স পৃষ্ঠা ৪৫
- Bengali Word সাহস Bengali definition [শাহোশ্] (বিশেষ্য) ১ হিম্মত; উদ্যম। ২ বির্ভীকতা; ভয়হীনতা। সাহসালি (বিশেষ্য) সাহসিনী; সাহসসম্পন্না (সাহসালী নারী তুমি বিরোধে আগল-বিজয় গুপ্ত)। সাহসিক (বিশেষণ) সাহসযুক্ত (তাহার আলস্য দেখিয়া সাহসিক হইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সাহিসকতা (বিশেষ্য) সাহসের কাজ। সাহসী (-সিন্) (বিশেষণ) নির্ভীক; সাহসসম্পন্ন। সাহসিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সহস্+অ(অণ্)}
- Bengali Word সাহা Bengali definition [শাহা] (বিশেষ্য) ১ বণিক; সাহুকার। ২ হিন্দুদের উপাধি বা পদবিবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) সাহু}
- Bengali Word সাহানা Bengali definition [শাহানা] (বিশেষ্য) ১ সঙ্গীতের রাগিণীবিশেষ (বৃষ্টির সাহানা সুর-আহসান হাবীব)। □ (বিশেষণ) রাজকীয়। {(ফারসি) শাহানহ্}
- Bengali Word সাহাবি, সাহাবী Bengali definition [সাহাবি] (বিশেষ্য) যে সমস্ত মুসলিম হজরত মুহম্মদের (সা.) সাহচর্য লাভ করেছিলেন (সাহাবীরা আনন্দে জয়ধ্বনি করিয়া উঠিলেন-হবীবুল্লাহ বাহার)। {(আরবি) সাহাবী}
- Bengali Word সাহায্য Bengali definition [শাহাজ্জো] (বিশেষ্য) ১ আনুকূল্য (গরিবকে সাহায্য করা)। ২ সহায়তা; মদদ (কাজে সাহায্য করা)। {(তৎসম বা সংস্কৃত) সহায়+য(ষ্যঞ্)}
- Bengali Word সাহারা Bengali definition [শাহারা] (বিশেষ্য) মরুভূমি; সাহারা নামক মরুভূমি। {(আরবি) সাহরা}
- Bengali Word সাহিত্য Bengali definition [শাহিত্তো] (বিশেষ্য) ১ চিন্তাধারা ও কল্পনার সুবিন্যস্ত ও সুপরিকল্পিত লিখিত রূপ (শিশু-সাহিত্য; সমালোচনা-সাহিত্য)। ২ সহিতের ভাব; মিলন। সাহিত্যকলা, সাহিত্য শিল্প (বিশেষ্য) রচনাদির কৌশল। সাহিত্য চর্চা/চর্চ্চা, সাহিত্যানুশীলন (বিশেষ্য) রচনা বা নিবন্ধাদি অধ্যয়ন ও প্রণয়নপ্রচেষ্টা। সাহিত্যজগৎ, সাহিত্যাকাশ (বিশেষ্য) সাহিত্যিকদের সমাজ ও সীমানা। সাহিত্য বৃত্তি (বিশেষ্য) সাহিত্য রচনা দিয়ে জীবিকা নির্বাহ। সাহিত্যরথী (বিশেষ্য) খ্যাতনামা সাহিত্যিক। সাহিত্যসমাজ (বিশেষ্য) সাহিত্যিক গোষ্ঠী বা সম্প্রদায়। সাহিত্যসাধক (বিশেষ্য) সাহিত্য চর্চা ও রচনা করাই যাঁর সাধনা। সাহিত্যসেবা (বিশেষ্য) সাহিত্যের চর্চা ও রচনা ও উন্নতিবিধানের চেষ্টা। সাহিত্যসেবক/সেবী(-বিন্) (বিশেষণ) ১ সাহিত্যিক। ২ সাহিত্য চর্চা ও রচনা করেন যিনি। সাহিত্যাচার্য (বিশেষ্য) সাহিত্যে অত্যন্ত পণ্ডিত। সাহিত্যিক (বিশেষণ) সাহিত্যসেবক; সাহিত্যলেখক বা রচনাকারী। সাহিত্যিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সহিত+য(ষ্যঞ্)}
- Bengali Word সাহু, সাহুকার, সাহুকারি Bengali definition ⇒ সাউ
- Bengali Word সাহেব Bengali definition [শাহেব্] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত ব্যক্তি; মহাশয় (সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি টেক্কা এবং গোলামের বাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কর্তা; প্রভু। ৩ উচ্চ কর্মচারী (বড় সাহেব)। ৪ ইউরোপীয় ইংরেজ। সাহেব-ই-নহবত (বিশেষ্য) যাকে বাদশাহ সম্মানের উচ্চ চিহ্নস্বরূপ নিজ বাড়ীতে নহবৎ বাজানোর অধিকার দিয়েছেন (ফরমানী মহারাজ মনসবদার সাহেব নহবৎ আর কাননগোই ভার-ভারতচন্দ্র রায়গুণাকর)। সাহেবান (বিশেষ্য) সুধীবৃন্দ; সম্ভ্রান্ত ব্যক্তিগণ। {(আরবি) সাহিব}
- Bengali Word সাহেবি, সাহেবিয়ানা Bengali definition [শাহেবি, শাহেবিয়ানা] (বিশেষ্য) ইউরোপীয়দের ন্যায় আচরণ বা চালচলন। □ (বিশেষণ) ইউরোপীয়দের মতো। {(আরবি) সাহিব+ (বাংলা) ই, আনা}
- Bengali Word সাড়, সান Bengali definition [শাড়্, শান্] (বিশেষ্য) ১ চেতনা; অনুভূতি; বাহ্য জ্ঞান। ২ স্পর্শবোধ। ৩ ঈষৎ দোলা; স্পন্দন (হোথা লাগল কি ঢেউ তার জাগল কি সাড়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সংজ্ঞা>}
- Bengali Word সাড়া Bengali definition [শাড়া] (বিশেষ্য) ১ ধ্বনি; শব্দ (সাড়াশব্দ করা)। ২ জবাব দেওয়া (ডাকে সাড়া দেওয়া)। ৩ শোরগোল; আলোড়ন (সাড়া পড়া)। ৪ রা; শ্বদ; রব; হুঁশ (রোগীর মুখে কোনো সাড়া নেই)। সাড়াশব্দ (বিশেষ্য) ১ কথার বা নড়াচড়ার শব্দ। ২ উচ্চবাচ্য। ৩ কোনো প্রকার শব্দ। ৪ সচেতনতার চিহ্নসূচক ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) শব্দ>(প্রাকৃত) সদ্দ>}
- Bengali Word সাড়ি, সাড়ী Bengali definition ⇒ শাড়ি
- Bengali Word সাড়ে Bengali definition [শাড়ে] (বিশেষণ) অর্ধসহ; অর্ধেকের সাথে বর্তমান (সাড়ে চার)। সাড়ে চুয়াত্তর (বিশেষ্য) ১ প্রাপক ভিন্ন অন্যের পত্র খোলার বিষয়ে নিষেধার্থক চিহ্ন বা সঙ্কেত (যুদ্ধে নিহত অসংখ্য ব্রাহ্মণের পৈতার ওজন সাড়ে চুয়াত্তর মণ হওয়ায় ৭৪. চিহ্নিত কোনো পত্র প্রাপক-ভিন্ন অন্য লোকে খুললে তাকে ঐ ব্যক্তিদের হত্যার পাপ গ্রহণ করতে হবে, এমন বিশ্বাস)। ২ সমাপ্তি (আমার চিঠির এইখানে আজ সাড়ে চুযাত্তর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সার্ধ>}
- Bengali Word সায় ১ Bengali definition [শায়্] (বিশেষ্য) ১ অবসান; বিরতি (একটা বক্তৃতা সায় হতে গম্ভীর বাজনা বেজে উঠল হঠাৎ-মনোজ বসু)। ২ সন্ধ্যাবেলা। □ (বিশেষণ) সমাপ্ত; সাঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) √সো+অ(ঘঞ্)}
- Bengali Word সায় ২ Bengali definition [শায়্] (বিশেষ্য) সমর্থন; সম্মতি (কাজে সায় থাকা বা দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √সো+অ(ঘঞ্)}
- Bengali Word সায়ংকাল Bengali definition [শায়োঙ্কাল্] (বিশেষ্য) সন্ধ্যার সময়; গোধূলি লগ্ন; দিনাবসানের সময়। {(তৎসম বা সংস্কৃত) সায়ং+কাল; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সায়ংকৃত্য Bengali definition [শায়োঙ্কৃত্তো] (বিশেষ্য) সন্ধ্যাকালীন কর্ম বা উপাসনাদি (সায়ংকৃত্য সমাপন করা)। {(তৎসম বা সংস্কৃত) সায়ং+কৃত্য}
- Bengali Word সায়ংসন্ধ্যা Bengali definition [শায়োঙ্শোন্ধা] (বিশেষ্য) সন্ধ্যাবেলার উপাসনা। {(তৎসম বা সংস্কৃত) সায়ং+সন্ধ্যা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সায়ংসময় Bengali definition [শায়োঙ্শোময়্] (বিশেষ্য) সন্ধ্যাকাল। {(তৎসম বা সংস্কৃত) সায়ং+সময়}
- Bengali Word সায়ক Bengali definition [শায়োক্] (বিশেষ্য) ১ বাণ; তীর; শর (সায়ক বিঁধা পাখী-কাজী নজরুল ইসলাম)। ২ খড়্গ। ৩ বজ্র। {(তৎসম বা সংস্কৃত) সো+অক(ণ্বুল্)}
- Bengali Word সায়ন্ত (বিরল), সায়ন্তন Bengali definition [শায়োন্তো, শায়োন্তোন্] (বিশেষণ) সন্ধ্যাকালীন; সন্ধ্যাবেলার; বেলা শেষের (সায়ন্তের ক্লান্ত ফুলের গন্ধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সায়ম্+তন(ট্যুল্, তুট্)}
- Bengali Word সায়র Bengali definition [শায়োর্] (বিশেষ্য) ১ সাগর; সমুদ্র (শ্যাম সায়রে যায় বলাকা জল সহিতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সরোবর। {(তৎসম বা সংস্কৃত) সাগর>}
- Bengali Word সায়া Bengali definition [সায়া] (বিশেষ্য) মেয়েদের শাড়ির নিচে পরিধেয় ঘাগরা; petticoat; অন্তর্বাস। {(পর্তুগিজ) saia}
- Bengali Word সায়াহ্ন Bengali definition [শায়ান্হো] (বিশেষ্য) সন্ধ্যা; সাঁঝ (সায়াহ্নের শেষ স্বর্ণরেখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। সায়াহ্নকৃত্য (বিশেষ্য) সায়ংকৃত্য; সন্ধ্যাকালীন উপাসনাদি কর্তব্যকর্ম। {(তৎসম বা সংস্কৃত) সায়ঃ+অহ্নঃ}
- Bengali Word সায়েব Bengali definition ⇒ সাহেব
- Bengali Word সায়ের Bengali definition [শায়ের্] (বিশেষ্য) ১ ভ্রমণ (সায়েরে গিয়েচে স্বামী হাবলী আঁধার করে-দীনবন্ধু মিত্র)। ২ সফর। ৩ ভিক্ষাকরণার্থ গমন। {(আরবি) সায়র}
- Bengali Word সায়েরে-নাজাবি/নাযাবী Bengali definition [শায়েরে নাজাবি] (বিশেষ্য) (তাসাউফ) সুফিসাধনমার্গের শ্রেষ্ঠ স্থানে গমন বা ভ্রমণ ও তা করতে সমর্থ হওয়া (সায়েরে নাযাবীর ফয়েজ তখনও আমার হাসেল হয় নাই-আবুল মনসুর আহমদ)। {(আরবি) সয়েরে নজাবী}
- Bengali Word সায়েল, সায়িল Bengali definition [সায়েল্, সায়িল] (বিশেষ্য) (বিশেষণ) প্রার্থী; ভিক্ষুক; ফকির; মিসকিন (লক্ষ দিরহাম তুমি দেবে লক্ষ্য সায়েলের হাতে-অদ্ভুতাচার্য (১৬শ শতক))। {(আরবি) সয়েল}
- Bengali Word সায়েলি, সায়েলী Bengali definition [সায়েলি] (বিশেষ্য) ভিক্ষাবৃত্তি (ঝুলি কাঁধে নিয়ে সায়েলী কত্তে বেরুই-কাজী ইমদাদুল হক)। {(আরবি) সায়েল}