Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সলিতা, সলতে Bengali definition [শোলিতা, শোল্‌তে] (বিশেষ্য) পলিতা; ক্ষুদ্র বস্ত্রখণ্ডকে পাকিয়ে প্রদীপের জন্য যে পলিতা প্রস্তুত হয় (বস্ত্র আদি দেয় তাতে সলিতা ভরিয়া-হেয়াত মাহমুদ)। {(আরবি) সলীতাহ = জলপাই তেলযুক্ত পলিতা}
  • Bengali Word সলিল Bengali definition [শোলিল্‌] (বিশেষ্য) পানি; বারি; জল। সলিলময় (বিশেষণ) জলময়; জলদ্বারা প্লাবিত। সলিল-সমাধি (বিশেষ্য) পানিতে ডুবে মৃত্যু। সলিলী (বিশেষণ) জলীয় (মালিত তরঙ্গগণ সলিলী সংগ্রামে-নবীনচন্দ্র সেন)। {(তৎসম বা সংস্কৃত) √সল্‌+ইল(ইলচ্‌)}
  • Bengali Word সলীল Bengali definition [শোলিল্‌] (বিশেষণ) ১ লীলাযুক্ত; সুন্দর ভঙ্গিযুক্ত। ২ কৌতূহলী। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+লীলা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সলুক Bengali definition [শোলুক্‌] (বিশেষ্য) ১ সদ্ভাব (জিন-পরীর সঙ্গে সলুক না থাকিলে মানুষ এত শক্তিমান ও ক্ষমতাশালী হইতে পারে না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) সুলূক}
  • Bengali Word সলুপা ১, সুলফা Bengali definition [শোলুপা, শুল্‌ফা] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) শাকবিশেষ (সলুপা নানান ভাঁতি মতুয়া গোষাপ পাতি জালিয়া নায়রি নানা রঙ্গে-সৈয়দ আলাওল)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word সল্লভ Bengali definition [শল্‌লভো] (বিশেষ্য) সাধু ব্যক্তির লভ্য (জয় গোপীবল্লভ ভক্ত-সল্লভ দেব দুর্লভ-বন্দন-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+√লভ্‌+অ(খল্‌)}
  • Bengali Word সশঙ্ক Bengali definition [শশঙ্‌কো] (বিশেষণ) ভয়ার্ত; ভীত; শঙ্কাযুক্ত (সশঙ্ক লঙ্কেশ শূর স্মরিলা শঙ্করে-মাইকেল মধুসূদন দত্ত)। সশঙ্ক, সশঙ্কিত (বিশেষণ) ভীত; শঙ্কাযুক্ত; ভয়াক্রান্ত। সশঙ্কে (ক্রিয়াবিশেষণ) সন্ত্রস্তচিত্তে; ভয়ের সাথে; সভয়ে। {(তৎসম বা সংস্কৃত) স+শঙ্কা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সশব্দ Bengali definition [শশব্‌দো] (বিশেষণ) শব্দযুক্ত; শব্দের সাথে বিদ্যমান (সশব্দ শকট)। সশব্দে (ক্রিয়াবিশেষণ) আওয়াজ করে; শব্দ করে (সশব্দে ফাটা)। {(তৎসম বা সংস্কৃত) স+শব্দ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সশস্ত্র Bengali definition [শশোস্‌ত্রো] (বিশেষণ) অস্ত্র দিয়ে সজ্জিত; অস্ত্রশস্ত্রধারী (সশস্ত্র বাহিনী)। {(তৎসম বা সংস্কৃত) স+শস্ত্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সশিষ্য Bengali definition [শশিশ্‌শো] (বিশেষণ) শিষ্যের সাথে। {(তৎসম বা সংস্কৃত) স+শিয্য}
  • Bengali Word সসংকোচ Bengali definition [শশঙ্‌কোচ্‌] (বিশেষণ) কুণ্ঠিত; জড়সড় ভাবসম্পন্ন (বরং থাকো মৌন হয়ে সসংকোচ লাজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+সংকোচ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সসংজ্ঞ Bengali definition [শশঙ্‌গো] (বিশেষণ) সংজ্ঞা বা চেতনাযুক্ত (রাজকন্যা তখন পুনরায় সসংজ্ঞ হইয়া দেখিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+সংজ্ঞা}
  • Bengali Word সসজ্জ, সসজ্জিত Bengali definition [শশোজ্‌জো, শশোজ্‌জিতো] (বিশেষণ) সজ্জিত; সজ্জাযুক্ত; বিশেষভাবে সাজসজ্জাযুক্ত (এই বলিয়া সসজ্জ হইয়া প্রস্থান করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+সজ্জা, সজ্জিত}
  • Bengali Word সসত্ত্ব Bengali definition [শশত্‌তো] (বিশেষণ) প্রাণযুক্ত। সসত্ত্বা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)প্রাণযুক্তা; গর্ভবতী (সসত্ত্বা নারী)। {(তৎসম বা সংস্কৃত) স+সত্ত্বা}
  • Bengali Word সসপেন্ড Bengali definition ⇒ সাসপেন্ড
  • Bengali Word সসম, শসম, শশুম Bengali definition [শশম্‌, শশম্‌, শশুম] (বিশেষণ) ষষ্ঠ; ষষ্ঠতম (সসম সওয়াল জেনে আর কাজ নাই; ছিল যা জানার এখানেই হোক শেষ-ফররুখ আহমদ)। {(ফারসি) শশুম}
  • Bengali Word সসম্ভ্রম Bengali definition [শশম্‌ভ্রোম্‌] (বিশেষণ) মান-ইজ্জতের সাথে বিদ্যমান; সম্ভ্রমযুক্ত। সসম্ভ্রমে (ক্রিয়াবিশেষণ) সসম্মানে (সসম্ভ্রমে বাঁচিয়া থাকা)। {(তৎসম বা সংস্কৃত) স+সম্ভ্রম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সসম্মান Bengali definition [শশম্‌মান্‌] (বিশেষণ) সম্মানযুক্ত। সসম্মানে (ক্রিযা-বিশেষণ) সম্মানের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+সম্মান; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সসাগরা Bengali definition [শশাগরা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সাগর সাথে; সাগর ও স্থলভাগ একত্রে; আসমুদ্র (তিনি সসাগরা পৃথিবীর অধীশ্বর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+সাগর+আ(টাপ্‌)}
  • Bengali Word সসার Bengali definition [শশার্‌] (বিশেষ্য) ১ ছোট রেকাবি; তসতরি বা থালা (একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসল-সৈয়দ মুজতবা আলী)। ২ আধুনিক কল্পবিজ্ঞান গ্রন্থে বর্ণিত অজ্ঞাত বিশ্ব থেকে আগত জোতির্বস্তু; ইউ. এফ. ও.। {(ইংরেজি) saucer}
  • Bengali Word সসীম Bengali definition [শোশিম্‌] (বিশেষণ) সীমাবদ্ধ; সীমাবিশিষ্ট; finite। অসীম (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) স+সীমা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সসেমিরা Bengali definition [শশেমিরা] (বিশেষণ) বাহ্যজ্ঞানশূন্য; কিংকর্তব্য-বিমূঢ়; হতভম্ব। {সংস্কৃত কবি কালিদাসের ‘দ্বাত্রিংশৎ-পুত্তলিকা’ নাটকে উল্লিখিত চারটি রহস্যময় শ্লোকের প্রত্যেকটির আদ্যক্ষরের সমষ্টি}
  • Bengali Word সসৈন্য Bengali definition [শশোইন্‌নো] (বিশেষণ) ১ সৈন্যযুক্ত। ২ সৈন্য সহিত। সসৈন্যে ক্রিবিন সৈন্যের সাথে; সৈন্য সমভিব্যাহারে (সসৈন্যে আক্রমণ করা)। {(তৎসম বা সংস্কৃত) স+সৈন্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সস্তা Bengali definition [শস্‌তা] (বিশেষণ) ১ কম দাম; স্বল্পমূল্য (সস্তা দরে মস্ত মজা কিনে নিলে ভাই-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ সুলভ। সস্তায় কিস্তি মাত-অল্প ব্যয়ে বা পরিশ্রমে কোনো বস্তু বা সাফল্য লাভ। সস্তার তিন অবস্থা-কম দামি জিনিস ত্রুটিপূর্ণ দ্রুতভঙ্গুর ও শীঘ্র ধ্বংসশীল। {(ফারসি) সুস্ত}
  • Bengali Word সস্ত্রীক Bengali definition [শস্‌ত্রিক্‌] (বিশেষণ) স্ত্রীর সাথে একত্রে বা সঙ্গে (সস্ত্রীক যাত্রা)। {(তৎসম বা সংস্কৃত) স+স্ত্রী+ক(কপ্‌)}
  • Bengali Word সস্নেহ Bengali definition [শস্‌স্নেহো] (বিশেষণ) স্নেহের সঙ্গে; স্নেহযুক্ত; স্নেহপূর্ণ। সস্নেহে (ক্রিযা-বিশেষণ) স্নেহের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+স্নেহ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সস্পৃহ Bengali definition [শস্‌পৃহো] (বিশেষণ) লোভী; স্পৃহাযুক্ত (অর্থলাভে সম্পৃহ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+স্পৃহা}
  • Bengali Word সস্মিত Bengali definition [শোশ্‌মিতো] (বিশেষণ) ঈষৎ হাস্যোদ্ভাসিত; হাসি-হাসি; সহাস্য; মৃদু হাসিযুক্ত (সস্মিত মুখে লক্ষ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+স্মিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সহ Bengali definition [শহো] (অব্যয়) সঙ্গে; সাথে; সহিত (মৃত্তিকাসহ)। □ (বিশেষণ) ১ সহকারী (সহসভাপতি)। ২ সঙ্গে গমনকারী; সঙ্গী (সহযাত্রী)। ৩ সহনশীল (কষ্টসহ মানুষ)। সহকর্মী (বিশেষণ) সহযোগী; একসঙ্গে একই কর্মসম্পদানকারী; colleague। সহকার১ (বিশেষ্য) সহায়তা; সাহায্য; সহযোগ (ব্যস্ততা সহকারে)। সহকারী(-রিন্‌) (বিশেষণ) কাজে সাহায্য করে এমন; সহকর্মী; assistant (সহকারী মিস্ত্রি)। সহকারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহগমন (বিশেষ্য) একত্রে বা সঙ্গে গমন। সহগামী(-মিন্‌), সহগমনকারী(-রিন্‌) (বিশেষণ) সঙ্গী। সহগামিনী, সহগমনকারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহচর, সহচারী (-রিন্‌) (বিশেষ্য) (বিশেষণ) সঙ্গে বিচরণ করে এমন; সঙ্গী; সাথী; সখা; বন্ধু। সহচরী, সহচারিণী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহজাত (বিশেষণ) ১ একসাথে উৎপন্ন; এক সময়ে জাত; একই মাতার গর্ভ হতে একসঙ্গে প্রসূত। ২ জন্মের সঙ্গে সঙ্গে উৎপন্ন (সহজাত প্রবৃত্তি)। সহধর্মী(-মিন্‌) (বিশেষণ) সমান ধর্মযুক্ত। সহধর্মিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)ভার্যা; পত্নী। সহপাঠী(-ঠিন্‌) (বিশেষণ) এক শ্রেণিতে অধ্যয়নকারী; একই ওস্তাদের ছাত্র। সহপাঠিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহমরণ (বিশেষ্য) (হিন্দুদের মধ্যে পূর্বে প্রচলিত)। স্বামীর সাথে এক চিতায় মৃত্যুবরণ। সহমৃতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)অনুমৃতা; স্বামীর সহমরণে যায় এমন। সহযাত্রী (-ত্রিন্‌) (বিশেষণ) একসঙ্গে গমনকারী; সঙ্গী; সহগামী। সহযায়ী (-য়িন্‌) (বিশেষণ) সহগামী; সহযাত্রী। {(তৎসম বা সংস্কৃত) √সহ্‌>}
  • Bengali Word সহকার ২ Bengali definition [শহোকার্‌] (বিশেষ্য) আমগাছ (মাধবীলতার কাঁকন পরায়ে সহকারে তরু-শাখে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সহ+√কারি+অ(অচ্‌)}