Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শহর, সহর Bengali definition [শহোর্‌] (বিশেষ্য) ১ বড় নগর। ২ নগর (জাহাঙ্গীর ঢেড়া দিলা সকল শহরে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ মহানগর; রাজধানী। শহরতলি, শহরতলী (বিশেষ্য) শহরের উপকণ্ঠ; suburb (এই শহর আর শহরতলীর ইতিকথা-মানিক রাজার গান)। শহরস্থ (বিশেষণ) নগরস্থিত; শহরের। শহুরে (বিশেষণ) ১ শহরসুলভ; শহর সম্বন্ধীয়। ২ শহরে জাত (শহুরে দধি)। ৩ শহরবাসী; শহরের লোক। {(ফারসি) শহর}
  • Bengali Word শহরৎ, শোহরৎ Bengali definition [শহোরত্‌] (বিশেষ্য) খ্যাতি; জনশ্রুতি। ঢোল-শহরত (বিশেষ্য) ঢোল সহযোগে রাষ্ট্র বা ঘোষণা। {(আরবি) শোহ্‌রত}
  • Bengali Word শহাদত Bengali definition ⇒ শাহাদৎ
  • Bengali Word শহিদ, শহীদ Bengali definition [শোহিদ্‌] (বিশেষ্য) ১ সত্য বা ন্যায়ের জন্য আত্মোৎসর্গকারী ব্যক্তি (ত্রিশ লক্ষ শহীদ)। ২ ধর্মযুদ্ধে নিহত (কারবালার যুদ্ধের সময় জয়নাল রোগে ভুগিতেছিলেন বলিয়া শহিদ হন নাই)। শহিদ দিবস (বিশেষ্য) ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁরা শহিদ (রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমান, আব্দুল জব্বার, আবুল বরকত, আবদুস সালাম, আবদুল আউয়াল, অহিউল্লাহ প্রমুখ) হয়েছিলেন, তাঁদের স্মৃতিকে চিরজাগরূক রাখার জন্য ভাষা আন্দোলনের স্মারক দিবস, স্বাধীন বাংলাদেশে যা অন্যতম জাতীয় দিবস; ২০০০ সাল থেকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহিদ মিনার (বিশেষ্য) ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিরক্ষার জন্য তৈরি স্মৃতিস্তম্ভ (কেন্দ্রীয় শহীদ মিনার)। শহিদান, শহীদান (বিশেষ্য) শহিদগণ (মোরা সৈনিক মোরা শহীদান বীর বাচ্চা-কাজী নজরুল ইসলাম)। শহিদি, শহীদি, শহীদী (বিশেষণ) ১ শহিদের যোগ্য; শহিদের অবস্থা (শহীদি দর্জা চাহিনি আমরা চাহিনি বীরের অসি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শহীদ}
  • Bengali Word শা ১ Bengali definition ⇒ শাহ২
  • Bengali Word শা ২, শাহ ১ Bengali definition [শা, শাহ্‌] (বিশেষ্য) প্রধান; বড় (অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়)। শা-খরচে (বিশেষণ) যথেষ্ট অর্থ খরচ করে এমন। শাজিরা (বিশেষ্য) লম্বা কালো জিরা। শা-দরজা, শাহি-দরজা (বিশেষ্য) সদর দরজা; সিংহদ্বার। শানজর (বিশেষ্য) বিয়ের পর বর ও কনের শুভ দৃষ্টি এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান (বিবাহ-উৎসব প্রাতে পান ও শরবত-তারপর শা’নজর-মহাউ)। {(ফারসি) শাহ্‌}
  • Bengali Word শাঁ Bengali definition [শাঁ] (অব্যয়) দ্রুত বেগসূচক ধ্বনি বা শব্দ (অন্ধকারে একটা লোক শাঁ করে চলে গেল)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word শাঁই ১ Bengali definition [শাঁই] (বিশেষ্য) শমীবৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) শমী>}
  • Bengali Word শাঁই ২ Bengali definition [শাঁই] (অব্যয়) ক্ষিপ্রতা; দ্রুতবেগসূচক শব্দ বা ধ্বনি (শাঁই করে সে দৌড়ে গেল)। শাঁই শাঁই (অব্যয়) ১ প্রবল বেগবোধক (শাঁইশাঁই করে সাইকেলে এসে হাজির হল-কাজী নজরুল ইসলাম)। ২ শ্লেষ্মাজনিত কণ্ঠের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word শাঁই ৩, সাঁই Bengali definition [শাঁই] (বিশেষ্য) ১ স্বামী; মালিক। আল্লাহ। ২ বাউলদের গুরু; পরমগুরু। ৩ গোস্বামী; গোঁসাই। {(তৎসম বা সংস্কৃত) স্বামী>}
  • Bengali Word শাঁইখানী; শঙ্খিনী Bengali definition [শাঁইখানি, শোঙ্‌খিনি] (বিশেষ্য) দোদেলবান্দা; দুই মুখো (শাঁইখানী মামানীজান....পুরন ভালবাসা উথলে উঠে-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খিনী>}
  • Bengali Word শাঁওল Bengali definition [শাওল্‌] (বিশেষ্য) শ্যামল। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল>}
  • Bengali Word শাঁখ, শাঁক Bengali definition [শাঁখ্‌, শাঁক্‌] (বিশেষ্য) ১ শম্বুক জাতীয় সামুদ্রিক জীববিশেষ। ২ শঙ্খ; হিন্দুদের মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে শঙ্খের যে খোলা ফুঁ দিয়ে বাজানো হয় (হিমালয় তো এককালে সমুদ্রের গর্ভে ছিল, এই শাঁখই তার প্রমাণ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>}
  • Bengali Word শাঁখআলু, শাঁকআলু, শাঁকালু, শাঁখালু Bengali definition [শাঁখ্‌আলু, শাক্‌আলু, শাঁকালু, শাঁখালু] (বিশেষ্য) শাঁখার আকৃতি বিশিষ্ট একপ্রকার ভক্ষ্য কন্দ। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>+আলু}
  • Bengali Word শাঁখচিল Bengali definition [শাঁখ্‌চিল্‌] (বিশেষ্য) শঙ্খচিল; শ্বেতচিল (দুই পাড়ে লোক মাছ ধরে ছিপে গাছে ডাকে শাঁখচিল-বআ)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>+চিল}
  • Bengali Word শাঁখচুন্নি, শাঁখচূর্ণী, শাঁকিনী, শাঁখিনী Bengali definition [শাঁখ্‌চুন্‌নি, শাঁখ্‌চুর্‌নি, শাঁকিনি, শাঁখিনী] (বিশেষ্য) হিন্দু সংস্কার মতে প্রেতযোনিপ্রাপ্ত সধবা নারীর আত্মা। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খচূর্ণী>}
  • Bengali Word শাঁখা Bengali definition [শাঁখা] (বিশেষ্য) শঙ্খনির্মিত বলা যা হিন্দু নারীর সধবা-চিহ্ন। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>শাঁখ+ (বাংলা) আ}
  • Bengali Word শাঁখারি, শাঁখারী, শাঁকারি Bengali definition [শাঁখারি, শাঁখারী, শাঁকারি] (বিশেষ্য) শঙ্খকার (শাঁকারি করমকার-ঘনরাম চক্রবর্তী)। ২ শঙ্খবণিক; শঙ্খব্যবসায়ী। শাঁখারিণী (স্ত্রীলিঙ্গ)। শাঁখের করাত, শাঁকের করাত (বিশেষ্য) ১ শঙ্খ কাটার করাত; যার দাঁতগুলো এমনভাবে তৈরি যে সামনে টানলেও কাটে পিছনে টানলেও কাটে (শাশুড়ীর কথাগুলি শাঁখের করাত, আসিতেও কাটে যাইতেও এমনি বরাত-মানিক রাজার গান)। ২ (আলঙ্কারিক) যা থেকে সহজে নিস্তার পাওয়া যায় না; উভয় সঙ্কট। {(বাংলা) শাঁখা+আরি, আরী}
  • Bengali Word শাঁস Bengali definition [শাঁশ্‌] (বিশেষ্য) ১ ফলের ভিতরের সার ভাগ (শাঁসটা খেয়ে আঁশটা ফেলে দিসরে-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ ফলের আঁটির বা বীজের ভিতরের কোমল অংশ। ৩ সার অংশ বা বস্তু (তার মগজে একটুও শাঁস নেই)। শাঁসালো (বিশেষ্য) ১ শাঁসবিশিষ্ট। ২ সারবান। ৩ (আলঙ্কারিক) সম্পদশালী; ধনী। {(তৎসম বা সংস্কৃত) শস্য>}
  • Bengali Word শাঁড়া Bengali definition ⇒ ষাঁড়া
  • Bengali Word শাই, সাই, শাঁই ৩, সাঁই Bengali definition [শাই, সাই, শাঁই, সাঁই] (বিশেষ্য) ১ বাউল সম্প্রদায়ের গুরু; পরমাত্মা (ও শাই বুঝতে না পাই মনের কথা তোর-মানিক রাজার গান)। শাঁই৩ ⇒। {(তৎসম বা সংস্কৃত) স্বামী>}
  • Bengali Word শাইখ Bengali definition ⇒ শায়খ
  • Bengali Word শাইল Bengali definition [শাইল্‌] (বিশেষ্য) শালিধান। {(তৎসম বা সংস্কৃত) শালি>}
  • Bengali Word শাউল Bengali definition [শোউল্‌] (বিশেষ্য) শোল মাছ। {(তৎসম বা সংস্কৃত) শকুল>}
  • Bengali Word শাউড়ী Bengali definition ⇒ শাশুড়ি
  • Bengali Word শাওন Bengali definition [শাওন্‌] (বিশেষ্য) শ্রাবণ মাস (শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শ্রাবণ>}
  • Bengali Word শাওল Bengali definition [শাঙোল্‌] (বিশেষণ) শ্যামল। শাঙলি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্যামলা গাভী। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল>}
  • Bengali Word শাক, শাগ Bengali definition [শাক্‌, শাগ্‌] (বিশেষ্য) ১ রেঁধে খাওয়ার যোগ্য এক ধরনের উদ্ভিদ বা লতাপাতা, যেমন-পালং শাক, নটে শাক, কলমি শাক, পুঁইশাক ইত্যাদি (শাক তুলিতে গিয়েছিলুম ঐ না পুকুর-পারে-মানিক রাজার গান)। ২ পুরাণোক্ত একটি দ্বীপ। ৩ সেগুন গাছ। ৪ শকান্দ। শাক দিয়ে মাছ ঢাকা (বিশেষ্য) (আলঙ্কারিক) গুরুতর অপরাধ সামান্য উপায়ে বা সহজে ঢাকার ব্যর্থ চেষ্টা (আর কেন প্রাণ বিধুমুখি! শাক দে মাছ ঢাক-মানিক রাজার গান)। শাকপাতা (বিশেষ্য) আহার্য লতাপতা (সেবার দুর্ভিক্ষের সময় অনেকে কেবল শাকপাতা খেয়েই জীবন ধারণ করেছিল)। শাকভাত, শাকান্ন (বিশেষ্য) ১ উপকরণশূন্য খাদ্য; ব্যঞ্জন-বর্জিত আহার্য। ২ খুব সাধারণ খাদ্য। ৩ খুব গরিবের খাদ্য। ৪ (বিনয়ে) ভাল খাদ্য-খাবার (আমার বাড়িতে দয়া করে একটু শাকভাত খাবেন)। শাক-শুঁটকি (বিশেষ্য) শাক ও শুষ্ক মৎস্যের তরিতরকারি। শাক-সবজি (বিশেষ্য) তরিতরকারি (বাড়ির পেছনে শাকসবজির ক্ষেত)। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word শাকান্ন Bengali definition ⇒ শাক
  • Bengali Word শাকুন Bengali definition [শাকুন্‌] (বিশেষ্য) ১ হিন্দু সমাজে প্রচলিত পশুপাখির ডাক দ্বারা মঙ্গলামঙ্গল নির্ণয়-শাস্ত্র; কাকচরিত্র গ্রন্থ। □ (বিশেষণ) শকুনজ্ঞ; শকুন-শাস্ত্রে পণ্ডিত; পাখির বর শুনে শুভাশুভ বিচারে পারদর্শী; পাখি সংক্রান্ত। শাকুনিক (বিশেষ্য), (বিশেষণ) ১ যে পাখি বধ করে; ব্যাধ; পাখিঘাতক; পাকি বধকারী। ২ শকুনবিশারদ; শকুনজ্ঞ ব্যক্তি। শাকুনিকী (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শকুন+অ(অণ্‌)}