Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শীলন Bengali definition [শিলন্‌] (বিশেষ্য) অভ্যাস; অনুশীলন; চর্চা; আলোচনা। {(তৎসম বা সংস্কৃত) √শীল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word শীলভদ্র Bengali definition [শিল্‌ভদ্‌দ্রো] (বিশেষ্য) নালন্দা বিশ্ববিদ্যালয়ের সুবিখ্যাত অধ্যক্ষ শীলাদিত্য; হর্ষবর্ধনের রাজকীয় উপাধি। {(তৎসম বা সংস্কৃত) শীল+ভাদ্র}
  • Bengali Word শীলিত Bengali definition [শিলিতো] (বিশেষণ) অনুশীলন বা চর্চা করা হয়েছে এমন। {√শীল+ত(ক্ত)}
  • Bengali Word শীশা Bengali definition ⇒ শিশা
  • Bengali Word শীষ Bengali definition ⇒ শিষ
  • Bengali Word শীৎকার, সীৎকার Bengali definition [শিত্‌কার্‌] (বিশেষ্য) ১ রমণকালে কাম-উত্তেজিত নারী বা পুরুষের মুখনিঃসৃত আনন্দসূচক ধ্বনি। ২ শিহরণ (রোমাঞ্চ, শীৎকার ইত্যাদি একান্ত শারীরিক ভাব-প্রথম চৌধুরী; জলের গায়ে ফুটবে পুলক আর তার মুকে সীৎকার-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √শীৎ/সীৎ+কার}
  • Bengali Word শু Bengali definition [শু] (বিশেষ্য) সাধারণত ফিতাযুক্ত ও চামড়া দিয়ে তৈরি জুতাবিশেষ; পাদুকা (ফিতাসর্বস্ব স্যান্ডেল নয়-একেবারে শু পায়ে দিয়ে এলেন); পাদুকা। {(ইংরেজি) shoe}
  • Bengali Word শুঁকা Bengali definition ⇒ শোঁকা
  • Bengali Word শুঁটকি, শুঁটকী, শুটকি Bengali definition [শুঁট্‌কি, শুঁট্‌কী, শুটকি] (বিশেষণ) শুকনা মাছ (ও নাও হইতে শুঁটকি মাছের গন্ধ আসিছে ভাসি-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>শুঁটক+ (বাংলা) ই, ঈ}
  • Bengali Word শুঁটাক, শুটকো Bengali definition [শুঁট্‌কা, শুট্‌কো] (বিশেষণ) ১ শুষ্ক ও কৃশ; শুকনা ও শীর্ণ। ২ চুপসানো। শুঁটকি (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>}
  • Bengali Word শুঁটি, শুঁটী Bengali definition [শুঁটি] (বিশেষ্য) কলাই, মটর প্রভৃতির লম্বাকৃতি বীজকোষ (মটরশুঁটি)। {(তৎসম বা সংস্কৃত) শিম্বী>}
  • Bengali Word শুঁঠ Bengali definition [শুঁঠ্‌] (বিশেষ্য) শুষ্ক আদা। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ঠি>}
  • Bengali Word শুঁড় Bengali definition [শুঁড়্‌] (বিশেষ্য) ১ পশুবিশেষের লম্বা ও গোলাকার মুখ বা নাক (হাতির শুঁড়)। ২ লতার আঁকড়ি। {(তৎসম বা সংস্কৃত) শুণ্ড>}
  • Bengali Word শুঁড়ি Bengali definition [শুঁড়ি] (বিশেষণ) শুঁড়ের মতো লম্বা ও সরু। {(তৎসম বা সংস্কৃত) শুণ্ড>}
  • Bengali Word শুঁড়ি, শুঁড়ী Bengali definition [শুঁড়ি] (বিশেষ্য) ১ মদবিক্রেতা; শৌণ্ডিক (শুঁড়ী দোকানে বসে বসে মদ বিক্রয় করে-সৈয়দ মুজতবা আলী)। ২ হিন্দু সম্প্রদায়বিশেষ। শুঁড়ির সাক্ষী মাতাল (আলঙ্কারিক) অসৎ ব্যক্তি অসৎ ব্যক্তিকেই সমর্থন করে। {(তৎসম বা সংস্কৃত) শৌণ্ডিক>}
  • Bengali Word শুঁয়া, শুয়ো Bengali definition [শুঁয়া, শুয়ো] (বিশেষ্য) অতি সূক্ষ্ম লোম বা ঐরূপ লোমযুক্ত অঙ্গবিশিষ্ট একপ্রকারের পোকা। ২ শূককীট। শুঁয়াপোকা (বিশেষ্য) শুঁয়াযুক্ত কীটবিশেষ; শূককীট; প্রজাপতির প্রাথমিক রূপ। {(তৎসম বা সংস্কৃত) শূক>}
  • Bengali Word শুক Bengali definition [শুক্‌] (বিশেষ্য) ১ টিয়া পাখি। ২ হিন্দুপুরাণ মতে ব্যাসের পুত্র শুকদেব। শুকী (স্ত্রীলিঙ্গ)। শুকনাস (বিশেষণ), (বিশেষ্য) টিয়াপাখির মতো নাকবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √শুভ্‌+ক}
  • Bengali Word শুকতারা Bengali definition [শুক্‌তারা] (বিশেষ্য) ১ সকালের প্রথম তারা; শুক্রগ্রহ; Venus (তুমি প্রভাতের শুকতারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সূর্যোদয়ের পূর্বে পূর্বাকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিমাকাশে যে নক্ষত্র দীপ্তি পায়। {(তৎসম বা সংস্কৃত) শুক্র>+তারা}
  • Bengali Word শুকনা, শুকনো Bengali definition [শুক্‌না, শুকনো] (বিশেষণ) ১ শুষ্ক। ২ রসহীন; নীরস; মাধুর্যহীন; লাবণ্যহীন; জলহীন (শুকনা কথায় চিড়েঁ ভিজে না)। ৩ মলিন; বিষণ্ন। ৪ অসার; ফাঁকা (শুকনা কথা)। শুকনা কথায় চিড়ে ভেজে না-শুধু মুখের কথায় কাজ হয় না। শুকনা বরফ (বিশেষ্য) কঠিন কার্বন-ডাইঅক্সাইড; dry ice (কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>}
  • Bengali Word শুকনাস Bengali definition ⇒ শুক
  • Bengali Word শুকনো Bengali definition ⇒ শুকানো
  • Bengali Word শুকর Bengali definition ⇒ শুকুর
  • Bengali Word শুকা Bengali definition ⇒ শুখা
  • Bengali Word শুকা ১ Bengali definition [শুকা] (ক্রিয়া) শুকানো। শুকানো (ক্রিয়া) ১ শুষ্ক করা বা হওয়া। ২ শীর্ণ বা রোগা হওয়া। ৩ (ক্ষতাদি সম্বন্ধে) আরোগ্য হওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>}
  • Bengali Word শুকুর, শুকর Bengali definition [শুকুর্‌, শুকোর্‌] (বিশেষ্য) কৃতজ্ঞতা; উপকারীর উপকার স্বীকার; ধন্যবাদ জ্ঞাপন (সর্বত্রে খোদার নাম শুকুর হাজার-হেয়াত মাহমুদ)। {(আরবি) শুক্‌র}
  • Bengali Word শুক্ত Bengali definition [শুক্‌তো] (বিশেষ্য) ১ বাসি ব্যঞ্জনবিশেষের ঝোল। ২ আমানি। ৩ সিরকা। □ (বিশেষণ) পর্যুষিত বা বিকৃত হয়ে অম্লযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word শুক্তা, শুক্তো, শুক্তানি, শুক্তনি, শুক্তুনি, সুক্তা, সুক্তো, সুক্তানি, সুক্তনি, সুক্তুনি Bengali definition [শুক্‌তা, শুক্‌তো, শুক্‌তনি,...] (বিশেষ্য) ১ তিক্ত স্বাদযুক্ত ব্যঞ্জন। ২ পাটপাতার তৈরি ব্যঞ্জন। {(তৎসম বা সংস্কৃত) শুষ্কপত্র>শুক্ত,>}
  • Bengali Word শুক্তি, শুক্তিকা Bengali definition [শুক্‌তি, শুক্‌তিকা] (বিশেষ্য) ঝিনুক (স্বচ্ছ তাহার দীপ্তি হেরি শুক্তিবুকে মুক্তাপ্রায়-কাজী নজরুল ইসলাম)। ২ শঙ্খ। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌+তি(ক্ত), +ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word শুক্র Bengali definition [শুক্‌ক্রো] (বিশেষ্য) ১ শুক্রগ্রহ; শুকতারা। ২ দৈত্যগুরু ভার্গব। ৩ তেজ; বীর্য; রেতঃ। ৪ চক্ষুপীড়াবিশেষ। শুক্রবার, শুক্কুরবার (বিশেষ্য) জুমাবার। শুক্রাচার্য (বিশেষ্য) দৈত্যগুরু শুক্র। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌+র(রন্‌)}
  • Bengali Word শুক্ল Bengali definition [শুক্‌ক্লো] (বিশেষ্য) ১ শ্বেত বর্ণ; শুভ্র বর্ণ। ২ রৌপ্য। ৩ চক্ষুপীড়া। ৪ নবনীত; ননি। □ (বিশেষণ) ১ শুদ্ধ; পবিত্র; অকলঙ্ক। ২ শ্বেতবর্ণযুক্ত; ধবল; সিত। শুক্লা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্বেতবর্ণা। □ (বিশেষ্য) হিন্দুমতে বাগ্‌দেবী সরস্বতী। শুক্লকর্মা (বিশেষণ) ১ শুভ্রকীর্তি। ২ নির্মল চরিত্র। শুক্লতা, শুক্লত্ব বি। শুক্লপক্ষ (বিশেষ্য) পূর্ণিমা তিথিতে যে পক্ষের অবসান হয়। শুক্লবস্ত্র (বিশেষ্য) ১ সাদা কাপড়। ২ পাড়হীন কাপড়। শুক্লমণ্ডল (বিশেষ্য) চোখের সাদা অংশ। শুক্লাম্বর (বিশেষ্য) সাদা কাপড়। □ (বিশেষণ) শ্বেতবস্ত্র পরিহিত। শুক্লাম্বরা, শুক্লাম্বরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্বেতবস্ত্র পরিহিতা (নবশুক্লাম্বরী জ্যোতিঃস্নাত মূর্তিমতী ঊষা-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুক্লিমা (বিশেষ্য) শুক্লত্ব; শ্বেতত্ব। {(তৎসম বা সংস্কৃত) শুক্র>শুক্ল}