স পৃষ্ঠা ৩৪
- Bengali Word সাঁতারু Bengali definition [শাঁতারু] (বিশেষণ) ১ সন্তরণকারী; সাঁতার কাটে এমন। ২ সন্তরণে দক্ষ বা নিপুণ। {সাঁতার+আরু}
- Bengali Word সাঁপি Bengali definition [শাঁপি] (বিশেষ্য) ১ হাড়িকাঠের উপরের গোলাকার কাষ্ঠখণ্ড। ২ ছিপি। {(তৎসম বা সংস্কৃত) সর্প>}
- Bengali Word সাঁড়াশি, সাঁড়াশী Bengali definition [শাঁড়াশি] (বিশেষ্য) চিমটার ন্যায় যন্ত্র, যা শক্ত করে এঁটে ধরে। {(তৎসম বা সংস্কৃত) সন্দংশিকা>সন্দংশী>সাঁড়াশি}
- Bengali Word সাং Bengali definition [শাঙ্] (বিশেষ্য) সাকিনের সংক্ষিপ্ত রূপ (সাং নবাবগঞ্জ)। {(আরবি) সাকিন>}
- Bengali Word সাংকর্য, সাঙ্কর্য Bengali definition [শাঙ্কোর্জো] (বিশেষ্য) ১ মিশ্রণ; মিলন; সংকরত্ব (সাংকর্য সাধন)। ২ দো-আঁশলা ভাব। {(তৎসম বা সংস্কৃত) সংকর+য}
- Bengali Word সাংকেতিক, সাঙ্কেতিক Bengali definition [শাঙ্কেতিক্] (বিশেষণ) সংকেত কারক; সংকেতজ্ঞাপক (নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) (গণিত) অঙ্ক কষার বিশেষ সংক্ষিপ্ত পদ্ধতি; চলিত নিয়ম; practice। {(তৎসম বা সংস্কৃত) সংকেত+ইক(ঠক্)}
- Bengali Word সাংখ্য Bengali definition [শাঙ্খো] (বিশেষ্য) কপিল মুনি রচিত (হিন্দু) দর্শনশাস্ত্র {(তৎসম বা সংস্কৃত) সংখ্যা+অ(অণ্)}
- Bengali Word সাংখ্যিক Bengali definition [শাঙ্খিক্] (বিশেষণ) সংখ্যাবিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) সংখ্যা+ইক(ঠক্)}
- Bengali Word সাংগীতিক Bengali definition [শাঙ্গিতিক্] (বিশেষণ) সংগীত বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) সংগীত+ইক(ঠক্)}
- Bengali Word সাংগ্রামিক Bengali definition [শাঙ্গ্রামিক্] (বিশেষণ) ১ যুদ্ধসংক্রান্ত। ২ যুদ্ধে দরকারি। ৩ যুদ্ধে দক্ষ; নিপুণ যোদ্ধা। {(তৎসম বা সংস্কৃত) সংগ্রাম+ইক(ঠক্)}
- Bengali Word সাংঘাতিক, সাঙ্ঘাতিক (বিরল) Bengali definition [শাঙ্ঘাতিক্] (বিশেষণ) ভয়ানক; ভীষণ; মারাত্মক। {(তৎসম বা সংস্কৃত) সংঘাত+ইক(ঠক্)}
- Bengali Word সাংবাদিক Bengali definition [শাঙ্বাদিক্] (বিশেষণ) ১ সংবাদ সম্পর্কীয়। □ (বিশেষ্য) (বিশেষণ) সংবাদপত্রের সম্পদকীয় বিভাগে কাজ করে যেনি; সংবাদপত্রে প্রকাশের জন্য সংবাদ সংগ্রাহক। সাংবাদিকতা (বিশেষ্য) সাংবাদিকের কাজ বা বৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) সংবাদ+ইক(ঠঞ্)}
- Bengali Word সাংবৎসর, সাংবৎসরিক Bengali definition [শাঙ্বত্শর্, শাঙ্বাত্শোরিক্] (বিশেষণ) ১ সম্পূর্ণ বৎসর; বৎসরব্যাপী। ২ বার্ষিক। ৩ বৎসর শেষে করণীয় (সাংবৎসরিক শ্রাদ্ধ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+বৎসর, বাৎসরিক}
- Bengali Word সাংযাত্রিক Bengali definition [শাঙ্জাত্ত্রিক্] (বিশেষ্য) জলপথে ব্যবসা-বাণিজ্য করে যে। {(তৎসম বা সংস্কৃত) সংযাত্র+ইক(ঠক্)}
- Bengali Word সাংশয়িক Bengali definition [শাঙ্শোয়িক্] (বিশেষণ) ১ সংশয় সংক্রান্ত। ২ সংশয়বিশিষ্ট; সন্দেহযুক্ত; সন্দিহান। {(তৎসম বা সংস্কৃত) সংশয়+ইক(ঠক্)}
- Bengali Word সাংসর্গিক Bengali definition [শাঙ্শোর্গিক্] (বিশেষণ) ১ সংসর্গজাত; মেলামেশা বা একত্র বাস হতে উৎপন্ন। ২ সংসর্গ সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) সংসর্গ+ইক(ঠঞ্)}
- Bengali Word সাংসারিক Bengali definition [শাঙ্শোরিক্] (বিশেষণ) ১ সংসার বা জীবন সম্বন্ধীয়। ২ সংসারের প্রতি আসক্ত (সাংসারিক লোক)। ৩ বৈষয়িক (সাংসারিক ক্রিয়াকর্ম)। ৪ পারিবারিক (সাংসারিক অবস্থা)। {(তৎসম বা সংস্কৃত) সংসার+ইক(ঠঞ্)}
- Bengali Word সাইকেল, বাইসাইকেল, বাইক Bengali definition [সাইকেল্, বাইসাইকেল, বাইক্] (বিশেষ্য) পা দ্বারা চালিত দ্বিচক্রযান বিশেষ। {(ইংরেজি) bicycle}
- Bengali Word সাইকোলজি Bengali definition [সাইকোলোজি] (বিশেষ্য) মনোবিদ্যা; মনস্তত্ত্ব (সাইকোলজি এবং সোশিয়লজি যে বোটানির অন্তর্ভুক্ত একথা তো কোনো কেতাবে কোরানে লেখে না-প্রমথ চৌধুরী)। {(ইংরেজি) psychology}
- Bengali Word সাইক্লোন Bengali definition [সাইক্ক্লোন্] (বিশেষ্য) ঘূর্ণিঝড় (মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) cyclone}
- Bengali Word সাইজ Bengali definition [শাইজ্] (বিশেষ্য) আকার; মাপ; পরিমাপবিশেষ (জামবাটি সাইজ অ্যাশ ট্রে পোড়া সিগারেট ভর্তি-সৈয়দ মুজতবা আলী)। সাইজ করা (ক্রিয়া)। {(ইংরেজি) size}
- Bengali Word সাইত, সাইদ ১, সাহিত Bengali definition [সাইত্, সাইদ্, সাহিত্] (বিশেষ্য) আরম্ভ; শুভসূচনা; প্রথম বেচাকেনা (দোকান খোলার পর সাইত করা)। ২ সৌভাগ্য। {(আরবি) সা’দ}
- Bengali Word সাইদ ২ Bengali definition [শাইদ্] (বিশেষ্য) সাক্ষী (দশ ভাই বলে যদি না কর এতবার। ঐ দেশের লোক আছে সাইদ তাহার-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) শাহিদ}
- Bengali Word সাইনবোর্ড Bengali definition [সাইন্বোর্ড্] (বিশেষ্য) প্রতিষ্ঠানাদির পরিচয়জ্ঞাপক ফলবিশেষ। {(ইংরেজি) signboard}
- Bengali Word সাইমুম, সিমূম, সমূম Bengali definition [সাইমুম্, সিমুম্, সমুম্] (বিশেষ্য) মরুভূমির ভয়াবহ ঝড় (খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইমুম ঝড়ে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) সমূম}
- Bengali Word সাইরেন Bengali definition [সাইরেন্] (বিশেষ্য) বিপদ-সংকেত (তারই মধ্যে অকস্মাৎ সাইরেনের আর্তনাদে বিদীর্ণ আকাশ থেকে নেমেছে বোমার বৃষ্টি-প্রেমেন্দ্র মিত্র)। {(ইংরেজি) siren}
- Bengali Word সাইল, শাইল, শালি Bengali definition [শাইল্, সাইল্, শালি] (বিশেষ্য) ১ সুগদ্ধি ধানবিশেষ (ভুঞ্জে নানা সাইল ভোগ সুগন্ধ বহুল। কর্পূর বাসিত পান সরস তাম্বুল-কাজী দৌলত)। ২ শাল বৃক্ষ। ৩ শেফালি (সাইলের ফল খাইয়া মালা করিয়া-মানিক বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) শালি>}
- Bengali Word সাউ Bengali definition [শাউ] (বিশেষ্য) বণিক; সওদাগর; মহাজন। সাউকার (বিশেষ্য) ১ বড় বণিক। ২ (ব্যঙ্গার্থ) মাতব্বর। সাউকারি (বিশেষ্য) ১ মহাজন বৃত্তি। ২ (ব্যাকরণ) মাতব্বরি; মুরুব্বিয়ানা। সাউখুড়ি (বিশেষ্য) সদাগরি; সাধুগিরি (সাগর নদীর সাউখুরি করার চেয়ে গলির নর্দমা সাফ করার দিকেই আমরা নজর দিতে চাই-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) সাধু>}
- Bengali Word সাউদ, সাউধ Bengali definition [শাউদ্, শাউধ্] (বিশেষ্য) সাধু; সওদাগর (সাউদ পাড়ার খাঁ-রা কোথায়-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) সাধু>}
- Bengali Word সাউলি Bengali definition [শাউলি] (বিশেষ্য) ১ সামলি মুগের ভাজা পুলি (অড়হর ডাল আর মুগের সাউলি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বড়াবিশেষ। {মারাঠি. সউলী}