Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word শাক্ত Bengali definition [শাক্‌তো] (বিশেষ্য), (বিশেষণ) ১ হিন্দু শাস্ত্রানুযায়ী শক্তির (কালী, গুর্গা প্রভৃতি শক্তির) উপাসক। ২ হিন্দু তন্ত্রসাধক (বুড়ী ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারি শাক্ত-দ্বিজেন্দ্রলাল রায়)। {(তৎসম বা সংস্কৃত) শক্তি+অ(অণ্‌)}
 • Bengali Word শাক্য Bengali definition [শাক্‌কো] (বিশেষ্য) ১ একটি ক্ষত্রিয় বংশ। ২ বৌদ্ধধর্মের প্রবর্তক বুদ্ধদেব। শাক্যমুনি, শাক্যসিংহ (বিশেষ্য) বুদ্ধদেব। {(তৎসম বা সংস্কৃত) শাক+য(ষৎ)}
 • Bengali Word শাখা Bengali definition [শাখা] (বিশেষ্য) ১ গাছের ডাল (বুলবুলি তুই ফুল-শাখাতে দিসনে আজি দোল-কাজী নজরুল ইসলাম)। ২ বাহু। ৩ অংশ; বেদের অংশবিশেষ (রাজবংশের একটি শাখা)। ৪ প্রধান বস্তু বা বিষয় থেকে উৎপন্ন ক্ষুদ্রতর বস্তু বা বিসয় (শাখানদী)। শাখাচ্যুত (বিশেষণ) ১ গাছের ডাল থেকে পতিত বা স্খলিত। ২ একটি অংশের আলাদা রূপ। শাখানদী (বিশেষ্য) কোনো বড় নদী থেকে উৎপন্ন ছোট নদী। শাখামৃগ (বিশেষ্য) বানর (কেহ শাখামৃগ হইয়াছে উঠি আধ্যাত্মিক উঁচু শাখায়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √শাখ্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word শাখী(-খিন্‌) Bengali definition [শাখি] (বিশেষণ) ১ বৃক্ষ; গাছ। ২ শাখাবিশিষ্ট; ডালযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) শাখা+ইন্‌(ইনি)}
 • Bengali Word শাগ Bengali definition ⇒ শাক
 • Bengali Word শাগরেদ, শাগরেদ Bengali definition [শাক্‌রেদ্‌, শাগ্‌রেদ্‌] (বিশেষ্য) শিষ্য; চেলা; ছাত্র; সহকারী (আজী ওস্তাদে-সাগরেদে যেন শক্তির পরিচয়-কাজী নজরুল ইসলাম)। শাগরেদি, শাগরেদী (বিশেষ্য) শিষ্যত্ব; ছাত্রত্ব; চেলাগিরি। {(আরবি) শাগির্‌দ}
 • Bengali Word শাঙন Bengali definition [শাঙোন্‌] (বিশেষ্য) শ্রাবণ মাস (শাঙন ঘন সম ঝরু ‍দু’নয়ানে-বিদ্যাপতি)। শাঙনি (বিশেষণ) শ্রাবণী (ওগো শ্যামলী শাঙনী মেঘ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শ্রাবণ>}
 • Bengali Word শাঙা Bengali definition [শাঙা] (বিশেষণ) বিধবা বা স্বামী পরিত্যক্তার পুনরায় বিবাহ। {(তৎসম বা সংস্কৃত) সঙ্গ>}
 • Bengali Word শাঙ্কর Bengali definition [শাঙ্‌কোর্‌] (বিশেষণ) ১ হিন্দু দার্শনিক ধর্মনেতা শঙ্কর সম্বন্ধীয়। ২ শঙ্করাচার্য প্রণীত (শাঙ্কর ভাষ্য)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্কর+অ(অণ্‌)}
 • Bengali Word শাজাদা, শাহজাদা Bengali definition ⇒ শাহ
 • Bengali Word শাট ১ Bengali definition [শাট্‌] (বিশেষ্য) ১ পরিধেয় বস্ত্র; ধুতি। শাটী, শাটিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শাড়ি; স্ত্রীলোকের পরিধেয় বস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শাট্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word শাট ২ Bengali definition [শাট্‌, শাঁট] (বিশেষ্য) সাঁট; ইঙ্গিত (ভ্রাতৃদল শাটে ইঙ্গিতে ঠারে-বিটারে কথা বলিয়া পরস্পর সতর্ক হইলেন-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) সংজ্ঞা>}
 • Bengali Word শাট ৩ Bengali definition [শাটার্‌] (বিশেষ্য) জানালার খড়খড়ি; ঝিলিমিলি (আমার চৈতন্যের শাটার তখন বিলকুল বন্ধ হয়ে গিয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) shutter}
 • Bengali Word শাঠ্য Bengali definition [শাঠ্‌ঠো] (বিশেষ্য) শঠতা; ধূর্ততা; প্রতারণা; প্রবঞ্চনা। {(তৎসম বা সংস্কৃত) শঠ+য(ষ্যঞ্‌)}
 • Bengali Word শাণ Bengali definition ⇒ শান১
 • Bengali Word শাণিত Bengali definition ⇒ শান১
 • Bengali Word শাণ্ডিল্য Bengali definition [শান্‌ডিল্‌লো] (বিশেষ্য) ১ হিন্দুদের গোত্রপ্রবর্তক একজন প্রাচীন মুনি। ২ বিল্বতরু; বেলগাছ। {(তৎসম বা সংস্কৃত) শাণ্ডিল+য(ষ্যঞ্‌)}
 • Bengali Word শাত Bengali definition [শাত্‌] (বিশেষণ) ১ ছেদন করা হয়েছে এমন; ছিন্ন। ২ ধারালো; চাঁচা; তীক্ষ্ণ করা হয়েছে এমন; তীক্ষ্ণীকৃত। শাতকুম্ভ (বিশেষ্য) সোনা; স্বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √শদ্‌+ই(ণিচ্‌)+অ(অচ্‌)}
 • Bengali Word শাতন Bengali definition [শাতোন্‌] (বিশেষ্য) ১ পাতন। ২ বিনাশন। ৩ ছেদন; ছিন্নকরণ; কৃশ করা (পক্ষধরের পক্ষ শাতন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ চাঁচা ৫ শাণ দেওয়া; তীক্ষ্ণকরণ। {(তৎসম বা সংস্কৃত) √শদ্‌+ই(ণিচ্‌)+অন(ল্যুট্‌)}
 • Bengali Word শাদা Bengali definition ⇒ সাদা
 • Bengali Word শাদি, শাদী, সাদি Bengali definition [শাদি] (বিশেষ্য) ১ বিবাহ; পরিণয়; উদ্বাহ (শাহাজাদীর শাদির দিনে নাচে হাজার বাঁদী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আনন্দ; উৎসব। {(ফারসি) শাদী}
 • Bengali Word শাদিয়ান, শাদিয়ানা, সাদিনা Bengali definition [শাদিয়ান্‌, শাদিয়ানা, শাদিনা] (বিশেষ্য) ১ আনন্দ; আন্দোল্লাস; আনন্দোৎসব (তাদের শাদিয়ানা শুনে কাবুলের লোক একরকম ভয় পেয়ে গেল-সৈয়দ মুজতবা আলী)। ২ বিবাহ উৎসবের বাদ্য (হঠাৎ সাদিয়ানা বাদ্য বাজিয়া উঠিল-মাম)। {(ফারসি) শাদিয়ানাহ্‌}
 • Bengali Word শাদ্বল Bengali definition [শাদ্‌দল্‌] (বিশেষ্য) কচি ঘাসে বা তৃণে আবৃত ভূমি (সিঞ্চিত সরস স্নিগ্ধ নবীন শাদ্বল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শাদ্‌+বল} {(তৎসম বা সংস্কৃত) √শণ+অ(ঘঞ্‌)}
 • Bengali Word শান ১, শাণ Bengali definition [শান্‌] (বিশেষ্য) ১ কষ্টিপাথর। ২ অস্ত্রাদি তীক্ষ্ন করার জন্য পাথর বা যন্ত্র। ৩ তীক্ষ্ণকরণ; ধারালো। ৪ ধাতু প্রভৃতি পালিশ করা হয় যে যন্ত্র দ্বারা। ৫ করাত। ৬ ইষ্টকাদি নির্মিত স্থান; সিমেন্টে পাকা মেঝে। ৭ পাষাণ। শানওয়ালা (বিশেষ্য) যে শানপাথরে বা যন্ত্রে অস্ত্রাদি তীক্ষ্ণ করার ব্যবসা করে। শান দেওয়া (ক্রিয়া) ১ শানযন্ত্রে বা শানপাথরে অস্ত্রাদি ধার দেওয়া। ২ তীক্ষ্ণ করা। শান পাথর (বিশেষ্য) ১ অস্ত্র তীক্ষ্ণ করার প্রস্তরখণ্ড। ২ যে পাথর-টুকরা ধাতু ইত্যাদি পালিশ করবার কাজে ব্যবহৃত হয়। শান বাঁধানো (বিশেষণ) ইট-পাথরের তৈরি; পাকা (শান বাঁধানো ঘাট)। শানিত, শাণিত (বিশেষণ) ধারালো বা তীক্ষ্ণ করা হয়েছে এমন; নিশিত (একটা শানিত ছুরি)। {(তৎসম বা সংস্কৃত) √শন্‌/শণ্‌+অ(ঘঞ্‌); (আরবি) সেহেন}
 • Bengali Word শান ২ Bengali definition [শান্‌] (বিশেষ্য) মাহাত্ম্য; মর্যাদা (আল্লাহর শান) মর্যাদা। (তুলনীয়) শান শওকত। {(আরবি) শান}
 • Bengali Word শানকি Bengali definition [শান্‌কি] (বিশেষ্য) মাটির তৈরি থালা। (আরবি) সেহেন+ই}
 • Bengali Word শানশওকত, শানশৌকত Bengali definition [শান্‌শওকত্‌, শানশোউকত] (বিশেষ্য) ১ গৌরব; জাঁকজমক (কোথায় সে তেজ ইমান; কোথায় সে শানশওকত-কাজী নজরুল ইসলাম)। ২ প্রতাপ (তবু তোর মাঝে আজো বেঁচে আছে তাঁর শওকত শান-আজহারুল ইসলাম)। {(আরবি) শান+শৱকত}
 • Bengali Word শানা ১ Bengali definition [শানা] (বিশেষ্য) বর্ম; সাঁজোয়া (গায়েতে পরিল শানা মাথায় টোপর-কৃত্তিবাস ওঝা)। {(আরবি) সেহেন}
 • Bengali Word শানা ২ Bengali definition [শানা] (বিশেষ্য) ১ তাঁতযন্ত্রের চিরুনির ন্যায় অংশ। ২ চিরুনি। {(ফারসি) শানহ}
 • Bengali Word শানা ৩ Bengali definition [শানা] (বিশেষ্য) নদীর বাঁধের তত্ত্বাবধায়ক (শানা উপাধি-ধারী ব্যক্তি এদেশে অনেক আছেন-হাবীবুর রহমান)। {(আরবি) সেহেন}