স পৃষ্ঠা ৪৬
- Bengali Word সায়েস্তা Bengali definition ⇒ শায়েস্তা
- Bengali Word সি-মোরগ, সিমুর্গ Bengali definition [সিমোরোগ, সিমুর্গ্] (বিশেষ্য) কাল্পনিক অতি বৃহৎ পক্ষীবিশেষ (পাখা মেলে এল শোকের বিপুল সি-মোরগ-কাজী নজরুল ইসলাম)। সিয়ামোরগ (বিশেষ্য) ১ কৃষ্ণবর্ণ পাখি, সিমুর্গের অপপ্রয়োগ। ২ অশুভদায়ক কাল্পনিক পাখি (ঘন অন্ধকার সিয়ামোরগের মত-ফররুখ আহমদ)। {(ফারসি) সীমুর্গ}
- Bengali Word সিঁচা Bengali definition ⇒ সেঁচা
- Bengali Word সিঁথি, সিঁথা, সিঁতি, সিঁতা Bengali definition [শিঁথি, সিঁথা, সিঁতি, সিঁতা] (বিশেষ্য) সীমন্ত-টেড়ি; মাথার চুল দুইভাবে বিন্যস্ত করলে যে সরু রেখা সৃষ্ট হয়। সিঁথিপাটি/সিঁথিপাটী (বিশেষ্য) সিঁথিতে পরার উপযুক্ত অলঙ্কার (সত্যই তুমি সতীকুলের সিঁথিপাটী আদর্শ সহধর্মিণী-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত) সীমন্ত>}
- Bengali Word সিঁদ Bengali definition ⇒ সিঁধ
- Bengali Word সিঁদুর Bengali definition ⇒ সিন্দূর
- Bengali Word সিঁদেল Bengali definition ⇒ সিঁধ
- Bengali Word সিঁধ, সিঁদ Bengali definition [শিঁধ্, শিঁদ্] (বিশেষ্য) চুরি করার জন্য চোর ঘরের দেয়ালে বা দাওয়ায় যে সুড়ঙ্গ করে। সিঁধ কাটা, সিঁধ দেওয়া (ক্রিয়া) চুরি করার জন্য সুড়ঙ্গ খোঁড়া। সিঁথিকাটি, সিঁথিকাঠি (বিশেষ্য) সিঁধ খননে ব্যবহৃত শাবলবিশেষ। সিঁদেল, সিঁধেল (বিশেষণ) সিঁধ খননকারী চোর। {(তৎসম বা সংস্কৃত) সন্ধি>}
- Bengali Word সিঁড়ি, সিঁড়ী Bengali definition [শিঁড়ি] (বিশেষ্য) মই; সোপান। সিঁড়ি ভাঙ্গা (ক্রিয়া) কষ্টের সাথে সিঁড়ি দিয়ে ওঠা। {(তৎসম বা সংস্কৃত) শ্রেণি/শ্রেঢ়ী>}
- Bengali Word সিং Bengali definition ⇒ শিং
- Bengali Word সিংদরজা (কথ্য) Bengali definition [শিঙ্দরোজা] (বিশেষ্য) প্রধান দ্বার; সিংহমূর্তিযুক্ত দরজা (পাতালপুরীর সিংহদরজায়, উছল ঢেউয়ের পাশে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সিংহ+ (বাংলা) দরজা}
- Bengali Word সিংহ Bengali definition [শিঙ্হো] (বিশেষ্য) ১ পশুরাজ; কেশরী; হিংস্র ও বলশালী পশুবিশেষ। ২ উপাধিবিশেষ (বিক্রম সিংহ)। ৩ রাশিবিশেষ (সিংহ রাশি)। □ (বিশেষণ) শ্রেষ্ঠ ব্যক্তি (পুরুষসিংহ)। সিংহী, সিংহিনী (স্ত্রীলিঙ্গ)। সিংহকারক (বিরল) (বিশেষ্য) সিংহ দিয়েছে প্রাণ-সত্যেন্দ্রনাথ দত্ত)। সিংহদ্বার, সিংহদরজা (বিশেষ্য) সিংহের মূর্তিযুক্ত প্রধান দরজা; প্রধান ফটক; সদর দরজা। সিংহনাদ (বিশেষ্য) ১ সিংহের গর্জন। বীরত্বসূচক (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)হিন্দুদেবী দুর্গা, সিংহ যাঁর বাহন। সিংহবিক্রম (বিশেষণ) সিংহের ন্যায় বীরত্ব বা পরাক্রম। সিংহভাগ (বিশেষণ) শ্রেষ্ঠ ভাগ; সর্বাপেক্ষা বৃহৎ ভাগ; lion’s share। সিংহশাবক, সিংহশিশু (বিশেষ্য) বাচ্চা সিংহ; সিংহের বাচ্চা (বীরসিংহের সিংহশিশু-সত্যেন্দ্রনাথ দত্ত)। সিংহাসন (বিশেষ্য) সিংহ চিহ্নিত আসন; রাজাসন (এক সিংহাসনে দোহে করিলা শয়ন-বিজয় গুপ্ত)। সিংহী, সিংহিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)স্ত্রীসিংহ (সিংহের সহিতই সিংহিনী সংযোগ-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) √হিন্স্+অ(অচ্)}
- Bengali Word সিংহল Bengali definition [শিঙ্হল্] (বিশেষ্য) ভারতের দক্ষিণে অবস্থিত দ্বীপ; লঙ্কাদ্বীপ; শ্রীলঙ্কা; Ceylon। সিংহলি, সিংহলী (বিশেষ্য) ১ সিংহল দেশের ভাষা। ২ সিংহল দেশের অধিবাসী। □ (বিশেষণ) সিংহ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) সিংহ+√লা+অ(ক)}
- Bengali Word সিংহাবলোকন ন্যায় Bengali definition [শিঙ্হাবোলোকন্ ন্যায়্] (বিশেষ্য) শিকারে যাত্রাকালে সিংহের পুনঃপুন সম্মুখে ও পশ্চাতে দৃষ্টিপাতের মতো কার্য সম্পাদন কালে বারংবার বিগত বিষয়ের পর্যালোচনার নিয়ম। {(তৎসম বা সংস্কৃত) সিংহ+অবলোকন+ন্যায়}
- Bengali Word সিংহাসন Bengali definition ⇒ সিংহ
- Bengali Word সিইয়ে Bengali definition [শিইয়ে] (ক্রিয়া) জুড়ে; গেঁথে; সলোই করে। {(তৎসম বা সংস্কৃত) সীবন>}
- Bengali Word সিউলি, সিউলী, শিয়লী Bengali definition [শিউলি, সিউলী, শিয়লী] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায়ের যারা খেজুর গাছ হতে রস বের করে এবং ঐ রস দিয়ে গুড় তৈরি করে। {(তুলনীয়) (হিন্দি) সেৱলী}
- Bengali Word সিক Bengali definition [শিক্] (বিশেষ্য) শলাকা; সরুদণ্ড (জানালার সিক)। সিককাবাব (বিশেষ্য) শলাকায় গেঁথে ঝলসানো মাংস (তুমি দশটা মোরগ নিয়ে পাঁচটি সিককাবাব, পাঁচটির রোষ্ট করবে-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) সীখ}
- Bengali Word সিকতা Bengali definition [শিকতা] (বিশেষ্য) ১ বালুকা। ২ সমুদ্র-সৈকতের বালু (সিকতাময় তটে গিয়ে উপবেশন করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সিক্+অত(অতচ্)+অ(অণ্), প্রত্যয়লোপ}
- Bengali Word সিকনি Bengali definition ⇒ শিকনি
- Bengali Word সিকলি Bengali definition [শিক্লি] (বিশেষ্য) শিকল (ও সিকলি-কাটা টিয়া-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্খল>}
- Bengali Word সিকস্ত Bengali definition ⇒ শিকস্ত
- Bengali Word সিকস্তি Bengali definition ⇒ শিকস্তি
- Bengali Word সিকা Bengali definition ⇒ শিকা
- Bengali Word সিকায়ৎ Bengali definition ⇒ শিকায়ৎ
- Bengali Word সিকি, সিকা, সিকে Bengali definition [শিকি, শিকা, শিকে] (বিশেষণ) এক-চতুর্থাংশ (বই পড়ার অধিকার যত লোকের আছে বীণা বাজাবার অধিকার তার সিকির সিকি লোকেরও নেই-প্রমথ চৌধুরী)। □ (বিশেষ্য) ১ চার আনা (২৫ পয়সা) মূল্যের সিকি নামক মুদ্রা। ২ টাকার এক-চতুর্থাংশ বা ২৫ পয়সা মূল্যের মুদ্রা। {(আরবি) সিক্কাহ}
- Bengali Word সিকিয়া Bengali definition [শিকিয়া] (বিশেষ্য) শিকা; শিকে। সিকিয়াবাকুয়া, সিকিয়াদণ্ড (বিশেষ্য) বাঁকদণ্ড (সিকিয়া বাকুয়া দিল-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) শিক্যা>}
- Bengali Word সিকে Bengali definition ⇒ সিকি
- Bengali Word সিক্কা Bengali definition [শিক্কা] (বিশেষ্য) মুদ্রা; বাদশাহি আমল ও পরবর্তী কোম্পানি আমলের মুদ্রা। {(আরবি) সিক্কাহ}
- Bengali Word সিক্ত Bengali definition [শিক্তো] (বিশেষণ) ভেজা; আর্দ্র। সিক্ততা (বিশেষ্য) আর্দ্রতা। সিক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)আর্দ্রীকৃতা। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্+ত(ক্ত)}