স পৃষ্ঠা ২৭
- Bengali Word সম্ভূয়সমুত্থান Bengali definition [শোম্ভুয়োশোমুত্থান্] (বিশেষ্য) ১ সমবেত উত্থাপন। ২ যৌথ ব্যবসায়; সমবায় সমিতি; অংশীদার-দিগের মিলিত হয়ে বাণিজ্য। ৩ সমবেত প্রচেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভূ+য+সম্+উৎ+√থা+অন(ল্যুট্)}
- Bengali Word সম্ভেদ Bengali definition [শম্ভেদ্] (বিশেষ্য) ১ কোন গূঢ় রহস্য ভেদ (ইহার সম্ভেদ নবী কহত আপনে এজিদ দোজকি হইল কোন প্রয়োজনে-হেয়াত মাহমুদ)। ২ মিলন (ঐছন হোয়ল পাইল সম্ভেদ-বিদ্যাপতি)। ৩ অবস্থা (এহেন সম্ভেদ হএ যখনে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভিদ্+অ(ঘঞ্)}
- Bengali Word সম্ভোগ Bengali definition [শম্ভোগ্] (বিশেষ্য) ১ উপভোগ (সমুদ্র সম্ভোগ)। ২ রতিক্রিয়া; যৌন সঙ্গম; সুরত। ৩ হর্ষ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word সম্ভ্রম Bengali definition [শম্ভ্রোম্] (বিশেষ্য) ১ সম্মান; মান-মর্যাদা (সম্ভ্রমশালী, সম্ভ্রমহানি)। ২ আদরযত্ন; মান্যতা; সমাদর। ৩ শ্রদ্ধা (সম্ভ্রম না করেই বলে ফেলা)। ৪ ভদ্রতা (ইতর ব্যক্তির সম্ভ্রম জ্ঞান না থাকা)। সম্ভ্রমশীল (বিশেষণ) সম্ভ্রম বা সম্মানবোধ আছে এমন। সম্ভ্রমশীলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (তাদের মধ্যে দাঁড়িয়ে আছেন শান্ত সৌম্য বিগতযৌবনা এক সম্ভ্রমশীলা মহিলা-হেমায়েত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভ্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word সম্ভ্রান্ত Bengali definition [শম্ভ্রান্তো] (বিশেষণ) ১ আশরাফ; অভিজাত (সম্ভ্রান্ত পরিবারের লোক)। ২ কুলীন; মান্য ও মর্যাদাশীল (সম্ভ্রান্ত লোক)। ৩ আদরণীয়; সমাদরযোগ্য (সম্ভ্রান্ত অতিথি)। ৪ সম্যক ভ্রান্ত (সম্ভ্রান্ত পথিক)। সম্ভ্রান্ততন্ত্র (বিশেষ্য) আশরাফ বা অভিজাত সম্প্রদায় কর্তৃক পরিচালিত রাষ্ট্র শাসন পদ্ধতি; aristocracy। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভ্রম্+ত(ক্ত)}
- Bengali Word সম্মত Bengali definition [শম্মতো] (বিশেষণ) ১ ইচ্ছুক; রাজি (সম্মত থাকা)। ২ অনুমোদিত (শাস্ত্রসম্মত)। সম্মতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্মতি (বিশেষ্য) ১ অনুকূল মত; সমর্থন; অনুমতি। ২ অভিমত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√মন্+ত(ক্ত)}
- Bengali Word সম্মান Bengali definition [শম্মান্] (বিশেষ্য) ১ সশ্রদ্ধ খাতির; সমাদর (সম্মান করা)। ২ মান; ইজ্জত; গৌরব (সম্মান বৃদ্ধি)। সম্মানন, সম্মাননা (বিশেষ্য) সমাদর; প্রদর্শন; সম্মানকরণ (অতিথিদের সম্মাননায় ভোজের আয়োজন-মনোজ বসু)। সম্মানীয়, সম্মান্য (বিশেষণ) সম্মানের যোগ্য। সম্মানিত (বিশেষণ) ১ গৌরবান্বিত; মান্য (সম্মানিত ব্যক্তি)। ২ মর্যাদাপ্রাপ্ত; সমাদৃত (সম্মানিত পরিবার)। সম্মানিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্মানী (বিশেষণ) মর্যাদা বা সম্মানের অধিকারী। □ (বিশেষ্য) কাজের জন্য প্রদেয় প্রশংসা বা মর্যাদাসূচক অর্থাদি। {(তৎসম বা সংস্কৃত) সম্+√মন্+অ(ঘঞ্)}
- Bengali Word সম্মার্জন Bengali definition [শম্মার্জন্] (বিশেষণ) পরিষ্কারকরণ; সাফকরণ (উঠান সম্মার্জন করা)। সম্মার্জক (বিশেষণ) পরিষ্কার করে এমন; পরিষ্কারক। □ (বিশেষ্য) সম্মার্জনী। সম্মার্জনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ঝাড়ু; ঝাঁটা; যা দিয়ে পরিষ্কার করা হয় (সম্মার্জনী হস্তে ছুটিয়া আসিয়া-রাজশেখর বসু (পরশু))। সম্মার্জিত (বিশেষণ) পরিষ্কৃত; ঝাঁড়ু দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√মৃজ্+অন(ল্যুট্)}
- Bengali Word সম্মার্জিত Bengali definition ⇒ সম্মার্জন
- Bengali Word সম্মিত Bengali definition [শোম্মিতো] (বিশেষণ) ১ তুল্য; মতো; সদৃশ। ২ পরিমাণমতো; পরিমিত। ৩ সমান পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√মা+ত(ক্ত)}
- Bengali Word সম্মিলন Bengali definition [শোম্মিলন্] (বিশেষ্য) ১ সম্যক মিলন; সংযোগ; union। ২ সম্মেলন; বহু লোকের একত্র সমাবেশ; সাক্ষাৎকার; meeting। সম্মিলনী (বিশেষ্য) সঙ্ঘ; সভাসমিতি; পরিষদ। সম্মিলিত, সংমিলিত (বিশেষণ) একত্র মিলিত; সংযুক্ত; একত্রিত। সম্মিলিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+মিলন}
- Bengali Word সম্মীলন Bengali definition [শম্মিলন্] (বিশেষ্য) ১ সংকোচন। ২ চোখ বোঁজা বা মুদ্রণ। সম্মীলিত (বিশেষণ) মুদ্রিত; সংকুচিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√মীল্+অন(ল্যুট্)}
- Bengali Word সম্মুখ, সুমুখ Bengali definition [শোম্মুখ, শুমুখ্] (বিশেষ্য) ১ সমক্ষ; সমুখ; অভিমুখ (আমার সম্মুখে)। ২ সামনে অবস্থিত; অভিমুখী; সামনের (সম্মুখ মাঠ, সম্মুখ রাস্তা)। □ (বিশেষণ) ১ সদয়; দয়াবান (তারে তুমি হইয়া সম্মুখ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ সামনাসামনি; মুখোমুখি (সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু-মাইকেল মধুসূদন দত্ত)। সম্মুখবর্তী(-র্তিন্), সম্মুখীন (বিশেষণ) সম্মুখে উপস্থিত; সামনে বর্তমান। সম্মুখবর্তিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্মুখযুদ্ধ (বিশেষ্য) হাতাহাতি লড়াই; মুখোমুখি লড়াই। সম্মুখস্থ (বিশেষণ) সামনে অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+মুখ্+অ(অচ্)}
- Bengali Word সম্মূঢ়, সংমূঢ় Bengali definition [শোম্মুঢ়ো, শঙ্মুঢ়ো] (বিশেষণ) ১ নির্বোধ; অত্যন্ত বুদ্ধিহীন বা বোকা; বোধহীন; অজ্ঞান। ২ অতিশয় মোহবিশিষ্ট; বিহ্বল; সম্মোহিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√মুহ্+ত(ক্ত)}
- Bengali Word সম্মেলন Bengali definition [শম্মেলন্] (বিশেষ্য) ১ সভা। ২ সম্মিলিত হওয়া। ৩ সভাদিতে জনসমাবেশ। ৪ জনগণকে মিলিতকরণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√মিল্+অন(ল্যুট্)}
- Bengali Word সম্মোহ Bengali definition [শম্মোহো] (বিশেষ্য) ১ মুগ্ধকরণ; আবিষ্টকরণ। ২ অত্যন্ত মোহ বা অজ্ঞানতা। সম্মোহন (বিশেষ্য) ১ সম্যক মুগ্ধকরণ; fascination। ২ হিন্দুশাস্ত্রে কন্দর্পের বাণবিশেষ। □ (বিশেষণ) মুগ্ধকারী; মোহজনক। সম্মোহনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্মোহবন্ধ (বিশেষ্য) প্রেমের বন্ধন; মোহবন্ধন (বাণীর সম্মোহবন্ধ ছিন্ন করে অবজ্ঞার ভরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সম্মোহিত (বিশেষণ) পরিপূর্ণভাবে বিমুগ্ধ (বিদ্রোহীর এই অপূর্ব কল্পনা তাকে শুধু আকর্ষণ নয় সম্মোহিত করে বারে বারে-শেখ ফয়জুল্লাহ)। সম্মোহিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+মুহ্+অ(ঘঞ্)}
- Bengali Word সম্যক (-ম্যাচ্) Bengali definition [শোম্মক্] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ সম্পূর্ণরূপে; সমগ্রভাবে। ২ উত্তমরূপে; উপযুক্ত বা যোগ্যভাবে। □ (বিশেষণ) ১ সম্পূর্ণ। ২ যোগ্য; সমঙ্গত (সম্যক কর্ম প্রচেষ্টা)। সম্যক আজীব (বিশেষ্য) ন্যায়সঙ্গতভাবে জীবিকার্জন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অন্চ্+ক্বিন্}
- Bengali Word সম্রাজী Bengali definition [শম্রাজি] (বিশেষ্য) ১ সাম্রাজ্যের অধীশ্বরী। ২ মহারানি বা সম্রাট-মহিষী। {(তৎসম বা সংস্কৃত) সম+√রাজ্+ঈ}
- Bengali Word সম্রাজ্ঞী Bengali definition [শম্ম্রাগ্গি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বহু রাষ্ট্রের অধিকারিণী; মহারানি; সম্রাট-পত্নী; empress। সম্রাট (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+রাজন্+ঈ}
- Bengali Word সম্রাট Bengali definition [শম্ম্রাট্] (বিশেষ্য) বহু রাষ্ট্র ও জনপদের অধিকারী; রাজাধিরাজ; সার্বভৌম রাজা। সম্রাজ্ঞী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√রাজ্+ক্বিপ্}
- Bengali Word সময় Bengali definition [শোময়্] (বিশেষ্য) ১ কাল; আমল; জমানা। ২ অবকাশ; ফুরসত; অবসর। ৩ বয়স পুরো হওয়া; উপযুক্ত হওয়া (এখও আমার সময় হয়নি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ নির্দিষ্টকাল (গাড়ি আসার সময় হয়েছে)। ৫ সুযোগ; অনুকূল মুহূর্ত; সুবিধা (সময়ের সদ্ব্যবহার)। ৬ ঋতু; মৌসুম (ফুলের সময়)। ৭ বয়স; জীবনকাল (সময় ফুরানো)। ৮ দিনকাল; বর্তমান কাল (সময়টা ভালো যাচ্ছে না)। ৯ সুদিন; ভালো অবস্থা (সে সময়ের বন্ধু বই নয়)। ১০ নিয়ম; রীতি; নির্দেশ। ১১ বেলা। সময়নিষ্ঠ (বিশেষণ) সময়ানুবর্তী (কাজে সময়নিষ্ঠ, punctual)। সময়নিষ্ঠা (বিশেষ্য) সময়ানুবর্তিতা। সময়ে সময়ে, সময় সময় (ক্রিয়াবিশেষণ) কখনও; মাঝে-মধ্যে। সময়সেবী(-বিন্), সময়সেবক (বিশেষণ) সুবিধাবাদী; সময় ও সুযোগ অনুসারে কর্মপন্থা স্থিরকারী। সময়ান্তর (বিশেষ্য) অন্য সময়; ভিন্ন সময় (সময়ান্তরে করা)। সময়োচিত, সময়োপযোগী (বিশেষণ) কালানুযায়ী; বিশেষ কোনো সময়ের পক্ষে উপযুক্ত (সময়োচিত কার্য করা মঙ্গলকর)। একতিল সময়, তিলমাত্র সময় (বিশেষ্য) সামান্য সময়; অল্পক্ষণ। মরবার সময় না থাকা-একটুও ফুরসত বা অবসর না থাকা। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ই+অ(অচ্)}
- Bengali Word সযত্ন Bengali definition [শজত্নো] (বিশেষণ) ১ যত্নযুক্ত। ২ আদরযুক্ত; সাদর। ৩ সচেষ্ট। সযত্নে (ক্রিয়াবিশেষণ) ১ যত্নসহকারে। ২ চেষ্টাপূর্বক। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+যত্ন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সর ১ Bengali definition [শর্] (বিশেষ্য) দুগ্ধ বা ক্ষীর প্রভৃতির উপরের পাতলা আবরণবিশেষ। সরপুরিয়া (বিশেষ্য) দুধের সর দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। সরভাজা (বিশেষ্য) সর ভেজে প্রস্তুত এক প্রকার মিঠাই। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অ(অচ্)}
- Bengali Word সর ২ Bengali definition [শর্] (ক্রিয়া) অনুজ্ঞায় নড়ে বা সরে বসার আদেশ (সর এখান থেকে; কেহ্নে সর জাইতে মোকে বোল গুণনিধি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ>}
- Bengali Word সরঃ Bengali definition [শরোহ্] (বিশেষ্য) বড় পুকুর; দিঘি; সরোবর; হ্রদ। সরঃকাক (বিশেষ্য) হংস। সরসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দিঘি; সরোবর; বৃহৎ পুষ্করিণী (সরসীর নীল জলে সেথা কি মরাল খেলে-কায়কোবাদ)। সরসীরুহ (বিশেষ্য) পদ্ম; কমল (প্রস্ফুটিত শারদ সরসীরুহের মন্দান্দোলন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অস্(অসুন্)}
- Bengali Word সরকার Bengali definition [শর্কার্] (বিশেষ্য) ১ শাসনতন্ত্র পরিচালক। ২ রাজা; শাসনকর্তা; মালিক। ৩ রাজ্য-শাসনবিভাগ; শাসনতন্ত্র; government। ৪ আদায় ও ব্যয়ের হিসাবরক্ষক কর্মচারী (রাজার সরকার)। ৫ বাদশাহি আমলে রাজকর্মচারীদের প্রদত্ত খেতাববিশেষ। ৬ কুলি-মজুরদের সরদার। ৭ উপাধিবিশেষ। ৮ কবিগানের দলনেতা। সরকার-পরিসত (বিশেষ্য) সরকারকে অন্ধভাবে সমর্থনকারী। সরকারি, সরকারী (বিশেষণ) ১ সরকার সম্বন্ধীয়। ২ রাষ্ট্রের; গভর্নমেন্টের। {(ফারসি) সরকার}
- Bengali Word সরগম Bengali definition [শর্গম্] (বিশেষ্য) সা রে গা মা-র একটি রূপ। {সা+রে+গা+মা}
- Bengali Word সরগরম Bengali definition [শর্গরোম্] (বিশেষণ) ১ গুলজার; পরিপূর্ণ (তাদের ছেলে মেয়েতে বাড়ীর উঠান সরগরম-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ উদ্দীপনা-যুক্ত। ৩ জমজমাট। {(ফারসি) সর গরম}
- Bengali Word সরজমিন Bengali definition ⇒ সরেজমিন
- Bengali Word সরঞ্জাম Bengali definition [সরোন্জাম্] (বিশেষ্য) ১ উপকরণ; উপচার; আসবাব (বাদশাহী সরঞ্জাম যত আছে ধূম ধাম ভূত দিয়া সব লুঠাইব-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ আয়োজন (খেলার সরঞ্জাম)। ৩ অবশেষ। সরঞ্জামি (বিশেষণ) আদায়কারীর খরচ বাবদ পাওনা (তিনি অনুমতি দিলেই আপনার ... সরঞ্জামি চুকাইয়া দেওয়া যাইবে-দীনবন্ধু মিত্র)। সরঞ্জামে (ক্রিয়াবিশেষণ) কিছু সংগ্রহ করতে; জোগাড় করতে; অবশেষে (সরঞ্জামে গৌড়ে গতি করিলেন-রামরাম বসু)। {(ফারসি) সরআন্জাম}