Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word শামা ১ Bengali definition [শামা] (বিশেষ্য) ১ দীপ; প্রদীপ; বাতি (শামার সম পড়েছে গলে আমার দেহে-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। ২ শামাপোকা বা দীপে আকৃষ্ট কীট (শামা পোকার না পোড়ে পাখ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ লৌহবলয়। শামাদান (বিশেষ্য) বাতিদান; প্রদীপের গাছা; শেজ (মোতিমহলের শামাদানে জ্বলে আলেয়ার আলোশিখা-মোহিতলাল মজুমদার)। {(আরবি) শামআ}
 • Bengali Word শামি কাবাব, শামি কাবাব Bengali definition [শামি কাবাব্‌] (বিশেষ্য) মাংস ও ডাল দিয়ে প্রস্তুত বড়াবিশেষ; শামদেশীয় কাবাব (আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের শামীকাবাব-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) শামী+কাবাব}
 • Bengali Word শামি ২, সামি Bengali definition [শামি] (বিশেষ্য) ১ ইহুদি-আরবি মিশ্র ভাষা; Semetic। ২ লাঠির সরু মুখ। □ (বিশেষণ) শাম বা সিরিয়া দেশে উৎপন্ন বা তদ্দেশ সম্পর্কিত। {(আরবি) শামী}
 • Bengali Word শামি, শামী ১, শামা ২, শাঁপি Bengali definition [শামি, শামী, শামা, শাঁপি] (বিশেষ্য) ১ লাঠির সরু মুখ; ঢেঁকির মুষলের বা মুদ্‌গরাদির মুখ শক্ত করার জন্য লাগান লোহার বালা; ferrule। {(ফারসি) শামী}
 • Bengali Word শামিল, সালিম (প্রাচীন প্রয়োগ), সামেল (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শামিল্‌, সালিম, সামেল] (বিশেষণ) ১ অন্তর্গত; অন্তর্ভুক্ত (তাহাও খাওয়া পড়ার শামিল সারিয়া লইতে হয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সমান; তুল্য; ন্যায়; সদৃশ (দিলে দিলে মিল এক সামিল-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শামিল}
 • Bengali Word শামিয়ানা, সামিয়ানা, শামীয়ানা Bengali definition [শামিয়ানা] (বিশেষ্য) বস্ত্র নির্মিত অস্থায়ী ছাদবিশেষ; চাঁদোয়া; চন্দ্রাতপ (ডাক পড়বে তার সামিয়ানার নিচে বিয়ের আসরে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) শামিয়ানহ}
 • Bengali Word শামুক Bengali definition [শামুক] (বিশেষ্য) ঝিনুকের মতো শক্ত আবরণযুক্ত জলচল প্রাণীবিশেষ। শামুক-চুন (বিশেষ্য) শামুক পুড়িয়ে তৈরি ক্ষারবিশেষ; পানের সঙ্গে সেব্য চুন। {(তৎসম বা সংস্কৃত) শম্বুক>}
 • Bengali Word শারঙ্গ ১, সারঙ্গ, Bengali definition [শারোঙ্‌গো] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ। শারঙ্গী(-ঙ্গিন্‌), সারঙ্গী (-ঙ্গিন্‌) (বিশেষ্য) সারঙ্গী বাদক। {(তৎসম বা সংস্কৃত) শা(সা)+রঙ্গী>}
 • Bengali Word শারঙ্গ ২ Bengali definition [শারোঙ্‌গো] (বিশেষ্য) ১ চাতক। ২ ময়ূর। ৩ ভৃঙ্গ। ৪ হরিণ। ৫ গজ। শারঙ্গী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শার(রঙিন)+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word শারঙ্গ ৩, শার্ঙ্গ Bengali definition [শারোঙ্‌গো, শারোঙ্‌গো] (বিশেষ্য) বিষ্ণুর বা কৃষ্ণের শৃঙ্গনির্মিত ধনুক। শার্ঙ্গধর, শার্ঙ্গপাণি (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ+অ(অণ্‌)=শার্ঙ্গ>}
 • Bengali Word শারদ, শারদীয় Bengali definition [শারোদ্‌, শারদিয়ো] (বিশেষণ) শরৎকালীন; শরৎকালের (আজিকে তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। শারদী, শারদীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শারদ-যামিনী (বিশেষ্য) শরৎকালীন রাত্রি (সে শারদযামিনী-বিদ্যাপতি)। শারদা (বিশেষ্য) দুর্গাদেবী; দেবী সরস্বতী; বীণাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শরদ্‌+(অণ্‌)>, +ঈয়(ছ)}
 • Bengali Word শারি ১, শারী ২ Bengali definition [শারি] (বিশেষ্য) ১ পাশার গুটিকা। ২ নিন্দাবাদ। ৩ সারিগান। {(তৎসম বা সংস্কৃত) শৃ+ই(ইঞ্‌)}
 • Bengali Word শারি ১, সারি, শারী ১, শারিকা Bengali definition [শারি, সারি, শারী, শারিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ শালিক; শালিকের পত্নী (সংকট শালিক শারী শুক জলে কাক-সৈয়দ আলাওল)। ২ শক। {(তৎসম বা সংস্কৃত) শারি+ক(কন্‌)+আ(টাপ্‌)>}
 • Bengali Word শারীর, শারীরিক Bengali definition [শারির্‌, শারীরিক্‌] (বিশেষণ) ১ শরীর সম্পর্কীয়। ২ দেহজ; দেহজাত; দেহ থেকে উৎপন্ন শারীরবিদ্যা (বিশেষ্য) শারীরস্থান ও শারীরবৃত্ত; anatomy and physiology। শারীরবৃত্ত, শারীরবৃত্তি (বিশেষ্য) যে বিজ্ঞানশাস্ত্রে দেহের অঙ্গসমূহের ক্রিয়া সম্পর্কে আলোচিত হয়; physiology। শারীরস্থান (বিশেষ্য) দেহের বিভিন্ন অংশের গঠন ও সংস্থান সম্পর্কিত শাস্ত্র; anatomy। {(তৎসম বা সংস্কৃত) শরীর+অ(অণ্‌)}
 • Bengali Word শার্কর Bengali definition [শার্‌কর্‌] (বিশেষণ) ১ শর্করা বা চিনিসম্পর্কিত। ২ শর্করামিশ্রিত; শর্করাযুক্ত। ৩ দানাওয়ালা; দানাদার। ৪ কাঁকরযুক্ত; কাঁকরপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) শর্করা+অ(অণ্‌)}
 • Bengali Word শার্ঙ্গ Bengali definition [শার্‌ঙ্‌গো] (বিশেষণ) ১ শৃঙ্গ বা শিং সংক্রান্ত। ২ শৃঙ্গজাত; শৃঙ্গ থেকে উৎপন্ন; শিং দ্বারা নির্মিত। □ (বিশেষ্য) শৃঙ্গনির্মিত ধনু। শার্ঙ্গধর, শার্ঙ্গপাণি, শার্ঙ্গী (-র্ঙ্গিন্‌) (বিশেষ্য) ১ ধনুর্ধর। ২ হিন্দুদেবতা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ+অ(অণ্‌)}
 • Bengali Word শার্ট Bengali definition [শর্‌ট্‌] (বিশেষ্য) পুরুষের সুপরিচিত ফুল বা হাফ-হাতা জামা। ফুটশার্ট (বিশেষ্য) মণিবন্ধ পর্যন্ত হাতাওয়ালা শার্ট। হাওয়াই শার্ট (বিশেষ্য) কনুই পর্যন্ত হাতাওয়ালা ও কোটের মতো শার্টবিশেষ। হাফশার্ট (বিশেষ্য) কনুই পর্যন্ত হাতাওয়ালা শার্টবিশেষ। {(ইংরেজি) shirt}
 • Bengali Word শার্দূল Bengali definition [শার্‌দুল্‌] (বিশেষ্য) ১ ব্যাঘ্র; বাঘ; (সমাসে উত্তরপদে শ্রেষ্ঠ (নরশার্দূল)। শার্দূলী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ব্যাঘ্রী; বাঘিনী (বাহিরিলা আশুগতি দোহে শার্দূলী অবর্তমানে-মাইকেল মধূসূদন দত্ত)। শার্দূল বিক্রীড়িত (বিশেষ্য) সংস্কৃত ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+উ(উলচ্‌)}
 • Bengali Word শার্শি, শার্সি Bengali definition ⇒ শাসি
 • Bengali Word শাল ১ Bengali definition [শাল্‌] (বিশেষ্য) ১ বিখ্যাত শাল গাছ; ওই গাছের মূল্যবান কাঠ (শালবনেরই আঁচল ব্যেপে যেদিন হাওয়া উঠতো ক্ষেপে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শোল মাছ। শালের কোঁড়া (বিশেষ্য) শালগাছের তেজি চারা। শালতি (বিশেষ্য) শালগাছের গুঁড়িতে তৈরি ক্ষুদ্র অথচ ক্ষিপ্রগামী নৌকাবিশেষ। শালনির্যাস (বিশেষ্য) ধুনা। শালপ্রাংশু (বিশেষণ) (দেহ বা অঙ্গ সম্বন্ধে) শালগাছের মতো সুগঠিত ও দীর্ঘকায় (আবদুর রহমান কিন্তু এখন তার শালপ্রাংশু মহাবাহু দিয়ে আমাকে এমনি জড়িয়ে ধরে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √শাল্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word শাল ২ Bengali definition [শাল্‌] (বিশেষ্য) ১ দীর্ঘ শূল (শালে দেওয়া বা চড়ানো)। ২ অতি করুণ দুঃখ-বেদনা (এ শাল থাকিল বুকে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শল্য>}
 • Bengali Word শাল ৩ Bengali definition [শাল্‌] (বিশেষ্য) দামি পশমি শীত-গাত্রবস্ত্রবিশেষ। শালওয়ালা (বিশেষ্য) শাল বিক্রেতা। শালকর (বিশেষ্য) যে ব্যক্তি শাল কাচে ও রিফু কর্মাদি করে। {(আরবি) শাল্‌}
 • Bengali Word শালওয়ার, সালোয়ার Bengali definition [সালোয়ার্‌] (বিশেষ্য) ঢিলা পাজামাবিশেষ। {(ফারসি) শালৱার}
 • Bengali Word শালগম Bengali definition [শাল্‌গম্‌] (বিশেষ্য) মুলাজাতীয় গোলাকৃতি কন্দ সবজিবিশেষ, যা ঐ নামের গাছের পরিবর্তিত মূল। {(ফারসি) শল্‌গম্‌}
 • Bengali Word শালগ্রাম Bengali definition [শাল্‌গ্রাম্‌] (বিশেষ্য) বিষ্ণুর প্রতীকরূপে পূজিত গণ্ডকীনদী জাত শিলা। শালগ্রামের শোওয়া বসা সমান (অলস ও স্থূল ব্যক্তি সম্বন্ধে) অলস ও স্থূল ব্যক্তি সর্বদা একইভাবে অবস্থান করে। {(তৎসম বা সংস্কৃত) শালগ্রাম (দেশবিশেষ)>}
 • Bengali Word শালতি, সালতি Bengali definition [শাল্‌তি] (বিশেষ্য) ১ শালের গুঁড়ি দ্বারা নির্মিত ছোট কিন্তু দ্রুতগামী নৌকা (সালতি সাঁ সাঁ করিয়া চলিয়াছে চারিদিকে জলময়-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ তালের ডোঙ্গা। {(তৎসম বা সংস্কৃত) শাল+তরি>}
 • Bengali Word শালা ১ Bengali definition [শালা] (বিশেষ্য) ১ আলয়; আগার; বাড়ি; স্থান (স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঘর; কক্ষ (ভোজনশালা)। ৩ কারখানা (কামারশালা)। ৪ ভাণ্ডার; সঞ্চায়স্থান (শস্যশালা)। {(তৎসম বা সংস্কৃত) √শল্‌+অ(ঘঞ্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word শালা ২ Bengali definition [শালা] (বিশেষ্য) স্ত্রীর ছোট ভাই; সম্বন্ধী। ২ গালিবিশেষ। শালাজ, শালাবৌ (বিশেষ্য) শালার স্ত্রী। শালী (বিশেষ্য) ১ স্ত্রীর ছোট বোন। ২ গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শ্যালক>}
 • Bengali Word শালি Bengali definition [শালি] (বিশেষ্য) সরু হৈমন্তিক আমন ধান (শালি ধানের চিঁড়ে দেবো-জসীমউদ্‌দীন)। □ (বিশেষণ) শ্লাঘণীয়। {(তৎসম বা সংস্কৃত) √শাল্‌+ই(ইন্‌)}
 • Bengali Word শালিক, সালিক Bengali definition [শালিক্‌] (বিশেষ্য) সুপরিচিত পাখি। {(তৎসম বা সংস্কৃত) শারিকা>}