Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুঁদি, সুঁদী Bengali definition [শুঁদি] (বিশেষ্য) উৎপল; কুমুদ; শালুক ফুল (ধরণীর নীল আঁখিযুগ যেন আয়রে শালুক সুঁদি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সুগন্ধি>}
  • Bengali Word সুঁড়ি Bengali definition [শুঁড়ি] (বিশেষণ) ১ সংকীর্ণ ও বক্র (আবার বনে ঘেরা সুঁড়ি পথ বাহিয়া গিয়া আবার দূরে একটা বাড়ী-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ হস্তী; শুণ্ডের ন্যায় আকারবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) শুণ্ডাকৃতি>}
  • Bengali Word সুই, সুঁই Bengali definition [শুই, শুঁই] (বিশেষ্য) সুচ; সূচি। সুইচোর (বিশেষ্য) লেজের আগায় সুচের মতো পালকবিশিষ্ট এক প্রকার সবুজ পাখি (পুচ্ছ নাচায় সুইচোর পাখী-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) সূচি>}
  • Bengali Word সুইচ Bengali definition [সুইচ্‌] (বিশেষ্য) বৈদ্যুতিক বাতি ইত্যাদি জ্বালানোর ও নিভানোর জন্য যে বস্তুটি টিপ দিয়ে অভীষ্ট ফল লাভ করা যায়। {(ইংরেজি) suitch}
  • Bengali Word সুইপার Bengali definition [সুইপার্‌] (বিশেষ্য) মেথর; ঝাড়ুদার (পৌঁছবামাত্রই মেথর সুইপার আপন আপন কাজে নিযুক্ত হলন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) sweeper}
  • Bengali Word সুকঠিন Bengali definition [শুকোঠিন্‌] (বিশেষ্য) খুব কঠিন। □ (বিশেষণ) অতিশয় দুরূহ। {(তৎসম বা সংস্কৃত) সু+কঠিন}
  • Bengali Word সুকণ্ঠ Bengali definition [শুকন্‌ঠো] (বিশেষ্য) যার কণ্ঠস্বর মধুর; সুস্বর। {(তৎসম বা সংস্কৃত) সু+কণ্ঠ}
  • Bengali Word সুকতলা, সুখতলা Bengali definition [শুক্‌তলা] (বিশেষ্য) পায়ের আরামের জন্য জুতার ভিতরে যে নরম আরামদায়ক চামড়া থাকে। {(তৎসম বা সংস্কৃত) সুখ+ (বাংলা) তল}
  • Bengali Word সুকবি Bengali definition [শুকোবি] (বিশেষ্য) মৌলিক কবি; প্রকৃত কবি; যিনি ভালো কবিতা লেখেন। {(তৎসম বা সংস্কৃত) সু+কবি; প্রাদি.}
  • Bengali Word সুকর Bengali definition [শুকর্‌] (বিশেষণ) ১ সহজে করণীয়; সহজসাধ্য। ২ সুখপ্রদ। □ (বিশেষ্য) শুভ বা কৌশলী হস্তযুক্ত। সুকরতা (বিশেষ্য) সহজসাধ্যতা। {(তৎসম বা সংস্কৃত) সু+কর}
  • Bengali Word সুকর্ম Bengali definition [শুকর্‌মো] (বিশেষণ) শুভকর্ম; সৎকাজ। {(তৎসম বা সংস্কৃত) সু+কর্ম}
  • Bengali Word সুকল্পিত Bengali definition [শুকোল্‌পিতো] (বিশেষণ) উত্তমরূপে পরিকল্পিত বা রচিত। {(তৎসম বা সংস্কৃত) সু+কল্পিত}
  • Bengali Word সুকান Bengali definition [সুকান্‌] (বিশেষ্য) হাল; helm। {(আরবি) সুক্কান্‌}
  • Bengali Word সুকানি, সুকনি, সুখানী Bengali definition [সুকানি, সুকনি, সুখানী] (বিশেষ্য) কর্ণধার; নৌকা বা জাহাজের হাল ধরে যে (সারেঙ থেকে সুকনি খালাসি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) সুক্কানী}
  • Bengali Word সুকান্ত Bengali definition [শুকান্‌তো] (বিশেষণ) ১ সুশ্রী। ২ সুন্দর কান্তি বা অঙ্গসৌষ্ঠবযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+কান্ত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুকীর্তি Bengali definition [শুকির্‌তি] (বিশেষ্য) ১ সৎকর্মের নিদর্শন। ২ যশ; অবিস্মরণীয়, সুন্দর বা কল্যাণকর কাজ। {(তৎসম বা সংস্কৃত) সু+কীর্তি}
  • Bengali Word সুকুমার Bengali definition [শুকুমার্‌] (বিশেষণ) ১ সুন্দর। ২ অল্পবয়স্ক ও কোমল অঙ্গযুক্ত; মৃদু (এরূপ সুকুমার হইয়াও তপোবন দর্শন-পরিশ্রম স্বীকার করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সুকুমা শিল্প (বিশেষ্য) সঙ্গীতাদি; চারুশিল্প; ললিতকলা। সুকুমারী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)অতিশয় কোমলা বা কোমলাঙ্গী। □ (বিশেষ্য) নবমল্লিকা। {(তৎসম বা সংস্কৃত) সু+কুমার}
  • Bengali Word সুকুশল Bengali definition [শুকুশল্‌] (বিশেষ্য) সুন্দর কৌশলপূর্ণ; নিপুণ কৌশলী (সুকুশল ললিত সে চরণ বিলাসে-মনির)। {(তৎসম বা সংস্কৃত) সু+কুশল}
  • Bengali Word সুকৃতি Bengali definition [শুক্‌কৃতি] (বিশেষ্য) ১ সৎকর্ম; মঙ্গলকর্ম। ২ ধর্মবিষয়ক; শুভকর্ম। ৩ সৌভাগ্য। সুকৃৎ (বিশেষণ) ১ পুণ্যবান। ২ সৎকর্মচারী। সুকৃত (বিশেষণ) ১ সুন্দররূপে সম্পন্ন। ২ সুনির্মিত; সুগঠিত। সুকৃতিকা (বিশেষণ) বশবর্তী (কন্দর্প সুকৃতিকা ভুবন প্রকাশ-সাবিরিদ খান)। {(তৎসম বা সংস্কৃত) সু+কৃতি}
  • Bengali Word সুকৃৎ, সুকৃত Bengali definition ⇒ সুকৃতি
  • Bengali Word সুকেশা, সুকেশী, সুকেশিনী Bengali definition [শুকেশা, শুকেশি, শুকেশিনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে মেয়ের চুল সুন্দর (সুকেশিনী মিশ্রকেশী আসি নামিলা-মাইকেল মধুসূদন দত্ত)। সুকেশ (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+কেশ, কেশী, (বাংলা) কেশিনী}
  • Bengali Word সুকোমল Bengali definition [শুকোমোল্‌] (বিশেষণ) অত্যন্ত কোমল; অতিশয় নরম। {(তৎসম বা সংস্কৃত) সু+কোমল}
  • Bengali Word সুকৌশল Bengali definition [শুকোউশল্‌] (বিশেষ্য) উত্তম বা চমৎকার কৌশল। {(তৎসম বা সংস্কৃত) সু+কৌশল}
  • Bengali Word সুক্তা, সুক্ত, সুক্তো, সুক্তানি Bengali definition [শুক্‌তা, শুক্‌তো, শুক্‌তানি] (বিশেষ্য) ১ পাটের শুকনা কচি পাত। ২ এক প্রকার তিক্ত আস্বাদযুক্ত ব্যঞ্জন। শুক্তানি (বিশেষ্য) সুক্তার ঝোল। {(তৎসম বা সংস্কৃত) শুষ্কপত্র>}
  • Bengali Word সুখ Bengali definition [শুখ্‌] (বিশেষ্য) ১ আনন্দ; তৃপ্তি। ২ আরাম; আয়াস। □ (বিশেষণ) আরামদায়ক; আনন্দজনক; প্রীতিজনক। সুখকর, সুখজনক (বিশেষণ) সুখদায়ক; তৃপ্তিকর; আনন্দবর্ধক। সুখদ (বিশেষণ) তৃপ্তিদায়ক; সুখদানকারী (তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে ততই সুখদ সামগ্রী সঞ্চয় করিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সুখবুভুক্ষু/বুভুক্ষ (বিশেষণ) সর্বদা আরাম-আয়াসকামী ব্যক্তি (সুখবুভুক্ষের মিটে কিনা চির-আশা-রবীন্দ্রনাথ ঠাকুর)। সুখশয়ন, সুখশয্যা (বিশেষ্য) আরাম দানকারী বিছানা। সুখ-সংবাদ (বিশেষ্য) আনন্দ-সংবাদ; শুভ বা সুখবর। সুখসূর্য, সুখরবি (বিশেষ্য) সৌভাগ্য বা সুখরূপ সূর্য। সুখস্পর্শ (বিশেষণ) স্পর্শ করলে আরাম বোধ হয় এমন; আনন্দপূর্ণ ও মধুর ছোঁয়া। সুখস্বপ্ন (বিশেষ্য) মধুময় স্বপ্ন। সুখস্মৃতি (বিশেষ্য) বিগত দিনের যেসব ঘটনার কথা মনে করলে হৃদয় পুলকিত হয়্ সুখানুভ, সুখানুভূতি (বিশেষ্য) হৃদয় পুলকিত করে যে বোধ। সুখে থাকতে ভূতে কিলায়-সুখের মর্যাদা না ‍বুঝে স্বেচ্ছায় দুঃখ বরণ করা। {(তৎসম বা সংস্কৃত) √সুখ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word সুখতলা Bengali definition ⇒ সুকতলা
  • Bengali Word সুখবর Bengali definition [শুখবোর্‌] (বিশেষ্য) ভালো খবর; শুভ সংবাদ; খুশ-খবর। {(তৎসম বা সংস্কৃত) সু+ (ফারসি) খবর}
  • Bengali Word সুখা Bengali definition [শুখা] (বিশেষ্য) ১ বিড়ি সিগারেট তৈরির জন্য কলে-কাটা তামাক; সূর্তি। ২ চুন খয়ের ও তামাকের সংমিশ্রণে মুখে খাওয়ার মতো তামাকবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) সুখা}
  • Bengali Word সুখাএ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুখাএ] (ক্রিয়া) ১ সুখ দান করে। ২ সুখ অনুভব করে (অন্তরে সুখাএ মোর-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সুখ>}
  • Bengali Word সুখাদ Bengali definition [শুখাদ্‌] (বিশেষণ) সুস্বাদু; টাটকা (সুখাদ গুড় ক্ষুধার অন্ন-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সু+খাদ্য>}