Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সাবন Bengali definition [শাবোন্‌] (বিশেষ্য) অহোরাত্র; সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা সময়; ত্রিশ অহোরাত্রযুক্ত মাস। {(তৎসম বা সংস্কৃত) সবন+অ(অণ্‌)}
  • Bengali Word সাবমেরিন Bengali definition [সাব্‌মেরিন্‌] (বিশেষ্য) যুদ্ধে ব্যবহৃত ডুবোজাহাজ। {(ইংরেজি) submarine}
  • Bengali Word সাবর্ণ Bengali definition [শাবর্‌নো] (বিশেষ্য) সমান বর্ণবিশিষ্ট; দ্বিতীয় মনু। {(তৎসম বা সংস্কৃত) সবর্ণ+অ(অণ্‌)}
  • Bengali Word সাবর্ণি Bengali definition [শাবোর্‌নি] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত সূর্যপত্নী সবর্ণার গর্ভজাত পুত্র; অষ্টম মনু। {(তৎসম বা সংস্কৃত) সবর্ণা+ই(ইঞ্‌)}
  • Bengali Word সাবল Bengali definition [শাবোল্‌] (বিশেষ্য) মাটি খনন করার লৌহদণ্ডবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সর্বলা>}
  • Bengali Word সাবলীল Bengali definition [শাবোলিল্‌] (বিশেষণ) ১ লীলাযুক্ত। ২ স্বচ্ছন্দ; সহজ ও অনায়াস (রচনার সাবলীল গতি)। সাবলীলতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) স+অব+লীলা}
  • Bengali Word সাবহিত Bengali definition [শাবোহিতো] (বিশেষণ) ১ জ্ঞাত (বিজয়গুপ্ত বলে গাইন হও সাবহিত-বিজয় গুপ্ত)। ২ (বিরল) সাবধান; হুঁশিয়ার (সাবহিত হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) স+অবহিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সাবান Bengali definition [শাবান্‌] (বিশেষ্য) সোডা, ক্ষার, চর্বি সহকারে প্রস্তুত ময়লা পরিস্কারক দ্রব্য। {(আরবি) সাবুন; (পর্তুগিজ) sabao}
  • Bengali Word সাবালক, সাবালিগ Bengali definition [শাবালোক্, শাবালিগ্‌] (বিশেষণ) প্রাপ্ত-বয়স্ক; সতর বৎসরের অধিক বয়সম্পন্ন (যখন দেখি কোন এক সাবালক মেয়ে অত্যল্পকালের নোটিশেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। নাবালক, নাবালিগ (বিপরীতার্থক শব্দ)। সাবালকি, সাবালকী (বিশেষণ) সক্ষমতা; উপযুক্ততা (সাবালকী করছে দাবী সব দুনিয়া দাঁড়িয়ে উঠে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সা+ (আরবি) বালিগ}
  • Bengali Word সাবাস Bengali definition ⇒ শাবাশ
  • Bengali Word সাবাড় Bengali definition [শাবাড়্‌] (বিশেষণ) ১ বিনষ্ট; নিঃশেষ (এই নাস্তিককে সাবাড় করতে পারি-আবু রুশ্‌দ্‌)। {(তৎসম বা সংস্কৃত) সর্বান্ত>}
  • Bengali Word সাবিত্রী Bengali definition [শাবিত্‌ত্রি] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত সূর্যের অধিষ্ঠাত্রী দেবী; ব্রহ্মার পত্নী; সতীর শিরোমণি; সত্যবানের স্ত্রী ও রাজা অশ্বপতির কন্যা। সতিসাবিত্রী (বিশেষণ) হিন্দু পুরাণোক্ত সাবিত্রীর মতো সতীত্বসম্পন্না। {(তৎসম বা সংস্কৃত) সবিতৃ+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word সাবু, সাগু Bengali definition [শাবু, শাগু] (বিশেষ্য) সাগু; সাবুদানা। {(পর্তুগিজ) sagu}
  • Bengali Word সাবুদ, সাবুত Bengali definition [শাবুদ্‌, শাবুত্‌] (বিশেষণ) ১ দৃঢ় (হানিফা বলেন তেরা ঈমান সাবুদ। লড়িবার কাম...থাকিবে মৌজুদ-সৈয়দ হামজা)। ২ প্রমাণীকৃত; প্রমাণ করা হয়েছে এমন (সাবুদ করা)। □ (বিশেষ্য) প্রমাণ। {(আরবি) ছবুত}
  • Bengali Word সাবেইন, সাবেঈন Bengali definition [সাবেয়িন্‌] (বিশেষণ) নক্ষত্রপূজক (সাবেঈন্‌ তাবেঈন্‌ হয়ে চিল্লায় জোর ওই ওই নাবে দীন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ছাবেঈন}
  • Bengali Word সাবেক Bengali definition [শাবেক্‌] (বিশেষণ) পূর্ববর্তী; আগেকার; পূর্বতন (সাবেক আমলের অনেকগুণ-মনোজ বসু)। সাবেককেলে (বিশেষণ) আদিকালের; পুরাতন (সাবেককেলে বড়মানুষি চাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। সাবেকি, সাবেকী (বিশেষণ) পূর্বকালীন; সেকেলে; সনাতন (শাশুড়ী ছিল সাবেকি, দিদির হাতটা মেঝের ওপর রেখে নোরা দিয়ে ছেঁচত-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) সাবিক}
  • Bengali Word সাবেত, সাবিত Bengali definition [শাবেত্‌, শাবিত্‌] (বিশেষ্য) ১ প্রমাণ (কি দিয়া তুমি সাবেত করিবা আমি তোমার স্ত্রী-আবুল মনসুর আহমদ)। □ (বিশেষণ) ১ প্রমাণীকৃত; সত্য (একথা সাবেত বটে বুঝে দেখ যদি-সৈয়দ হামজা)। ২ মজবুত; একত্রে দৃঢ়ীভূত (মেরা সাথে সাবেত রহিবে বরাবর-সৈয়দ হামজা)। {(আরবি) ছাবেত}
  • Bengali Word সাব্যস্ত Bengali definition [শাব্‌বোস্‌তো] (বিশেষণ) স্থিরীকৃত; নির্ধারিত (সাব্যস্ত হইল চুল শশব্যস্ত টিকি অন্তর্ধান-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) ছাবেত; (তৎসম বা সংস্কৃত) স+ব্যবস্থা>}
  • Bengali Word সাবড়া, সাবড়ানো Bengali definition [শাব্‌ড়া, শাব্‌ড়ানো] (ক্রিয়া) ধ্বংস করা; খতম করা; সাবার করা। {(তৎসম বা সংস্কৃত) সর্বান্ত>}
  • Bengali Word সাবয়ব Bengali definition [শাবয়ব্‌] (বিশেষণ) অবয়বযুক্ত; অঙ্গবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) স+অবয়ব}
  • Bengali Word সাভিনিবেশ Bengali definition [শাভিনিবেশ্‌] (বিশেষণ) অভিনিবেশযুক্ত; মনোযোগ সহকারে (তিনি তাহার দিকে সাভিনিবেশ দৃষ্টি নিক্ষেপ করিয়া তৎক্ষণাৎ চিনিতে পারিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+অভিনিবেশ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সাম ১ Bengali definition [শাম্‌] (বিশেষ্য) ১ সামবেদ; চতুর্বেদের তৃতীয়টি (অনাদি সাম-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সন্ধি। ৩ তোষণ। {(তৎসম বা সংস্কৃত) √সো+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word সাম ২ Bengali definition ⇒ শাম
  • Bengali Word সামগ্রিক (অশুদ্ধ কিন্তু প্রচলিত) Bengali definition [শামোগ্‌গ্রিক্‌] (বিশেষণ) (বিরল) সমগ্র বা সম্পূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) সমগ্র+ইক}
  • Bengali Word সামগ্রী Bengali definition [শামোগ্‌গ্রি] (বিশেষ্য) দ্রব্যসমূহ; জিনিস; দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) সামগ্র+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word সামগ্র্য Bengali definition [শামোগ্‌গ্রো] (বিশেষ্য) ১ সমগ্রতা; সাফল্য। ২ ভাণ্ডার। ৩ দ্রব্য; বস্তু। □ (বিশেষণ) কারণকলাপ। {(তৎসম বা সংস্কৃত) সমগ্র+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সামঞ্জস্য Bengali definition [শামোন্‌জোশ্‌শো] (বিশেষ্য) ১ উপযুক্ততা; সমীচীনতা। ২ মিল; সঙ্গতি। {(তৎসম বা সংস্কৃত) সমঞ্জস+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সামনা Bengali definition [শাম্‌না] (বিশেষ্য) সম্মুখ (বাড়ির সামনা)। সামনাসামনি (ক্রিয়াবিশেষণ) মুখোমুখি; সম্মুখবর্তী; সামনে। সামনে (ক্রিয়াবিশেষণ) সম্মুখদিকে; সম্মুখে। সামনেকার (বিশেষণ) সম্মুখের (সামনেকার (বিশেষণ) সম্মুখের (সামনে কার রাস্তা যেন আজ বন্ধ-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(তুলনীয়) (হিন্দি) সামনে}
  • Bengali Word সামন্ত ১ Bengali definition [শামোন্‌তো] (বিশেষ্য) ১ অধীনস্থ নৃপতি। ২ মুখ্য; প্রজা; মোড়ল; গ্রামের প্রধান। ৩ প্রতিবেশী। ৪ হিন্দু পদবিবিশেষ। □ (বিশেষণ) অধিনায়ক। সামন্ততন্ত্র, সামন্তচক্র (বিশেষ্য) সামন্তগণের শাসন; feudal system। {(তৎসম বা সংস্কৃত) সমন্ত+অ(অণ্‌)}
  • Bengali Word সামবায়িক Bengali definition [শামোবায়িক্‌] (বিশেষণ) ১ সমবায় সংক্রান্ত। ২ সমবায়বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সমবায়+ইক(ঠক্‌)}