স পৃষ্ঠা ৪৩
- Bengali Word সারেং ১, সারেঙ ১, সারঙ Bengali definition [শারেঙ্, সারেঙ্, শারঙ্] (বিশেষ্য) জাহাজ বা নৌযান পরিচালনা করে যে, জাহাজের পরিচালক (বাচ্চা সাহেবকে আমাদের সারেংদের উপর কাপ্তেন করে পাঠিয়ে দিলে-মাহবুব-উল-আলম)। {(ফারসি) সরহঙ্গ}
- Bengali Word সারেং ২, সারেঙ ২ Bengali definition [শারেঙ্] (বিশেষ্য) বেহালার মতো এক প্রকার তারের বাদ্যযন্ত্র; সারঙ্গী। {(তৎসম বা সংস্কৃত) সারঙ্গ, সারঙ্গী}
- Bengali Word সারেগামা Bengali definition ⇒ সারিগামা
- Bengali Word সারেগামা ২ Bengali definition ⇒ সারিগামা
- Bengali Word সারেঙ, সারেঙ Bengali definition ⇒ সারেং১ ও সারেং২
- Bengali Word সারেঙ-সুগনি/সুগনী Bengali definition [শারেঙ্, সুগোনি] (বিশেষ্য) (কথ্য) জাহাজের পরিচালক ও তৎ সহকারী (খালাসী থেকে সারেঙ-সুগনী সবাই যেন গোরাদের চুরুটের এবং মদের একটা উৎকট গন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে)। {(ফারসি) সরহঙ্গ}
- Bengali Word সারেঙ্গী Bengali definition [শারেঙ্গি] (বিশেষ্য) সারিন্দা; সারেং (লু হাওয়া বাজায় সারেঙ্গী-বীণ খেজুর পাতার তারে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সারঙ্গ, সারঙ্গী>}
- Bengali Word সারেজাহান Bengali definition [শারেজাহান্] (বিশেষ্য) সমস্ত দুনিয়া (আর কিছু মোরা নাহি ভাবি যেন সারেজাহানের মালিক ছাড়া-জসীমউদ্দীন)। {(ফারসি) সারাজাহান}
- Bengali Word সারোদ্ধার Bengali definition [শারোদ্ধার্] (বিশেষ্য) আসল কথা বা বস্তু সংগ্রহ; তাৎপর্য বা গূঢ় মর্ম বের করা (নিবন্ধাদির সারোদ্ধার করা)। {(তৎসম বা সংস্কৃত) সার+উদ্ধার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সার্কাস Bengali definition [সার্কাস্] (বিশেষ্য) ১ মানুষ ও অন্যান্য জীবজন্তুর বিচিত্র ক্রীড়াকৌতুক ও ব্যায়ামকৌশল প্রদর্শন (সার্কাসের মেয়েগুলো আবেষ্টনী। সার্কাস পার্টি (বিশেষ্য) সার্কাস প্রদর্শনকারী দল (এমন সময়ে এখানে সার্কাস পার্টি আসছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। সার্কাসি, সার্কাসী (বিশেষণ) ১ সার্কাস প্রদর্শনের জন্য প্রস্তুত (মরুর সিংহ মার খায় সার্কাসী পিঞ্জরে ঢুকে-কাজী নজরুল ইসলাম)। ২ সার্কাসের নিয়মানুযায়ী (সার্কাসী কায়দায় হাওয়াতে হাত হেলিয়ে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ সার্কাস সংক্রান্ত। {(ইংরেজি) circus}
- Bengali Word সার্কুলার Bengali definition [সার্কুলার্] (বিশেষ্য) তথ্যবিজ্ঞপ্তি; ঘোষণা। {(ইংরেজি) circular}
- Bengali Word সার্গম, সারগম Bengali definition [সার্গম্] (বিশেষ্য) স্বরগ্রামের সংক্ষিপ্ত রূপ (প্রকৃতি তার একতারায় যে সার্গম আলাপ করেন মানুষে শুধু তার নকল করে-প্রমথ চৌধুরী)। {সা+রে+গা+মা}
- Bengali Word সার্চ Bengali definition [শার্চ] (বিশেষ্য) অনুসন্ধানী; তালাশি (এদের কাছ থেকে তালিম নিয়ে যেতে পারত কি করে সার্চ চালাতে হয়-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) search}
- Bengali Word সার্চলাইট Bengali definition [সার্চ্লাইট্] (বিশেষ্য) সন্ধানী তীব্র আলো (সার্চলাইটের ঝাঁ ঝাঁ আলো দেখাবে না পথ জানি-শামসুর রাহমান)। {(ইংরেজি) search light}
- Bengali Word সার্জন Bengali definition [সার্জন] (বিশেষ্য) অস্ত্রচিকিৎসক; শল্যচিকিৎসক; অস্ত্রোপচারকারী (যে সার্জন একবার পেট কেটে কাঁচিটা রাখতে পেরেছে-ওবায়েদুল হক)। {(ইংরেজি) surgeon}
- Bengali Word সার্জেন্ট, সার্জেন Bengali definition [সার্জেন্ট্, সার্জেন্] (বিশেষ্য) পুলিশ কর্মচারী, যিনি পদমর্যাদায় কনেস্টবলের ঊর্ধ্বে অবস্থিত। সেনানীবিশেষ; পেয়াদা। {(ইংরেজি) sergeant}
- Bengali Word সার্ট Bengali definition [শার্ট্] (বিশেষ্য) জামা; পিরান। {(ইংরেজি) shirt}
- Bengali Word সার্টিফিকেট Bengali definition [সার্টিফিকেট্] (বিশেষ্য) ১ প্রশংসাপত্র। ২ প্রমাণপত্র। ৩ উপাধিপত্র। ৪ সুপাশিপত্র। সার্টিফিকেট হওয়া (বিশেষ্য) জমি নিলামে ওঠা (জমির সার্টিফিকেট হওয়া)। {(ইংরেজি) certificate}
- Bengali Word সার্থ ১ Bengali definition [শার্থো] (বিশেষ্য) ধন; পণ্য। □ (বিশেষণ) ১ ধনবান; সম্পত্তিশালী। ২ অর্থযুক্ত (সার্থ ব্যাখ্যা)। {(তৎসম বা সংস্কৃত) স+অর্থ}
- Bengali Word সার্থ ২ Bengali definition [শার্থো] (বিশেষ্য) ১ বণিকগণ। ২ সঙ্গী; সাথি; সহচর। ৩ জীবসমুদয়। সার্থ-বাহ (বিশেষ্য) পথপ্রদর্শক বণিক; বণিকদল। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+থ(থক্)}
- Bengali Word সার্থক Bengali definition [শার্থোক্] (বিশেষণ) ১ অর্থযুক্ত; অর্থবিশিষ্ট (সার্থক রচনা)। ২ সফল; সাফল্যমণ্ডিত (শ্রম সার্থক)। ৩ চরিতার্থ (সার্থক জিন্দেগি)। ৪ সুসম্পাদিত। ৫ সুসিদ্ধ। সার্থকতা (বিশেষ্য) ১ যুক্তিযুক্ততা (কথার সার্থকতা)। ২ সফলতা; চরিতার্থতা (কাজে সার্থকতা লাভ)। সার্থকনামা (বিশেষণ) ১ প্রথিতনামা; যশস্বী। ২ সম্পাদিত কাজের সাথে নামের সামঞ্জস্য। {(তৎসম বা সংস্কৃত) সার্থ+ক(কপ্)}
- Bengali Word সার্থবাহ Bengali definition ⇒ সার্থ
- Bengali Word সার্ধ Bengali definition [শার্ধো] (বিশেষণ) সাড়ে (সার্ধ বর্ষ)। {(তৎসম বা সংস্কৃত) স+অর্ধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সার্ব Bengali definition [শার্বো] (বিশেষণ) সর্বসম্পর্কিত; সকলের জন্য; সর্বহিতকর। সার্বজনিক (বিশেষণ) সর্বজনীন; সকলের হিতকর; সর্বসাধরণের জন্য। সার্বজনীন (বিশেষণ) ১ সকলের মধ্যে প্রবীণ; সর্বশ্রেষ্ঠ। ২ (অশুদ্ধ) সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত বা কৃত (সার্বজনীন দুর্গোৎসব)। সার্বজাতিক, সর্বরাষ্ট্রিক (বিশেষণ) সকল জাতি বিষয়ক; আন্তর্জাতিক; international। সার্বভৌম (বিশেষ্য) ১ সমুদয় ভূমির অধীশ্বর; সম্রাট। ২ সংস্কৃতশাস্ত্রে ব্যুৎপত্তি-হেতু প্রাপ্ত উপাধি (বাসুদেব সর্বভৌম)। □ (বিশেষণ) বিশ্বব্যাপী; সর্বাধিকার সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) সর্ব+অ(অণ্)}
- Bengali Word সার্বভৌম Bengali definition ⇒ সার্ব
- Bengali Word সার্ভে Bengali definition [সার্ভে] (বিশেষ্য) জরিপ; মাপ (জমি সার্ভে করা)। {(ইংরেজি) survey}
- Bengali Word সার্ষপ Bengali definition [শার্শোপ্] (বিশেষণ) সরিষাজাত; সরিষা সম্বন্ধীয় (সার্ষপ তেল)। {(তৎসম বা সংস্কৃত) সর্ষপ+অ(অণ্)}
- Bengali Word সার্সি, সার্শী Bengali definition [শার্শি] (বিশেষ্য) কাচের দরজা বা জানলা (অনেকগুলো পুতুল সার্শির গায়ে কাগজের বাক্সেতে দাঁড় করানো রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) sash}
- Bengali Word সাল ১ Bengali definition [শাল্] (বিশেষ্য) বৎসর; অব্দ। সালতামামি/তামামী (বিশেষণ) বৎসরান্ত। □ (বিশেষ্য) বৎসরান্তের হিসেব (তামাম সালের সালতামামী হয়নি রে তোর মোটেই-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সাল}
- Bengali Word সাল ২, শাল Bengali definition [শাল্] (বিশেষ্য) পশমি চাদর। {(ফারসি) শাল}