Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সিল, সীল Bengali definition [সিল্‌] (বিশেষ্য) ১ মুদ্রাঙ্কন। ২ ঋণের দায়ে সম্পত্তি আটক। ৩ সামুদ্রিক মাছবিশেষ। সিলমোহর (বিশেষ্য) ছাপ দেওয়ার বস্তু বিশেষ। {(ইংরেজি) seal}
  • Bengali Word সিলাপচি, সিলিপচি Bengali definition [শিলাপ্‌চি, শিলিপ্‌চি] (বিশেষ্য) হাত ধোয়ানোর পাত্র; চিলমচি (সকলে বসিয়া গিয়াছেন বাঁদরীরা সিলাপচি লইয়া একে একে হাত ধোয়াইতেছে-ইহ)। {(তুর্কি) চল্‌বচী}
  • Bengali Word সিলিং, সিলিঙ Bengali definition [সিলিঙ্‌] (বিশেষ্য) ভিতর দিকের পাটাতন-করা ছাদ। ২ ঘরের মধ্যে ভিতরের দিকের অংশ (ঘরের সিলিঙে কড় ছিলো না ঝোলাবার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) ceiling}
  • Bengali Word সিলেক্ট Bengali definition [সিলেক্‌ট্‌] (ক্রিয়া) নির্বাচন; নির্ধারণ (সাহেবের অ্যাটিচুড দেখে কিন্তু আমার তখনই মনে হয়েছিলো যে আপনাকেই সিলেক্ট করবেন-কাজী ইমদাদুল হক)। {(ইংরেজি) select}
  • Bengali Word সিল্ক Bengali definition [সিল্‌ক্‌] (বিশেষ্য) ১ রেশম; ক্ষৌম। ২ রেশমি বস্ত্র। {(ইংরেজি) silk}
  • Bengali Word সিস, সীস Bengali definition [শিশ্‌, শীশ্‌] (বিশেষ্য) শীর্ষ; আগা; অগ্রভাগ। ২ মাথা; মস্তক। ৩ সীমান্ত; সিঁথি (সিসেরে সিন্দুর-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শীর্ষ>}
  • Bengali Word সিসা, সীসা Bengali definition [শিশা] (বিশেষ্য) একপ্রকার ভারী ধাতু; lead (মরুর সে পথ তপ্ত সিসা চলতে একা পাইনি দিশা বাই-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সীস>}
  • Bengali Word সিসৃক্ষা Bengali definition [শিস্‌স্রিক্‌খা] (বিশেষ্য) সৃজন করার ইচ্ছা। সিসৃক্ষু (বিশেষণ) সৃষ্টি করতে ইচ্ছুক; সৃষ্টিকারী। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+স(সন্‌)+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word সিসেম Bengali definition [সিসেম্‌] (বিশেষ্য) ১ পশ্চিম এশীয় লোকগাথায় পাহাড়ের অধিষ্ঠাত্রী দেবী। ২ আরব্য উপন্যাসে বর্ণিত এমন মন্ত্র বা শব্দ যা উচ্চারণ করলে দরজা আপনি খোলে ও বন্ধ হয়; দ্বার খোলা ও বন্ধ করার মন্ত্র (এতক্ষণে সিসেম খুলল-শওকত ওসমানকত ওসমান)। {(ফারসি) সিসেম}
  • Bengali Word সিয়া ১ Bengali definition = শিয়া
  • Bengali Word সিয়া ২ Bengali definition [সিয়া] (বিশেষণ) কালো; কৃষ্ণবর্ণ। □ (বিশেষ্য) লেখার কালি। {(ফারসি) সিয়াহ}
  • Bengali Word সিয়ান, সেয়ান Bengali definition [শিয়ান্‌, শেয়ান্‌] (বিশেষণ) ১ বয়স্ক। ২ সজ্ঞান। ৩ সুচতুর; চালাক (ইনি একজন খুব তুখড় সিয়ান ছোকড়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সিয়ানা, সেয়ানা (বিশেষণ) ১ সজ্ঞান। ২ সয়স্ক (সিয়ানা হইল যবে হোশ হৈল তার-সৈয়দ হামজা)। ৩ চতুর। {(তৎসম বা সংস্কৃত) সজ্ঞান>}
  • Bengali Word সিয়ানো Bengali definition [শিয়ানো] (ক্রিয়া) সেলাই করা। □ (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) সীবন>; ক্রিয়ারূপ-সিয়াই, সিয়াও, সিয়ায়, সিয়ান, সিয়াস; (অসমাপিকা ক্রিয়া)-সিয়ায়ে, সিয়ালে, সিয়াতে ইত্যাদি}
  • Bengali Word সিয়াবাস Bengali definition [শিয়াবাশ্‌] (বিশেষ্য) ১ কৃষ্ণবর্ণ পরিচ্ছদ। □ (বিশেষণ) ময়লা বস্ত্র (একখানি বস্ত্র পরি সিয়াবাস পরিহরি-সৈয়দ সুলতান)। {(ফারসি) সিয়াহ+(তৎসম বা সংস্কৃত) বাস}
  • Bengali Word সিয়াম Bengali definition [শিয়াম্‌] (বিশেষ্য) রোজা; উপবাস ব্রত (সিয়ামের শেষে নিষ্পাপ ঘন ফুল হয়ে ফোটে আজ-জাহানারা আরজু)। {(আরবি) সিয়াম; (একবচন) সৱম}
  • Bengali Word সীঁথি Bengali definition ⇒ সিঁথি
  • Bengali Word সীকর Bengali definition ⇒ শীকর
  • Bengali Word সীট Bengali definition ⇒ সিট
  • Bengali Word সীতা Bengali definition [শিতা] (বিশেষ্য) ১ রামায়ণোক্ত রামের স্ত্রী; জানকী। ২ জমিতে লাঙল চালানোর রেখা। সীতাকুণ্ড (বিশেষ্য) চট্টগ্রামস্থ হিন্দুদের তীর্থস্থান। সীতাপতি (বিশেষ্য) রামচন্দ্র। সীতাভোগ (বিশেষ্য) এক প্রকার বিখ্যাত মিষ্টান্ন। সীতাদুঃখ (বিশেষ্য) অতিশয় দুঃখ। সীতাশাল, সীতাশালি (বিশেষ্য) উৎকৃষ্ট জাতীয় ধানের নাম। {(তৎসম বা সংস্কৃত) √সি+ত(ক্ত)+আ}
  • Bengali Word সীদতি (বিরল) Bengali definition [শিদোতি] (বিশেষণ) অবসর; বিষাদপূর্ণ (স্বামিগুণ গণি গণি সীদতি অঙ্গনা-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) শিদ্দৎ (=দুঃখকষ্ট)+ (বাংলা) ই; (তৎসম বা সংস্কৃত) √সীদ্‌-বর্তমানকাল ১ম (পুংলিঙ্গ) (একবচন)}
  • Bengali Word সীধু Bengali definition [শিধু] (বিশেষ্য) ১ মদ্য। ২ বকুল ফুল (বরিষা নারীর মুখের সীধু-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সীধ্‌+উ}
  • Bengali Word সীবন Bengali definition [শিবন্‌] (বিশেষ্য) সেলই; সূচিকর্ম। সীবনী (বিশেষ্য) সুচ। {(তৎসম বা সংস্কৃত) √সিব্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সীমন্ত Bengali definition [সিমন্‌তো] (বিশেষ্য) ১ মাথা; শির। ২ সিঁথি। ৩ টেরি (অতি যত্নে সীমন্তটি চিরে সিঁদুর বিন্দু আঁক নাই কি শিরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সীমন্তক (বিশেষ্য) সিন্দূর। সীমন্তিত (বিশেষ্য) বিন্যস্ত কেশধারী; টেরিকাটা; সীমন্তবিশিষ্ট; সিঁথিযুক্ত। সীমন্তিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভার্যা; নারী। □ (বিশেষ্য) সধবা নারী (কি বলিতে চাহ মোরে প্রণয়বিধুরা সীমন্তিনী মোর-রবীন্দ্রনাথ ঠাকুর)। সীমন্তোন্নয়ন (বিশেষ্য) হিন্দু রীতি অনুযায়ী গর্ভিণীর চতুর্থ বা ষষ্ঠমাসের কর্তব্য; হিন্দু সংস্কারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সীমন্‌+অন্ত}
  • Bengali Word সীমা (-মন্‌) Bengali definition [শিমা] (বিশেষ্য) ১ প্রান্ত; ধার। ২ অন্ত; অবধি; শেষ (সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সমুদ্র উপকূল। ৪ সীমানা; চৌহদ্দি; গণ্ডি। সীমান্ত (বিশেষ্য) শেষপ্রান্ত; শেষপ্রান্তে যে প্রদেম অবস্থিত। সীমাবদ্ধ (বিশেষণ) ১ সংকীর্ণ; অল্প (সীমাবদ্ধ জ্ঞান)। ২ সসীম (সীমাবদ্ধ জিন্দেগি)। □ (বিশেষ্য) পরিমিত (সীমাবদ্ধ ভূ-সম্পত্তি)। সীমাসরহদ্দ (বিশেষ্য) চতুঃসীমা (সীমাসরহদ্দ স্থির-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √সি+মন্‌(মনিন্‌); সীমন্‌+আ(টাপ্‌)}
  • Bengali Word সীমানা Bengali definition [শিমানা] (বিশেষ্য) ১ প্রান্ত; চৌহদ্দি। ২ জমির বা গামাদির নির্দিষ্ট প্রান্তভাগ; গণ্ডি; অবধি। {(তৎসম বা সংস্কৃত) সীমন্‌>}
  • Bengali Word সীমিত Bengali definition [শিমিতো] (বিশেষণ) সীমা বা নির্দিষ্ট সীমানা দ্বারা আবদ্ধ; সীমাবদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √সি+মন্‌(মনিন্‌)+ত(ক্ত)}
  • Bengali Word সীস, সীসক Bengali definition [শিশ্‌, শীশক্‌] (বিশেষ্য) ১ সিসা; ধাতুবিশেষ; lead। ২ পেনসিলের মধ্যকার কালো বা ও সরু দণ্ড যা দিয়ে রেখা অঙ্কন করা যায়, তবে প্রকৃতপক্ষে এটি গ্রাফাইটিস (সে আনন্দটা এই কাঠপেন্সিলের সীস দিয়ে এঁকে দেখাতে পারছিনে-কাজী নজরুল ইসলাম)। ৩ পেন্সিলের সীসের ন্যায় কালো বস্তু (পিরীতি কাঞ্চন মধ্যে পড়ি গেল সীস-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সীস, +ক(কন্‌)}
  • Bengali Word সীৎকার Bengali definition ⇒ শীৎকার
  • Bengali Word সু ২ Bengali definition [শু] (অব্যয়) ১ ভালো; উত্তম (সুস্বভাব)। ২ সুন্দর মধুর শুভ অধিক অত্যন্ত সহজ উৎকৃষ্ট প্রভৃতি বাচক উপসর্গ। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}
  • Bengali Word সুঁদরি, সুঁদরী Bengali definition [মুঁদোরি] (বিশেষ্য) সুন্দরবনের বিখ্যাত বৃক্ষবিশেষ বা তার কাঠ। {(তৎসম বা সংস্কৃত) সিন্দূর>+ (বাংলা) ই}