স পৃষ্ঠা ২৮
- Bengali Word সরট Bengali definition [শরোট্] (বিশেষ্য) টিকটিকি; কৃকলাস। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অট(আটি)}
- Bengali Word সরণ Bengali definition [শরোন্] (বিশেষ্য) ১ পথ; রাস্তা (যাব আজীবন কাল পাষাণ কঠিন সরণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মরিচা; লৌহমল। □ (বিশেষণ) গমনশীল। সরণশীল (বিশেষণ) অনুসরণ করার উপযুক্ত; অনুধাবনযোগ্য; চলমান (সংসারে যত কিছু সরণশীল পদার্থ আছে বাংলা বই হচ্ছে সকলের চেয়ে সেরা-রবীন্দ্রনাথ ঠাকুর)। সরণি, সরণী (বিশেষ্য) ১ পথ; রাস্তা; সড়ক road; street (যখন আঁধারে ভরিবে সরণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শ্রেণি; সারি; পঙ্ক্তি। ৩ প্রণালি; রীতি; পন্থা; table; chart (শরীরিণী স্বপ্ন এ সরণি ও সংজ্ঞা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ অন(ল্যুট্)}
- Bengali Word সরত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শরোত্] (বিশেষ্য) শরৎকাল (সরতর কিআ তুলে বসন্তর মালী-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) শরৎ>}
- Bengali Word সরতা, সর্তা Bengali definition [শর্তা] (বিশেষ্য) জাঁতি; সুপারি কাটার যন্ত্রবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) সরোতা}
- Bengali Word সরদ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সরদ্] (বিশেষণ) ১ চাপা (দেহ দহিছে সরদ হুতাসন-সৈয়দ আলাওল)। □ (বিশেষ্য) ঠাণ্ডা। {(ফারসি) সর্দ}
- Bengali Word সরদার, সর্দার Bengali definition [শর্দার্] (বিশেষ্য) ১ প্রধান ব্যক্তি; দলপতি (তাহার সরদার চাকর লোকেরা কেহ যাহারা এ সুবা জাতের বিষয়ের জ্ঞাত-রামরাম বসু)। ২ উপাধিবিশেষ। সরদারি, সর্দারি (বিশেষ্য) ১ সর্দারের পদ বা কাজ। ২ সরদারের প্রাপ্ত দস্তুরি। ৩ মোড়লি; ফোঁপরদালালি (ছড়ি হাতে সর্দারি করে বেড়াচ্ছে-মোতাহের হোসেন চৌধুরী)। সরদারি/সর্দারি দেওয়া (ক্রিয়া) ১ কাউকে দলপতি করা। ২ দলপতির প্রাপ্য দস্তুরি দেওয়া (এমন আর সরদারি দিতে হয় না রমজানকে-আবু ইসহাক)। {(ফারসি) সরদার}
- Bengali Word সরদেয়াল, ছারদেয়াল Bengali definition [সর্দেয়াল, ছার্দেয়াল] (বিশেষ্য) ১ বাড়ির চারিদিকে ঘুরিয়ে যে দেয়াল দেওয়া হয়। ২ প্রাচীর; প্রাকার। {(ফারসি) সর্দেৱাল}
- Bengali Word সরন্দীপ Bengali definition [শরোন্দিপ্] (বিশেষ্য) রূপকথার দ্বীপবিশেষ; লঙ্কা (দিয়ে দ্বীপ সরন্দীপ জন্বুদ্বীপ লঙ্কা-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) স্বর্ণদ্বীপ>}
- Bengali Word সরপুঁটি, সরপুঁঠি Bengali definition [শর্পুঁটি, শর্পুঁঠি] (বিশেষ্য) বড় আকারের পুঁটিমাছবিশেষ (একটা বড় সরপুঁটি মাছ কি করিয়া তাহার ছিপে উঠিয়া গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {সর (<(তৎসম বা সংস্কৃত) সরল)+ পুঁটি}
- Bengali Word সরপুরিয়া Bengali definition ⇒ সর
- Bengali Word সরপেচ Bengali definition [সর্পেচ্] (বিশেষ্য) পাগড়ির চারিদিকে জড়ানো হয় এমন রেশমি বা জরির ফিতাবিশেষ (ছত্রদণ্ড আড়ানী চামর মোরছল। সরপেচ মোরছা কলসী নিরমল-ভারতচন্দ্র রায়গুণাকর)। সরপেঁচ (বিশেষ্য) নারীদের মস্তক বা কবরী বেষ্টনের পুষ্পমালা। {(ফারসি) সর্পেচ্}
- Bengali Word সরপোশ, সরপোষ Bengali definition [শর্পোশ্] (বিশেষ্য) ঘটি বা বাটির আচ্ছাদনী; পাত্রের ঢাকনি (সরপোষ ঢাকিয়া খানা আনিল খাদেম-সৈয়দ হামজা)। {(ফারসি) সরপোশ্}
- Bengali Word সরফরাজ ১, ছরফরাজ ১ Bengali definition [শর্ফরাজ্, ছর্ফরাজ্] (বিশেষ্য) ১ বাংলার একজন নবাবের নাম। ২ মোড়ল; নেতা; পরিচালক; কর্তা (রেজা খাঁ মনে করিল আমি এই সময়ে সরফরাজ হইব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) সরফরাজ}
- Bengali Word সরফরাজ, ছরফরাজ ১ Bengali definition [শর্ফরাজ্, ছর্ফরাজ্] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) কৃতার্থ; সম্মানিত হওয়া (আপনি এ গবীরের কথা মনে করে এসব পাকচীজ বয়ে এনেছেন তাতে আমি বড়ই সরফরাজ হলাম-ইহক)। সরফরাজি (বিশেষ্য) বড়াই; মোড়লি; ফোপরদালালি; স্বঘোষিত কর্তাগিরি (বলি কে তোমায় সরফরাজি করতে ডেকেছে-গৌরিশঙ্কর চট্টাচার্য)। {(ফারসি) সর্ফরাজ্}
- Bengali Word সরফর্দা Bengali definition [সর্ফর্দা] (বিশেষ্য) সঙ্গীদের সুরবিশেষের নাম (কারফাতে সরফর্দাতে হঠাৎ তোমার কাঁপল গলা খাঁচার পাখি গর্বাতে-কাজী নজরুল ইসলাম)। সরফর্দায় (ক্রিয়াবিশেষণ) সঙ্গীতের সুর লহরিতে (ওরে দূর থেকে মেতে উঠল ভুবন তাই হাওয়া ফেরে ফরফর সরফর্দায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সর্পর্দহ্}
- Bengali Word সরবত, সরবৎ Bengali definition ⇒ শরবত
- Bengali Word সরবন্ধ, সরবন্দ Bengali definition [সর্বন্ধ্, সর্বন্দ্] (বিশেষ্য) পাগড়ি; শিরস্ত্রাণ (... দোসালা দিল সরবন্ধ জোড়া-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) সর্বন্দ্}
- Bengali Word সরবর (প্রাচীন বাংলা) Bengali definition [সরোবর্] (বিশেষ্য) ১ সরোবর। ২ কায়পদ্ম (চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) সরোবর>}
- Bengali Word সরবরাহ, সরবরা Bengali definition [শর্বরাহো, শর্বরা] (বিশেষ্য) জোগোনো (মফঃস্বল সরবরা কেমন না জানে-ভারতচন্দ্র রায়গুণাকর)। সরবরাহি, সরবরাহকারী (বিশেষণ) জোগানদার। {(ফারসি) সরবরাহ্}
- Bengali Word সরবস (ব্রজবুলি) Bengali definition [সরবস] (বিশেষ্য) সর্বস্ব; সমস্ত ধন (দেহক সরবস গেহক সার-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) সর্বস্ব>}
- Bengali Word সরবসর Bengali definition [শর্বশর্] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ (মধ্যযুগীয় বাংলা) সরাসরি; বরাবর। ২ শেষ (থানাবিথানা মারপিট করিয়া সরবসর আসিয়া মালিখার.... পৌঁছলে-রামরাম বসু)। {(ফারসি) সরবসর}
- Bengali Word সরভাজা Bengali definition ⇒ সর
- Bengali Word সরম, শরম Bengali definition [শরোম্] (বিশেষ্য) লজ্জা (খুড়র লজ্জা সরম কম বটে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সরম বিভাস (বিশেষণ) লজ্জায় উজ্জ্বল (নবকিশোরীর সরম বিভাগ অফুট হাস-বেনজীর আহমদ)। সরমরাঙা, সরমরাঙা/সরমরাঙ্গা (বিশেষণ) লজ্জায় আরক্তিম; শরমে লাল বর্ণযুক্ত (খসল হঠাৎ ঘোমটা তোমার সরমরাঙা মুখখানি-সত্যেন্দ্রনাথ দত্ত)। সরমেন্দা, সমমিন্দা (বিশেষণ) লজ্জিত (সরমেন্দা হইয়া ফের কহিনু তাহায়-সৈয়দ হামজা)। সরমের বাত (বিশেষ্য) লজ্জাকর; লজ্জার কথা (একটা নামজাদা লোকের বেটী না আনলে আদমির কাছে বহুত সরমের বাত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) শরম্}
- Bengali Word সরমা Bengali definition [শরোমা] (বিশেষ্য) ১ কুক্কুরী। ২ রামায়ণোক্ত বিভীষণপত্নী। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অম(অমচ্)+আ(টাপ্)}
- Bengali Word সরযু, সরযূ Bengali definition [শরোজু] (বিশেষ্য) অযোধ্যার নদীবিশেষ (করিলেন স্নানদান সরযুর জলে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অযু}
- Bengali Word সরল Bengali definition [শরোল্] (বিশেষ্য) ১ সোজা; অবক্র; ঋজু (সরলরেখা)। ২ শালগাছ, দেবদারু প্রভৃতি সরল দীর্ঘদেহ বৃক্ষ। □ (বিশেষণ) ১ অবক্র; সহজ (সরল অঙ্ক)। ২ কুটিলতাশূন্য; অকপট (সরল লোক)। ৩ শান্তশিষ্ট (সরল মন)। ৪ সাধুপ্রকৃতির; উদার (সরল হৃদয়)। ৫ জাঁকজমকহীন; সাদাসিধা (সরল সহজ জীবন)। সরলপুঁটি, সরপুঁটি (বিশেষ্য) বড় আকারের পুঁটিমাছ। সরলতা (বিশেষ্য) সারল্য; অকপটতা; সরলভাব। সরলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সরলীকরণ (বিশেষ্য) বিভিন্ন জটিল রাশিকে সহজ করে এক রাশিতে পরিণতকরণ; কোনো বিষয়কে অতি সাধারণভাবে বিবেচনা করা; over simplidication। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অল(কল্)}
- Bengali Word সরষে Bengali definition ⇒ শরিষা
- Bengali Word সরস Bengali definition [শরোশ্] (বিশেষণ) ১ রসযুক্ত; রসালো (তীক্ষ্ণ শর সরস শরীরে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সহৃদয়; রসিক; রসিকতায় পরিপূর্ণ (ভারত সরস ভাষে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ প্রীতিদায়ক; সৌন্দর্যপূর্ণ (সরস বসন্ত কালে সারী শুক যথা-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) সরোবর; হ্রদ। সরসতা (বিশেষ্য) মাধুর্য; রসযুক্ততা; রসপূর্ণতা (যে কোন প্রসঙ্গ নিয়ে চলতো কথা, সরসতার অভাব হতো না-বুদ্ধদেব বসু)। সরসা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)রসযুক্তা; রসালো (ধূসর নীরস ধরা হল সরসা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+রস}
- Bengali Word সরসর Bengali definition [শর্শর্] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) বায়ু বা দ্রুতগামী সরীসৃপাদি চলার শব্দ (সরসর করে বাতাস বওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ>}
- Bengali Word সরসিজ Bengali definition [শরোশিজ্] (বিশেষ্য) পদ্ম; সরোবরে উৎপন্ন (আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সরসি+√জন্+অ(ড)}