স পৃষ্ঠা ৪৭
- Bengali Word সিক্থ Bengali definition [শিক্থ] (বিশেষ্য) ১ মোম। ২ এক গ্লাস পরিমাণ অন্ন। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্+থ(থক্)}
- Bengali Word সিগন্যাল Bengali definition [সিগ্ন্যাল্] (বিশেষ্য) ১ সংকেত। ২ সংকেত প্রদর্শক; রেলওয়ের পাখা। সিগন্যাল দেওয়া (বিশেষ্য) ইঙ্গিত করা; ইশারা করা; সংকেত প্রদর্শন করা। {(ইংরেজি) signal}
- Bengali Word সিগারেট, সিগার Bengali definition [সিগারেট, সিগার] (বিশেষ্য) পাতলা কাগজে মোড়া ধূমপানের উপকরণবিশেষ; চুরুট। সিগারেট ফোঁকা (ক্রিয়া) চুরুট খাওয়া। {(ইংরেজি) cigarette, cigar}
- Bengali Word সিঙ্গার Bengali definition [সিঙ্গার্] (বিশেষ্য) নায়ক বা নায়িকার সজ্জা (সিঙ্গারের বেশবাস পড়ে আছে অনাদৃত-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গার>}
- Bengali Word সিঙ্গারা Bengali definition ⇒ শিঙ্গাড়া
- Bengali Word সিঙ্গি, সিংগি Bengali definition [শিঙ্গি] (বিশেষ্য) মাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গী>}
- Bengali Word সিঙ্গিচড়া Bengali definition [শিঙ্গিচড়া] (বিশেষণ) সিংহে আরোহণকারিণী; দজ্জাল (মাগো মা, মেয়ে নয় যেন সিঙ্গিচড়া ডিঙ্গি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সিংহ+(বাংলা) চড়া}
- Bengali Word সিজ, সীজ Bengali definition [শিজ] (বিশেষণ) কন্টকবিশিষ্ট চৌসিরা গাছ (মনসা সিজ নাড়া সিজ)। {(তৎসম বা সংস্কৃত) সিধ্রকা>}
- Bengali Word সিজন Bengali definition [সিজ্ন] (বিশেষ্য) ঋতু। {(ইংরেজি) season}
- Bengali Word সিজা, সিঝা Bengali definition [শিজা, শিঝা] (ক্রিয়া) পানি ও তাপে সিদ্ধ হওয়া। সিজানো পানি ও তাপে সিদ্ধ করা। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধ>}
- Bengali Word সিজিল Bengali definition [সিজিল্] (বিশেষ্য) ১ পারিপাট্য; ব্যবস্থা (শৃঙ্খলা সিজিল কিছু নেই-কাজী নজরুল ইসলাম)। ২ সেরেস্তার খাতাপত্র। সিজিল-মিছিল (বিশেষ্য) গোছগাছ বা আঁটা-বাঁধা (দিনমানে তিনি দোস্তের সংসারে সিজিল মিছিল করিলেন-নজিবর রহমান)। {(আরবি) সিজ্জিল}
- Bengali Word সিঞানো Bengali definition [শিয়াঁনো] (বিশেষ্য) সেলাই করা (গরু ও গাধার কাঁচা চামড়াতে সিঞায়ে মেরেছে বিদ্রোহীরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) সেলাইকৃত। {(তৎসম বা সংস্কৃত) সীবন>}
- Bengali Word সিঞ্চন Bengali definition [শিন্চন্] (বিশেষ্য) সেচন; ছিটানো; জনসেক (দীতরসধারা কার সিঞ্চন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word সিট ১, সীট Bengali definition [সিট্] (বিশেষ্য) বসবার স্থান (ছাত্রদের সিট)। {(ইংরেজি) seat}
- Bengali Word সিট ২, ছিট Bengali definition [ছিট্] (বিশেষ্য) বিভিন্ন নকশার ছাপযুক্ত কাপড় (সিটের জামা গায় পরে সে সেজেছে আজ নওশা নবীন-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) চিত্র>}
- Bengali Word সিটকানো Bengali definition [শিট্কানো] (ক্রিয়া) ঘৃণা বা অবজ্ঞার সঙ্গে নাক কোঁচকানো। সিটকানি (বিশেষ্য) ১ ক্ষেপণ। ২ সংকোচন; কুঞ্চন। {(তৎসম বা সংস্কৃত) সঙ্কোচন>; ক্রিয়ারূপ-সিটকাই, সিটকাও, সিটকায়, সিটকাস, সিটকান ইত্যাদি; (অসমাপিকা ক্রিয়া)-সিটকিয়ে, সিটকালে, সিটকাতে ইত্যাদি}
- Bengali Word সিটা Bengali definition ⇒ শিটা
- Bengali Word সিটি ১, শিটি Bengali definition [সিটি, শিটি] (বিশেষ্য) সংকেত; বাঁশির শব্দ; ভোঁ বাজা (ঘন্টা বাজলো না সিটি দিলো না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ধ্বন্যা; (তুলনীয়) (হিন্দি) সীটি}
- Bengali Word সিটি ২ Bengali definition [সিটি] (বিশেষ্য) নগর; বড় শহর (ঢাকা সিটি)। {(ইংরেজি) city}
- Bengali Word সিটে Bengali definition ⇒ শিটে
- Bengali Word সিডিশন Bengali definition [সিডিশন্] (বিশেষ্য) রাজদ্রোহ (কথায় কথায় সেথা সিডিশন, কি জানি কখন জেলের ভয়-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) sedition}
- Bengali Word সিত Bengali definition [শিতো] (বিশেষণ) ১ শুভ্র; সাদা (নীল পীত পিঙ্গল অসিত সিত বাজী-ঘনরাম চক্রবর্তী)। ২ শুক্ল (দুই পক্ষ চন্দ্রের অসিতে সিত হয়-ভারতচন্দ্র রায়গুণাকর)। সিতকণ্ঠ (বিশেষণ) ১ সাদা গলা এমন। ২ ডাহুক বা ডাক পাখি। সিতকর (বিশেষ্য) চন্দ্র। সিতপক্ষ (বিশেষ্য) ১ শুক্লপক্ষ। ২ রাজহাঁস। সিতপুষ্প (বিশেষ্য) ১ কাশফুল। ২ টগর। সিতাংশু (বিশেষ্য) সাদা আলোয় ভরা চাঁদ। সিতাভ (বিশেষণ) ঈষৎ শুভ্র; ঈষৎ প্রফুল্ল (অধরে সিতাভ হাসি-সুঠা)। {(তৎসম বা সংস্কৃত) সি+ত(ক্ত)}
- Bengali Word সিতম Bengali definition ⇒ ছিতম
- Bengali Word সিতার, সেতার Bengali definition [শিতার্, সেতার্] (বিশেষ্য) তিন তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। {(ফারসি) সিতার}
- Bengali Word সিতারা Bengali definition [সিতারা] (বিশেষ্য) তারকা; নক্ষত্র (চাঁদ-সিতারার ঐতিহাসিক ধারা-রশিদ খাঁন)। {(ফারসি) সিতারহ্}
- Bengali Word সিতি Bengali definition [শিতি] (বিশেষণ) সাদা কালো বা নীল রং। সিতিকণ্ঠ (বিশেষণ) নীলকণ্ঠযুক্ত। □ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব। ২ ময়ূর। ৩ ডাক বা ডাহুক পাখি। সীতিমা (বিশেষ্য) সাদা কালো বা নীল রং। {(তৎসম বা সংস্কৃত) শিতি>}
- Bengali Word সিথান Bengali definition ⇒ শিথান
- Bengali Word সিদরাতুল-মুনতাহা Bengali definition [সিদ্রাতুল্ মুন্তাহা] (বিশেষ্য) ১ বেহেশতের বৃক্ষ। ২ শেষ কুলবৃক্ষ। ((তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) কল্পতরু/অসিপত্র)। ৩ মেরাজের রাতে হজরত মুহম্মদ (সা.)-এর জিবরাইলের সঙ্গে যাত্রার শেষ সীমা; চরম লক্ষ্য (সে সিদারতুল মুনতাহার পথ-ভোলা বুলবুলি-ফররুখ আহমদ)। {(আরবি) সিদরাতুল মুনতাহা}
- Bengali Word সিদা, সিধা Bengali definition [শিদা, শিধা] (বিশেষ্য) অপক্ব আহারের সামগ্রী (লোক বুঝি সিদা দেয় ডাল চাল হাড়ি-ফকির গরীবুল্লাহ)। সিদে (বিশেষ্য) আহার্য দ্রব্যাদি (প্রত্যেককে একখানা করে নতুন কাপড়, নগদ পাঁচটাকা, একটা সিদে, তাও প্রায় পাঁচ টাকার হবে গো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধ>}
- Bengali Word সিদ্দিকিন, সিদ্দিকীন Bengali definition [সিদ্দিকিন্] (বিশেষ্য) বিশ্বস্তগণ (আমি আরেফিন সালেহিন ও সিদ্দিকিনের মোকামাতের বিভিন্ন দায়েরার ভিতর দিয়া যেভাবে এলমে লাদুন্নির ফয়েজ হাসেল করিয়াছি-আবুল মনসুর আহমদ)। {(আরবি) সিদ্দীকীন}