Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সহকারী, সহগমন, সহগমনকারী, সহগামী, সহচর, সহচরী Bengali definition ⇒ সহ
  • Bengali Word সহজ Bengali definition [শহোজ্‌] (বিশেষ্য) ১ এক জননীর গর্ভজাত; সহোদর; সোদর। ২ স্বভাব (সহজ সাধন)। ৩ (মধ্যযুগীয় বাংলা) প্রেম (সহজ সহজ সবাই কহয়ে সহজ জানবে কে-চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ সোজা; অকঠিন (সহজ কাজ)। ২ অল্পে যা বোধগম্য হয় (সহজ কথা)। ৩ সরল; অবন্ধুর (সহজ রাস্তা)। ৪ শান্ত; কপটতাহীন (সহজ লোক)। ৫ স্বাভাবিক। সহজজ্ঞান (বিশেষ্য) ১ সহজাতবুদ্ধি। সহ প্রবৃত্তি (বিশেষ্য) স্বভাবজাত বা জন্মগত প্রবৃত্তি; instinct। সহজে (ক্রিয়াবিশেষণ) ১ বিনাকষ্টে; অনায়াসে (সহজে প্রাচ্য)। ২ সরলভাবে। ৩ বেগ না পেয়ে। ৪ সামান্য কারণে (সহজে বলা)। ৫ অল্পে (সহজে মেটা)। {(তৎসম বা সংস্কৃত) সহ+√জন্‌+অ(ড)}
  • Bengali Word সহজাত Bengali definition ⇒ সঞ্জাত
  • Bengali Word সহজিয়া, সহজি, সহজী Bengali definition [শহোজিয়া, শহোজি, শহোজি] (বিশেষ্য) সাধন পদ্ধতিবিশেষ (বৌদ্ধ সহজিয়া, বৈষ্ণব সহজিয়া)। □ (বিশেষণ) ১ স্বাভাবিক; সাধারণ; সহজাত (সে এসে সহসা হাত রেখেছিল মুখে সহজিয়া অনুরাগে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সহজ+(বাংলা) ইয়া, ই, ঈ}
  • Bengali Word সহধর্মিণী, সহধর্মী Bengali definition ⇒ সহ
  • Bengali Word সহধুরী Bengali definition [শহোধুরি] (বিশেষ্য) সহযোগী; সহকর্মী (তার সাধনালব্ধ স্বাচ্ছন্দ্যে সহধুরীর অভাবে শেষ পর্যন্ত যাতে স্বৈরাচারী না দাঁড়ায়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সহ+ধুর+ঈ}
  • Bengali Word সহন Bengali definition [শহোন্‌] (বিশেষ্য) ১ সহ্যকরণ। ২ ধৈর্যধারণ; সহিষ্ণুতা অবলম্বন (সহনশীল)। ৩ প্রতীক্ষা; অপেক্ষা। □ (বিশেষণ) সহিষ্ণু; সহনশীল। সহনযোগ্য (বিশেষণ) সহ্য করার উপযুক্ত (একরকম সহনযোগ্য হইতে পারিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। সহনাতীত (বিশেষণ) সহ্য করা যায় না এমন (এ তিরস্কার সহনাতীত হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সহনীয় (বিশেষণ) সহ্য করার যোগ্য বা উপযুক্ত; বরদাস্তযোগ্য। সহনীয়তা (বিশেষ্য) সহনশীলতা; সহ্য; সহিষ্ণুতা (সহনীয়তার সীমা পার হয়ে গেছে বহুক্ষণে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সহ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সহবত, সহবৎ, সোহবত Bengali definition [সহোবত্‌, সহোবৎ, সোহোবত্‌] (বিশেষ্য) ১ সংসর্গ; সঙ্গ; সাহচর্য; সংসর্গ থেকে প্রাপ্ত জ্ঞান; তবিয়ত (তোমাকে সহবত শিক্ষা দেওয়া আবশ্যক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সান্নিধ্য (খুশী হালে আছি আমি বিবির সহবতে-সৈয়দ হামজা)। ৩ সভ্যতা; ভব্যতা (আমাদের পাড়াগেঁয়ে ছেলেদের শিক্ষাই বা কি আর সহবতই বা কি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ নিয়ম-কানুন; পদ্ধতি (গুছাইয়া খাইতে জানে না বলিয়া দাদামশায় তাকে খাইতে সহবত শিক্ষা দেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৫ যৌন-মিলন। সহবত দুরস্ত (বিশেষণ) শালীনতা ও রুচিসম্পন্ন; পরিস্কার-পরিচ্ছন্ন (সহবতদুরস্ত ভাল কাপড়-জামা পরে হাজির হবার হুকুম হল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সহবতি, সহবতী (বিশেষ্য) (বিশেষণ) ১ (বিরল) সর্বদা নিকটে থাকে এমন; অন্তরঙ্গ (চক্রবর্তী গোপাল দেখান সহবতি রায় বকসী মদন গোপাল মহামতি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ (বিরল) সংক্রান্ত; সম্বন্ধীয় (সহবতী হিসাবনিকাশে বাজে দফা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) সোহবত}
  • Bengali Word সহবাস Bengali definition [শহোবাশ্‌] (বিশেষ্য) ১ একত্রে অবস্থান; একসঙ্গে বাস করা (সেই মহাশয়ের সঙ্গে অনেক দিন সহবাস করিয়াছিলাম-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ সংস্পর্শ; সান্নিধ্য (সহবাসের দ্বারা এক রকম মন অন্য আর এক রকম হইয়া পড়ে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ সঙ্গম; রমণ (স্ত্রী সহবাস)। {(তৎসম বা সংস্কৃত) সহ+বাস}
  • Bengali Word সহমরণ, সহমৃতা, সহযাত্রী, সহযায়ী Bengali definition ⇒ সহ
  • Bengali Word সহযোগ Bengali definition [শহোজোগ্‌] (বিশেষ্য) ১ মিলন; সংযোগ (বস্তু সহযোগে কাজ সম্পন্ন করা)। ২ যোগাযোগ; সম্পর্ক (সহযোগ স্থাপন)। ৩ সহায়তা; সাহায্য (কাজে সহযোগ করা)। ৪ সাহায্য করা; রাজনৈতিক যোগাযোগ (ইংরেজের সাথে সহযোগ)। অসহযোগ (বিপরীতার্থক শব্দ)। সহযোগী (-গিন্‌) (বিশেষণ) ১ সাহায্যকারী। ২ সহকর্মী। সহযোগিতা (বিশেষ্য) সহায়তা; সাহায্য (কাজে সহযোগিতা করা)। {(তৎসম বা সংস্কৃত) সহ+যোগ}
  • Bengali Word সহর Bengali definition ⇒শহর
  • Bengali Word সহরত Bengali definition ⇒ শোহরত
  • Bengali Word সহর্ষ Bengali definition [শহর্‌শো] (বিশেষণ) আনন্দিত; হর্ষযুক্ত (সহর্ষ মনে করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সহর্ষে (ক্রিয়াবিশেষণ) আহ্লাদের সঙ্গে; খুশি মনে। {(তৎসম বা সংস্কৃত) স+হর্ষ}
  • Bengali Word সহলে সহলে Bengali definition [শহোলে শহোলে] (বিশেষণ) কোমল স্পর্শে; ধীরে ধীরে (বলিয়া ছলিয়া সহলে সহলে রসিয়া পশিলা ভ্রমরা কমলে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) সহল্‌}
  • Bengali Word সহসা Bengali definition [শহোশা] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) অকস্মাৎ; হঠাৎ; অতর্কিত (রণসজ্জার সজ্জীভূত হউন, সহসা জিগীষা ফলবতা হবে-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) সহস্‌+আ(টা)}
  • Bengali Word সহস্র Bengali definition [শহোস্‌রো] (বিশেষ্য) ১ হাজার (এক সহস্র)। □ (বিশেষণ) ১ হাজার সংখ্যক (সহস্র বার)। ২ অসংখ্য; অগুনতি; অগণন; নানাবিধ (সহস্র রকম কাজ)। সহস্রকর, সহস্রাংশু (বিশেষ্য) সূর্য। সহস্রদল (বিশেষ্য) পদ্ম। □ (বিশেষণ) হাজার পাপড়িবিশিষ্ট। সহস্রনয়ন, সহস্রলোচন, সহস্রাক্ষ (বিশেষ্য) দেবরাজ ইন্দ্র। সহস্রবার (ক্রিয়াবিশেষণ) অনেকবার। সহস্র (বিশেষণ) নানাবিধ; নানা প্রকার। সহস্রাধিক (বিশেষণ) হাজারের উপর। সহস্রাব্দ সহস্রার (বিশেষ্য) যোগশাস্ত্রোক্ত শিরঃস্থ সহস্রদল পদ্ম। সহস্রৈক (বিশেষণ) সহস্রাধিক; এক সহস্র (সহস্রৈক ফণা মেলি আছাড়ি লাঙ্গল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সহস্‌+র}
  • Bengali Word সহা (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শহা] (ক্রিয়া) ১ বরদাস্ত করা (এত জ্বালা প্রাণে সহে না-গান)। ২ ক্ষমা বা মাফ করা (অন্যায় সহা)। ৩ সহ্য করা (অন্যায় যে করে আর অন্যায় যে সহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) সহ্য হয় বা হয়ে গেছে এমন (গা-সহা)। সহানো (ক্রিয়া) সহ্য বা সহন করানো। {(তৎসম বা সংস্কৃত) √সহ্‌>}
  • Bengali Word সহাধ্যায়ী (-য়িন্‌) Bengali definition [শহাদ্‌ধায়ি] (বিশেষ্য) ১ সমপাঠী; সহপাঠী। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। সহাধ্যায়িনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)সহপাঠিনী। {(তৎসম বা সংস্কৃত) সহ+অধ্যায়+ঈ}
  • Bengali Word সহান Bengali definition ⇒ সহা
  • Bengali Word সহানুভূতি Bengali definition [শহানুভুতি] (বিশেষ্য) ১ অন্যের দুঃখ-বেদনায় তার সাথে সমান অনুভূতি। ২ সমবেদনা; দরদ। সহানুভূতিশীল (বিশেষণ) সমবেদনাসম্পন্ন; সমব্যথী; দরদি। {(তৎসম বা সংস্কৃত) সহ=অনুভূতি}
  • Bengali Word সহাবস্থান Bengali definition [শহাবস্‌থান] (বিশেষ্য) বিরুদ্ধ মতাবলম্বীদের শান্তিপূর্ণভাবে একত্র অবস্থিতি। {(তৎসম বা সংস্কৃত) সহ+অবস্থান}
  • Bengali Word সহাস্য Bengali definition [শহাশ্‌শো] (বিশেষণ) হাসিসংযুক্ত; হাস্যরত। সহাস্যে (ক্রিযা-বিশেষণ) হাস্যরত অবস্থায়; হাসতে হাসতে। {(তৎসম বা সংস্কৃত) স+হাস্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সহায় Bengali definition [শহায়্‌] (বিশেষ্য) ১ সাহায্যকারী। ২ অবলম্বন (ঘটনাক্রমে তাঁহার অননুভূতপূর্ব সহায় উপস্থিতি হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ সহকারী (কাজের সহায়)। ৪ সমর্থক; সমর্থনকারী। সহায়ক (বিশেষণ) ১ সাহায্যকারী। ২ সমর্থক; পরিপোষক। সহায়তা (বিশেষ্য) সাহায্য; সাহায্যকরণ; সমর্থন। সহায়সম্পত্তি, সহায়সম্পদ (বিশেষ্য) লোকবল ও অর্থবল। {(তৎসম বা সংস্কৃত) সহ+√অয়+অ(অচ্‌)}
  • Bengali Word সহি, সই Bengali definition [শোহি, শোই] (বিশেষ্য) ১ দস্তখত; স্বাক্ষর (এসো তো করি নামটা সহি লম্বা পিটিশনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হাতের আঙ্গুলের ছাপ (টিপসহি)। {(আরবি) সহীহ}
  • Bengali Word সহিংস Bengali definition [শহিঙ্‌শো] (বিশেষণ) হিংসার সাথে; হিংসাযুক্ত (সহিংস বাহবা দিতেছে-রাজশেকর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) স+হিংসা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সহিত Bengali definition [শোহিত্‌] (বিশেষ্য) সংযুক্ত; সমন্বিত (ভক্তি সহিত জ্ঞান)। □ (বিশেষণ) (বিরল) সম্যক হিতকর। □ (অব্যয়) সঙ্গে; সাথে (ভাইয়ের সহিত)। {(তৎসম বা সংস্কৃত) সহ+ইত(ইতচ্‌)}
  • Bengali Word সহিদ Bengali definition ⇒ শহীদ
  • Bengali Word সহিলি, সহেলী, সহেলি Bengali definition [শোহিলি, শহেলি, শহেলী] (বিশেষ্য) চিত্তবিনোদনী; সখী; বান্ধবী (একদিন রাজার এক সহিলি পলায়ন করিয়া কোথায় ছিল তাহার ঠিকানা ছিল না-রামরাম বসু; যুবতী সহেলী বান্দী ধরিয়া পাছাড়ি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(হিন্দি) সহেলী}
  • Bengali Word সহিষ্ণু Bengali definition [শোহিশ্‌নু] (বিশেষণ) ১ বরদাস্তকারী; সহনশীল; ধৈর্যধারণকারী; ধৈর্যশীল (আমি ইব্রাহিমকে (আঃ) এক সহিষ্ণু পুত্রের সুসংবাদ দিয়াছি-শেখ আবদুর রহিম)। ২ ক্ষমাবান; ক্ষমাশীল (রোষ-সহিষ্ণু চিত্ত)। ৩ প্রতীক্ষাশীল (সহিষ্ণু চিত্তে অপেক্ষা করা)। সহিষ্ণুতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) সহ+ইষ্ণু(ইষ্ণুচ্‌)}