Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word শানা ৪, শানানো ১ Bengali definition [শানা, শানানো] (ক্রিয়া) ১ ক্ষুধা আকাঙ্ক্ষা প্রভৃতি শান্ত বা পরিতৃপ্ত হওয়া; মেটা; অবসান হওয়া (এত কমে তার শানে বা শানায় না)। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শম্‌+ (বাংলা) আ}
 • Bengali Word শানা ৫ Bengali definition [শানা] (ক্রিয়া) শান দেওয়া; ধারালো বা তীক্ষ্ণ করা। □ (বিশেষ্য) উক্ত উভয় অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শন্‌+অ(ঘঞ্‌)+ (বাংলা) আ}
 • Bengali Word শানানো ১ Bengali definition [শানানো] (ক্রিয়া) ১ শান দেওয়া। ২ তীক্ষ্ণ করা। □ (বিশেষ্য) (বিশেষণ) শানিত; তীক্ষ্ণীকৃত (যুক্তি শানিয়ে নিচ্ছি)। {(তৎসম বা সংস্কৃত) শান১+আনো; ক্রিয়ারূপ-শানাই, শানাও, শানায়, শানান; (অসমাপিকা ক্রিয়া)- শানিয়ে, শানাতে, শানালে ইত্যাদি}
 • Bengali Word শানিত Bengali definition ⇒ শান১
 • Bengali Word শানে-নজুল Bengali definition [শানেনোজুল্‌] (বিশেষ্য) কোরানের সুরা বা আয়াত বা ওহি অবতীর্ণ হওয়ার কারণ (উহার শানে-নুযুল ও খোলাসা বয়ান করলেন-আবুল মনসুর আহমদ)। {(আরবি) শানেনুজুল}
 • Bengali Word শান্ত Bengali definition [শান্‌তো] (বিশেষ্য) ১ শান্তিযুক্ত; শমপ্রাপ্ত। ২ (আলঙ্কারিক) চিত্তাবেগবর্জিত রসবিশেষ। □ (বিশেষণ) ১ শমগুণযুক্ত। ২ নিবৃত্ত (ক্ষুধা তৃষ্ণা শান্ত করা)। ৩ জিতেন্দ্রিয়। ৪ ধীর; অনুদ্ধ; শিষ্ট (শান্ত প্রকৃতির মেয়ে)। ৬ বিনাশিত। শান্তভাব (বিশেষ্য) হিংসা ক্রোধ দুঃখ শোক প্রভৃতি পরিত্যক্ত মনের অবস্থা; উত্তেজনাবর্জিত মানসিক অবস্থা; মানসিক সৌম্যতা; প্রশান্তি। শান্তমূর্তি (বিশেষ্য) ১ শান্তভাবে পূর্ণ আকৃতি। ২ সৌম্যরূপ। □ (বিশেষণ) সৌম্যরূপবিশিষ্ট। শান্তশিষ্ট (বিশেষণ) নম্র ও ভদ্র; অনুদ্ধত। শান্ত-স্বভাব (বিশেষণ) ধীর; স্থির; নম্র; বিনয়ী; ঔদ্ধত্যশূন্য; অনুদ্ধত। {(তৎসম বা সংস্কৃত) শম্‌+ত(ক্ত)}
 • Bengali Word শান্তনু Bengali definition [শান্‌তোনু] (বিশেষ্য) মহাভারতোক্ত ভীষ্মের পিতা। {(তৎসম বা সংস্কৃত) শান্ততনু>}
 • Bengali Word শান্তরসাস্পদ Bengali definition [শান্‌তোরশাশ্‌পদো] (বিশেষ্য) যেখানে আসিলে মনে শান্ত রসের উদয় হয় (পুনর্বার এই শান্তরসাস্পদ তপোবনে আসিবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) শান্তরস+আস্পদ}
 • Bengali Word শান্তি Bengali definition [শান্‌তি] (বিশেষ্য) ১ শমগুণ; প্রশান্তি; উৎকণ্ঠাশূন্যতা; চিত্তস্থৈর্য (মানসিক শান্তি)। ২ লালসা দমন; বিষয়াদি হতে ইন্দ্রিয়ের নিবৃত্তি; স্পৃহারাহিত্য। ৩ নিবৃত্তি; বিরাগ; বিরাম; উপশম (তৃষ্ণার শান্তি)। ৪ উপদ্রবহীনতা; উৎপাতশূন্যতা (শান্তিরক্ষা); অবসান; সমাপ্তি (যুদ্ধশান্তি)। ৫ সন্ধি; যুদ্ধাবসান; বিবাদের মীমাংসা (শান্তিস্থাপন)। ৬ কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); বিশ্রাম (শান্তি লাভের জন্য শয়ন)। শান্তিজল (বিশেষ্য) হিন্দুদের পূজার মন্ত্রপূত জল যা ভক্তদের কল্যাণের জন্য তাদের শরীরে ছিটিয়ে দেওয়া হয়। শান্তিপাঠ (বিশেষ্য) শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। শান্তিপ্রিয় (বিশেষণ) (স্বভাবত) শান্তি ভালোবাসে বা শান্তি চায় এমন। শান্তিরক্ষক (বিশেষ্য) শান্তি রক্ষাকারী; উপদ্রব থেকে রক্ষাকর্তা (বিশেষ অর্থে); পুলিশ। শান্তিস্থাপন (বিশেষ্য) ১ অশান্তি দূরীকরণ; গোলযোগ নিবারণ (বিশেষ অর্থে)। ২ যুদ্ধাদির অবসান করে সন্ধি স্থাপন। শান্তিস্বস্ত্যয়ন (বিশেষ্য) রোগ-উপদ্রবাদির অবসান কামনায় হিন্দুদের পূর্জাচনা। {(তৎসম বা সংস্কৃত) √শম্‌+তি(ক্তি)}
 • Bengali Word শান্তিপুরি, শান্তিপুরী Bengali definition [শান্‌তিপুরি] (বিশেষণ) ১ শান্তিপুরে প্রস্তুত; শান্তিপুরে তৈরি উৎকৃষ্ট তাঁতের কাপড় (শান্তিপুরী শাড়ী দিমু গয়না দিমু গায়-মানিক রাজার গান)। ২ শান্তিপুরে তৈরি প্রসিদ্ধ তাঁতবস্ত্র। শান্তিপুরে (বিশেষণ) শান্তিপুরে প্রচলিত বা উৎপন্ন; শান্তিপুরবাসী। {শান্তিপুর+ই, ঈ}
 • Bengali Word শান্ত্রিসেপাই Bengali definition [শান্‌ত্রিশেপাই] (বিশেষ্য) প্রহরারত সৈনিক; সশস্ত্র প্রহরী (লক্ষ হাজার শান্ত্রী-সেপাই জাগে-আশরাফ সিদ্দিকী)। {(ইংরেজি) sentry+(ফারসি) সেপাহী}
 • Bengali Word শাপ Bengali definition [শাপ্‌] (বিশেষ্য) অভিসম্পাত; অভিশাপ (অপরাধে শাপ দিও না ওগো আমার পুরো-মানিক রাজার গান)। শাপগ্রস্ত (বিশেষণ) ১ অভিসম্পাতের ফলে দুর্গতিপ্রাপ্ত। ২ অভিশপ্ত। শাপগ্রস্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শাপভ্রষ্টা (বিশেষণ) ১ হিন্দু বিশ্বাসে অভিশাপের ফলে অপেক্ষাকৃত নীচ জন্মপ্রাপ্ত (শাপভ্রষ্ট দেবতা)। শাপভ্রষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শাপমন্যি (বিশেষ্য) অভিশাপ (আমানউল্লাকে শাপমন্যি ও মৌলানাকে মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে তালিম দিলেন-সৈয়দ মুর্তাজা আলী)। শাপমুক্তি (বিশেষ্য) অভিশাপ থেকে মুক্তিলাভ। শাপমোচন (বিশেষ্য) অভিশাপ খণ্ডন। শাপা (ক্রিয়া) অভিশাপ দেওয়া। শাপান্ত (বিশেষ্য) ১ শাপমোচন; শাপভঙ্গ; অভিশাপের অবসান। ২ সর্বপ্রকার অভিশাপ (শাপ-শাপান্ত করা)। শাপিত (বিশেষণ) অভিশাপ দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শপ্‌+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
 • Bengali Word শাপলা, সাপলা, সাফলা (বিরল.) Bengali definition [শাপ্‌লা, সাপলা, সাফ্‌লা] (বিশেষ্য) বাংলাদেশের জাতীয় ফুল; কুমুদ; (আঞ্চলিক) নাইল; Nymphea odorata (সাফলা ফুলের মালা-জসীমউদ্‌দীন; ডালে আমাদের স্বপ্নের শাপলা-আতাউর রহমান)। {সাপ+লা>}
 • Bengali Word শাপা Bengali definition [শাপা] (ক্রিয়া) অভিসম্পাত বা অভিশাপ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) শাপ+ (বাংলা) আ}
 • Bengali Word শাপী Bengali definition [শাপি] (বিশেষণ) শাপগ্রস্ত (আয়রে শাপী দুঃখী তাপী আয় কে হবি বরাতী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শাপ+ইন্‌}
 • Bengali Word শাফা Bengali definition [শাফা] (বিশেষ্য) আরোগ্য; রোগমুক্তি (খোদা যাকে শাফা না দেয় তাকে কে ভাল করিতে পারে-আবুল মনসুর আহমদ)। শাফি (বিশেষ্য) রোগ মুক্তিদাতা; আরোগ্যদাতা। {(আরবি) শিফা}
 • Bengali Word শাফেয়ী Bengali definition [শাফেয়ি] (বিশেষ্য) ১ সুন্নি ইমাম আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবন ইদরীস শাফেয়ী। ২ উক্ত ইমামের মজহাব অনুসরণকারী। {(আরবি) শাফি’ঈ}
 • Bengali Word শাবক, শাব Bengali definition [শাবোক্‌, শাব্‌] (বিশেষ্য) বাচ্চা; ছানা। {(তৎসম বা সংস্কৃত) √শব্‌+অ+ক(কন্‌); শব+অ(অণ্‌)}
 • Bengali Word শাবর Bengali definition [শাবোর] (বিশেষণ) ব্যাধ/শবর জাতি সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) শবর+অ(অণ্‌)}
 • Bengali Word শাবল Bengali definition [শাবোল্‌] (বিশেষ্য) মাটি খোঁড়ার জন্য অথবা কপাটাদি ভাঙার জন্য লৌহনির্মিত এক প্রকার অস্ত্র (হাতুড়ি শাবল গাঁইতি চালিয়ে ভাঙ্গিলো যারা পাহাড়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শর্বলা>}
 • Bengali Word শাবান Bengali definition [শাবান্‌] (বিশেষ্য) হিজরি বছরের অষ্টম মাস। {(আরবি) শাবান}
 • Bengali Word শাবাশ, সাবাস Bengali definition [শাবাশ্‌] (অব্যয়) প্রশংসাসূচক ধ্বনি; ধন্য; বলিহারি; মারহাবা (সাবাস জোয়ান-জসীমউদ্‌দীন)। শাবাশ দেওয়া (ক্রিয়া) প্রশংসা করা। {(ফারসি) শাহ্‌বাশ}
 • Bengali Word শাবুদ Bengali definition [শাবুদ্‌] (বিশেষ্য) প্রমাণ; সাক্ষ্য। {(আরবি) ছাবুদ}
 • Bengali Word শাব্দ Bengali definition [শাব্‌দো] (বিশেষণ) শব্দসংক্রান্ত। শাব্দিক (বিশেষণ) ১ শব্দশাস্ত্রজ্ঞ; শব্দশাস্ত্রে সুপণ্ডিত। ২ বৈয়াকরণ; ব্যাকরণবিদ। ৩ শব্দসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) শব্দ+অ(অণ্‌)}
 • Bengali Word শাম ১, সাম Bengali definition [শাম্‌] (বিশেষ্য) সন্ধ্যা; সান্ধ্য (শাম হৈলে তেরা আগে হইবে হাজির-সৈয়দ হামজা)। {(আরবি) শাম}
 • Bengali Word শাম ২ Bengali definition [শাম্‌] (বিশেষ্য) সিরিয়ার পুরনো নাম (বাণিজ্য ‘শাম’ ‘মোকাদ্দেস’ তুই যেন বাপ রোস খাঁটি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শাম্‌}
 • Bengali Word শামর (ব্রজবুলি) Bengali definition [শামোর্‌] (বিশেষণ) শ্যামবর্ণ; শ্যামল। শামরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্যামা (শ্যামরী ঝামরী তোর দেহা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল>}
 • Bengali Word শামলা ১ Bengali definition [শাম্‌লা] (বিশেষণ) শ্যামবর্ণা; প্রায় কালো (শামলা গাই)। {(তৎসম বা সংস্কৃত) শ্যামলা>}
 • Bengali Word শামলা ২ Bengali definition [শাম্‌লা] (বিশেষ্য) ১ (উনিশ শতক অবধি বাংলাদেশে চালু) শালের এক প্রকার পাগড়ি; উষ্ণীষ (উকিলের শামলা)। ২ পাগড়ি ঝুলানো প্রান্তভাগ। ৩ চোগা; ঢোলা জামা। {(আরবি) শম্‌লাহ}
 • Bengali Word শামসুল উলামা Bengali definition ⇒ শমস্‌-উল-উলামা