স পৃষ্ঠা ২৯
- Bengali Word সরসী Bengali definition ⇒ সরঃ
- Bengali Word সরস্বতী Bengali definition [শরোশ্শোতি] (বিশেষ্য) ১ বিদ্যা ও কলার দেবী; বাণী; বীণা-পাণি; সারদা; ভারতী; বাগ্দেবী; মহাশ্বেতা (নীরবিলা সরস্বতী কূজনিল পাখী সুমধুরতর স্বরে সে নিকুঞ্জ বনে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ প্রাচীন নদীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সরস্+বৎ(বতুপ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word সরহ Bengali definition [শরোহো] (বিশেষ্য) চর্যাপদের ও দোঁহার কবি সরোজ বজ্র। {(তৎসম বা সংস্কৃত) সরোজ>}
- Bengali Word সরহদ্দ, সরহদ Bengali definition [শরোহদ্দো, শর্হদ্] (বিশেষ্য) চতুঃসীমা; চৌহদ্দি; চারদিকের সীমানা (ছাড়ে পাপী কোকাফ যখন সীমা ও সরহদ্দ ভেঙ্গে জনপদে জ্বালাতে আগুন অশান্তির-ফররুখ আহমদ)। সরহর্দ (বিরল) (বিশেষ্য) চতুঃসীমা; চৌহদ্দি (বানারসের সরহর্দ্দে পৌঁছিলেন-রামরাম বসু)। {(ফারসি) সর্+(আরবি) হদ্দ}
- Bengali Word সরা ১, শরা Bengali definition [শরা] (বিশেষ্য) ১ মৃৎপাত্রের ঢাকনি; ক্ষুদ্র মৃৎপাত্র; ছোট বাসন (মালসাতে টিকে-তামাক, সরাতে পান চুন-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ভিক্ষাপাত্র (সরা হাতে নিয়ে ভিক্ষে করে বেড়াতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ (ব্যঙ্গার্থ) মৃৎপাত্রের ঢাকনির মতো তুচ্ছ বস্তু (ধলা চামড়ার জানোয়ারেরা ধরাকে সরা জ্ঞান করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ধূপচি (গাছের উপর সরা জ্বালিয়ে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ধরাকে সরা জ্ঞান করা (ক্রিয়া) (আলঙ্কারিক) মৃৎপাত্র বা সরার ন্যায় ক্ষুদ্র ও তুচ্ছ মনে করা। {(তৎসম বা সংস্কৃত) সরাৱ>(প্রাকৃত) সরাঅ>(বাংলা) সরা}
- Bengali Word সরা ২ Bengali definition [শরা] (বিশেষ্য) ঝরনা; উৎস (রবি শশী দুই সরা হেন তত্ত্ব জানি! তাহাতে জানহ ভাই মৃত্যু নিসানি-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ>}
- Bengali Word সরা ৩ Bengali definition [শরা] (ক্রিয়া) ১ স্থান বদলানো; পথ ছাড়া (সরে যাওয়া)। ২ নির্গত বা অপসারিত হওয়া (গঙ্গার ধারায় কোথাও চড়া পড়লো না তবেই ধারা সরতে পেলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মরা; মারা যাওয়া (দুনিয়া থেকে সরা)। ৪ স্ফুরিত হওয়া; বাহির হওয়া (কথা সরা)। ৫ ইচ্ছা করা (কাজ করতে মন সরে না)। ৬ পলায়ন করা (সময় থাকতে সরে পড়া)। ৭ অগ্রসর হওয়া (পা না সরা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। সরানো (ক্রিয়া) ১ সরিয়ে ফেলা; স্থানান্তরিত করা। ২ (ব্যঙ্গার্থ) চুরি বা অপহরণ করা (টাকা সরানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+(বাংলা) আ}
- Bengali Word সরা ৪ Bengali definition [শরা] (বিশেষ্য) ১ শরিয়তের আইন-কানুন (মুসলমানদিগের সরা অনুসারে, মোকদ্দমার নিষ্পত্তি করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ২ আদেশ-নির্দেশ (উৎপত্তি প্রলয় হেতু সেহি মোহম্মদ। কদাচ তাহার সরা না করিবা রদ-হেয়াত মাহমুদ)। {(আরবি) শরা}
- Bengali Word সরাই, সরাইখানা Bengali definition [শোরাই, শোরাইখানা] (বিশেষ্য) পান্থশালা; পথিক নিবাস; চটি; হোটেল (‘জীর্ণ ভাঙ্গা সরাইখানা রাত্রি দিবা দুইটি দ্বার’)। {(ফারসি) সরায়খানহ্}
- Bengali Word সরাক Bengali definition [শরাক্] (বিশেষ্য) জৈন সম্প্রদায়ভুক্ত লোক (সরাক বসে গুজরাটে জীবজন্তু নাহি কাটে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) শ্রাবক>}
- Bengali Word সরাপ, সরাব ১ Bengali definition ⇒ শরাব
- Bengali Word সরাফতি Bengali definition ⇒ শরাফত
- Bengali Word সরাব ২ Bengali definition [শরাব্] (বিশেষ্য) মাটির তৈরি পানি রাখার পাত্র। {(তৎসম বা সংস্কৃত) সর+√অব্+অ}
- Bengali Word সরাবত Bengali definition [শরাবত্] (বিশেষ্য) গণ্ডগোল; হাঙ্গামা (হয়তো কোন বেশ্যার বাটিতে গিয়া সোরসরাবত করিয়া তাহার কেম ধরিয়া টানেন বা মশারি পোড়ান-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) শহ্রত}
- Bengali Word সরাল Bengali definition [শরাল্] (বিশেষ্য) একজাতীয় হাঁস (সরাল, ঘেংরাল কোথাও উড়ে যাবে না, যেখানকার সেখানে থাকবে অথচ উড়তে পারে না বললে তারা ভারি চটবে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মরাল>}
- Bengali Word সরাসর, সরাসরি Bengali definition [শরাশর্, শরাশোরি] (ক্রিয়াবিশেষণ) সিধা; মধ্যস্থবিহীন যোগসাধন; মুখোমুখি হওয়া; সোজাসুজি (দস্যুগণ বরাবর সরাসর সেই প্রান্তরের নিকটবর্তী হইয়া-ইসমাইল হোসেন শিরাজী; তাদের কাছ থেকে এই বিদ্যাটি সরাসরি গ্রহণ করেছিল-মও)। {(ফারসি) সরাসর}
- Bengali Word সরিক Bengali definition ⇒ শরিক
- Bengali Word সরিকানা Bengali definition ⇒ শরিকানা
- Bengali Word সরিষা, সরষে Bengali definition [শোরিশা, শোর্শে] (বিশেষ্য) সর্ষপ; রাই; এক প্রকার তৈলপ্রদ শস্য। {(তৎসম বা সংস্কৃত) সর্ষপ>}
- Bengali Word সরিৎ Bengali definition [শোরিত্] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নদী (সরিৎস্রোতে সাগর ঢেউএর ফেনা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ইৎ(ইতি)}
- Bengali Word সরীসৃপ Bengali definition [শোরিস্সৃপ্] (বিশেষ্য) বুকে ভর করে চলে এমন জীব (সরীসৃপ গতি মিলিত তাহারা নিষ্ঠুর অভিযান-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √সৃপ্+য(যঙ্)+ক্বিপ্}
- Bengali Word সরু Bengali definition [শোরু] (বিশেষণ) ১ সূক্ষ্ম; ক্ষীণা; কৃশ; শীর্ণ (সরু দেহ)। ২ চিকন; মিহি (সরু চাল)। ৩ সংকীর্ণ; অপ্রশস্ত; বিস্তৃত বা চওড়া নয় এমন (সরু গলি)। ৪ মোলায়েম; সুরেলা (সরু গলা)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+উ(উন্)}
- Bengali Word সরুঅ ১, সরুআ ১, সরুয়া, সরূয়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শরুঅ, শরুআ, শরুয়া, শরুয়া] (বিশেষণ) ১ সরু। ২ মিহি (আধমুখ ঢাকিলে সরুঅ বসনে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ শীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) সরু>}
- Bengali Word সরুঅ ২, সরুআ ২, সরূঅ, সরূব (প্রাচীন বাংলা) Bengali definition [সরুঅ, সরুআ, সরূঅ, সরূব] (বিশেষ্য) সরূপ (সজহ সরুআ-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) সরূপ>}
- Bengali Word সরূপ Bengali definition [শরুপ্] (বিশেষণ) সাদৃশ্য রূপ ও আকৃতিতে সামঞ্জস্যপূর্ণ (সরূপ তোমার রূপের নেশা-রবীন্দ্রনাথ ঠাকুর)। সরূপতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) স+রূপ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সরেওয়ার Bengali definition [শরেওয়ার্] (ক্রিয়াবিশেষণ) সাজিয়ে গুছিয়ে (সে ব্যক্তি সরেওয়ার কিছু বলিতে পারিল না-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) শর্হ+(ফারসি) ৱর}
- Bengali Word সরেজমিন, সরজমিন Bengali definition [শরেজোমিন, শর্জোমিন্] (বিশেষ্য) ১ পৃথিবী। ২ ঘটনাস্থল; অকুস্থল; ঘঠনাসংঘটন স্থান (সরেজমিনে তদন্ত করা)। □ (বিশেষণ) ঘটনাস্থল সম্পর্কিত (সরেজমিন তদন্ত)। {(ফরাসি) সর্জমীন}
- Bengali Word সরেস Bengali definition [শরেশ্] (বিশেষণ) ১ উত্তম; শ্রেষ্ঠ; প্রকৃষ্ট; উৎকৃষ্ট (সরেস নিরেশ মালের বাছবিচার হয়-সৈয়দ মুজতবা আলী)। ২ রসাত্মক; রসপূর্ণ (ম্যাটসিনি নীলা এমন সরেস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ প্রসাদগুণসম্পন্ন; রসালো (লেখাটা বড় সরেস হয়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সরস>}
- Bengali Word সরো Bengali definition [শরো] (বিশেষ্য) সাইপ্রেস গাছ (সরোর মতন সরল তনু টাটকা তোলা গোলাপ ফুল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সর্ৱ}
- Bengali Word সরোকার Bengali definition [শরোকার্] (বিশেষ্য) সম্বন্ধ; দাবি; দখলদারি, অধিকার (তাদের কি সরোকার আছে আমায় যাতা বলবার-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সর্রকার}