Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শোকর, শুকুর, শুকর, শোকর Bengali definition [শোকর্‌, শকুর্‌, শুকর্‌, শোকর্‌] (বিশেষ্য) কৃতজ্ঞতা; প্রশংসা; তৃপ্তি বা তুষ্টি প্রকাশ ও তার জন্যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন (শোকর করি খোদা পাকের)। শোকরানা (বিশেষ্য) ১ কৃতজ্ঞতা (শোকরানা নামাজ)। ২ আনন্দের বা সুখের কারণ ঘটলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ (হামিদা স্বামীদর্শনে মৃতদেহে প্রাণ পাইল এবং দুই রেকাত শোকরানার নামাজ আদায় করিল-নজিবর রহমান)। {(আরবি) শুক্‌র}
  • Bengali Word শোচন, শোচনা Bengali definition [শোচোন্‌, শোচনা] (বিশেষ্য) শোক; অনুতাপ বা বিলাপ; অনুশোচনা (কষ্ট পাইলে মহাজনে না করে শোচন-সৈয়দ আলাওল)। শোচনীয়, শোচ্য (বিশেষণ) শোকের যোগ্য বা উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌+অন(ল্যুট্‌), আ(টাপ্‌)}
  • Bengali Word শোচিত Bengali definition [শোচিতো] (বিশেষণ) শোক করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word শোচ্য Bengali definition ⇒ শোচন
  • Bengali Word শোণ Bengali definition [শোন্‌] (বিশেষ্য) ১ রক্তবর্ণ; লাল রং। ২ রক্ত। ৩ একটি নদীর নাম; শোণনদ। ৪ অগ্নি। ৫ লোহিত বর্ণযুক্ত। শোণা, শোণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শোণিমা(-মন্‌) (বিশেষ্য) রক্তিমা; লাল আভা; লালিমা; লালচে (পশ্চিম দিগন্তব্যাপী শোণিমার নীবর একটি নির্ঝর আকাশ থেকে পৃথিবীর উপর পর্যন্ত নেমেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শোণ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word শোণিত Bengali definition [শোনিতো] (বিশেষ্য) রক্ত; লোহিত; লহু; রুধির। শোণিতধারা, শোণিতপ্রবাহ (বিশেষ্য) রক্তের স্রোত। শোণিতপুঞ্জ (বিশেষ্য) পুঞ্জীভূত বা স্তূপীকৃত রক্ত (সেই মাংস শোণিতপুঞ্জে পরিণত হইয়াছিল-গিরিশ চন্দ্র সেন)। শোণিতমোক্ষণ (বিশেষ্য) ১ রক্ত বের করে দিয়ে চিকিৎসা। ২ রক্তস্রাব। শোণিতরঞ্জিত, শোণিতাক্ত (বিশেষণ) রক্তমাখা। শোণিতশোষণ (বিশেষ্য) ১ রক্ত শুষে নেওয়া। ২ (আলঙ্কারিক) অন্যায় দাবি আদায়; অন্যায়ভাবে উৎপীড়নের দ্বারা অর্থ আদায়। {(তৎসম বা সংস্কৃত) শোণ+ইত(ইতচ্‌)}
  • Bengali Word শোণিমা, শোণী Bengali definition ⇒ শোণ
  • Bengali Word শোথ Bengali definition [শোথ্‌] (বিশেষ্য) ১ স্ফীতিরোগ। ২ দেহে পানির সঞ্চার হেতু ফোলা রোগ; dropsy (এই পায়ে একটু শোথ দেখা দিয়াছে-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) √শু(বৃদ্ধি)+থ(থন্‌)}
  • Bengali Word শোদন Bengali definition [শোধোন্‌] (বিশেষ্য) ১ নির্দোষকরণ; শুদ্ধিসম্পাদন (জলশোধন, চরিত্রশোধন)। ২ ভুল দূরীকরণ; সংশোধন। ৩ ঋণ পরিশোধ। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word শোধ Bengali definition [শোধ্‌] (বিশেষ্য) ১ ঋণাদি প্রত্যর্পণ; পরিশোধকরণ (শোধ করা)। ২ অপরাধহেতু প্রতিফল; প্রতিশোধ। ৩ পবিত্রকরণ; শোধন; শুদ্ধি। শোধ করা, শোধ দেওয়া (ক্রিয়া) ঋণ পরিশোধ করা; দেনা মেটানো। শোধ নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ বা প্রতিহিংসা গ্রহণ করা; দাদ তোলা। শোধবোধ (বিশেষ্য) ১ উপযুক্ত বা সমান প্রতিহিংসা গ্রহণ; সমপরিমাণ প্রতিফল প্রদান। ২ পরিশোধ। নিষ্পত্তি। শোধ যাওয়া (ক্রিয়া) পরিশোধ হওয়া। জন্মের শোধ (ক্রিয়াবিশেষণ) জন্মের মতো; চিরদিনের বা শেষবারের মতো। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word শোধক Bengali definition [শোধোক্‌] (বিশেষণ) ১ শোধন করে এমন; সংস্কারক। ২ পাবক। {(তৎসম বা সংস্কৃত) শুধ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word শোধনী Bengali definition [শোধোনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সম্মার্জনী; ঝাঁটা। □ (বিশেষণ) শুদ্ধিকারিকা; পরিমার্জন করে এমন। {(তৎসম বা সংস্কৃত) শোধন+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word শোধনীয়, শোধ্য Bengali definition [শোধোনিয়ো, শোদ্‌ধো] (বিশেষণ) ১ শোধনের যোগ্য বা উপযুক্ত। ২ শোধ করতে হবে এমন। শোধিত (বিশেষণ) শোধন করা হয়েছে এমন; শোধ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+ই(ণিচ্‌)+অনয়ি(অনীয়র্‌), য(যৎ)}
  • Bengali Word শোধরানো, শুধরানো, শুধরনো Bengali definition [শোধ্‌রানো, শুধরানো, শুধরনো] (ক্রিয়া) সংশোধন করা; সংশোধিত হওয়া (চরিত্র কিছুটা শোধরানো গেছে), আরোগ্য লাভ করা; সুস্থ হওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) ‍উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শুধরা+আনো, -অনো}
  • Bengali Word শোধা, শুধা ১ Bengali definition [শোধা, শুধা] (ক্রিয়া) পরিশোধ করা; ঋণাদি প্রত্যর্পণ করা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word শোধিত, শোধ্য Bengali definition ⇒ শোধনীয়
  • Bengali Word শোনা, শুনা Bengali definition [শোনা, শুনা] (ক্রিয়া) শ্রবণ করা; কর্ণগোচর করা; পালন করা বা মান্য করা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। □ (বিশেষণ) শ্রুত (শোনা কাহিনী)। শোনা কথা (বিশেষ্য) শ্রুত কথা; যে ঘটনা কেবল লোকমুখে শ্রুত হয়েছে কিন্তু তা সত্য কিনা জানা নেই। কথা শোনা (ক্রিয়া) আদেশাদি পালন করা বা মান্য করা; ভর্ৎসনা-বাক্য শ্রবণ করা; তিরস্কৃত হওয়া। শুনানো, শোনানো (ক্রিয়া) শ্রবণ করানো; পালন করানো বা মান্য করানো; অপ্রিয় কথা বলা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) শ্রবণ করানো হয়েছে এমন। শুনে থ হওয়া (ক্রিয়া) কিছু শুনে অবাক হওয়া। কথা শুনানো/শোনানো (ক্রিয়া) আদেশাদি পালন করানো বা মান্য করানো; ভর্ৎসনা করা। {(তৎসম বা সংস্কৃত) শ্রু>}
  • Bengali Word শোভন Bengali definition [শোভোন্‌] (বিশেষণ) ১ সুন্দর; মনোজ্ঞ; দীপ্ত। ২ শোভাযুক্ত; মানানসই। শোভনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শোভনীয় (বিশেষণ) শোভা পাওয়ার যোগ্য; শোভন। শোভনীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শুভ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word শোভমান Bengali definition [শোভোমান্‌] (বিশেষণ) শোভা পাচ্ছে এমন; সুন্দর-রূপে বিরাজমান। শোভমানা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শুভ্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word শোভা Bengali definition [শোভা] (বিশেষ্য) কান্তি; দীপ্তি; ঔজ্জ্বল্য; মাধুরী; সৌন্দর্য; সৌষ্ঠব; বাহার (শোভাবর্ধন)। শোভাকর (বিশেষণ) শোভাদানকারী। শোভাপাওয়া (ক্রিয়া) ১ সৌন্দর্য বিস্তার করা; শোভিত হওয়া। ২ মানানো; ভালো দেখানো (ধনীর সকলই শোভা পায়)। শোভাময় (বিশেষণ) শোভাপূর্ণ। শোভা-ময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শোভাযাত্রা (বিশেষ্য) বহু লোকের সমারোহের সঙ্গে একত্রে যাত্রা বা গমন; মিছিল; procession। যাত্রী(-ত্রিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) মিছিলের সঙ্গে গমনকারী; শোভাযাত্রায় যোগদানকারী। শোভাশূন্য, শোভাহীন (বিশেষণ) ১ সৌন্দর্যশূন্য। ২ সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশশূন্য। শোভিত (বিশেষণ) শোভাপূর্ণ; ভূষিত। শোভিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শোভী(-ভিন্‌) (বিশেষণ) ১ শোভা দান করে এমন। ২ শোভাপূর্ণ; মনোহর; মনোজ্ঞ; সুন্দর। শোভিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শুভ+অ(অঙ্‌)}
  • Bengali Word শোভাঞ্জন Bengali definition [শোভান্‌জন্‌] (বিশেষ্য) শজিনার গাছ; শজিনা; horse-radish (শোভাঞ্জন জটাধর-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শোভা+√জন্‌+অ(অচ্‌)}
  • Bengali Word শোর, সোর Bengali definition [শোর্‌] (বিশেষ্য) উচ্চরব; কোলাহল; চিৎকার; চেচাঁমেচি (শোর ওঠে জোরে-কাজী নজরুল ইসলাম)। শোরগোল, সোরগোল, শোরশার (বিশেষ্য) হৈচৈ; তীব্র গোলমাল; গণ্ডগোল; চিৎকার (রাত ভোর শোরগোল দিল খোশ খেয়ালি-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) শোর}
  • Bengali Word শোরা Bengali definition [শোরা] (বিশেষ্য) যবক্ষার; লবণজাতীয় পদার্থ। {(ফারসি) শোরহ}
  • Bengali Word শোল Bengali definition [শোল্‌] (বিশেষ্য) একপ্রকার মাছ। {(তৎসম বা সংস্কৃত) শকুল>}
  • Bengali Word শোলা Bengali definition ⇒ সোলা
  • Bengali Word শোষ Bengali definition [শোশ্‌] (বিশেষ্য) ১ শুষ্কতা; রসশূন্যতা (মুখ শোষ)। ২ পিপাসা। ৩ যক্ষ্মারোগ। ৪ নালি ঘা। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্‌+ণিচ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word শোষক Bengali definition [শোশোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) শোষণকারী; শোষণ করে এমন; যে বা যারা অন্যায়ভাবে অপরের ধনসম্পত্তি হস্তগত করে; যে নিজের লাভের জন্য অন্যকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word শোষণ Bengali definition [শোশোন্‌] (বিশেষ্য) ১ রসাকর্ষণ। ২ শুষ্কীকরণ; পানি বা অন্য কোনো তরল শুষে নেওয়া; অপরের ধন-সম্পদ অন্যায়ভাবে হস্তগত করা। শোষিত (বিশেষণ) শোষণ করা হয়েছে এমন; রস আকর্ষণ করে নীরস করা হয়েছে এমন; বঞ্চিত। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word শোষা, শুষা (কথ্য) Bengali definition [শোশা, শুষা] (ক্রিয়া) রস জল ইত্যাদি তরল পদার্থ টেনে নেওয়া বা টেনে নিয়ে আত্মসাৎ করা বা পান করা; শুষ্ক করা; আদায় করে আত্মসাৎ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। শোষী(-ষিন্‌) (বিশেষণ) শুষ্ককারক (অমৃত এনে দিয়েছি প্রাণ পরান শোষী দুঃখ-সত্যেন্দ্রনাথ দত্ত)। শোষানো, শুষানো (ক্রিয়া) শোষণ করানো। শুষী, শোষী(-ষিন্‌) (বিশেষণ) শুষ্ককারক। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word শোষিত Bengali definition ⇒ শোষণ