Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লুকোচুরি, লুকাচুরি Bengali definition [লুকোচুরি্‌, লুকাচুরি্‌] (বিশেষ্য) শিশুসুলভ খেলাবিশেষ, এতে একজন পুলিশ সাজে ও অন্যেরা চোর সেজে ধরা না পড়তে চেষ্টা করে। ২ ছাপাছাপি; গোপন রাখা; গোপনীয়তা (চোরের ধর্ম লুকাচুরি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √লুঞ্চ্‌>+ (বাংলা) √লুক্‌+আ=লুকা+চুরি}
  • Bengali Word লুক্কায়িত Bengali definition [লুক্‌কায়িতো] (বিশেষ্য) ১ লুকিয়েছে এমন। ২ প্রচ্ছন্ন; গুপ্ত; অপ্রত্যক্ষ; অগোচর। ৩ গোপনে রক্ষিত। ৪ অদৃশ্য; অন্তর্হিত। {(তৎসম বা সংস্কৃত) √লুক্কায়্‌+ত(ক্ত)}
  • Bengali Word লুঙি ১, লুঙী Bengali definition ⇒ লুঙ্গি
  • Bengali Word লুঙ্গি, লুঙ্গী, লুঙি ২, লুঙী Bengali definition [লুঙ্‌গি, লুঙ্‌গী, লুঙি, লুঙী] (বিশেষ্য) বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ প্রভৃতি দেশের পুরুষদের নিত্যব্যবহার্য্য পরিচিত পোশাক; তহবন; থামি। {বর্মি. লৌঙ্গি>, (ফারসি) লুঙ্গী}
  • Bengali Word লুচি Bengali definition [লুচি] (বিশেষ্য) ঘিয়ে-ভাজা ময়দার পাতলা ও ছোট রুটিবিশেষ; পুরি। {(তৎসম বা সংস্কৃত) লোচিকা>; (তুলনীয়) (হিন্দি) লুচুই; (মালয়ালম) লুচী}
  • Bengali Word লুচ্চা, লোচ্চা Bengali definition [লুচ্‌চা, লোচ্‌চা] (বিশেষ্য) লম্পট; চরিত্রহীন। লুচ্চামি (বিশেষ্য) লম্পটের স্বভাব। {(আরবি) লুস্‌স}
  • Bengali Word লুট, লুট Bengali definition [লুট্‌, লুঠ্‌] (বিশেষ্য) ১ লুণ্ঠন; শক্তিপ্রয়োগে বা বলপূর্বক অপহরণ; ডাকাতি; দস্যুতা। ২ অন্যায়ভাবে গ্রহণ বা আত্মসাৎ (দুহাতে লুট করা)। ৩ (হিন্দু সমাজে প্রচলিত) বিতরণের জন্য দেবতার উদ্দেশে নিবেদিত বাতাসা ভূমিতে ইতস্তত ছড়িয়ে দেওয়া (হরিলুট)। লুটতরাজ, লুটপাট (বিশেষ্য) ব্যাপক লুণ্ঠন; ডাকাতি। {(তৎসম বা সংস্কৃত) √লুট্; √লুণ্ঠ্‌>}
  • Bengali Word লুটা, লুটানো Bengali definition ⇒ লোটা২
  • Bengali Word লুটাতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লুটাতি] (বিশেষ্য) লুণ্ঠনকারী; ডাকাতি (হেদেরে লুঠাবি তোর কোন দেশে ঘর-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) লুণ্ঠতি>}
  • Bengali Word লুটাপুটি, লুটোপুটি Bengali definition [লুটাপুটি, লুটোপুটি] (বিশেষ্য) ১ ভূমিতলে গড়াগড়ি; লুণ্ঠিত হওয়া। ২ অতিরিক্ত উচ্ছলিত হওয়া। লুটাপুটি খাওয়া (ক্রিয়া) মাটিতে পড়ে গড়াগড়ি খাওয়া (হেসে লুটোপুটি খেলেন-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। {(হিন্দি) লোটপোট}
  • Bengali Word লুটেরা, লুটেল Bengali definition ⇒ লুঠেরা
  • Bengali Word লুটেরা, লুঠেল, লুটেরা, লুটেল Bengali definition [লুঠেরা, লুঠেল্‌, লুটেরা, লুটেল্‌] (বিশেষ্য), (বিশেষণ) যে লুট করে; লুণ্ঠনকারী; অপহারক; ডাকাত; লুণ্ঠক (এই পরম স্বর্গকে লুণ্ঠন করতে না পারলে আমাদের বগী বা লুঠেরা নামটাই বৃথা-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) লুট+ (বাংলা) এরা}
  • Bengali Word লুটোপুটি Bengali definition ⇒ লুটাপুটি
  • Bengali Word লুঠ Bengali definition ⇒ লুট
  • Bengali Word লুঠন Bengali definition [লুঠন্‌] (বিশেষ্য) গড়াগড়ি; লুণ্ঠিত হওয়া। লুঠিত (বিশেষণ) গড়াগড়ি দিচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √লুণ্ঠ্‌+অন(ল্যুট্‌)+ত(ক্ত)}
  • Bengali Word লুডো, লুডু Bengali definition [লুডো, লুডু] (বিশেষ্য) ঘুটি দিয়ে ঘর আঁকা কোটে খেলার ব্যবস্থা। {(ইংরেজি) ludu}
  • Bengali Word লুণ্ঠন Bengali definition [লুন্‌ঠন্‌] (বিশেষ্য) ১ লুঠ; লুটপাট; বলপূর্বক অপহরণ; অন্যায়ভাবে আত্মসাৎ করা। ২ গড়াগড়ি দেওয়া। লুণ্ঠক (বিশেষ্য), (বিশেষণ) লুণ্ঠন করে যে; লুণ্ঠনকারী। ২ দস্যু; ডাকাত; চোর; অপহারক। লুণ্ঠিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লুণ্ঠিত (বিশেষণ) ১ বলপূর্বক অপহৃত; ছিনতাইকৃত (লুণ্ঠিত দ্রব্য)। ৩ ভূমিতে পতিত; মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন। লুণ্ঠিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √লুণ্ঠ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word লুণ্ঠিত Bengali definition ⇒ লুণ্ঠন
  • Bengali Word লুণ্ঠ্যমান Bengali definition [লুন্‌ঠোমান্‌] (বিশেষণ) লুণ্ঠিত বা অবলুণ্ঠিত হচ্ছে এমন (আলস্য মন্থর গমনে লুণ্ঠ্যমান চাদরে অন্তঃপুরে যাত্রা করিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √লুণ্ঠ্‌+ই(ণিচ্‌)+মান(শানচ্‌)}
  • Bengali Word লুতা Bengali definition ⇒ লুতা
  • Bengali Word লুন, লুণ Bengali definition [লুন্‌] (বিশেষ্য) লবণ; ক্ষার; নুন (বুকেতে মারিয়া চাবুকের ঘা তাহাতে লুনের ছিটা-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) লবণ>}
  • Bengali Word লুনিয়া, লুণিয়া, নুনিয়া Bengali definition [লুনিয়া, লুণিয়া, নুনিয়া] (বিশেষণ) লবণ ব্যবসায়ী বা প্রস্তুতকারী। {(তৎসম বা সংস্কৃত) লাবণিক>}
  • Bengali Word লুড়া Bengali definition ⇒ নুড়া
  • Bengali Word লুড়ি, লুড়ী, নুড়ি Bengali definition [লুড়ি, লুড়ী, নুড়ি] (বিশেষ্য) উপলখণ্ড; ক্ষুদ্র প্রস্তরখণ্ড। {(তৎসম বা সংস্কৃত) লোষ্ট্র>}
  • Bengali Word লুড়িআঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লুড়িআঁ] (অসমাপিকা ক্রিয়া) লুট করে (লুড়িআঁ সব পসার পাইলোঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ‍লুণ্ঠ্‌>}
  • Bengali Word লেকনীয় Bengali definition [লেখোনিয়ো] (বিশেষণ) ১ লিখনযোগ্য। ২ লেখ্য। ৩ লিখিতব্য। ৪ লিখিত হবে। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্‌+অনীয় (অনীয়র্‌)}
  • Bengali Word লেখা ১ Bengali definition [ল্যাখ্যা] (বিশেষ্য) ১ লিখন। ২ বর্ণবিন্যাস; বিন্যস্ত বর্ন (হাতের লেখা)। ৩ লেখা। ৪ চিহ্ন (ফিকা হইতে গাঢ় লেখায়, সোনার রঙ হইতে ইস্পাতের রঙ্গে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ সংখ্যা (প্রেত ভূত পিশাচের লেখা নহি জানি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word লেখা ২, লিখা Bengali definition [ল্যাখা, লিখা] (ক্রিয়া) ১ বর্ণ সাজানো বা বিন্যাস করা; লিপিবদ্ধ করা। ২ পুস্তকাদি রচনা করা। ৩ পত্রাদি রচনাপূর্বক প্রেরণ করা (আমি তাকে লিখব)। ৪ আঁকা (ভাষা ও পুথির অক্ষর সৃষ্টি হবার পূর্বে গুহাবাসী মানুষ যে সব ছবি লিখলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ উক্ত সকল অর্থে। লিখিত বিণ। লেখাজোখা (বিশেষ্য) ১ হিসাব; গণনা (রুই-কাতলা কত যে তার লেখা-জোখা নাই-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ সংখ্যা ও পরিমাণ। লেখানো (ক্রিয়া) ১ অন্যের দ্বারা লেখার কাজে সম্পাদনা করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। লেখপড়া (বিশেষ্য) ১ বিদ্যাশিক্ষা; বিদ্যাচর্চা; বিদ্যানুশীলন। ২ লিখনের ও পঠনের কাজ; লিখন ও পঠন (লেখাপড়া জানা)। ৩ বিদ্যা। ৪ আইনানুসারে লিখে সম্পাদন (আমাকে যা যা দিবেন তা কালকেই লেখাপড়া করে দিন-মীর মশাররফ হোসেন)। লেখালেখি (বিশেষ্য) ১ ক্রমাগত প্রার্থনা বা চিঠিপত্র পাঠানো। ২ কাগজ-কলমে বাদপ্রতিবাদ। ৩ রচনাদির কাজ (তিনি লেখালেখি নিয়েই আছেন)। {(তৎসম বা সংস্কৃত) লিখ+অ(অঙ্‌)+আ}
  • Bengali Word লেখিকা Bengali definition ⇒ লেখক
  • Bengali Word লেখিত Bengali definition [লেখিতো] (বিশেষ্য) ১ যা লেখানো হয়েছে। □ (বিশেষণ) অঙ্কিত; চিত্রিত। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্‌+ই(ণিচ্‌)+ই(ণিচ্‌)+ত(ক্ত)}