স পৃষ্ঠা ৪৮
- Bengali Word সিদ্ধ Bengali definition [শিদ্ধো] (বিশেষণ) ১ উষ্ণ পানিতে পক্ব; অগ্নির উত্তাপে পাকানো; boiled (সিদ্ধ চাউল)। ২ সফল (সিদ্ধকাম)। ৩ দক্ষ; নিপুণ (সিদ্ধহস্ত)। ৪ অলৌকিক বিদ্যায় বুৎপন্ন; সাধনায় বা তপস্যায় সফলকাম (সিদ্ধপুরুষ)। ৫ জারিত; পরিশোধিত (সিদ্ধ মকরধ্বজ)। ৬ প্রমাণীকৃত (যুক্তিসিদ্ধ সমাধান)। ৭ মন্ত্রাদি পূত অলৌকিক বা অপার্থিব শক্তিসম্পন্ন (সিদ্ধ মন্ত্র)। সিদ্ধকাম, সিদ্ধমনোরথ (বিশেষণ) আশাপূর্ণ হয়েছে এমন; অভীষ্ট লাভে সফল। সিদ্ধপুরুষ (বিশেষণ) ১ সাধনায় সফলতা অর্জনকারী ব্যক্তি। □ (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অতিরিক্ত জ্ঞানবান বা বেশি চতুর ব্যক্তি। সিদ্ধরস (বিশেষ্য) পারদ। সিদ্ধহস্ত (বিশেষণ) অতি কৌশলী; অত্যন্ত দক্ষ। {(তৎসম বা সংস্কৃত) √সিধ্+ত(ক্ত)}
- Bengali Word সিদ্ধা, সিদ্ধাই Bengali definition [শিদ্ধা, শিদ্ধাই] (বিশেষণ) ১ হিন্দু শাস্ত্রমতে যৌগিক সাধনায় সিদ্ধপুরুষ। ২ যোগে সিদ্ধ হওয়ার অবস্থা। □ (বিশেষ্য) যোগে সিদ্ধিবিশেষ। স্ব স্ব আঙ্গুলের মূলের বা ভিত্তির মাপে ৮৪ পরিমিত কায়াসাধনায় সিদ্ধ পুরুষকে চৌরাশি সিদ্ধা নামে অভিহিত করা হতো। {(তৎসম বা সংস্কৃত) সিধ্+ত(ক্ত)+ (বাংলা) আ/আই}
- Bengali Word সিদ্ধাঙ্গনা Bengali definition [শিদ্ধাঙ্গনা] (বিশেষণ) ১ (স্ত্রীলিঙ্গ) সিদ্ধ রমণী; সফলমনোরথ নারী (কোন মেঘ শ্যাম শৈলে মুগ্ধ সিদ্ধাঙ্গনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) দেবতা, গন্ধর্ব প্রভৃতির মতো সিদ্ধ নামক জাতির স্ত্রীলোক। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধ+অঙ্গনা}
- Bengali Word সিদ্ধান্ত Bengali definition [শিদ্ধান্তো] (বিশেষ্য) ১ আপস; মীমাংসা (গণ্ডগোলের একট সিদ্ধান্ত করা)। ২ নির্ধারণ; মীমাংসা; স্থির। সিদ্ধান্তবাগীশ (বিশেষ্য) (বিশেষণ) মীমাংসাকারী। □ (বিশেষ্য) সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধ+অন্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সিদ্ধার্থ Bengali definition [শিদ্ধার্থো] (বিশেষ্য) ১ কামনা পূর্তি। ২ বুদ্ধদেব। □ (বিশেষণ) সফলকাম। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধ+অর্থ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সিদ্ধি Bengali definition [শিদ্ধি] (বিশেষ্য) ১ মোক্ষলাভ; সাফল্য (সিদ্ধিলাভ)। ২ ভাং; গাঁজাজাতীয় মাদক দ্রব্য (আজি হৈল ইষ্টাদি সিদ্ধি দেহ আনি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ পারদর্শিতা (পড়ালেখায় সিদ্ধিলাভ)। ৪ কৃতকার্যতা; সাফল্য (পরীক্ষায় সিদ্ধিলাভ)। সিদ্ধি খাওয়া (ক্রিয়া) নেশা করা; ভাং দিয়ে প্রস্তুত শরবতাদি তরলপদার্থ পান করা। সিদ্ধিখোর (বিশেষণ) ভাঙের শরবত পান করে এমন; গণেশ। সিদ্ধিঘোঁটা (ক্রিয়া) ভাং দিয়ে শরবত তৈরি করা। সিদ্ধিদাতা (বিশেষণ) ১ সফলতাদায়ক (একি তোমার মূর্তি হেরি! একি হেরি সিদ্ধিদাতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হিন্দুদেবতা। সিদ্ধিযোগ (বিশেষ্য) তিথি ও বারের কল্যাণদানকারী মিলন। সিদ্ধিলাভ (বিশেষ্য) কৃতকার্যতা অর্জন; সফলতা (নিইলে পরে ব্যর্থ আশা? নইলে সুদূর সিদ্ধিলাভ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সিধ্+তি(ক্তি)}
- Bengali Word সিদ্ধেশ্বরী Bengali definition [শিদ্ধেশ্শোরি] (বিশেষ্য) হিন্দু দেবীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধ+ঈশ্বরী}
- Bengali Word সিধা ১ Bengali definition [শিধা] (বিশেষণ) ১ অকপট; শান্ত; সহজ (তখনও আমি সিধা ছিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অবক্র; সরল; সোজা (তলোয়ার রাখ সিধা-মোহিতলাল মজুমদার)। □ (ক্রিয়াবিশেষণ) ১ বরাবর; সোজা (সিধা চলা)। ২ অবিলম্বে; বলামাত্র (সিধা কাজ আরম্ভ করা)। □ (বিশেষ্য) শায়েস্তা; দুরস্ত (তোমার বঙ্কু বাবুকে আমি সিধে করে দিব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তুলনীয়) (হিন্দি) সীধা}
- Bengali Word সিধা ২, সিধে Bengali definition [শিধা, শিধে] (বিশেষ্য) সিদ্ধ করে খাবার যোগ্য চাল-ডাল ইত্যাদি আহার্য সামগ্রী (সিধের চালেই তো মাস চলে যাবে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধ>}
- Bengali Word সিধানো, সেঁধানো Bengali definition [শিধানো, শেঁধানো] (ক্রিয়া) প্রবেশ করা। সিধায়ল (ব্রজবুলি), সিধারল(ব্রজবুলি) গেল; গমন করল (হিম শিখরে সিধায়ল-বিদ্যাপতি)। সিধারহু(ব্রজবুলি) চলে যাও। {সান্ধা>}
- Bengali Word সিধি, সিধী(মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সিধি] (বিশেষ্য) সিদ্ধি (মহাসিধী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধি>}
- Bengali Word সিধে Bengali definition ⇒ সিধা
- Bengali Word সিন Bengali definition [সিন্] (বিশেষ্য) ১ দৃশ্যাবলি। ২ রঙ্গমঞ্চের পর্দা। ৩ নাটকাদির দৃশ্য যবনিকা। {(ইংরেজি) scene}
- Bengali Word সিনকোনা, সিঙ্কোনা Bengali definition [সিন্কোনা, শিঙ্কোনা] (বিশেষ্য) পেরুভিয়ার সিনকোনা গাছ যার ছালে কুইনাইন তৈরি হয়। {(ইংরেজি) cinchona}
- Bengali Word সিনা Bengali definition [সিনা] (বিশেষ্য) বক্ষঃস্থল; ছাতি; বুকের প্রস্থ (সমুদ্র-সিনা) ফেড়ে ছুটে চলে কিশতী-ফররুখ আহমদ)। সিনাকলিজা (বিশেষ্য) হৃৎপিণ্ড ও যকৃৎ; গরু খাসি ইত্যাদির হৃৎপিণ্ড ও যকৃৎ দ্বরা তৈরি ব্যঞ্জন (তিন থালা সিনা কলিজা, তিন থালা পোলও-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) সীনহ্}
- Bengali Word সিনান, স্নান Bengali definition [সিনান, স্নান] (বিশেষ্য) গোসল; অবগাহন (অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √স্না+অন(ল্যুট্)>স্নান>স্বরাগমে সিনান}
- Bengali Word সিনী Bengali definition [শিনি] (বিশেষ্য) চন্দ্রকান্তি শুভ্রা। সিনানী (বিশেষ্য) অমাবস্যা। সিনীবালী (বিশেষ্য) প্রতিপদ তিথিযুক্ত অমাবস্যা; শুক্লাকালধারী চতুদর্শী। {(তৎসম বা সংস্কৃত) সিনী(চন্দ্রকলা)}
- Bengali Word সিনেট Bengali definition [সিনেট্] (বিশেষ্য) ১ মন্ত্রীসভা। ২ ব্যবস্থাপক সভা। ৩ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহক সভা। সিনেট হাউস বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহকদের সভা যে গৃহে অনুষ্ঠিত হয়। {(ইংরেজি) senate}
- Bengali Word সিনেমা Bengali definition [সিনেমা] (বিশেষ্য) ছায়াছবি; চলচ্চিত্র; সবাক ছবি। সিনেমা-স্টার (বিশেষ্য) চলচ্চিত্র বা ছায়াছবির জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রী (কোনটাতে সিনেমা-স্টারদের ছবি-সৈয়দ শাসসুল হক)। {(ইংরেজি) cinema}
- Bengali Word সিনেহ Bengali definition [সিনেহ] (বিশেষ্য) স্নেহ; প্রীতি; প্রেম পিরিতি; ভালোবাসা (খত খরিআ সন ভেল সিনেহ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>}
- Bengali Word সিন্ডিকেট, সিণ্ডিকেট Bengali definition [সিন্ডিকেট্] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানের পরিচালক সভা। {(ইংরেজি) syndicate}
- Bengali Word সিন্দাল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শিন্দাল্] (বিশেষণ) সিঁধেল চোর; যে সিঁধ কেটে চুটি করে (তোর পারা নাহি চোর ডাকাত সিন্দান-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) সন্ধি+আল>}
- Bengali Word সিন্দুক, সিন্ধুক Bengali definition [শিন্দুক্, শিন্ধুক্] (বিশেষ্য) বৃহদাকার মজবুত বাক্সবিশেষ। {(আরবি) সন্দুক}
- Bengali Word সিন্দুর, সিঁদুর Bengali definition [শিন্দুর্, শিঁদুর্] (বিশেষ্য) এক প্রকার রক্তবর্ণ চূর্ণ; mercuric sulphide (সিন্দূরবচর্চিত ভালো-মাইকেল মধুসূদন দত্ত)। চীনা সিন্দূর (বিশেষ্য) উজ্জ্বল সিন্দূর; vermillion। মেটে সিন্দূর (বিশেষ্য) অনুজ্জ্বল সিঁদুর; red lead। সিন্দূরে, সিঁদুরে, সিন্দুরিয়া, সিঁদুরিয়া (বিশেষণ) রক্তবর্ণযুক্ত; লাল রঙের (সিঁদুরে আম)। {(তৎসম বা সংস্কৃত) √স্যন্দ্=উর(উরন্)}
- Bengali Word সিন্ধ Bengali definition [শিন্ধো] (বিশেষ্য) সিঁধ; সুড়ঙ্গ (দুয়ার না পাও যবে সিন্ধ দিয়া আইস তবে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সন্ধি>}
- Bengali Word সিন্ধি Bengali definition ⇒ সিন্ধী
- Bengali Word সিন্ধি, সিন্ধী Bengali definition [সিন্ধি] (বিশেষ্য) ১ সিন্ধু প্রদেশের অধিবাসী। ২ সিন্ধু প্রদেশের আঞ্চলিক ভাষা। □ (বিশেষণ) সিন্ধু প্রদেশ উৎপন্ন (সিন্ধি গরু)। {(তৎসম বা সংস্কৃত) সিন্ধু+ (বাংলা) ই}
- Bengali Word সিন্ধিয়া Bengali definition [শিন্ধিয়া] (বিশেষ্য) গোয়ালিয়রের রাজার উপাধি। {(তৎসম বা সংস্কৃত) সিন্ধু>}
- Bengali Word সিন্ধু Bengali definition [শিন্ধু] (বিশেষ্য) ১ সাগর; সমুদ্র; দরিয়া (হে সিন্ধু, হে বন্ধু মোর, হে চিরবিরহী-কাজী নজরুল ইসলাম)। ২ পাকিস্তানের বৃহত্তম নদী; সিন্ধু নদ। ২ পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকায় অবস্থিত প্রদেশ। ৪ রাগবিশেষ। সিন্ধুঘোটক (বিশেষ্য) অশ্বমুখাকৃতি সামুদ্রিক জন্তু; walrus। {(তৎসম বা সংস্কৃত) √স্যন্দ্+উ}
- Bengali Word সিন্নি Bengali definition ⇒ শিরনি