Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word শুনা, শুনানো Bengali definition ⇒ শোনা
 • Bengali Word শুনানি Bengali definition [শুনানি] (বিশেষ্য) বিচারক কর্তৃক বাদী ও প্রতিবাদীর বক্তব্য শ্রবণ। {√শুন্‌+আনি}
 • Bengali Word শুনি, শুনী Bengali definition ⇒ শুন
 • Bengali Word শুনে থ হওয়া Bengali definition [শুনে থ হওয়া] কিছু শুনে অবাক হওয়া। {শুন্‌+আ+থ+হওয়া}
 • Bengali Word শুনো, শুন Bengali definition [শুনো] (বিশেষণ) শুকনো; শুষ্ক (নিম্নে আমার শুনো বালুচরে তোমার চরণ-রেখা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শূন্য/শুষ্ক>}
 • Bengali Word শুবা, সুবা Bengali definition [শুবা] (বিশেষ্য) প্রদেশ (সুবা বাংলার নবাব)। {(আরবি) সূবাহ}
 • Bengali Word শুভ Bengali definition [শুভো] (বিশেষ্য) ১ মঙ্গল; কল্যাণ। ২ সৌভাগ্য। □ (বিশেষণ) ১ মঙ্গলজনক; কল্যাণদায়ক। শুভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভকর্মা (বিশেষণ) ভাগ্যবান। শুভক্ষণ (বিশেষ্য) ১ কল্যাণ বা মঙ্গলজনক কাল। ২ সময়; সুযোগ; উত্তম সময়; সুবিধা। ৩ অনুকূল মুহূর্ত। শুভগ্রহ (বিশেষ্য) ১ (জ্যোতিষ শাস্ত্র) শুভদায়ক বা সুসময়সূচক গ্রহ। ২ যে গ্রহ জাতকের জন্য মঙ্গলজনক। শুভঙ্কর (বিশেষণ) মঙ্গলজনক; কল্যাণকর (হে বরদ শুভঙ্কর হে সুন্দর শিব-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) “শুভঙ্কর” নামক গণিত শাস্ত্রের রচয়িতা। শুভঙ্করী, শুভংকরী (বিশেষণ) স্ত্রী ১ মঙ্গলকারিণী; কল্যাণদায়িনী। □ (বিশেষ্য) হিন্দুমতে দুর্গাদেবী (পূজি তারে শুভঙ্করী যিনি শঙ্করী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ শুভঙ্কর-রচিত গণিতবিষয়ক গ্রন্থ। শুভদ (বিশেষণ) কল্যাণকারী; মঙ্গলকারী (তুমি একদিন শুভদ শারদ প্রাতে মালতী শেফালি তুলে দিলে মোর হাতে-মোহিতলাল মজুমদার)। শুভদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভদৃষ্টি (বিশেষ্য) ১ কল্যাণকর দৃষ্টি। ২ সুনজর; বিবাহকালে বর-কন্যার পরস্পরকে মুখদর্শন (এইভাবেই আমাদের শুভদৃষ্টি হল-রশিদ করিম)। শুভাকাঙ্ক্ষা, শুভানুধ্যান (বিশেষ্য) কল্যাণ কামনা; হিতকামনা। শুভাকাঙ্ক্ষী(-ক্ষিন্‌), শুভানুধ্যায়ী (-য়িন), শুভার্থী(-র্থিন্‌) (বিশেষণ) কল্যাণকামী; হিতকামী। শুভাকাঙ্ক্ষিণী, শুভানুধ্যায়িনী, শুভার্থিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভাগমন (বিশেষ্য) ১ মঙ্গলজনক আগমন; যে আগমনে মঙ্গল হয়। ২ (ব্যঙ্গার্থ) অবাঞ্ছিত ব্যক্তির আগমন বা উপস্থিতি (পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বাহাদুরের মুভাগমন হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুভার্থী (-র্থিন্‌) (বিশেষণ) কল্যাণকামী; হিতকামী। শুভানন (বিশেষণ) সুন্দর ও মঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। শুভাননা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভানুষ্ঠান (বিশেষ্য) মাঙ্গলিক কর্ম। শুভাশীর্বাদ, শুভাশিস (বিশেষ্য) মঙ্গলকামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ (বিশেষ্য) মঙ্গল ও অমঙ্গল; হিতাহিত; ভালো ও মন্দ। {(তৎসম বা সংস্কৃত) √শুভ্‌+অ(ক)}
 • Bengali Word শুভ্র Bengali definition [শুব্‌ভ্রো] (বিশেষণ) ১ সাদা; শ্বেত; শুক্ল; ধবল; নির্মল। সমুজ্জল এ তাজমহল-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুভ্রা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভ্রতা, শুভ্রত্ব বি। শুভকেশ (বিশেষণ) পাকাচুলওয়ালা; পক্বকেশবিশিষ্ট। □ (বিশেষ্য) ১ সাদা রংযুক্ত হওয়ার অবস্থা; শ্বেতত্ব। ২ পবিত্রতা। শুভ্রমৌলি (বিশেষণ) সাদামুকুটযুক্ত (পাষাণ শুভ্র হিমালয় চূড়ে শুভ্রমৌলি তুষারময়-কাজী নজরুল ইসলাম)। শুভ্রাংশু (বিশেষ্য) ১ যার কিরণ শুভ্র। ২ চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √শুভ্‌+র(রক্)}
 • Bengali Word শুমার, শুমারি, সুমার Bengali definition [শুমার্‌, শুমারি, সুমার্‌] (বিশেষ্য) ১ গণনা; ইয়ত্তা; সংখ্যা (আদমশুমারি)। ২ সমষ্টিবদ্ধ; মোট (সাজিয়া সুমার হৈল নবলক্ষ সেনা-ঘনরাম চক্রবর্তী)। শুমারনবিশ, শুমারনবীশ (বিশেষণ) গণনকারী; হিসাবরক্ষক (সুমারনবিশ পাইক বরকন্দাজ যে পারে সেই মোচড় দিয়ে দু পয়সা আদায় করে নেয়-প্রথম চৌধুরী)। {(ফারসি) শুমার}
 • Bengali Word শুম্ভনিশুম্ভ Bengali definition [শুম্‌ভোনিশুম্‌ভো] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণোক্ত শুম্ভ ও নিশুম্ভ নামের দুই দৈত্য। ২ দেবী দুর্গার সঙ্গে যুদ্ধে নিহত অসুর ভ্রাতৃদ্বয়। {(তৎসম বা সংস্কৃত) শুম্ভ+নিশুম্ভ}
 • Bengali Word শুরু Bengali definition [শুরু] (বিশেষ্য) ১ আরম্ভ; সূচনা; সূত্রাপাত (যাত্রা হলো শুরু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মূল; গোড়া। {(আরবি) শুরু}
 • Bengali Word শুরুয়া Bengali definition [শুরুয়া] (বিশেষ্য) ১ ঝোল; রসা। ২ মাংস ইত্যাদির ক্বাথ। {(ফারসি) শোরবা}
 • Bengali Word শুলকানো Bengali definition [শুল্‌কানো] (ক্রিয়া) জ্বালানো; প্রজ্বলিত করা (আগুন শুলকে দেওয়া)। {(হিন্দি) সুলকানা>}
 • Bengali Word শুলফা, শুলফো Bengali definition [শুল্‌ফা, শুল্‌ফো] (বিশেষ্য) মৌরিজাতীয় একপ্রকার সুগন্ধি শাক; এর ফল। {(তৎসম বা সংস্কৃত) শতপুষ্প>}
 • Bengali Word শুলুক-সন্ধান Bengali definition [শুলুক্‌শন্‌ধান্‌] (বিশেষ্য) ১ কায়দা-কৌশল। ২ খোঁজ-খবর; অন্ধি-সন্ধি (না হলে শিল্পের আগাগোড়া তার পাবার শুলুক-সন্ধান সমস্তই চোখে পড়তো আমাদের-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) সুলূক+ (তৎসম বা সংস্কৃত) সন্ধান}
 • Bengali Word শুল্ক Bengali definition [শুল্‌কো] (বিশেষ্য) ১ বিভিন্ন আমদানি-রপ্তানি পণ্যের উপর স্থাপিত কর বা মাশুল; duty। ২ কর; tax। ৩ বিবাহের পণ; যৌতুক। ৪ মূল্য। শুল্কোদ্ধরণিক (বিশেষ্য) ‍শুল্ক আদায়কারী কর্মচারী (কিন্তু ভদ্র, শুল্কদ্ধরণিকের ন্যায় প্রাপ্য অর্পণ করিয়াছে সত্য-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √শুল্ক্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word শুশুক Bengali definition [শুশুক্‌] (বিশেষ্য) মৎসাকার স্তন্যপায়ী জলজন্তুবিশেষ; শিশুক; শিশুমার (শুশুকগুলো এক একবার ভেসে ভেসে উঠতেছে-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) শিশুক>}
 • Bengali Word শুশুনি, শুশনি, শুষনি Bengali definition [শুশুনি, শুশ্‌নি, শুষনি] (বিশেষ্য) পানির ধারে জাত শাকবিশেষ, যা রেঁধে খাওয়া যায় (শুশুনি শাক খাওয়ার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সুনিষণ্নক>}
 • Bengali Word শুশ্রূষা Bengali definition [শুস্‌স্রুশা] (বিশেষ্য) ১ পরিচর্যা বা সেবা। ২ (সংস্কৃতে) শোনার ইচ্ছা। শুশ্রূষাকারিণী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সেবিকা; নার্স। শুশ্রূষাকারী(-রিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) (পুংলিঙ্গ)। শুশ্রূষু (বিশেষণ) ১ সেবা করতে ইচ্ছুক। ২ পরিচালক। ৩ (সংস্কৃতে) শুনতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) √শ্রূ+স(সন্‌)+অ+আ(টাপ্‌)}
 • Bengali Word শুষা, শুষানো Bengali definition ⇒ শোষা
 • Bengali Word শুষির, সুষির Bengali definition [শুশির্‌] (বিশেষ্য) ১ অগ্নি। ২ ছিদ্র; রন্ধ্র। ৩ ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্র। ৪ ছিদ্রযুক্ত। ৫ ঝাঁজরা। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্‌/√সুষ্‌+ইর(কিরচ্‌)}
 • Bengali Word শুষ্ক Bengali definition [শুশ্‌কো] (বিশেষণ) ১ শুকনা; শোষিত হয়েছে এমন। ২ নীরস; রসশূন্য। ৩ আকর্ষণহীন। ৪ বিরস; মলিন; বিষণ্ন; কর্কশ; খরখরে (শুষ্ক স্বর)। শুষ্কতা বি। শুষ্কজলা (বিশেষ্য) যে পুকুর বা দিঘির পানি শুকিয়ে গেছে (শুষ্ক জলা দিঘির পাড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্‌+ত(ক্ত)}
 • Bengali Word শুয়া Bengali definition ⇒ শোয়া
 • Bengali Word শুয়ার, শুয়োর Bengali definition [শুয়ার্‌, শুয়োর] (বিশেষ্য) ১ শূকর; বরাহ। ২ গালিবিশেষ। শুয়ারের বাচ্চা (বিশেষ্য) গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শূকর>}
 • Bengali Word শূক Bengali definition [শুক্‌] (বিশেষ্য) ১ শস্যাদির সূক্ষ্ম তীক্ষ্ণ আগা; শুঁয়া। ২ অপরিণত অবস্থায় প্রজাপতি। শূককীট (বিশেষ্য) শুঁয়াপোকা। শূকধান্য (বিশেষ্য) গম প্রভৃতি যে সব শস্য শুঁয়াবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √শো>}
 • Bengali Word শূকর Bengali definition [শুকর্‌] (বিশেষ্য) শুয়ার; বরাহ। শূকরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শূক+√রা+অ(ক)}
 • Bengali Word শূদ্র Bengali definition [শুদ্‌দ্রো] (বিশেষ্য) ১ হিন্দু সম্প্রদায়বিশেষ; হিন্দু চতুর্বর্ণের চতুর্থটি। শূদ্রা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রজাতীয় রমণী। শূদ্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রের পত্নী। শূদ্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রজাতীয় রমণী বা শূদ্রের পত্নী। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌+র(রক্‌)}
 • Bengali Word শূনো (মধ্যযুগীয় বাংলা) শূন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুনো] (বিশেষণ) খালি; শূন্য (মাসের পঞ্চমী কি মোর গুণ কামপুরে মোর হইল শূন-কাজী দৌলত, জনহীন শূনো মাঠ-মহীউদ্দিন)। {(তৎসম বা সংস্কৃত) শূন্য>}
 • Bengali Word শূন্য Bengali definition [শুন্‌নো] (বিশেষ্য) ১ ‘০’ এই চিহ্ন; zero; রিক্ততাসূচক চিহ্ন। ২ আকাশ। ৩ অস্তিত্বশূন্য; অনস্তিত্ব; অবিদ্যমানতা। ৪ অভাব; অনটন। □ (বিশেষণ) ১ রিক্ত; বিহীন; রহিত (জনশূন্য)। ২ খালি; ফাঁকা; যাতে কিছু নাই (শূন্য কলসি)। শূন্যকুম্ভ (বিশেষ্য) ১ খালি বা জলহীন কলসি। ২ (আলঙ্কারিক) বস্তুহীন; অসার। শূন্যগর্ভ (বিশেষণ) অভ্যন্তরে কিছু নেই এমন; ফাঁপা। □ (বিশেষ্য) শূন্যতা। শূন্যতাপূরণ (বিশেষ্য) ফাঁকা জায়গা পূর্ণ করা। শূন্যদৃষ্টি (বিশেষ্য) উদাস চাউনি। শূন্যপথ (বিশেষ্য) আকাশরূপ পথ। শূন্যবাদ (বিশেষ্য) শূন্যই একমাত্র সত্য এবং তা থেকেই উৎপত্তি ও বিনাশ-এই মত; নাস্তিকতা; বৌদ্ধমত। শূন্যময় (বিশেষণ) ফাঁকা; খালি; লোকজন বা অন্য কিছু নেই এমন। {(তৎসম বা সংস্কৃত) শ্বন্‌+য(যৎ)}
 • Bengali Word শূপকার Bengali definition ⇒ সূপকার