Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লোহিত Bengali definition [লোহিতো] (বিশেষণ) রক্তিম; লাল; রক্তবর্ণ। □ (বিশেষ্য) লাল রং। লোহিতক (বিশেষ্য) ১ পদ্মরাগ মণি। ২ পিতল। {(তৎসম বা সংস্কৃত) লোহ+ইত(ইতচ্‌)}
  • Bengali Word লোহিত্য Bengali definition [লোউহিত্‌তো] (বিশেষ্য) ১ রক্তিমা; লাল রং। ২ ব্রহ্মপুত্র নদ। {(তৎসম বা সংস্কৃত) লোহিত+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word লোহু Bengali definition [লোহু] (বিশেষ্য) রক্ত (মাটিতে লোহুর দরিয়া বহিয়া গেল-হাবীবুল্লাহ বাহার)। □ (বিশেষণ) লাল; রক্তবর্ণ। {(হিন্দি) লহু>}
  • Bengali Word লোড় Bengali definition ⇒ লড়
  • Bengali Word লোড়সি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লোড়সি] (ক্রিয়া) লুণ্ঠন করছ; লুটে নিচ্ছ (লোড়সি কাহ্নঞিঁ আহ্মার পসার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) লুণ্ঠ্‌>লোড়+সি(বর্তমান কালে মধ্যম (পুংলিঙ্গ)(একবচন)}
  • Bengali Word লোড়া Bengali definition ⇒ নোড়া
  • Bengali Word লৌকতা Bengali definition ⇒ লৌকিক
  • Bengali Word লৌকিক Bengali definition [লোউকিক্‌] (বিশেষণ) ১ লোকসম্বন্ধীয়; সাংসারিক; পার্থিব (ইথে কিবা উপহাস, লৌকিক সঁপিনু তব পায়-ঘনরাম চক্রবর্তী)। ২ জনসাধারণ বা পৃথিবী সম্বন্ধীয়। ৩ মানসিক। ৪ সাধারণ। ৫ সামাজিক। লৌকিকতা, লৌকতা (বিশেষ্য) ১ সামাজিকতা। ২ আপ্যায়ন; অভ্যর্থনা। ৩ বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানে উপহার প্রদান; ব্যাভার। {(তৎসম বা সংস্কৃত) লোক+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word লৌল-মর্ম Bengali definition [লোউলোমর্‌মো] (বিশেষণ) চপলহৃদয় (তোর ঐ বেদনারাগ-রঞ্জিত পরশমনির ছোঁওয়া আমারও লৌলমর্মকে....রাঙিয়ে তুলেছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) লৌল+মর্ম}
  • Bengali Word লৌল্য Bengali definition [লোউল্‌লো] (বিশেষ্য) ১ চাঞ্চল্য; চপলতা। ২ লোলতা। ৩ লোলুপতা (রসনালৌল্য)। {(তৎসম বা সংস্কৃত) লোল+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word লৌহ Bengali definition [লোউহো] (বিশেষ্য) লোহা। □ (বিশেষণ) লোহার তৈরি। লৌহকণ্টক (বিশেষ্য) নোঙর। লৌহকার (বিশেষ্য) কামার; কর্মকার। লৌহবর্ত্ম (বিশেষ্য) রেললাইন। লৌহভাণ্ড (বিশেষ্য) ১ লোহার পাত্র। ২ হামানদিস্তা। লৌহমল (বিশেষ্য) মরিচা। {(তৎসম বা সংস্কৃত) লোহ+ অ(অণ্‌)}
  • Bengali Word ল্যাং Bengali definition ⇒ লেং
  • Bengali Word ল্যাংচা Bengali definition ⇒ লেংচা
  • Bengali Word ল্যাংটা Bengali definition ⇒ লেংটা
  • Bengali Word ল্যাংবোট, ল্যাঙবোট Bengali definition [ল্যাঙ্‌ বোট্‌] (বিশেষ্য) ১ জাহাজের পিছনে যে সরু ও লম্বা নৌকা বাঁধা থাকে। ২ (ব্যঙ্গার্থ) অনাশ্রিত ব্যক্তি; অনুসরণকারী; নিত্যসঙ্গী; অনুচর; পার্শ্বচর; চামচা। {(ইংরেজি) longboat}
  • Bengali Word ল্যাংড়া Bengali definition ⇒ লেংড়া
  • Bengali Word ল্যাজ Bengali definition ⇒ লেজ
  • Bengali Word ল্যাট্রিন Bengali definition [ল্যান্‌ট্রিন্‌] (বিশেষ্য) অস্থায়ীভাবে নির্মিত পায়খানা; কাঁচা পায়খানা। {(ইংরেজি) latrine}
  • Bengali Word ল্যাঠা Bengali definition ⇒ লেঠা
  • Bengali Word ল্যান্ডস্কেপ Bengali definition [ল্যান্‌ড্‌স্কেপ্‌] (বিশেষ্য) ১ স্থলভাগের দৃশ্য। ২ স্থলভাগের দৃশ্যের ছবি (অধিকাংশ ছবিই ল্যান্ডস্কেপ-মবিনউদ্দীন আহমদ)। {(ইংরেজি) landscape}
  • Bengali Word ল্যাবড়া Bengali definition [ল্যাব্‌ড়া] (বিশেষণ) বাচাল; অপ্রয়োজনে অত্যন্ত বেশি কথা বলে এমন। {(তৎসম বা সংস্কৃত) লপন>; (তুলনীয়) (হিন্দি) লবরা}
  • Bengali Word ল্যাভেন্ডার, ল্যাবেন্ডার Bengali definition [ল্যাভেন্‌ডার্‌] (বিশেষ্য) ফুলের তেলে তৈরি সুগন্ধি বিশেষ। {(ইংরেজি) lavender}
  • Bengali Word ল্যামিনেশন, লেমিনেশন Bengali definition [ল্যামিনেশন্‌] (বিশেষ্য) বইপত্রের প্রচ্ছদ বা কাগজের উপর প্লাস্টিকের মসৃণ আস্তরণ বা পালিশ। {(ইংরেজি) lamination}
  • Bengali Word ল্যাম্প, লম্প Bengali definition [ল্যাম্‌প্‌, লম্‌পো] (বিশেষ্য) একজাতীয় ক্ষুদ্র বাতি; কেরোসিন তেলের আচ্ছাদহীন দীপ; কেরোসিন তেলে প্রজ্বলিত ডিবা। {(ইংরেজি) lamp}
  • Bengali Word ল্যারিনজাইটিস Bengali definition [ল্যারিন্‌জাইটিস্] (বিশেষ্য) স্বরতন্ত্রের প্রদাহ জনিত রোগবিশেষ। {(ইংরেজি) laryngitis}
  • Bengali Word লড় ১, লোড় Bengali definition [লড়্‌, লোড়্‌] (বিশেষ্য) দৌড়; বড় (ফাতেমা শুনিয়া হেন মায়ের বচন। লড় দিয়া এজিদের ধরিল দামন-হেয়াত মাহমুদ)। লড়ে (ক্রিয়া) দৌড়ে; দৌড়িয়ে (পঞ্চ পুত্র সে রাজার কেহ নাহি পড়ে। গুরুকে দেখিয়া তারা যায় দীর্ঘ লড়ে-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) √লড়্‌>}
  • Bengali Word লড় ২ (প্রাচীন বাংলা) Bengali definition [রড়্‌] (বিশেষ্য) ১ স্নেহ। ২ দুধের স্নেহ (দুধ মাঝে লড়-চর্যা)।
  • Bengali Word লড়কা, লেড়কা Bengali definition [লড়্‌কা, ল্যাড়্‌কা] (বিশেষ্য) বালক। লড়কি, লেড়কি (স্ত্রীলিঙ্গ)। {(হিন্দি) লড়কা>}
  • Bengali Word লড়চড় Bengali definition ⇒ নড়চড়
  • Bengali Word লড়ন ১ Bengali definition [লড়োন্‌] (বিশেষ্য) নড়ন; স্পন্দন; আন্দোলন। {নড়ন>}