Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সামরিক Bengali definition [শামোরিক্‌] (বিশেষণ) ১ লড়াই সংক্রান্ত; যুদ্ধবিষয়ক। ২ যুদ্ধের উপযুক্ত; যুদ্ধের প্রয়োজনীয়। ৩ যুদ্ধকালীন। ৪ যুদ্ধপ্রিয়; রননিপুণ (সামরিক জাতি)। {(তৎসম বা সংস্কৃত) সমর+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word সামর্থ্য Bengali definition [শমোর্‌থো] (বিশেষ্য) ১ হিম্মত; শক্তি (শারীরিক সামর্থ্য)। ২ উপযুক্ততা; যোগ্যতা; ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) সমর্থ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সামলা, সামলানো Bengali definition [শাম্‌লা, শাম্‌লানো] (ক্রিয়া) ১ সংযত করা (ক্রোধ সামলানো)। ২ সংবরণ করা (চোখের জল সামলানো)। ৩ স্খলিত বেশ দৃঢ় বদ্ধ করা (কাপড় সমালানো)। ৪ তত্ত্বাবধান করা (ছেলে সামালানো)। ৫ উত্তীর্ণ হওয়া; কাটিয়ে ওঠা (রোগ সামলে ওঠা)। ৬ সতর্কতা অবলম্বন করা (সামলে চলা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {√সামলা; ক্রিয়ারূপ-সামলাই, সামলাও, সামলায়, সামলাস, সামলান; (অসমাপিকা ক্রিয়া)-সামলিয়ে, সামলাতে, সামলালে, সামলে ইত্যাদি}
  • Bengali Word সামসময়িক Bengali definition ⇒ সমসাময়িক
  • Bengali Word সামাই Bengali definition [শামাই] (বিশেষ্য) ধারণ-ক্ষমতা; সংবরণ; সীমা পাওয়া (খুশী আর সামাই পায় না-শাহেদ আলী)। {(হিন্দি) সমাঈ}
  • Bengali Word সামাজিক Bengali definition [শামাজিক্‌] (বিশেষ্য) সভাসদ; সদস্য; সভ্য। □ (বিশেষণ) ১ সমাজে বসবাসকারী (রাজা তাহাকে চিনিতে পারিয়া এবং সন্ন্যাসীর স্কন্ধে পুত্র দেখিয়া সামাজিকদিগকে বলিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সমাজ সংক্রান্ত (সামাজিক অনুষ্ঠান)। ৩ মিশুক; রসজ্ঞ (সামাজিক লোক)। ৪ সমাজে প্রচলিত আছে এমন (সামাজিক প্রথা)। সামাজিকতা (বিশেষ্য) ১ লৌকিকতা (সামাজিকতা বর্জিত)। ২ হৃদ্যতাপূর্ণ ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত) সমাজ+ইক(ঠক্‌)}
  • Bengali Word সামান Bengali definition [শামান্‌] (বিশেষ্য) ১ সাজসরঞ্জাম; আসবাবপত্র (কোন দামান কামান তামাম সামান নির্ঘোষে কার নাম পড়ে সাল্লাল্লাহু আলায় হিস্‌সালাম-কাজী নজরুল ইসলাম)। ২ জোগাড়; ব্যবস্থা (আর কার কাম নহে যেতে পরীস্থান, জৈগুণ যাইয়া ভেজে করিয়া সামান-সৈয়দ হামজা)। {(ফারসি) সামান}
  • Bengali Word সামান্তরিক Bengali definition [শামোন্‌তোরিক্‌] (বিশেষ্য) (জ্যামিতি) চতুর্ভুজ যার বিপরীত বাহু দুইটি পরস্পর সমান্তরাল; parallelogram। {(তৎসম বা সংস্কৃত) সমান্তর+ইক}
  • Bengali Word সামান্য Bengali definition [শামান্‌নো] (বিশেষ্য) সাধর্ম্য; সাধারন লক্ষণসমূহ। □ (বিশেষণ) ১ অতিশয়; অল্প (সামান্য খাবার)। ২ সাধারণ (সামান্য লোক)। ৩ গুরুত্বহীন; তুচ্ছ (সামান্য ব্যাপার)। সামান্য (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সমান+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সামান্যকরণ Bengali definition [শামান্‌নোকরোন্‌] (ক্রিয়া) হ্রস্বীকরণ (এতাদৃশ সামান্যকরণ নিরতিশয় ব্যাপক-সুধীন্দ্রনাথ দত্ত)। {সামান্য+করণ}
  • Bengali Word সামান্যত, সামান্যতঃ Bengali definition [শামান্‌নোতো, শামান্‌নোতোহ্‌] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সাধারণত; সাধারণভাবে। {(তৎসম বা সংস্কৃত) সামান্য+তস্‌}
  • Bengali Word সামান্যা Bengali definition [শামান্‌না] (বিশেষ্য) বারবিলাসিনী। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গুরুত্বহীনা; তুচ্ছ; সাধারণী। {(তৎসম বা সংস্কৃত) সামান্য+আ}
  • Bengali Word সামান্যীকরণ Bengali definition [শামান্‌নিকরোন্‌] (ক্রিয়া) নিরসনকরণ; সাধারণ লক্ষণাক্রান্তকরণ (সেই শ্রেণী সংরক্ষিত রহস্যের সামান্যীকরণ শিষ্যদের স্কন্ধে চাপিয়ে নিজে গিয়ালেটিক-এর ঐতিহাসিক নিদর্শন সংগ্রহে প্রাণপাত করেছিলেন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সামান্য+ঈ(চ্বি)+করণ}
  • Bengali Word সামাল ১ Bengali definition [শামাল্‌] (বিশেষ্য) ১ রক্ষা; যত্ন (ঠিক সামাল দিতে পারেনি-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ রোধ; সংবরণ (ক্রোধ সামাল করা)। {(তুলনীয়) (হিন্দি) সম্ভাল>}
  • Bengali Word সামাল ২ Bengali definition [শামাল্‌] (অব্যয়) সাবধান হওয়া বা করার সংকেত (অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল ভাই-কাজী নজরুল ইসলাম)। {(তুলনীয়) (হিন্দি) সম্ভাল>}
  • Bengali Word সামিল, সামেল Bengali definition ⇒ শামিল
  • Bengali Word সামিয়ানা Bengali definition ⇒ শামিয়ানা
  • Bengali Word সামীপ্য Bengali definition [শামিপ্‌পো] (বিশেষ্য) সান্নিধ্য; নৈকট্য। {(তৎসম বা সংস্কৃত) সমীপ+য(ষ্যঞ্‌)+অ(অচ্‌)}
  • Bengali Word সামুদ্র Bengali definition [শামুদ্‌দ্রো] (বিশেষ্য) ১ দেহের চিহ্নাদি দিয়ে ভবিষ্যতের শুভাশুভ নির্ণয়ের শাস্ত্র। ২ সমুদ্রশাস্ত্র। □ (বিশেষণ) ১ সমুদ্রসম্পর্কিত। ৩ সমুদ্রজাত। সামুদ্রবেত্তা (বিশেষণ) সামুদ্রশাস্ত্রে অভিজ্ঞ; জ্যোতিষী। {(তৎসম বা সংস্কৃত) সমুদ্র+অ(অণ্‌)}
  • Bengali Word সামুদ্রিক Bengali definition [শামুদ্‌দ্রিক্‌] (বিশেষণ) ১ সামুদ্রশাস্ত্র ব্যবসায়ী। ২ সমুদ্র সম্পর্কিত। ৩ সমুদ্রজাত। সামুদ্রিকবেত্তা (বিশেষণ) সামুদ্রশাস্ত্রে অভিজ্ঞ; জ্যোতিষী (রাজা সামুদ্রিকবেত্তা পণ্ডিতগণকে আনাইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সমুদ্র+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word সামেল Bengali definition ⇒ শামিল
  • Bengali Word সামোভার Bengali definition [শামোভার্‌] (বিশেষ্য) চা জ্বাল দেওয়ার বৃহৎ ধাতুনির্মিত পাত্রবিশেষ, এর নিচে কয়লার আগুন থাকে ও নল দিয়ে উত্তপ্ত চায়ের পানি বের করে নেওয়া হয় (তাশকন্দ থেকে এসেছে সামোভার নিয়ে-সৈয়দ মুজতবা আলী)। {(রুশীয়) samovar}
  • Bengali Word সাম্পান, শামপান Bengali definition [শাম্‌পান্‌] (বিশেষ্য) চট্টগ্রাম অঞ্চলের জলপথে যাতায়াতের উপযোগী একপ্রকার ক্ষুদ্র নৌকা (সাম্পান নিয়ে ফিরছিল তার দয়িতের সন্ধানে-কাজী নজরুল ইসলাম)। {(চীনা) সাঙপাঙ}
  • Bengali Word সাম্প্রতিক Bengali definition [শাম্‌প্রোতিক্‌] (বিশেষণ) ইদানীন্তন; আজকালকার; অধুনাতন; আধুনিক। {(তৎসম বা সংস্কৃত) সম্প্রতি+ইক(ঠক্‌)}
  • Bengali Word সাম্প্রদায়িক Bengali definition [শাম্‌প্রোদায়িক্‌] (বিশেষণ) ১ দল; গোষ্ঠী বা সম্প্রদায়সম্পর্কিত (সাম্প্রদায়িক অনুষ্ঠান)। ২ সম্প্রদায়গত ভেদবুদ্ধিবিশিষ্ট; communal (সাম্প্রদায়িক মনোভাব)। সাম্প্রতিকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) সম্প্রদায়+ইক(ঠক্‌)}
  • Bengali Word সাম্য Bengali definition [শাম্‌মো] (বিশেষ্য) ১ সমদর্শিতা। ২ সমতা (ভারসাম্য)। ৩ সাদৃশ্য। ৪ ক্রোধাদিশূন্য নির্বিকার ভাব। সাম্যবাদ (বিশেষ্য) ১ রাষ্ট্রের সকল লোকের জাতিধর্ম নির্বিশেষে সমান অধিকার থাকা উচিত-এই মতবাদ। ২ কমিউনিজম; communism। সামাবাদী (-দিন্) (বিশেষণ) ১ রাষ্ট্রের সকল লোকের সমান অধিকার থাকা উচিত এই মতবাদে বিশ্বাসী। ২ সমান অধিকারবাদে বিশ্বাসী বা সমর্থনকারী; কমিউনিস্ট; communist। {(তৎসম বা সংস্কৃত) সম+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সাম্রাজ্য Bengali definition [শাম্‌বাজ্‌জো] (বিশেষ্য) ১ ক্ষুদ্র রাজ্যাদি সংবলিত বহু বিস্তৃত রাজ্য। ২ সম্রাটের শাসনে যে রাজ্যসমূহ থাকে। সাম্রাজ্যবাদ (বিশেষ্য) পররাজ্যের উপর অধিকার বিস্তারের নীতি; imperialism। সাম্রাজ্যবাদী (-দিন্‌) (বিশেষণ) সাম্রাজ্যবাদ সমর্থনকারী; imperialist। {(তৎসম বা সংস্কৃত) সম্রাজ্‌+অ(অণ্‌)+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সাময়িক Bengali definition [শামোয়িক্‌] (বিশেষণ) ১ কালীন। ২ কখনো কখনো ঘটে এমন; অল্পসময় স্থায়ী; ক্ষণস্থায়ী (সাময়িক বন্দোবস্ত)। ৪ বর্তমান বা সাম্প্রতিক ঘটনাবলি আছে এমন; নির্দিষ্ট সময় ব্যবধানে প্রকাশিত (সমায়িক পত্র)। সমায়িকী (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য) বর্তমান সময়ের ঘটনাবলি বা প্রসঙ্গ; কালোপযোগী বিষয়। {(তৎসম বা সংস্কৃত) সময়+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word সাযুজ্য Bengali definition [শাজুজ্‌জো] (বিশেষ্য) ১ মিল; সংযোগ (অকেষ্ট্রায় উক্তি ও উপলব্ধির সাযুজ্য অনুপস্থিত-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ অভেদ; পরমাত্মা ও জীবাত্মার একাত্মতা। {(তৎসম বা সংস্কৃত) সযুজ্‌+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সার ১ Bengali definition [শার্‌] (বিশেষ্য) ১ সারি; শ্রেণি (সামনে চেয়ে দেখল রূপা, সার বেঁধে আসছে তারা-জসীমউদ্‌দীন)। ২ পঙ্‌ক্তি। {(তৎসম বা সংস্কৃত) শ্রেণি>}