স পৃষ্ঠা ৪৯
- Bengali Word সিপ Bengali definition ⇒ ছিপ১
- Bengali Word সিপাই, সিপাহি, সিপাহী Bengali definition [সিপাই, সিপাহি, সিপাহী] (বিশেষ্য) ১ সৈনিক। ২ পুলিশ বিভাগের নিম্নপদস্থ কর্মচারী; কনস্টেবল। ৩ প্রহরী। {(ফারসি) সিপাহী}
- Bengali Word সিপারা, ছেপারা Bengali definition [সিপারা, ছেপারা] (বিশেষ্য) কোরান শরিফের ত্রিশ অংশের এক অংশ। {(ফারসি) সিপারহ}
- Bengali Word সিপাহসালার, সেপাহসালার Bengali definition [সিপাহোসালার্, সেপাহ্সালার্] (বিশেষ্য) সেনাপতি; প্রধান সৈন্যধ্যক্ষ। {(ফারসি) সিপাহীসালার}
- Bengali Word সিপাহি, সিপাহী Bengali definition ⇒ সিপাই
- Bengali Word সিপি Bengali definition [শিপি] (বিশেষ্য) ঝিনুক (সৃজিল সিপিতে মুক্তা রত্ন বহুমূল-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সীপ>}
- Bengali Word সিপ্রা Bengali definition ⇒ শিপ্রা
- Bengali Word সিফত, সিফাৎ Bengali definition [শিফত্, শিফাত্] (বিশেষ্যের বিশেষণ) গুণ; মাহাত্ম্য (ছেলে ভালসচ্চরিত্র, সুস্থ, সবল বাস আর কোন সিফাৎ চাইনে-কাজী ইমদাদুল হক)। {(আরবি) সিফত}
- Bengali Word সিফাই (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সিফাই] (বিশেষ্য) সৈনিক (বান্দিবারে বেড়ে বীর সিফাই হাজার-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) সিপাহী}
- Bengali Word সিভিল কোর্ট Bengali definition [সিভিল্কোর্ট] (বিশেষ্য) দেওয়ানি আদালত বা বিচারালয়। {(ইংরেজি) civil court}
- Bengali Word সিভিল সার্জন, সিবিল সার্জন Bengali definition [সিভিল সারজোন্, সিবিল সারজোন্] (বিশেষ্য) জেলার সর্বপ্রধান সরকারি চিকিৎসক। {(ইংরেজি) civil surgeon}
- Bengali Word সিম Bengali definition ⇒ শিম
- Bengali Word সিমসাম Bengali definition ⇒ ছিমছাম
- Bengali Word সিমুম, সাইমুম Bengali definition [সিমুম্, সাইমুম] (বিশেষ্য) মরুভূমির ভয়াবহ বালুর ঝড় (পরাক্রান্ত সিমুমের ঝুটি মুঠোয় ভেতর ধরি-শামসুর রাহমান)। {(আরবি) সমূম}
- Bengali Word সিমেন্ট Bengali definition [সিমেন্ট্] (বিশেষ্য) দালান তৈরির চূর্ণবিশেষ; বিলাতি মাটি। {(ইংরেজি) cement}
- Bengali Word সিম্ফনি Bengali definition [সিম্ফোনি] (বিশেষ্য) ধ্বনি-সাম্য; ঐকতান (জীবনের মতো ব্যাপ্ত একটি সিম্ফনি ঝরায় ঝর্ণার পানি-শামসুর রাহমান)। {(ইংরেজি) symphony}
- Bengali Word সিরকা Bengali definition ⇒ সির্কা
- Bengali Word সিরক্কো Bengali definition [শিরক্কো] (বিশেষ্য) মরুভূমির প্রচণ্ড ঝড়। {(ইংরেজি) sirocco}
- Bengali Word সিরজন Bengali definition ⇒ সৃজন
- Bengali Word সিরজা Bengali definition [শি্জা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) তৈরি বা নির্মাণ করা। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্+ (বাংলা) আ}
- Bengali Word সিরসির Bengali definition = শিরশির
- Bengali Word সিরা, শীরা Bengali definition [শিরা] (বিশেষ্য) ১ রস; ঝোল (তুতীর ঠোঁটে মিষ্টি ঠেকে তেমনি আজো চিনির সিরা-কাজী নজরুল ইসলাম)। ২ ধমনি; নাড়ি। {(ফারসি) শীরাহ}
- Bengali Word সিরাজ Bengali definition [শিরাজ্] (বিশেষ্য) প্রদীপ; আলো (রাজার সিরাজ তুমি-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) সিরাজ}
- Bengali Word সিরাজাম মুনিরা Bengali definition [শিরাজাম্মুনিরা] (বিশেষ্য) ১ উজ্জ্বলকারী প্রদীপ। ২ তিমির বিনাশক মশাল (দেখো সিরাজাম মুনিরা জ্বলছে-ফররুখ আহমদ)। {(ফারসি) সিরাজাম মুনিরা}
- Bengali Word সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকীম Bengali definition [সিরাতুল্ মুস্তাকিম্] (বিশেষ্য) সরল ও সহজ পথ (আল্লাহ্ ও রসুলের প্রদর্শিত সিরাতুল মুস্তাকিমে চলিবার আহ্বান-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(আরবি) সিরাতুল মুস্তাকিম}
- Bengali Word সিরি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সিরি] (বিশেষ্য) স্ত্রী। সিরিফল (বিশেষ্য) শ্রীফল; বেল। {(তৎসম বা সংস্কৃত) শ্রী>}
- Bengali Word সিরিঞ্জ Bengali definition [শিরিন্জ্] (বিশেষ্য) ইনজেকশন দেওয়ার উপযোগী সুচ (অন্য পকেট থেকে সিরিঞ্জ বের করে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) syringe}
- Bengali Word সিরিশ, সিরিস Bengali definition [শিরিশ্] (বিশেষ্য) ১ পশুর হাড় চর্ম শৃঙ্গ ইত্যাদি থেকে তৈরি এক ধরনের আঠা। সিরিশ কাগজ (বিশেষ্য) কাচের গুঁড়া ও সিরিশ আঠাসংযুক্ত কাগজ; কাষ্ঠাদি মসৃণ করতে ব্যবহৃত হয় এমন ধারালো কাগজ। {(ফারসি) সরীশ}
- Bengali Word সির্কা Bengali definition [সির্কা] (বিশেষ্য) ইক্ষুরস প্রভৃতি গাঁজিয়ে প্রস্তুত করা অম্লরসবিশেষ। {(ফারসি) সির্কহ্}
- Bengali Word সির্নি Bengali definition ⇒ শিরনি