Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সাএল, সায়েল Bengali definition [সায়েল্‌] (বিশেষ্য) ১ আবেদনকারী; ভিক্ষুক। ২ প্রশ্নকর্তা। {(আরবি) সা’ইল}
  • Bengali Word সাওকুড়ি, সাওকুড়ী Bengali definition [সাওকুড়ি] (বিশেষ্য) মাতব্বরি; মুরুব্বিয়ানা (তাদের কিনা সব তাতেই মোড়লী সাওকুড়ী আবার মুখের ওপর চোপা-কাজী নজরুল ইসলাম)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word সাকল্য, সাকুল্য Bengali definition [শাকোল্‌লো, শাকুল্‌লো] (বিশেষ্য) ১ সমগ্রতা; সমষ্টি। ২ সমুদয়। {(তৎসম বা সংস্কৃত) সকল+য>}
  • Bengali Word সাকার Bengali definition [শাকার্‌] (বিশেষণ) আকারবিশিষ্ট; মূর্তিমান (মৃত ক্রিয়া স্মরণে সাকার-সত্যেন্দ্রনাথ দত্ত)। সাকারা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সাকারবাদ (বিশেষ্য) সাকার বা মূর্তি পূজাবিষয়ক মতবাদ। সাকারবাদী (বিশেষ্য) (বিশেষণ) সাকার বা মূর্তি পূজায় বিশ্বাসী। সাকারোপাসনা, সাকারপূজা (বিশেষ্য) প্রতিমা পূজা। {(তৎসম বা সংস্কৃত) স+আকার}
  • Bengali Word সাকি, সাকী Bengali definition [শাকি] (বিশেষ্য) ১ সুরা পরিবেশনকারী তরুণ বা তরুণী (বন্ধুগো সাকী আনিয়াছে নাকি বরষের সওগাত-কাজী নজরুল ইসলাম)। ২ প্রেমিকা (এল ফুলের মরসুম শরাব ঢালো সাকী-কাজী নজরুল ইসলাম)। ৩ সুফি সাধকদের দীক্ষাগুরু। সাকিদার (বিশেষ্য) পরিবেশনকারী (বাবুর্চিখানা তদারক করিয়া তদ্বিরকার ও সাকিদারদের যথারীতি উপদেশ দিয়া হালিম সকলকে লইয়া বিদায় হয়-আবুল মনসুর আহমদ)। {(আরবি) সাকী}
  • Bengali Word সাকিন, সাকিম, সাং Bengali definition [শাকিন্‌, শাকিম্‌, শাঙ্‌] (বিশেষ্য) বাসস্থান; ঠিকানা (তার নাম নেই ধাম নেই সাকিন ঠিকানা নেই-সৈয়দ মুজতবা আলী; চলে গেল ঈসা মুসা...ফিরদৌসের দূর সাকিম-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) সাকিন}
  • Bengali Word সাকুল্য Bengali definition ⇒ সাকল্য
  • Bengali Word সাক্ষর Bengali definition [শাক্‌খর্‌] (বিশেষণ) ১ অক্ষরযুক্ত; অক্ষরজ্ঞান সম্পন্ন। ২ অল্পশিক্ষিত; শিক্ষাপ্রাপ্ত; literate। নিরক্ষর (বিপরীতার্থক শব্দ)। সাক্ষরতা (বিশেষ্য) অক্ষর পরিচয়; literacy। {(তৎসম বা সংস্কৃত) স+অক্ষর}
  • Bengali Word সাক্ষাৎ Bengali definition [শাক্‌খাত্‌] মোলাকাত; দর্শন (হয়েছে সাক্ষাৎ দোঁহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (অব্যয়) (বিশেষণ) ১ আপন; ঘনিষ্ঠ (সাক্ষাৎ চাচাতো ভাই)। ২ প্রত্যক্ষীভূত; জ্ঞাত (জ্ঞান বস্তু কলেবর ভুবনবিখ্যাত; ভূত ভবিষ্যৎ আদি তাহার সাক্ষাৎ-দৌলত উজির বাহরাম খান)। ৩ স্বয়ং (সাক্ষাৎ মালিক আসিয়া হাজির)। ৪ প্রত্যক্ষ; মূর্তিমান (সাক্ষাৎ মৃত্যু)। ৫ তুল্য। ৬ নিকটে; সম্মুখে (বিনয়রূপে মজনু অনাথ দণ্ডবৎ হৈলা তবে মুনির সাক্ষাৎ-দৌলত উজির বাহরাম খান)। ৭ সামনে; সমক্ষে (সাক্ষাতে বলা)। সাক্ষাৎকর্তা, সাক্ষাৎকারী (রিন্‌) (বিশেষণ) ১ সাক্ষাৎ করে এমন; দর্শনাকারী। ২ সাক্ষাৎ করতে আসে এমন। সাক্ষাৎসম্বন্ধ (বিশেষ্য) ১ সরাসরি বা সোজাসুজি সম্বন্ধযুক্ত। ২ প্রত্যক্ষ সম্পর্ক। □ (বিশেষণ) বাইরের সম্বন্ধযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স+অক্ষ+√অৎ+ক্বিপ্‌}
  • Bengali Word সাক্ষী (-ক্ষিন্‌) Bengali definition [শাক্‌খি] (বিশেষণ) ১ কোনো বিষয় বা ঘটনা প্রত্যক্ষকারী। ২ প্রত্যক্ষদর্শী; স্বয়ংদ্রষ্টা; প্রমাণ (এই মোকদ্দমার সাক্ষী দশজন)। সাক্ষীগোপাল (বিশেষ্য) নিষ্ক্রিয় দর্শক (তাহার সহধর্মিণী, তৎকালে, সাক্ষীগোপালস্বরূপ ছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সাক্ষীসাবুদ (বিশেষ্য) ঘটনাদির প্রত্যক্ষকারী এবং প্রমাণাদি, সাক্ষী-প্রমাণাদি (এইভাবে সাক্ষীসাবুদ-দলিল-দস্তাবেজ আরম্ভ হবে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) সাক্ষাৎ+ইন্‌(ইনি)}
  • Bengali Word সাক্ষ্য Bengali definition [শাক্‌কো] (বিশেষ্য) ১ সাক্ষী কর্তৃক আদালতে ঘটনাদির বর্ণনা। ২ সাক্ষীর কাজ। {(তৎসম বা সংস্কৃত) সাক্ষিন্‌+য(যৎ)}
  • Bengali Word সাখরচে Bengali definition [শাখ্‌রচে] (বিশেষণ) (বিরল) অতিব্যয়ী; খরচকারী (গুরুদাস বড় সাখরচে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {সা+ (ফারসি) খরচ}
  • Bengali Word সাখাওত, সাখাওতি Bengali definition ⇒ সখাওত
  • Bengali Word সাগর Bengali definition [শাগোর্‌] (বিশেষ্য) সমুদ্র (আমি সাগর পাড়ি দিব আমি সদাগর-কাজী নজরুল ইসলাম)। সাগরছেঁচা মানিক (আলঙ্কারিক) (বিশেষ্য) অতি কষ্টার্জিত বস্তু; দুর্লভ বস্তু (সমস্ত কিছু হারিয়ে একমাত্র সাগর-ছেঁচা মানিক পুত্রের মুখ চেয়েই মা বেঁচে আছে)। সাগরনেমি (বিশেষ্য) পৃথিবী। সাগর-পারী (বিশেষণ) সাগরযাত্রী; যে সাগরের পাড়ি জমায় (ওরে ভূতে-পাওয়া, ওরে ও সাগর-পারী। দেশে দেশে তুমি অচিরে ছড়াবে মারী-সত্যেন্দ্রনাথ দত্ত)। সাগরমেখলা (বিশেষণ) ১ সমুদ্রবেশিষ্টত। ২ পৃথিবী। সাগরসঙ্গম (বিশেষ্য) সাগরের সঙ্গে নদীর মিলন স্থান। সাগরাম্বরা (বিশেষণ) সাগর রূপ বস্তু পরিহিতা (ঐ শৈল কিরীটিনী সাগরাম্বা চট্টল ভূমি-আবদুল করিম সাহিত্যবিশারদ)। সাগরিকা (বিশেষ্য) সাগর তরঙ্গ; সাগর-দুলালী (সিন্ধু-গতিচ্ছন্দে জাগিল সে নগ্ন-সাগরিকা-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) সাগর+অ(অণ্‌)}
  • Bengali Word সাগরেদ Bengali definition ⇒ শাগরেদ
  • Bengali Word সাগু, সাবু Bengali definition [শাগু, শাবু] (বিশেষ্য) বৃক্ষবিশেষের মজ্জা থেকে প্রস্তুত দানাদার পালোবিশেষ। {(পর্তুগিজ) sagu; (ইংরেজি) sago}
  • Bengali Word সাগ্নিক Bengali definition [শাগ্‌নিক্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ যজ্ঞাগ্নি সর্বদা প্রজ্বলিত রাখে এমন ব্রাহ্মণ; অগ্নিহোত্রী ব্রাহ্মণ (আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি-কাজী নজরুল ইসলাম)। ২ সর্বদা যজ্ঞকারী। {(তৎসম বা সংস্কৃত) স+অগ্নি+ক)কপ্‌)}
  • Bengali Word সাগ্রহ Bengali definition [শাগ্‌গ্রোহো] (বিশেষণ) ইচ্ছাপ্রণোদিত; আগ্রহশীল; আগ্রহযুক্ত (তোমার সাগ্রহ প্রত্যাশা ক্ষুণ্ন হয়নি-রবীন্দ্রনাথ ঠাকুর)। সাগ্রহে (ক্রিয়াবিশেষণ) আগহের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+আগ্রহ}
  • Bengali Word সাঙল Bengali definition [শাঙোল্‌] (বিশেষণ) শ্যামল (সাঙল বরণ সাঙলাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল্‌>}
  • Bengali Word সাঙলা Bengali definition [শাঙোলা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ দুঃখিত (দেলগীর হইল বিবি আফতাব সমান ছবি, সাঙলা হৈল শুনিয়া খবর-সৈয়দ হামজা)। ২ শ্যামলা; কৃষ্ণবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) শ্যামলা>}
  • Bengali Word সাঙ্কর্ষ Bengali definition ⇒ সাংকর্ষ
  • Bengali Word সাঙ্কেতিক Bengali definition ⇒ সাংকেতিক
  • Bengali Word সাঙ্খ্য Bengali definition ⇒ সাংখ্য
  • Bengali Word সাঙ্খ্যিক Bengali definition ⇒ সাংখ্যিক
  • Bengali Word সাঙ্গ Bengali definition [শাঙ্‌গো] (বিশেষণ) ১ খতম; সমাপ্ত (বিধি-অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিশ্বাসে আবৃত্তি করিতে লাগিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ অঙ্গবিশিষ্ট। ৩ পূর্ণাঙ্গ। সাঙ্গি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সাঙ্গতা বি। সাঙ্গরূপক (বিশেষ্য) যেরূপকে উপমান ও উপমেয়ের প্রতি অঙ্গের সঙ্গে প্রতি অসঙ্গের সাদৃশ্য দেখানো হয়। {(তৎসম বা সংস্কৃত) স+অঙ্গ}
  • Bengali Word সাঙ্গপাঙ্গ Bengali definition ⇒ সাঙ্গোপাঙ্গ
  • Bengali Word সাঙ্গা ১ Bengali definition [শাঙ্‌গা] (বিশেষ্য) ১ মধ্যযুগীয় হিন্দু সমাজে প্রচলিত এক ধরনের সামিয়ক বিবাহ ((তুলনীয়) নিকাহ)। ২ দলবল; অনুচরবৃন্দ; সঙ্গীরা; অনুবর্তীগণ। {সঙ্গ>}
  • Bengali Word সাঙ্গা ২, সাঙা ২ Bengali definition [শাঙ্‌গা, শাঙা] (বিশেষ্য) বাঁশ ইত্যাদির তৈরি আলনা। {(তৎসম বা সংস্কৃত) সাঙ্গ+ (বাংলা) আ}
  • Bengali Word সাঙ্গাত, সাঙাত Bengali definition [শাঙ্‌গাত্‌, শাঙাত্‌] (বিশেষ্য) ১ বন্ধু; সহচর (কি বল ভাই সাঙাত-কাজী নজরুল ইসলাম)। ২ অসৎ কার্যে সহচর বা সহকর্মী। সাঙ্গাতনি, সাঙাতনি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সঙ্গত>}
  • Bengali Word সাঙ্গাতি, সাঙাতি Bengali definition [শাঙ্‌গাতি, শাঙাতি] (বিশেষ্য) ১ বন্ধুবান্ধব; মিত্র (পারার সই সাঙাতিদের সঙ্গে মিলিবার জন্যই তখন আমার মন ছুটিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মিত্রতা; বন্ধুত্ব। {সাঙ্গাত+ই}