Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শালিস, সালিস Bengali definition [শালিশ্‌] (বিশেষ্য) মধ্যস্থ; তৃতীয় ব্যক্তি (দেহের যত সব ঝগড়া-ফসাদের তাঁরা শালিস করতেন-হাবীবুল্লাহ বাহার)। শালিশি, সালিসি (বিশেষ্য) মধ্যস্থ দ্বারা বিচার; দুই জনের বিবাদ নিষ্পত্তির জন্য যে তৃতীয় ব্যক্তি বা ব্যক্তিগণ নিযুক্ত হন তাঁরা বা তাঁদের বিচার (আদালতে হইতে শালিশা হুকুম দিয়া থাকেন-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। {(আরবি) ছালিছ}
  • Bengali Word শালীন Bengali definition [শালিন্‌] (বিশেষণ) সলজ্জ; লজ্জাশীল; নম্র; ভদ্র; রুচিকর; বিনয়ী; সুন্দর; শোভন। শালীনতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) শালা+ঈন(খ)}
  • Bengali Word শালুক, শালূক Bengali definition [শালুক] (বিশেষ্য) ১ কুমুদ ফুল; নাল (ঝিলের ঝিনুক, বিলের শালুক-কাজী নজরুল ইসলাম)। ২ পদ্মফুলের মূল। {(তৎসম বা সংস্কৃত) √শাল্‌+উক/ঊক(ঊকণ্‌)}
  • Bengali Word শালূ, সালু Bengali definition [শালু] (বিশেষ্য) লাল কাপড়বিশেষ। {(আরবি) শাল্‌}
  • Bengali Word শাল্মালি, শাল্মলী, শাল্মল Bengali definition [শাল্‌মোলি, শাল্‌মোলী, শাল্‌মল্‌] (বিশেষ্য) ১ শিমুলগাছ (হায়, বিধি, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ পুরাণোক্ত সপ্তদ্বীপের একটি। {(তৎসম বা সংস্কৃত) √শাল্‌+মলি(মলিঞ্‌), মল(মলচ্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word শাশবিবি Bengali definition [শাশ্‌বিবি] (বিশেষ্য) শাশুড়ি (শাশবিবি কন, আহা আসে নাই কতদিন হলো মেজ্‌লা জামাই-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শ্বশ্রূ>শাশ+বিবি (আঞ্চলিক) বিবি অর্থ সম্ভ্রান্ত মহিলা}
  • Bengali Word শাশুড়ি, শাউড়ি Bengali definition [শাশুড়ি, শাউড়ী] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্বামী বা স্ত্রীর মা বা তৎস্থানীয়া; শ্বশ্রূ (শাউড়ীর কথাগুলি যেন বিষের হলা-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) √শ্বশ্রূ>}
  • Bengali Word শাশ্বত, শাশ্বতিক Bengali definition [শাশ্‌শোতো, শাশ্‌শোতিক্‌] (বিশেষণ) নিত্য; অবিনশ্বর; চিরস্থায়ী; অবিনাশী; সুদীর্ঘকাল স্থায়ী। শাশ্বতী, শাশ্বতিকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শশ্বৎ+অ(অণ্‌), ইক(ঠঞ্‌)}
  • Bengali Word শাসক Bengali definition ⇒ শাসন
  • Bengali Word শাসন Bengali definition [শাশোন্‌] (বিশেষ্য) ১ দমন (দুষ্টের শাসন); নিগ্রহ; অত্যাচার (দুষ্ট রাজার প্রজাপীড়ন)। ২ সুব্যবস্থার সঙ্গে প্রতিপালন (প্রজা-শাসন)। ৩ পরিচালন; নিয়মন (দেশশাসন)। ৪ রাজ্য-পরিচালনা (ইংরেজ-শাসন)। ৫ নিয়ন্ত্রণ; সংযমন; সংযতকরণ (ইন্দ্রিয় শাসন)। ৬ আদেশপত্র; সনদ (তাম্রশাসন)। ৭ উপদেশ; নির্দেশ; আজ্ঞা; বিধি; অনুশাসন (শাস্ত্রের শাসন)। ৮ তিরস্কার; ভর্ৎসনা; শাস্তিদান (শাসন করা তারেই সাজে সোহাগ করে যে গো-রবীন্দ্রনাথ ঠাকুর)। শাসক, শাসনকর্তা (-র্তৃ) (বিশেষ্য) ১ যে শাসন করে; প্রশাসক; (জেলা প্রশাসক বা জেলার শাসনকর্তা)। ২ রাজা। ৩ রাজ-প্রতিনিধি। ৪ গভর্নর; প্রদেশপাল। শাসনতন্ত্র (বিশেষ্য) শাসনপদ্ধতি; রাজ্যশাসন-প্রণালি; constitution। শাসনাধীন (বিশেষণ) শাসকের এলাকাভুক্ত; শাসনের আয়ত্তে এমন। শাসনীয়, শাস্য (বিশেষণ) ১ শাসনের উপযুক্ত; শাসনযোগ্য; দমনযোগ্য; দণ্ডনীয়; নিয়ন্ত্রণযোগ্য; সংযমনীয়। ২ শিক্ষণীয়; শিক্ষাযোগ্য। শাসিত (বিশেষণ) ১ শাসন করা হয়েছে এমন; দমিত; সংযমিত। শাসিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word শাসা Bengali definition [শাশা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) শাসন করা। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+ (বাংলা) আ}
  • Bengali Word শাসানো Bengali definition [শাশানো] (ক্রিয়া) ১ প্রতিশোধ নেওয়া বা শাস্তি দেওয়ার ভয় দেখানো; শাস্তি বা দণ্ডদানের ভীতি প্রদর্শন করা; হুমকি দেওয়া। ২ উক্ত অর্থে। শাসানি, শাসানী (বিশেষ্য) ১ তিরস্কার; প্রতিশোধ গ্রহণের বা শাস্তিদানের ভয় প্রদর্শন (কান্না-ভরা শাসানী শুনতে শুনতে শুনতে..উত্তপ্ত হয়ে উঠলেন-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। ২ তাড়না; হুমকি। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+ (বাংলা) আনো}
  • Bengali Word শাসি, শার্সি, শার্শি Bengali definition [শাশি, শার্‌শি, শার্‌সি] (বিশেষ্য) জানালার কাঁচের কপাট বা পাল্লা (শাসিতে ছায়া পড়ে কার-হাবীবুর রহমান)। {(ফরাসি) chassis}
  • Bengali Word শাসিত Bengali definition ⇒ শাসন
  • Bengali Word শাসিতা ২(-তৃ) Bengali definition [শাশিতা] (বিশেষ্য) ১ শাসনকর্তা; শাসক। ২ উপদেশক; উপদেষ্টা; শিক্ষাদানকারী; শিক্ষক। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word শাস্তর Bengali definition [শাস্‌তোর্‌] (বিশেষ্য) ১ বিধান; শাস্ত্র (ওসব হিন্দুর শাস্তর-কাজী আবদুল ওদুদ)। ২ গল্প-কাহিনী। {(তৎসম বা সংস্কৃত) শাস্ত্র>}
  • Bengali Word শাস্তা (-স্তৃ) Bengali definition [শাস্‌তা] (বিশেষ্য) ১ শাসনকর্তা; শাসক। ২ রাজা। ৩ উপদেশদাতা; উপদেষ্টা; ওস্তাদ; শিক্ষক। ৪ বদ্ধুদেব। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word শাস্তি Bengali definition [শাস্‌তি] (বিশেষ্য) সাজা; দণ্ড; নিগ্রহ; অত্যাচার। শাস্তিবিধান (বিশেষ্য) শাস্তি দেওয়া; দণ্ডদান। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+তি(ক্তি)}
  • Bengali Word শাস্ত্র Bengali definition [শাস্‌ত্রো] (বিশেষ্য) ১ যা দ্বারা শাসন বা শিক্ষা দান করা হয়। ২ অনুশাসন গ্রন্থ। ৩ ধর্মগ্রন্থ (ইসলামি শাস্ত্র)। ৪ কোনো বিশেষ বিদ্যা বা বিজ্ঞানসংক্রান্ত গ্রন্থ (গণিতশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র)। ৫ কোনো বিশেষ বিদ্যা বা বিজ্ঞান। শাস্ত্রকার (বিশেষণ) শাস্ত্ররচনাকারী; ধর্মগ্রন্থ-রচয়িতা। শাস্ত্রচর্চা, শাস্ত্রানুশীল, শাস্ত্রালোচনা (বিশেষ্য) শাস্ত্রপাঠ ও আলোচনা। শাস্ত্রজীবী (বিশেষ্য) শাস্ত্রালোচনা যাদের জীবিকার উপায় (শাস্ত্রজীবী সভা-পণ্ডিতগণ-রাজশেখর বসু (পরমু))। শাস্ত্রজ্ঞ, শাস্ত্রজ্ঞানী(-নিন্‌); শাস্ত্রদর্শী(-র্শিন্‌) (বিশেষণ) শাস্ত্র জানেন এমন। শাস্ত্রদর্শীবিধি (বিশেষ্য) শাস্ত্রের বিধান বা নির্দেশ বা অনুশাসন। শাস্ত্রদর্শীবিহিত, শাস্ত্রদর্শীসঙ্গত, শাস্ত্রদর্শীসম্মত, শাস্ত্রানুমত, শাস্ত্রানুমোদিত (বিশেষণ) শাস্ত্রনির্দিষ্ট; শাস্ত্র অনুযায়ী। শাস্ত্রার্থ (বিশেষ্য) শাস্ত্রের তাৎপর্য। শাস্ত্রী(-স্ত্রিন্‌) (বিশেষ্য) ১ শাস্ত্রজ্ঞ; শাস্ত্রে পণ্ডিত। ২ শাস্ত্রজ্ঞ পণ্ডিত্যের উপাধিবিশেষ (হরপ্রসাদ শাস্ত্রী)। শাস্ত্রীয় (বিশেষণ) ১ শাস্ত্রসম্বন্ধীয়। ২ শাস্ত্রোক্ত; শাস্ত্রে বিহিত। ৩ শাস্ত্রানুমোদিত; শাস্ত্রসম্মত। শাস্ত্রোক্ত (বিশেষণ) শাস্ত্রে উল্লিখিত। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+ত্র(ষ্ট্রন্‌)}
  • Bengali Word শাস্য Bengali definition ⇒ শাসন
  • Bengali Word শাহ ২, শা ৩ Bengali definition [শাহ্‌, শা] (বিশেষ্য) ১ বাদশা; নৃপতি (শাহ সিকান্দর)। ২ সাবেক পারস্যরাজের উপাধি (রেজা শাহ)। শাহজাদা, শাহ্‌জাদা, শাজাদা (বিশেষ্য) রাজকুমার; রাজপুত্র; বাদশাহর পুত্র। শাহজাদি, শাহজাদী, শাজাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাদশার কন্যা; রাজকুমারী। শাহজাহান, সাহজাহান (বিশেষ্য) ১ বিশ্বের সম্রাট। ২ সম্রাট জাহাঙ্গিরের পুত্রের নাম। শাহানশাহ, শাহানশা (বিশেষ্য) রাজাধিরাজ; বাদশাহ (শাহানশাহ শাহজাহানের দরবার-মোহাম্মদ ওয়াজেদ আলী)। শাহি, শাহী (বিশেষ্য) ১ রাজকীয়; নৃপতি সম্বন্ধীয়; সরকারি (শাহি ফরমান)। ২ বড়মানুষি; ধনীর ন্যায়; নবাবি (শাহি চালচলন)। {(ফারসি) শাহ্‌}
  • Bengali Word শাহাদত ১, শাহাদাৎ Bengali definition [শাহাদত্‌] (বিশেষ্য) ১ সাক্ষ্য। ২ মুসলমাদের আকিদা বা বিশ্বাস অনুযায়ী দ্বিতীয় কালিমা-কালিমায়ে শাহাদত; আল্লাহ এক এবং হজরত মুহম্মদ (সা.) আল্লাহর রসুল-এই সাক্ষ্য দান। শাহাদত অঙ্গুলি (বিশেষ্য) তর্জনী (তব শাহাদাৎ অঙ্গুলি আজও ফিরদৌসের ইশারা করে-ফররুখ আহমদ)। {(আরবি) শহাদৎ}
  • Bengali Word শাহাদাত, শাহাদত ১ Bengali definition [শাহাদত্‌, শাহাদত্‌] (বিশেষ্য) শহিদ হওয়া; ধর্ম; ন্যায় ও সত্য রক্ষার বা প্রতিষ্ঠার কাজে নিহত হওয়া। {(আরবি) শহাদৎ}
  • Bengali Word শাহানা ১, সাহানা ১ Bengali definition [শাহানা] (বিশেষণ) ১ রাজকীয় (বাদশাহ খাতের করে খাবার সামানা করে শাহানা খাবার সরঞ্জাম-সৈয়দ হামজা)। ২ জাঁকজমকপূর্ণ (নূতন বিয়ের সময়ে সাহানা পোষাক প্রস্তুত করিয়া বর সাজিয়া মজলিসে বসিয়াছিলেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) শাহানহ্‌}
  • Bengali Word শাহানা ২, সাহানা ২ Bengali definition [শাহানা] (বিশেষ্য) রাগিণীবিশেষ। {(ফারসি) শাহানহ্‌}
  • Bengali Word শাহারা (বিরল), সাহারা Bengali definition [শাহারা] (বিশেষ্য) ১ আফ্রিকা মহাদেশের সমগ্র উত্তরাংশ ব্যেপে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। ২ মরুভূমি (দুঃখের সাহারা হৃদয়ের সঞ্চিত রসটুকু নিঃশেষে পান করে বসে আছে-শেখ ফজলল করিম)। {(আরবি) সহরা}
  • Bengali Word শাহি খেয়াল Bengali definition [শাহিখেয়াল্‌] (বিশেষ্য) বাদশাহের উপযোগী খেয়াল বা ইচ্ছা (উভয় লোকের শাহী খেয়াল শির হতে মোর যায় চলে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(ফারসি) শাহি+ (আরবি) খয়াল}
  • Bengali Word শাহি নহবত Bengali definition [শাহি নহোবত্‌] (বিশেষ্য) বাদশাহর প্রধান ফটকে প্রহর বা সময়জ্ঞাপক যে বাদ্য বাজে (বেলা পড়ে এল শাহী নহবত প্রহর ঘন্টা মহলে বাজে-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) শাহী+ (আরবি) নৱবত}
  • Bengali Word শাহিতক্ত, শাহীতক্ত, শাহী-তখ্‌ৎ Bengali definition [শাহিতক্‌ত্‌, শাহীতক্‌ত্‌, শাহী-তখ্‌ৎ] (বিশেষ্য) রাজসিংহাসন (কোন শাহীতক্তের দাবী করে বসবেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) শাহীতখ্‌ত}
  • Bengali Word শাহিদ, শাহীদ Bengali definition [শাহিদ্‌] (বিশেষ্য) সাক্ষী; সাক্ষ্যদানকারী। {(আরবি) শাহিদ}