {(তৎসম বা সংস্কৃত) সুচরিত+আ, সুচরিত্র+আ}