Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সার ২ Bengali definition ⇒ স্যার
  • Bengali Word সার ৩ Bengali definition [শার্‌] (বিশেষ্য) ১ একমাত্র সম্বল (কেবল ধোওয়া এবং আওয়াজই সার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৃক্ষাদির শক্ত মজ্জা। ৩ তেজ; বীর্য। ৪ উর্বরা বৃদ্ধিকর পদার্থ (সার দেওয়া)। ৫ অবলম্বন। ৬ গূঢ় অর্থ; তাৎপর্য (সারাংশ)। ৭ দুগ্ধাদির সর বা ননি। □ (বিশেষণ) ১ শ্রেষ্ঠ; উৎকৃষ্ট (সার ধর্ম)। ২ প্রকৃত; গূঢ় (সারমর্ম)। সারকুঁড় (বিশেষ্য) আস্তাকুড়; যেখানে গোবর পচিয়ে সার তৈরি করা হয় (কোথায় ডুবেছিলে, থানায় না সারকুঁড়ে-কাজী নজরুল ইসলাম)। সারগর্ভ (বিশেষণ) মূল্যবান; সারযুক্ত। সারগাদা (বিশেষ্য) সারের স্তূপ; সার তৈরির জন্য স্তূপীকৃত গোময় ইত্যাদি। সারগ্রাহী(-হিন্‌) (বিশেষণ) ১ মর্মগ্রাহী। ২ শ্রেষ্ঠাংশ গ্রহণ করে এমন। সারতরু (বিশেষ্য) যে বৃক্ষ জমির উর্বরতা বৃদ্ধি করে। ২ কলাগাছ। সারবত্তা (বিশেষ্য) সার পদার্থ। সারবান (বিশেষণ) সারগর্ভ; প্রসাদগুণসম্পন্ন; উৎকৃষ্ট (লেখা হবে সারবান-রবীন্দ্রনাথ ঠাকুর)। সারভূত (বিশেষণ) উৎকৃষ্ট; শ্রেষ্ঠ; সার পদার্থে পরিণত। সার মাটি (বিশেষ্য) ১ সারযুক্ত মাটি। ২ যে মাটির জমি উর্বরতা বৃদ্ধি করে। সারলৌহ (বিশেষ্য) ইস্পাত। সারসংগ্রহ (বিশেষ্য) উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ আহরণ; তাৎপর্য বা মূলভাব গ্রহণ। সারগীন, সারশূন্য (বিশেষণ) নিকৃষ্ট; অসার; মজ্জাহীন; তাৎপর্যহীন (সারহীন কথা)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সারং Bengali definition [শারঙ্‌] (বিশেষ্য) বেহালা জাতীয় বাদ্যযন্ত্রবিশেষ; সারিন্দা (নয়নে রঙের মায়া দুলে দোদুল কায়া পরানে বাজিছে সারং-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সারঙ্গ২>}
  • Bengali Word সারক Bengali definition [শারক্‌] (বিশেষণ) বিরেচক। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ই(ণিচ্‌)+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word সারঙ Bengali definition [শারঙ্‌] (বিশেষ্য) (পদ্যে ব্যবহৃত) রাগবিশেষ; সারিন্দার রাগ (সারঙ রাগে বাজায় বাঁশী নাম ধরে তোর ওই-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সারঙ্গ২>}
  • Bengali Word সারঙ্গ ১ Bengali definition [শারঙ্‌গো] (বিশেষ্য) হরিণবিশেষ। □ (বিশেষণ) ১ বিচিত্র চক্রচিহ্নযুক্ত। সারঙ্গ, সারঙ্গী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অঙ্গ(অঙ্গচ্‌)}
  • Bengali Word সারঙ্গ ২, সারঙ্গী Bengali definition [শারঙ্‌গো, শারঙ্‌গি] (বিশেষ্য) ১ সারিন্দা; এক-প্রকার বাদ্যযন্ত্র (মখমলেরি বিছানা ‘পরে ঘুমায় কোলে সারঙ্গী-মোহিতলাল মজুমদার)। {(তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) শার্ঙ্গ}
  • Bengali Word সারণ Bengali definition [শারোন্‌] (বিশেষ্য) অপসারণ; দূরীকরণ; চালন। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ই(ণিচ্‌)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সারণি, সারণী Bengali definition [শারোনি] (বিশেষ্য) ১ ছোট নদী। ২ তালিকা; পীঠিকা; নির্ঘন্ট। {(তৎসম বা সংস্কৃত) √সারি+অণি, +ঈ(ঙীয়্‌)}
  • Bengali Word সারথি Bengali definition [শারোথি] (বিশেষ্য) ১ রথ চালায় যে; রথচালক। ২ নেতা (সাহিত্য-সারথি)। সারথ্য (বিশেষ্য) চালকের বৃত্তি; সারথির পেশা। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ই(ণিচ্‌)+অথি(অথিন্‌)}
  • Bengali Word সারদা Bengali definition ⇒ শারদা
  • Bengali Word সারবন্দী, সারিবন্দী Bengali definition ⇒ সারি১
  • Bengali Word সারমেয় Bengali definition [শারোমেয়ো] (বিশেষ্য) কুকুর (স্বর্ণের গলাবন্ধ পরুক-সারমেয় নাম তার-কাজী নজরুল ইসলাম)। সারমেয়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সরমা+এয়(ঢক্‌)}
  • Bengali Word সারল্য Bengali definition [শারোল্‌লো] (বিশেষ্য) অকপটতা; সরলতা। {(তৎসম বা সংস্কৃত) সরল+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সারস Bengali definition [শারোশ্‌] (বিশেষ্য) বকজাতীয় একপ্রকার পক্ষী। সারসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সরস+অ(অণ্‌)}
  • Bengali Word সারসন Bengali definition [শারোশন্‌] (বিশেষ্য) ১ কটিবন্ধ (সারসনে ঝল ঝল ঝলে ঝলিল ভাস্বর অসি মণ্ডিত রতনে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কোমরের অলঙ্কারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) স+আরসন}
  • Bengali Word সারস্বত Bengali definition [শারোশ্‌শোতো] (বিশেষ্য) ১ ভারতের প্রাচীন দেশ বা অঞ্চল। ২ ব্রাহ্মণ সম্প্রদায় বিশেষ। □ (বিশেষণ) ১ সরস্বতী দেবী সম্বন্ধীয়; বিদ্যাসম্পর্কিত (কাজেই তার জ্বালায় আমার সারস্বত স্বর্গলোকটির বেড়া রোজ ভাঙতে লাগল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিদ্বান; পণ্ডিত। সারস্বতসমাজ (বিশেষ্য) সাহিত্য-সমাজ; সাহিত্যিকবৃন্দ। □ (বিশেষণ) বিদ্বান-সমাজ; শিক্ষিত-সমাজ। {(তৎসম বা সংস্কৃত) সরস্বতী+অ(অণ্‌)}
  • Bengali Word সারা ১ Bengali definition [শারা] (বিশেষণ) সমগ্র; সম্পূর্ণ; সব; সমস্ত (সারা জনম বাইলাম-বৈঠা-গান)। {(তৎসম বা সংস্কৃত) সর্ব>}
  • Bengali Word সারা ২ Bengali definition [শারা] (বিশেষণ) ১ ক্লান্ত; হয়রান; অবসন্ন (যাচ্ছে কারা রৌদ্রে সারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আকুল; ব্যাকুল (কেঁদে সারা)। ৩ বিপন্ন; বিপদগ্রস্ত; শেষ (একেবারে সারা হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √সারি>}
  • Bengali Word সারা ৩ Bengali definition [শারা] (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ লুক্কায়িত। ২ মেরামত করা হয়েছে এমন। ৩ সাঙ্গ; সমাপ্ত (বাদলের গান হয়নি সারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ পণ্ড; নষ্ট। □ (ক্রিয়া) ১ লুকিয়ে রাখা (টাকা সারা)। ২ মেরামত করা (নৌকা সারা)। ৩ খতম করা; সমাপ্ত করা (কাজ সারা)। ৪ আরোগ্য লাভ করা (অসুখ সারা)। ৫ সরিয়ে ফেলা; অপনোদন করা (ভোজ্য বস্তু সারিছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৬ বিপদে বা দুর্দশায় ফেলা (মদে তাকে সেরেছে)। ৭ দুর্বল করা বা ক্লান্ত করা (রৌদ্রে সারা)। ৮ নষ্ট করা; পণ্ড করা (দফা সারা)। ৯ জীবন নাশ করা; মেরে ফেলা (শোকে সারা)। ১০ সংশোধন করা (ভুল সারা)। সারানো (বিশেষ্য) রোগমুক্ত করানো (রোগ সারানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। □ (ক্রিয়া) ১ মেরামত বা সংস্কার করানো। ২ সংশোধন করানো। ৩ শেষ করানো। ৪ শান্ত করানো (কান্না সারানো)। {(তৎসম বা সংস্কৃত) √সারি>}
  • Bengali Word সারানি, সারানী Bengali definition [শারানি] (বিশেষ্য) ভাঁটার সময়ে পানির হ্রস্বতা (এদিকে জোয়ারও এলা, ভাটার সারানি পড়লো-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {সরা+পানি>}
  • Bengali Word সারালো, সারাল Bengali definition [শারালো] (বিশেষণ) সারবান; মূল্যবান। {(তৎসম বা সংস্কৃত) সার+ (বাংলা) আলো}
  • Bengali Word সারাৎসার Bengali definition [শারাত্‌শার্‌] (বিশেষণ) অতি সারবান; শ্রেষ্ঠতম (অন্ধকারের সারৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) সারাৎ+সার}
  • Bengali Word সারি ১ Bengali definition [শারি] (বিশেষ্য) শ্রেণি; পঙ্‌ক্তি। {(তৎসম বা সংস্কৃত) শ্রেণি>}
  • Bengali Word সারি ২, সারী Bengali definition [শারি] (বিশেষ্য) মাঝিদের গান (দাঁড়ি মুখে সারি গান লা-শরিক আল্লাহ্‌-কাজী নজরুল ইসলাম)। সারিবন্দী (বিশেষণ) শ্রেণিবদ্ধ। সারি সারি (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) শ্রেণিবদ্ধ; শ্রেণিবদ্ধভাবে; বহু সারিতে; অনেক শ্রেণিতে। {(তৎসম বা সংস্কৃত) শ্রেণি>}
  • Bengali Word সারি ৩, সারিকা Bengali definition ⇒ শারিকা
  • Bengali Word সারিগামা, সারেগামা Bengali definition [সারিগামা, সারেগামা] (বিশেষ্য) ‘স্বরগ্রাম’ শব্দের সংক্ষিপ্ত রূপ; সা-রে-গা-মা-পা-ধা-নি এই সাতটি সুরের সংক্ষিপ্ত সংজ্ঞা। {(সাধুরীতি) বি/রে+গা+মা}
  • Bengali Word সারিন্দা Bengali definition [শারিন্‌দা] (বিশেষ্য) তারযুক্ত বাদ্যযন্ত্র (কেউ বা গড়েছে সারিন্দা এক কাঠ কেটে নির্ভুল-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) সারঙ্গ২>}
  • Bengali Word সারী Bengali definition ⇒ সারি
  • Bengali Word সারূপ্য Bengali definition [শারুপ্‌পো] (বিশেষ্য) সমরূপতা; একরূপতা; সাদৃশ্য (তাদের জীবনবেদে, তাদের শ্রেয়বোধে সারূপ্যের কোনও আভাস মেলে না-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সরূপ+য(ষ্যঞ্‌)}