স পৃষ্ঠা ৩৩
- Bengali Word সহিস, সইস Bengali definition [শোহিশ্, শোইশ্] (বিশেষ্য) অশ্বের তত্ত্বাবধায়ক বা পালক। {(আরবি) সাই’স}
- Bengali Word সহিসালামাত Bengali definition [সোহিসালামত্] (বিশেষ্য) খোশহাল; সুখশান্তি (খোদা তোমাকে সহিসালামতে রাখুন, হায়াত দারাজ করুন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) সহিহসালামত}
- Bengali Word সহুর Bengali definition [শোহুর্] (বিশেষ্য) জ্ঞান; বুদ্ধি; বোধশক্তি (জেলেখা বলেন মোর হইল সহুর)। {(আরবি) শু‘ঊর}
- Bengali Word সহুরে Bengali definition ⇒ শহর
- Bengali Word সহৃদয় Bengali definition [শরিদয়্, শহৃদয়্] (বিশেষণ) ১ সদাশয়; হৃদয়বান (সহৃদয় ব্যবহার)। ২ সহানুভূতিশীল (সহৃদয় বন্ধু)। ৩ প্রশস্তচিত্ত। ৪ আন্তরিকতাপূর্ণ (সহৃদয় সম্ভাষণ)। ৫ রসবেত্তা; রসজ্ঞ; গুণ গ্রহণ করে যে, বিদ্বান; পণ্ডিত; বিদগ্ধ; গুণগ্রাহী। ৬ বিদ্বান। সহৃদয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহৃদয়তা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) স+ সহৃয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সহোদর, সোদর Bengali definition [শহোদর্, শোদর্] (বিশেষ্য) ১ এক মায়ের গর্ভজাত ভাই (সহোদর ভাই)। ২ সুসদৃশ (তিলফুল জিনি নাসা বসন্ত কোকিল ভাষা ভ্রূযুগল চাপ সহোদর-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ নিকট আত্মীয় (কাহ্ন মোর কুটুম্ব সহোদর-বড়ু চণ্ডীদাস)। সহোদরপ্রতিম (বিশেষণ) সহোদর ভাইয়ের তুল্য। সহোদরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)এক মায়ের গর্ভজাত ভগিণী। {(তৎসম বা সংস্কৃত) সহ+উদর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সহ্য ১ Bengali definition [শোজ্ঝো] (বিশেষ্য) ১ ধৈর্য (সহ্য নেই তোমার)। ২ সহন; বরদাস্ত (সহ্য করা); ধৈর্যধারণ। □ (বিশেষণ) ১ সহনীয়; বরদাস্তযোগ্য (সহ্য হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সহ্+য(যৎ)}
- Bengali Word সহ্য ২ Bengali definition [শোজ্ঝো] পশ্চিম ঘাট পর্বতমালার উত্তর ভাগ। সহ্যাদ্রি (বিশেষ্য) সহ্য নামক পর্বত। {(তৎসম বা সংস্কৃত) √সহ্+য(যৎ)}
- Bengali Word সা ১ Bengali definition [সা] (বিশেষ্য) সঙ্গীতে প্রথম স্বর; ষড়জ শব্দের সংক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) ষড়জ>}
- Bengali Word সা ২ Bengali definition [শা] (বিশেষ্য) হিন্দুদের সাহা উপাধির কথ্য রূপ। {সাহা>}
- Bengali Word সাঁই সাঁই Bengali definition ⇒ শাঁ শাঁ
- Bengali Word সাঁই ১, সাই Bengali definition ⇒ শাঁ
- Bengali Word সাঁই ২ Bengali definition [শাঁই] (বিশেষ্য) ১ স্বামী; প্রভু; গুরু। ২ গোসাঁই; মহাজন। ৩ আল্লাহ (করিম রহিম সাঁই তুমি, তুমি বিনে গতি নাই-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) স্বামী>}
- Bengali Word সাঁই ৩ Bengali definition [শাঁই] (অব্যয়) বাতাস চলাচলের অনুচ্চর ধ্বনি (সাঁই সাঁই শব্দ করে সবাই নাভিকুণ্ডলী পর্যন্ত ভরে নিচ্ছে সেই নন্দনকাননের পারিজাত পাপড়ি পোড়ানোর খুশবাই-সৈয়দ মুজতবা আলী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word সাঁইত্রিশ Bengali definition [শাঁইত্রিশ্] (বিশেষ্য) (বিশেষণ) ৩৭ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) সপ্তত্রিংশৎ>}
- Bengali Word সাঁওতাল Bengali definition [শাঁওতাল্] (বিশেষ্য) ভারতীয় উপমহাদেশের আদিম জাতিবিশেষ। সাঁওতালনি/সাঁওতালনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। সাঁওতালি, সাঁওতালি, সাঁওতালী (বিশেষণ) ১ সাঁওতাল সম্পর্কীয়। ২ সাঁওতালদের মধ্যে প্রচলিত। {(তৎসম বা সংস্কৃত) সামন্তপাল>}
- Bengali Word সাঁকতি (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শাঁক্তি] (বিশেষ্য) শাঁখ (মোরে সাঁকতির মালা দিতে হবে-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>}
- Bengali Word সাঁকো, সাকো Bengali definition [শাঁকো, শাকো] (বিশেষ্য) পুল; সেতু; bridge (সেই সাকো সরূ অতি কেসর সমান-সৈয়দ সুলতান)। {(তৎসম বা সংস্কৃত) সংক্রম>}
- Bengali Word সাঁচা, সাঁচ্চা, সাচ্চা, সাচা Bengali definition [শাঁচা, শাঁচ্চা, শাচ্চা, শাচ] (বিশেষণ) ১ সত্য; অকৃত্রিম; আসল; খাঁটি (লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সত্যিকারের; বাস্তবিক (ঝুটার পায়ে শির লুটাবে, এতই ভীরু সাঁচা-কাজী নজরুল ইসলাম)। ৩ নির্ভেজাল (সে কি আবীর মাখে সাঁচা সরম রঙে রাঙা কপোল ’পরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সত্য>; (হিন্দি) সাচ্চা}
- Bengali Word সাঁচি Bengali definition [শাঁচি] (বিশেষণ) ১ আসল; অকৃত্রিম; প্রকৃত; সত্য; খাঁটি (সাঁচি রঙে লাল হল দুই আঁখি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উৎকৃষ্ট (সাঁচি পান)। {(তৎসম বা সংস্কৃত) সত্য>; (হিন্দি) সচ্চী}
- Bengali Word সাঁজ ১ Bengali definition [শাঁজ্] (বিশেষ্য) ১ সন্ধ্যাকাল (সাঁজের আকাশ)। ২ ওয়াক্ত; বেলা (কেহ কেবল খাতিরে-কেহ বা এক সাঁজ ফলাইবার পেলেই ছাড়েন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সাঁঝ⇒। {(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যা>}
- Bengali Word সাঁজ ২, সাঁজা Bengali definition [শাঁজ্, শাঁজা] (বিশেষ্য) ১ সন্ধ্যাপ্রদীপ (সাঁজ বা সাঁজা দেওয়া)। ২ দধির বীজ; দম্বল (সাঁজা দিয়ে দই বসনো)। {(তৎসম বা সংস্কৃত) সন্ধান>}
- Bengali Word সাঁজাল Bengali definition [শাঁজাল্] (বিশেষ্য) ১ মৃৎপাত্রে খড় ইত্যাদির দ্বারা প্রস্তুত ধোঁয়া। ২ ধোঁয়া তৈরির জন্য স্তূপীকৃত খড় ইত্যাদি (গোহালে সাঁজাল ঠিক করে রাখে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যাজ্বালা>}
- Bengali Word সাঁজোয়া Bengali definition [শাঁজোয়া] (বিশেষ্য) ১ বর্ম (যোদ্ধারা তারে সাঁজোয়া পরায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আবরণ (কাঁটার সাঁজোয়া খোয়ালে হঠাৎ সজারু হইল ছুঁচা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সজ্জা>; (বাংলা) সাজ+ওয়া}
- Bengali Word সাঁঝ, সাঁজ Bengali definition [শাঁঝ্, শাজ্] ⇒ সন্ধ্যা। সাঁঝক (প্রাচীন বাংলা) (বিশেষণ) সন্ধ্যাবেলার। সাঁঝ নামা (ক্রিয়া) সন্ধ্যা হওয়া হওয়া (আর সাঁঝ নামা দীঘির গহনে-শামসুর রাহমান)। সাঁঝবাতি, সাঁঝের বাতি (বিশেষ্য) সন্ধ্যা-প্রদীপ; সন্ধ্যায় যে বাতি জ্বালানো হয়। সাঁঝা (প্রাচীন বাংলা) (বিশেষ্য) সন্ধ্যা; সন্ধ্যাদীপ। {(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যা>}
- Bengali Word সাঁট Bengali definition [শাঁট্] (বিশেষ্য) ১ সংক্ষেপ; সংক্ষিপ্ত বর্ণনা; চুম্বক (সংস্কৃত শাস্ত্রকারেরা এত সাঁটে কথা কন যে-প্রমথ চৌধুরী)। ২ ইঙ্গিত; ইশারা; সংকেত (কথার সাঁট)। সাঁট বোঝা (ক্রিয়া) সংকেত উপলব্ধি করা (কথার সাঁট বোঝা)। সাঁটে সারা (বিশেষণ) সংক্ষেপে কাজ শেষ করা (কাজ সাঁটে সারা)। {(তৎসম বা সংস্কৃত) সংকেত>}
- Bengali Word সাঁটা Bengali definition [শাঁটা] (বিশেষ্য) ১ লাগোনো; সংলগ্ন করা (কাগজ সাঁটা)। ২ উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) দৃঢ়বদ্ধ; শক্ত করে লাগানো। □ (ক্রিয়া) সংবদ্ধ করা; আঁটা (সেঁটে বন্ধ করা)। {(হিন্দি) সট্না}
- Bengali Word সাঁতরানো Bengali definition [শাঁত্রানো] (ক্রিয়া) ১ সাঁতার কাটা; সাঁতার দেওয়া। ২ সন্তরণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√তৃৃ>সাঁতরা+আনো; ক্রিয়ারূপ-সাঁতরাই, সাঁতরাও, সাঁতরায়, সাঁতরান ইত্যাদি; (অসমাপিকা ক্রিয়া) -সাঁতরিয়ে, সাঁতরালে, সাঁতারাতে ইত্যাদি}
- Bengali Word সাঁতলানো Bengali definition [শাঁত্লানো] (ক্রিয়া) ১ সন্তোলন করা; গরম তেলে মাছ মাংস বা তরিতরকারি সামান্য ভাজা (মাছ সাঁতলাবে তো তেলে দেবে না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ফোজন দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) সন্তল>; ক্রিয়ারূপ-সাঁতলাই, সাঁতলাও, লাঁতলায়, সাঁতলান; (অসমাপিকা ক্রিয়া) -সাঁতলাতে, সাঁতালালে, সাঁতলিয়ে ইত্যাদি}
- Bengali Word সাঁতার Bengali definition [শাঁতার্] (বিশেষ্য) ১ সন্তরণ; পানিতে ভাসমান অবস্থায় বিচরণ (সাঁতার দেওয়া)। □ (বিশেষণ) সাঁতার দিয়া পার হতে হয় এমন (সাঁতার পানি)। {(তৎসম বা সংস্কৃত) সন্তরণ>}