Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শিরান, শিরানা Bengali definition [শিরান্‌, শিরানা] (বিশেষ্য) মস্তকের দিক; শিথান (কবরের শিরানে কার বুকের রক্ত দিয়ে লেখা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শিরঃস্থান>শিরান (শিথান)}
  • Bengali Word শিরালি, শিরালী Bengali definition [শিরালি] (বিশেষ্য) শিলাবৃষ্টি; মন্ত্রবিশারদ। ২ একশ্রেণির ফকির, এরা শিঙ্গা বাজিয়ে ভিক্ষা করে (কোন শিরালীর বিষাণ বাজে বৃষ্টি শিল তুফান রোলে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) শিলা+ (বাংলা) রি>}
  • Bengali Word শিরি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শিরি] (বিশেষ্য) শ্রী; সৌন্দর্য; শোভা (শিরি আঙ্গুরী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ম্রী>}
  • Bengali Word শিরিন, শিরীন Bengali definition [শিরিন্‌] (বিশেষণ) মিষ্ট; মধুর (সুর বেঁধে বীণ সারেঙ্গীতে খুবসে শিরীন শরাব পিয়ো-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শীরীন}
  • Bengali Word শিরিনজবান, শিরীনজবান Bengali definition [শিরিন্‌জবান্‌] (বিশেষ্য) সুভাষণ; মিষ্টি ভাষণ (শমসের হতে কমজোর নয় শিরিন জবান জান তুমি-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) মিষ্টভাষী। {(ফারসি) শীরীন+ (ফারসি) জুবান}
  • Bengali Word শিরিশ, শিরিষ ১ Bengali definition [শিরিশ্‌] (বিশেষ্য) সিদ্ধ গলিত শৃঙ্গাদির আঠা। শিরিশ-কাগজ (বিশেষ্য) যে কাগজে সিরিশের সাহায্যে কাঁচচূর্ণ বা বালি লিপ্ত থাকে। এই কাগজ দিয়ে কাঠ সমৃণ করা হয়। {(ফারসি) সিরীশ}
  • Bengali Word শিরীষ ২ Bengali definition [শিরিশ্‌] (বিশেষ্য) এক প্রকার বৃক্ষ যার ফুল কোমল বলে প্রসিদ্ধ (শিরীষের মদির গন্ধ-মাহমুদা খাতুন সিদ্দিকা)। শিরীষ কুসুম (বিশেষ্য) শিরীষ ফুল (শিরীষকুসুম সমীরণ ভরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+ঈ(ঈষন্‌)}
  • Bengali Word শিরোদেশ Bengali definition [শিরোদেশ্‌] (বিশেষ্য) মস্তক; শীর্ষ; শিখর; অগ্রভাগ। শিরোধার্য (বিশেষণ) ১ মস্তকে ধারণীয়। ২ অবশ্য পালনীয় (যে আজ্ঞা করিবেন তাহাই অসন্দিহানচিত্তে শিরোধার্য করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ অতিশয় মান্য। {(তৎসম বা সংস্কৃত) শিরঃ+দেশ}
  • Bengali Word শিরোনাম, শিরোনামা Bengali definition [শিরোনাম্‌, শিরোনামা] (বিশেষ্য) ১ পত্রাদির উপরে লিখিত নামঠিকানা। ২ প্রবন্ধাদির নাম; পত্রিকা বা গণমাধ্যমের প্রধান সংবাদ (সংবাদ শিরোনাম); headline। {(তৎসম বা সংস্কৃত) শিরোনামন্‌>; (ফারসি) সার্‌নামহ}
  • Bengali Word শিরোপা Bengali definition [শিরোপা] (বিশেষ্য) ১ রাজদরবারে (সম্মানার্থে) প্রদত্ত মাথা থেকে পা পর্যন্ত পরিধেয় পোশাক। ২ উষ্ণীয়; পাগড়ি। ৩ (পরিবর্তিত অর্থে) পারিতোষিক; খেতাব; পুরস্কার; চ্যাম্পিয়নশিপ (এমন জরুরী খবর দিলে শিরোপা পাইব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। শিরোপা লড়াই (ক্রিয়া) খেতাবের লড়াই; চ্যাম্পিয়নশিপের যুদ্ধ। {(ফারসি) সর্‌আপা}
  • Bengali Word শিরোমণি, শিরোরত্ন Bengali definition [শিরোমোনি, শিরোরত্‌নো] (বিশেষ্য) ১ মস্তকে ধারণযোগ্য রত্ন; শিরোভূষণ। ২ সংস্কৃত পণ্ডিতের একটি উপাধি। ৩ সর্বপ্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) শিরঃ+মণি, রত্ন; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word শিরোরূহ Bengali definition [শিরোরুহো] (বিশেষ্য) মাথার চুল বা কেশ (স্বেদলিপ্ত শিরোরুহমূলে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) শিরঃ+রুহ}
  • Bengali Word শিল ১ Bengali definition [শিল্‌] (বিশেষ্য) ১ মসলাদি বাটার প্রস্তরখণ্ড (শিলনোড়া)। ২ হিমশিলা; করকা (শিল পড়া)। ৩ অস্ত্রাদি তীক্ষ্ণ করার শানপাথর। {(তৎসম বা সংস্কৃত) শিলা>}
  • Bengali Word শিলওয়ার, শলওয়ার, শালওয়ার Bengali definition [শিল্‌ওয়ার, শল্‌ওয়ার, শাল্‌ওয়ার] (বিশেষ্য) ঢিলা পাজামাবিশেষ (শিলওয়ার বানাতে কগজ কাপড় লাগে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) শল্‌ৱার}
  • Bengali Word শিলা Bengali definition [শিলা] (বিশেষ্য) পাথর; করকা; শিলাবৃষ্টি। শিলাজতু (বিশেষ্য) ১ শিলীভূত কৃষ্ণবর্ণ জান্তব পদার্থবিশেষ (মধুমোম আর শিলাজতু খুঁজে পাহাড়ের জঙ্গলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। শিলাপট্ট (বিশেষ্য) ১ মসলা বাটার পাথরের তৈরি পাটা। ২ বাটার কাজে ব্যবহৃত প্রস্তরখণ্ড। শিলাবৃষ্টি (বিশেষ্য) বৃষ্টির সঙ্গে করকাপাত। শিলাময় (বিশেষণ) প্রস্তর-নির্মিত (শিলাময় দ্বার দেব খুলিলা পরশে-মাইকেল মধূসূদন দত্ত)। শিলারস (বিশেষ্য) বৃক্ষবিশেষের সুগন্ধি নির্যাস। শিলারি (বিশেষ্য) মন্ত্র পড়ে যারা শিলাবৃষ্টি প্রতিরোধ করে। শিলালিপি (বিশেষ্য) পাষাণে খোদিত লেখন (আলাউদ্দিন হোসেন শাহের শিলালিপি-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √শিল্‌+অ(ক)+আ(টাপ্‌)}
  • Bengali Word শিলীন্ধ্র Bengali definition [শিলিন্‌ধ্রো] (বিশেষ্য) ১ কলাগাছ। ২ কলাগাছের মোচা। ৩ ব্যাঙের ছাতা। ৪ একপ্রকার গাছ। শিলীন্ধ্রা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শিল্‌+অ(ক)+ঈ(ঙীষ্‌)+√ধৃ+অ(ক)}
  • Bengali Word শিলীন্ধ্রী Bengali definition [শিলিন্‌ধ্রি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ কেঁচো। ২ মৃত্তিকা; মাটি। ৩ ভেকী। ৪ এক প্রকার পক্ষিণী। {(তৎসম বা সংস্কৃত) শিলীন্ধ্র+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word শিলীপদ Bengali definition [শিলিপদো] (বিশেষ্য) গোদ। {(তৎসম বা সংস্কৃত) শিলী+পদ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word শিলীভূত Bengali definition [শিলিভুতো] (বিশেষণ) প্রস্তরীভূত; শিলায় পরিণত। □ (বিশেষ্য) ফসিল। {(তৎসম বা সংস্কৃত) শিলা+ঈ(চ্বি)+√ভূ+ত(ক্ত)}
  • Bengali Word শিলীমুখ Bengali definition [শিলিমুখ্‌] (বিশেষ্য) ১ শর; তীর; বাণ। ২ ভ্রমর। ৩ মৌমাছি (মাতি শিলীমুখবৃন্দ আইল ধাইয়া-মাইকেল মধূসূদন দত্ত)। শিলী(শল্য)+মুখ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word শিলুক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শিলুক্‌] (বিশেষ্য) শ্লোক (শিলুক কত শিখিল-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) শ্লোক>}
  • Bengali Word শিল্ড Bengali definition [শিল্‌ড্‌] (বিশেষ্য) খেলা ইত্যাদির ট্রফি। {(ইংরেজি) shield}
  • Bengali Word শিল্প Bengali definition [শিল্‌পো] (বিশেষ্য) ১ কারুকার্য। ২ কল-কারখানা; industry। ৩ চারুকলা; art। ৪ নির্মাণকলা; রচনা-কৌশল (রবীন্দ্র-কাব্য নির্মাণ-কলা শিল্পোৎকর্ষের চমৎকার নির্দশন)। শিল্পকলা (বিশেষ্য) ১ সুকুমার শিল্প। ২ কারুশিল্প। শিল্পকার (বিশেষ্য), (বিশেষণ) শিল্প কর্মচারী; শিল্পী; কারিগর। শিল্পকৌশল (বিশেষ্য) শিল্পদ্রব্যাদি নির্মাণে দক্ষতা বা নির্মাণের কৌশল। শিল্প বিদ্যালয় (বিশেষ্য) ১ শিল্পকর্ম শিক্ষার বিদ্যালয়। ২ আর্টস্কুল। ৩ ইন্ডাস্ট্রিয়াল স্কুল। শিল্পরূপ (বিশেষ্য) ভাব-ভাষা-ভঙ্গি ও সুষমার সমন্বিত রূপ। শিল্প-রূপায়ণ (বিশেষ্য) অঙ্গে এবং অন্তরে সৌন্দর্য সৃষ্টি। শিল্পশালা (বিশেষ্য) কারখানা। ২ স্টুডিও; industry; studio। শিল্পিক (বিশেষণ) ১ শিল্পী। ২ শিল্পগত। শিল্পী(-ল্পিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) শিল্পকর্মচারী; শিল্পকার; artist। শিল্পোদ্যোগ (বিশেষ্য) কলকারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ বা চেষ্টা। শিল্পোদ্যোক্তা (বিশেষ্য) কলকারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করেন যিনি; entrepreneur। {(তৎসম বা সংস্কৃত) √শীল্‌+প}
  • Bengali Word শিশ, শীস Bengali definition [শিশ্‌] (বিশেষ্য) জনৈক নবির নাম (চলে গেল হাওয়া ‘আদম’ ‘মিশ’ ও ‘নূহ’ নবি জ্বলিয়া নিভিল কত রবি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শীছ}
  • Bengali Word শিশমহল, শীশমহল Bengali definition [শিশ্‌মহোল্‌] (বিশেষ্য) কাচনির্মিত গৃহ (এ যেন বাদশাহজাদার শীশমহলের সুন্দরীদের সাথে লুকোচুরি খেলা-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শীশমহল}
  • Bengali Word শিশা Bengali definition [শিশা] (বিশেষ্য) ১ কাচ। ২ আরশি; আয়না; মুকুর; দর্পণ। {(ফারসি) শীশহ}
  • Bengali Word শিশি Bengali definition [শিশি] (বিশেষ্য) কাচের ছোট বোতল; অতিক্ষুদ্র বোতলাকৃতি কাচাধার। {(ফারসি) শীশহ্‌}
  • Bengali Word শিশির Bengali definition [শিশির্‌] (বিশেষ্য) ১ নীহার; শবনম; হিম। ২ শীতকাল। ৩ তুষার (একটি ধানের শিষের উপর একটি শিশিরবিন্দু-রবীন্দ্রনাথ ঠাকুর)। শিশিরধৌত, শিশিরসিক্ত, শিশিরস্নাত (বিশেষণ) শিশিরে সিক্ত (শিশিরসিক্ত ফুল্ল গোলাপের মত রাজকন্যার সদ্যস্নাত রমণীয়মূর্তি-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত) শিশর+অ(অচ)}
  • Bengali Word শিশু Bengali definition [শিশ্‌নো] (বিশেষ্য) পুংজননেন্দ্রিয়; পুরুষাঙ্গ; লিঙ্গ; পুংলিঙ্গ; উপস্থ। শিশ্নোদরপরায়ণ (বিশেষণ) কামপ্রবৃত্তি ও উদরের তৃপ্তিই একমাত্র লক্ষ্য এমন। □ (বিশেষ্য) গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √মশ্‌(গমন)+ন(নক্‌)}
  • Bengali Word শিশু ১ Bengali definition [শিশু] (বিশেষ্য) ১ অল্পবয়স্ক বালক বা বালিকা; বাচ্চা ছেলে। ২ শাবক; বাচ্চা (ছাগশিশু)। □ (বিশেষণ) অতি অল্পবয়স্ক বা অল্পবয়স্কা (শিশুপুত্র, শিশুকন্যা)। শিশুকাল (বিশেষ্য) বাল্য; শৈশব। শিশুত্ব (বিশেষ্য) শিশুর ভাব; শৈশব; বালকত্ব। শিশুপাঠ (বিশেষ্য) শিশুপাঠ্যগ্রন্থ। শিশুপাঠ্য (বিশেষণ) শিশুদের পাঠোপযোগী। শিশু প্রকৃতি, শিশু স্বভাব (বিশেষণ) শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। □ (বিশেষ্য) শিশুর স্বভাব। শিশুর সাহিত্য (বিশেষ্য) শিশুদের জন্য রচিত সাহিত্য। শিশুসুলভ (বিশেষণ) শিশুতুল্য; শিশুর মতো। শিশু হৃদয় (বিশেষ্য) ১ শিশুর ন্যায় সরল হৃদয়। □ (বিশেষণ) শিশুর ন্যায় সরল অন্তঃকরণবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √শো+উ}