Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শিশু ২ Bengali definition [শিশু] শিংশপা বৃক্ষ; ঐ বৃক্ষের কাঠ; শিশুগাছ। {(তৎসম বা সংস্কৃত) শিংশপা>}
  • Bengali Word শিশুক, শিশুমার Bengali definition [শিশুক্‌, শিশুমার্‌] (বিশেষ্য) জলজন্তুবিশেষ; শুশুক (সেইখানে শিশুক ফেরে তাড়াইয়া মাছ-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) শিশু+ক(কন্‌); √মারি+অ(অণ)}
  • Bengali Word শিশুপাল Bengali definition [শিশুপাল্‌] (বিশেষ্য) কৃষ্ণ কর্তৃক নিহত চেদিবংশীয় রাজাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শিশু+√পালি+অ(অণ্‌)}
  • Bengali Word শিষ, শীষ, শীস Bengali definition [শিশ্‌] (বিশেষ্য) ১ শস্যমঞ্জরি; ধান্যাদির শীর্ষ (পাকা ধানের শীষ-হাবীবুর রহমান)। ২ দীপশিখা (পিছনের শিষ কালো মুখ আলো দেয় মিটমিট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শীর্ষ>}
  • Bengali Word শিষ্ট Bengali definition [শিশ্‌টো] (বিশেষণ) ১ শান্ত; ভদ্র; বিনীত (মুখের ভাব শিষ্ট অতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুশীল; সুবোধ। ৩ নীতিযুক্ত; সুনীতিসম্পন্ন। ৪ শিক্ষিত। ৫ মার্জিত; cultured। শিষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শিষ্টতা (বিশেষ্য) ভদ্রতা; নম্রতা; বিনয়। শিষ্টাচার (বিশেষ্য) ভদ্র ব্যবহার; নম্র আচরণ। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+ত(ক্ত)}
  • Bengali Word শিষ্য Bengali definition [শিশ্‌শো] (বিশেষ্য) ১ ছাত্র। ২ চেলা; সাগরেদ। ৩ কারও মত অনুসারে চলে যে; ভক্ত। শিষ্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শিষ্যত্ব (বিশেষ্য) শিষ্যের ভাব বা পদ। গুরুশিষ্য-পরম্পরা (বিশেষ্য) গুরু থেকে শিষ্যে সংক্রমিত হওয়ার ধারা। মন্ত্রশিষ্য (বিশেষ্য) দীক্ষা গ্রহণ করে যে গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছে। {(তৎসম বা সংস্কৃত) √শাস্‌+য(ক্যপ্‌)}
  • Bengali Word শিস Bengali definition [শিশ্‌] (বিশেষ্য) ১ ঠোঁট ও জিহ্বার সাহায্যে বংশীধ্বনির ন্যায় যে ধ্বনি উৎপন্ন হয় (আনমনে শিষ দিয়ে ডাকি-মোঃ মাহফুজউল্লাহ)। ২ সিটি দেওয়া। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word শিহরণ, শিহরন Bengali definition [শিহোরোন্‌] (বিশেষ্য) ১ রোমাঞ্চ। ২ কম্পন। {(তৎসম বা সংস্কৃত) শিহর+অন(ল্যুট্‌)}
  • Bengali Word শিহরা Bengali definition [শিহোরা] (ক্রিয়া) ১ শিউরে ওঠা; গায়ে কাঁটা দেওয়া; রোমাঞ্চিত হওয়া। ২ কাঁপা; কম্পিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) শিহর+ (বাংলা) আ}
  • Bengali Word শিহরানো, শিউরানো Bengali definition [শিহরানো] (ক্রিয়া) ১ রোমাঞ্চিত হওয়া বা করা; শিউরে ওঠা; গায়ে কাঁটা দেওয়া। ২ কাঁপা বা কাঁপানো। {(তৎসম বা সংস্কৃত) শিহর+ (বাংলা) আনো}
  • Bengali Word শিহরিত Bengali definition [শিহোরিতো] (বিশেষণ) রোমাঞ্চিত। {(তৎসম বা সংস্কৃত) শিহর+ত(ক্ত)}
  • Bengali Word শিহালা Bengali definition [শিহালা] (বিশেষ্য) শেওলা; জলজ উদ্ভিদ (গুরুজন জ্বালা জলের শিহালা পড়সী জীয়ল মাছে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শৈবাল>শেওলা>}
  • Bengali Word শিয়র Bengali definition [শিয়র্‌] (বিশেষ্য) ১ শয়নকারীর মাথার দিক; শিথান (শয়ন শিয়রে প্রদীপ নিবেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) নিকটবর্তী। শিয়রে শমন (বিশেষণ) মরণ ঘনিয়ে এসেছে এমন; মৃত্যু নিকটে এমন। {(তৎসম বা সংস্কৃত) শিখর>}
  • Bengali Word শিয়া, শী’আ Bengali definition [শিয়া] (বিশেষ্য) ১ মুসলমান সম্প্রদায়বিশেষ। ২ এই সম্প্রদায়ের মতে হজরত আলী (বা.) হলেন হজরত মুহম্মদের (সা.) অব্যবহিত খলিফা (শিয়ারা তাকে ভাবত সুন্নি-আনিসুজ্জামান)। ৩ দল; হজরত আলরি দলভুক্তগণ। {(আরবি) সি’আহ}
  • Bengali Word শিয়াকুল Bengali definition [শিয়াকুল] (বিশেষ্য) বন্য কাঁটাগাছবিশেষ; ক্ষুদ্রাকার বন্যফুলের গাছ বা তার ফল। {(তৎসম বা সংস্কৃত) শৃগালকেলি>}
  • Bengali Word শিয়ান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শিয়ান্‌] (বিশেষ্য) বাজ পাখি (আসি তাড়া দিলেক শিয়ান-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) শ্যেন>}
  • Bengali Word শিয়াল Bengali definition [শিয়াল্‌] (বিশেষ্য) শৃগাল; শিবা। শিয়াল কাঁটা (বিশেষ্য) কাঁটাগাছ বিশেষ। শিয়ালের যুক্তি যে যুক্তি পালন করা অসম্ভব জেনেও গৃহীত বা প্রদত্ত হয়্ সব শিয়ালের এক রা-সমদলভুক্ত সকল ব্যক্তিরই একই রকম মত বা আচরণ। শিয়াল পণ্ডিত (বিশেষ্য) (রূপকথা থেকে) যে ব্যক্তি মূর্খ কিস্তু অতি চতুর। শিয়াল ফাঁকি (বিশেষ্য) ১ মৃত্যুর ভান করে প্রতারণা। {(তৎসম বা সংস্কৃত) শৃগাল>}
  • Bengali Word শীকর Bengali definition [শিকর্‌] (বিশেষ্য) ১ বাতাসে বাহিত জলকণা। ২ পানির বিন্দু (সেই শীকর-শীতল নিভৃত গৃহের মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শীক্‌+অর(অরক্‌)}
  • Bengali Word শীগ্‌গির, শিগ্‌গীর Bengali definition ⇒ শীঘ্র
  • Bengali Word শীঘ্র, শিগগির, শিগ্‌গীর Bengali definition [শিগ্‌ঘ্রো, শিগ্‌গির, শিগ্‌গীর] (ক্রিয়াবিশেষণ) সত্বর; ত্বরায়; আশু; ক্ষিপ্র; অবিলম্বে; দ্রুত; তাড়াতাড়ি। □ (বিশেষণ) ত্বরিত; দ্রুত। শীঘ্রগতি, শীঘ্রগামী (বিশেষণ) দ্রুদগামী। শীঘ্রতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) √শিঘ্‌+র(রক্‌)}
  • Bengali Word শীত Bengali definition [শিত্‌] (বিশেষ্য) ১ পৌষ ও মাঘ মাস। ২ শীতকাল; হিমঋতু। ৩ পানি। ৪ কর্পূর। ৫ ঠাণ্ডাবোধ; শীতলতা; শৈত্য। □ (বিশেষণ) শীতল; ঠাণ্ডা; হিমেল (শীতচন্দন পঙ্কে-রবীন্দ্রনাথ ঠাকুর)। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত পাওয়া, শীত লাগা (ক্রিয়া) ঠাণ্ডা অনুভব করা; শীতে কাতর হওয়া। শীত কাঁটা (বিশেষ্য) শীতার্ত হওয়ার ফলে রোমাঞ্চবিশেষ। শীত কাটা (ক্রিয়া) ১ শীত ঋতু শেষ হওয়া। ২ শীতবোধ দূর হওয়া। শীত কাটানো (ক্রিয়া) শীত ঋতু অতিবাহিত করা; ঠাণ্ডাবোধ দূর করা। শীতকাতুরে (বিশেষণ) ১ ঠাণ্ডা সহ্য করতে অক্ষম। ২ শীতে কাতর হয়ে পড়ে এমন। শীত প্রধান (বিশেষণ) ১ শীতের তীব্রতাযুক্ত; বেশি শীত পড়ে এমন। ২ শীত অনেকদিন থাকে এমন। শীত বস্ত্র (বিশেষ্য) শীত নিবারণ করে এমন পোশাক-পরিচ্ছদ। শীততাপ, শীতাতপ (বিশেষ্য) শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম; শৈত্য ও উষ্ণতা (শীতাতপ ক্ষুধাতৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি-সত্যেন্দ্রনাথ দত্ত)। শীততাপনিয়ন্ত্রিত (বিশেষণ) তাপনিয়ন্ত্রিত ও শোধিত বাতাসে পূর্ণ; তাপানুকূল (কক্ষ, রেলগাড়ি ইত্যাদি); airconditioned। শীতাগম (বিশেষ্য) শীত ঋতুর আগমন। শীতাধিক্য (বিশেষ্য) শীতের তীব্রতা। শীতার্ত, শীতালু (বিশেষণ) ঠাণ্ডায় বা অতিরিক্ত শীতহেতু অসুস্থ বা কাতর বা পীড়িত (খড়ের মধ্যে শীতার্ত কুকুরের মতো কুণ্ডলি পাকিয়ে সে পড়ে রইলো-আলাউদ্দীন আল আজাদ)। শীতোষ্ণ (বিশেষ্য) ঠাণ্ডা ও গরম; শৈত্য ও উষ্ণতা। {(তৎসম বা সংস্কৃত) শীত+অ(অচ্‌)}
  • Bengali Word শীতল Bengali definition [শিতল্‌] (বিশেষণ) ১ শান্ত; ঠাণ্ডা; স্নিগ্ধ (শীতলপাটী পাইয়া তবে শীতল হইল মন-ময়মনসিংহ গীতিকা)। ২ শৈত্যগুণ বিশিষ্ট। ৩ উত্তেজনাশূন্য; উদ্বেগহীন; তৃপ্ত (মনপ্রাণ শীতল হওয়া)। □ (বিশেষ্য) হিন্দুমতে গৃহস্থের মঙ্গল কামনায় প্রদত্ত দেবতার সান্ধ্যা ভোগ (দেবীর শীতল)। শীতলতা (বিশেষ্য)। শীতলপাটি (বিশেষ্য) বেতের তৈরি ঠাণ্ডা ও মসৃন মাদুরবিশেষ (উপরের খোলা ছাদে শীতলপাটি পাতিয়া অপু একা বসিয়াছিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) শীত+ল(লচ্‌)}
  • Bengali Word শীতলা Bengali definition [শিতলা] (বিশেষ্য) ১ হিন্দুমতে বসন্তরোগের অধিষ্ঠাত্রী দেবী। ২ বসন্তরোগ (শীতলায় মারা গেল গোয়ালের গরু-(পূর্ববঙ্গ গীতিকা))। □ (বিশেষণ) শীত বা শৈত্যযুক্ত। শীতলা খোলা, শীতলা তলা (বিশেষ্য) শীতলা পূজার বারোয়ারি স্থান। {(তৎসম বা সংস্কৃত) শীতল+আ(টাপ্‌)}
  • Bengali Word শীতাংশু Bengali definition [শিতাঙ্‌শু] (বিশেষ্য) ১ চন্দ্র; সাদা কিরণ (জ্যোৎস্না) যার। ২ কর্পূর। {(তৎসম বা সংস্কৃত) শীত+অংশু; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word শীতাগম, শীতাতপ, শীতাধিক্য শীতার্ত, শীতলু, শীতোষ্ণ Bengali definition ⇒ শীত
  • Bengali Word শীধু, সীধু Bengali definition [শিধু] (বিশেষ্য) ১ মধু (কেহ শীধু পানে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ ইক্ষুরস থেকে প্রস্তুত মদবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শী/সী+ধু(ধুক্‌)}
  • Bengali Word শীর ১ Bengali definition ⇒ সিল
  • Bengali Word শীর্ণ Bengali definition [শির্‌নো] (বিশেষণ) ১ শরীর শুকিয়ে গেছে এমন। ২ রোগা; কৃশা; ক্ষীণ; পাতলা; দুর্বল। শীর্ণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শীর্ণতা (বিশেষ্য) কৃশতা (সম্বৎসর কাটিয়েছে তারা শীর্ণতার মধ্যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+ত(ক্ত)}
  • Bengali Word শীর্ষ Bengali definition [শির্‌শো] (বিশেষ্য) ১ চূড়া; মস্তক; মাথা; উপরিভাগ। ২ আগা; অগ্রভাগ। ৩ টোপর; মুকুট। ৪ সর্বোচ্চ বা প্রধান স্থান। ৪ ত্রিভুজাদির কোণের প্রান্তবর্তী বিন্দু। শীর্ষক (বিশেষ্য) ১ মাথার খুলি; মস্তকের উপরিভাগ (নাচিল শীর্ষকচূড়া-মাইকেল মধূসূদন দত্ত)। ২ টোপর। ৩ পাগড়ি। ৪ জয়-পরাজয় নিদর্শনপত্র। □ (বিশেষণ) শিরোনামযুক্ত। শীর্ষ-সম্মেলন (বিশেষ্য) বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের সম্মেলন। শীর্ষস্থান (বিশেষ্য) প্রধান স্থান; উপরিভাগ; সর্বোচ্চস্থান। শীর্ষস্থানীয় (বিশেষণ) সর্বোচ্চ; মাথায় অবস্থিত; সর্বশ্রেষ্ঠ। শীর্ষস্থানীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শিরস্‌>}
  • Bengali Word শীল ২ Bengali definition [শিল্‌] (বিশেষ্য) ১ স্বভাব; চরিত্র; আদবকায়দা (শীর যে যাহার অঙ্গ-ভূষণ অঙ্গদ যার বসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বংশ-মর্যাদা; সম্ভ্রম। ৩ সৎস্বভাব। ৪ অজগর। ৫ পদবিবিশেষ। □ (বিশেষণ) যুক্ত; বিশিষ্ট। শীলতা (বিশেষ্য) সদাচার। {(তৎসম বা সংস্কৃত) √শীল্‌+অ(অচ্‌)}