Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শুখা Bengali definition [শুখা] (কথ্য) (বিশেষণ) ১ শুষ্ক। ২ নীরস। ৩ খোরপোষবর্জিত। □ (বিশেষ্য) ১ অনাবৃষ্টি। ২ যে রোগে শিশু ক্রমেই শুকাতে থাকে। ৩ চুন মাখানো শুষ্ক তামাক পাতা; খইনি। শুখারুখা (বিশেষণ) শুষ্ক ও নীরস। শুখারুখার সময় (বিশেষ্য) গরমের সময়; গ্রীষ্মকাল। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>}
  • Bengali Word শুখানো Bengali definition ⇒ শুকানো
  • Bengali Word শুখো Bengali definition ⇒ শুখা
  • Bengali Word শুঙ্গ, শুঙ্গা ১ Bengali definition [শুঙ্‌গো, শুঙ্‌গা] (বিশেষ্য) সরু শুঁড়; শুঁয়া। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ>}
  • Bengali Word শুঙ্গা ২ Bengali definition [শুঙ্‌গা] (ক্রিয়া) ঘ্রাণ নেওয়া; শোঁকা। {(তৎসম বা সংস্কৃত) শিঙ্ঘ্‌>}
  • Bengali Word শুচি Bengali definition [শুচি] (বিশেষণ) ১ পবিত্র; শুদ্ধ; পাকসাফ; নির্মল; পরিষ্কার (এসো ব্রাহ্মণ শুচি করি মন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নির্মল; পরিষ্কার। ৩ নির্দোষ। ৪ শুভ্র। □ (বিশেষ্য) অগ্নি। শুচিতা (বিশেষ্য) পবিত্রতা; নির্মলতা; পাপ সংস্রব থেকে বিশুদ্ধতা। শুচিবাই, শুচিবায়ু (বিশেষ্য) শুচিতা রক্ষার জন্য যে পাগল বা বাতিকগ্রস্ত (সততা সম্বন্ধেও তাঁর শুচিবায়ু প্রবল ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুচিস্মিত (বিশেষণ) উজ্জ্বল বা বিশুদ্ধ হাস্যময় (কেশবের আশীর্বাদ উদ্ভাসিছে অয়ি শুচিস্মিতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। শুচিস্মিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌+ই(ইন্‌)}
  • Bengali Word শুচিরুচি Bengali definition [শুচিরুচি] (বিশেষণ) পবিত্র শোভাযুক্ত (শুচিরুচি মন যেন হীরার মুকুট-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) শুচি+রুচি}
  • Bengali Word শুজনি, শুজনী Bengali definition [শুজ্‌নি] (বিশেষ্য) বিছানা ঢাকার নকশাযুক্ত মোটা চাদর। {(তৎসম বা সংস্কৃত) শয্যা>}
  • Bengali Word শুণিল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুনিল] (ক্রিয়া) শুনল (তাক না শণিল-বড়ু চণ্ডীদাস)। {√শুন্‌>}
  • Bengali Word শুণ্ঠি, শুণ্ঠী Bengali definition [শুন্‌ঠি] (বিশেষ্য) শুকনা আদা; শুঁঠ। {(তৎসম বা সংস্কৃত) √শুণ্ঠ্‌+ই(ইন্‌)}
  • Bengali Word শুণ্ড Bengali definition [শুন্‌ডো] (বিশেষ্য) গুঁড়; হাতির শুঁড় (হাতি দেখিতে গিয়া অন্ধ কেবল শুণ্ড দেখিয়াছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। শুণ্ডা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) জলহস্তিনী। ২ বেশ্যা। ৩ হাতির শুঁড়। ৪ মদ। ৫ শৌণ্ডিকালয়। শুণ্ডিকা (বিশেষ্য) আলজিভ। শুণ্ডি(-ণ্ডিন্‌) (বিশেষ্য) ১ হস্তী (পরিহরি শুণ্ডী ধরিয়া চণ্ডী বাড়িয়া ভাঙ্গিল দণ্ড -কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ শুঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) √শুণ্ড্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word শুণ্ডক Bengali definition [শুন্‌ডক্‌] (বিশেষ্য) রণশিঙ্গা। {(তৎসম বা সংস্কৃত) শুণ্ড+ক(কন্‌)}
  • Bengali Word শুণ্ডধর Bengali definition [শুনডোধর্‌] (বিশেষ্য) হস্তী। {(তৎসম বা সংস্কৃত) শুণ্ড+ধর}
  • Bengali Word শুণ্ডাল Bengali definition [শুন্‌ডাল্‌] হস্তী। {(তৎসম বা সংস্কৃত) শুণ্ডা+ (বাংলা) আল}
  • Bengali Word শুণ্ডিকা Bengali definition [শুন্‌ডিকা] (বিশেষ্য) আলজিভ। {(তৎসম বা সংস্কৃত) শুণ্ডা+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word শুতায়ল (ব্রজবুলি) Bengali definition [শুতাঅল] (ক্রিয়া) শোয়াল; শয়ন করাল (সব সখী মেলি শুতায়ল পাশ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √শেী+ই(ণিচ্‌)>}
  • Bengali Word শুতি ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুতি] (বিশেষ্য) সুপ্তি; নিদ্রা; শয়ন। {(তৎসম বা সংস্কৃত) সুপ্তি>}
  • Bengali Word শুতি ২ (ব্রজবুলি), শুতিয়া (ব্রজবুলি) Bengali definition [শুতি, শুতিয়া] (অসমাপিকা ক্রিয়া) শুয়ে; শয়ন করে (শুতি কানু মুখে আঁচল ঝাঁপাই; এ কপি শুতিয়া ছিনু-বিদ্যাপতি)। শুতিলোঁ (ক্রিয়া) শয়ন করলাম (কাহ্নের উপর শুতিগোঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √শেী+ই(ণিচ্‌)>}
  • Bengali Word শুদ্ধ Bengali definition [শুদ্‌ধো] (বিশেষণ) ১ নির্দোষ। ২ নির্মল। ৩ পবিত্র। ৪ শোধিত। ৫ খাঁটি; ভেজালহীন। ৬ নির্ভুল। ৭ শুচি। ৮ অমিশ্রিত। ৯ বিশুদ্ধ। ১০ আঞ্চলিকতা বর্জিত। শুদ্ধা (স্ত্রীলিঙ্গ)। শুদ্ধতা, শুদ্ধত্ব বি। শুদ্ধচিত্ত (বিশেষণ) পবিত্র হৃদয়বিশিষ্ট। শুদ্ধমতি (বিশেষণ) পবিত্র মন বা হৃদয় সম্পন্ন। ২ আচার-আচরণ পবিত্র এমন। শুদ্ধাচার (বিশেষ্য) পবিত্র আচরণ। □ (বিশেষণ) আচার-আচরণ পবিত্র এমন। শুদ্ধাচারী(-রিন্‌) (বিশেষণ) ১ সদাচার। ২ সাধুচরিত্র। শুদ্ধাচারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পবিত্র আচরণ এমন (আর্যা একান্ত যুদ্ধাচারিণী বলিয়া অঙ্গীকার করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শুদ্ধান্ত (বিশেষ্য) ১ অন্তঃপুর। ২ অন্তঃপুরস্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+ত(ক্ত)}
  • Bengali Word শুদ্ধাশুদ্ধি Bengali definition [শুদ্‌ধাশুদ্‌ধি] (বিশেষ্য) ১ পবিত্রতা ও অপবিত্রতা। ২ ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা; ভুর ও ভ্রমশূন্যতা। {(তৎসম বা সংস্কৃত) শুদ্ধি+অশুদ্ধি}
  • Bengali Word শুদ্ধি Bengali definition [শুদ্‌ধি] (বিশেষ্য) ১ শোধন। ২ শুদ্ধতা; নির্মলতা; ভুল দূরীকরণ। ৩ সংস্কার দ্বারা ধর্মচ্যুত বা অস্পৃশ্য ব্যক্তিদের উদ্ধারসাধন (বুদ্ধিহারা হইয়াছিল শুদ্ধিনাহি পাই-ভারতচন্দ্র রায়গুণাকর)। শুদ্ধিপত্র (বিশেষ্য) গ্রন্থাদির ভ্রমসংশোধন তালিকা। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+তি(ক্তি)}
  • Bengali Word শুদ্ধোদন Bengali definition [শুদ্‌ধোদন্‌] (বিশেষ্য) বুদ্ধদেবের পিতা। {(তৎসম বা সংস্কৃত) শুদ্ধ+ওদন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word শুদ্ধোদনি Bengali definition [শুদ্‌ধোদোনি] (বিশেষ্য) শুদ্ধোদনের পুত্র বুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) শুদ্ধোদন+ই(ইঞ্‌)}
  • Bengali Word শুধরানো, শোধরানো Bengali definition [শুধ্‌রানো, শোধ্‌রানো] (ক্রিয়া) সংশোধন করা বা সংশোধিত হওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+ (বাংলা) রা=শুধরা+আনো}
  • Bengali Word শুধা ১ Bengali definition ⇒ শোধা
  • Bengali Word শুধা ২, শুধানো Bengali definition [শুধা, শুধানো] (ক্রিয়া) ১ (ঋণাদি) পরিশোধ করা (শুধাতে নেই মানা)। ২ খোঁজখবর নেওয়া। শুধানো (ক্রিয়া) পরিশোধ করানো। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+ (বাংলা) আ, আনো}
  • Bengali Word শুধা ৩, সুধানো Bengali definition [শুধা, শুধানো] (ক্রিয়া) জিজ্ঞাসা করা; খোঁজ-খবর নেওয়া। শুধানো (ক্রিয়া) জিজ্ঞাসা করা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+ (বাংলা) আ, আনো}
  • Bengali Word শুধি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুধি] (বিশেষ্য) শুদ্ধি; পবিত্রতা। □ (বিশেষণ) শুদ্ধ; পবিত্র। {(তৎসম বা সংস্কৃত) √শুন্‌+তি(ক্তি)=শুদ্ধি>}
  • Bengali Word শুধু Bengali definition [শুধু] (বিশেষণ) খালি; শূন্য (শুধু চোখের দেখা)। ২ না খাওয়া (শুধু মুখে যাওয়া)। □ (ক্রিয়াবিশেষণ) কেবল; মাত্র (শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুধু শুধু, শুধাশুধি (ক্রিয়াবিশেষণ) অকারণে; বৃথা। {(তৎসম বা সংস্কৃত) শুদ্ধ>}
  • Bengali Word শুন, শুনক, শুনি Bengali definition [শুন্‌, শুনক্‌, শুনি] (বিশেষ্য) কুকুর। শুনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শুন্‌+অ(ক), ক(কন্‌), ই}