Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লিচু Bengali definition [লিচু] (বিশেষ্য) সুবিখ্যাত সুস্বাদু ক্ষুদ্র ফলবিশেষ। {(চীনা) লিচি>}
  • Bengali Word লিজ, লীজ Bengali definition [লিজ্‌] (বিশেষ্য) নির্দিষ্ট সময়ের জন্য জমি বাড়ি ইত্যাদি ভাড়া দেওয়া। {(ইংরেজি) lease}
  • Bengali Word লিজ্জে Bengali definition [লিজ্‌জে] (ক্রিয়া) ধরিবে; লইবে; গ্রহণ করিবে (কুড়োবা কুড়োবা কুড়োবা লিজ্জে-শুভঙ্কর)। {(তৎসম বা সংস্কৃত) গৃহ্যতে>}
  • Bengali Word লিটার Bengali definition [লিটার্‌] (বিশেষ্য) এক কিলোগ্রাম (কেজি) ওজনের পানির আয়তন; মেট্রিক পদ্ধতিতে তরল পদার্থের আয়তনের একক। {(ইংরেজি) litre}
  • Bengali Word লিডার Bengali definition [লিডার্‌] (বিশেষ্য) ১ নায়ক; দলের নেতা। ২ প্রধানতম; সুদীর্ঘ ও অত্যন্ত প্রয়োজনীয় সম্পাদকীয় মন্তব্য। {(ইংরেজি) leader}
  • Bengali Word লিপস্টিক Bengali definition [লিপ্‌স্‌টিক্‌] (বিশেষ্য) এক ধরনের রক্তিম বিলাসদ্রব্য যা দিয়ে মেয়েরা কৃত্রিমভাবে ঠোঁট রাঙায়; ওষ্ঠরঞ্জিকা (সুন্দরীর ঠোঁটের উপর লিপস্টিক ডার্ট নয়-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) lipstick}
  • Bengali Word লিপি Bengali definition [লিপি] (বিশেষ্য) ১ চিঠি (আনসার উদাসভাবে বুঝি বা অন্ধকার আকাশের লিপিতে তারার লেখা পড়বার চেষ্টা করছিল-কাজী নজরুল ইসলাম)। ২ লিখন; লেখা। ৩ অক্ষর; বর্ণমালা; alphabet (আরবি লিপি)। লিপিকর, লিপিকার (বিশেষ্য) ১ লেখক। ২ নকলবিস। লিপিকা (বিশেষ্য) ক্ষুদ্র পত্র; ছোট চিঠি। লিপিকলা, লিপিকৌশল (বিশেষ্য) ১ সুদৃশ্য অক্ষর লিখন কৌশল বা বিদ্যা; বর্ণবিন্যাস দক্ষতা। ২ লিখবার কায়দা। লিপিচাতুর্য (বিশেষ্য) ১ চিঠি-পত্র লেখার নৈপুণ্য। ২ লিখন-দক্ষতা। লিপিপ্রমাদ (বিশেষ্য) নকল করতে ভুল বা ভ্রান্তি। লিপিবদ্ধ, লিপিভুক্ত (বিশেষণ) ১ লিখিত; লিখে রাখা হয়েছে এমন। ২ পত্রগত। {(তৎসম বা সংস্কৃত) √লিপ্‌+ই(ইন্‌)}
  • Bengali Word লিপ্ত Bengali definition [লিপ্‌তো] (বিশেষণ) ১ লেপা হয়েছে এমন; প্রলেপ; কৃতলেপন (তৈললিপ্ত)। ২ জড়িত; সংশ্লিষ্ট (ব্যবসায়ে লিপ্ত)। ৩ ব্যাপৃত; নিযুক্ত; রত (কর্মেলিপ্ত)। ৪ সম্মিলিত; সংযুক্ত। লিপ্তপদ, লিপ্তপাদ (বিশেষণ) পাতলা চামড়া দিয়ে পায়ের আঙুলগুলো পরস্পর যুক্ত এমন (যেমন হাঁসের পা)। {(তৎসম বা সংস্কৃত) √লিপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word লিপ্যন্তর Bengali definition [লিপ্‌পোন্‌তর্‌] (বিশেষ্য) অনুলিখন; বর্ণান্তর অক্ষরান্তরীকরণ; এক ভাষার বর্ণ অন্য ভাষার বর্ণে লিখন; প্রতিবর্ণীকরণ; transliteration। {(তৎসম বা সংস্কৃত) লিপি+অন্তর; (নিত্য সমাস)}
  • Bengali Word লিপ্সা Bengali definition [লিপ্‌শা] (বিশেষ্য) ১ প্রাপ্তির প্রবল আকাঙ্ক্ষা; নিরতিশয় লোভ; প্রচণ্ড স্পৃহা (মদের প্রতি লিপ্সা জাগে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ কামনা। লিপ্সু (বিশেষণ) ১ প্রবল বাসনাযুক্ত; লিপ্সাযুক্ত। ২ লোলুপ; লোভী; গৃধু। {(তৎসম বা সংস্কৃত) √লভ্‌+স(সন্‌)+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word লিফ্‌ট Bengali definition [লিফ্‌ট্‌] (বিশেষ্য) বহুতল ভবনে ওঠানামার জন্য বিদ্যুৎচালিত যন্ত্র। {(ইংরেজি) lift}
  • Bengali Word লিভার Bengali definition [লিভার্‌] (বিশেষ্য) যকৃৎ। লিভার সিরোসিস (বিশেষ্য) হেপাটাইটিস বা প্রবল জন্ডিসে ক্ষয়প্রাপ্ত যকৃতের মারাত্মক ব্যাধি বিশেষ। লিভারের দোষ (বিশেষ্য) যকৃতের ক্রিয়া বিকার। {(ইংরেজি) liver}
  • Bengali Word লিমনেড, লেমনেড Bengali definition [লিম্‌নেড্‌, লেমনেড] (বিশেষ্য) খনিজ পদার্থযুক্ত অম্লমধুর পানীয়; লেবুর গন্ধযুক্ত অম্লমধুর সোডাওয়াটার (অপু তাহাকে লেমনেড খাওয়াইয়া তাহার ভ্রম ঘুচাইয়া দিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) lemonade}
  • Bengali Word লিরিক Bengali definition [লিরিক্‌] (বিশেষণ) গীতিধর্মী (কবির অকৃত্রিম লিরিক অনুভূতি-আনিসুজ্জামান)। {(ইংরেজি) lyric}
  • Bengali Word লিলিপুট Bengali definition [লিলিপু্ট্‌] (বিশেষ্য) বামন; খর্বাকার (গালিভারের লিলিপুটদের কথা মনে পড়ছে-হাই)। {(ইংরেজি) lilliput}
  • Bengali Word লিল্লা, লিল্লাহ Bengali definition [লিল্‌লা, লিল্‌লাহ্‌] (বিশেষ্য) আল্লাহর রাস্তায় দান; আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু উৎসর্গ করা (হজ ও জাকাত কোর্বানীর লিল্লায় হবে না পুণ্যের সাধন-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) লিল্লাহ্‌}
  • Bengali Word লিস্ট, লিস্টি Bengali definition [লিস্‌ট্‌, লিস্‌টি] (বিশেষ্য) তালিকা; ফর্দ (কম্বল কাকে কাকে বিলাতে হবে, লিস্‌টি আগে থেকেই তৈরি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) list}
  • Bengali Word লীন Bengali definition [লিন্‌] (বিশেষ্য) ১ মিশে যাওয়া; বিলয়প্রাপ্ত; চিহ্ন না থাকা; সম্মিলিত। □ (বিশেষণ) ১ মিলিত। ২ লুপ্ত; বিলুপ্ত; অদৃশ্য; সংলগ্ন; সংযুক্ত; শায়িত (শর্য্যা প্রান্তে লীন তনু ক্ষীণ শশী-রেখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। লীনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (মানসলীলা বাজে বীণা-সত্যেন্দ্রনাথ দত্ত)। লীনাঙ্গিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) লীন হয়েছে বা মিলে গেছে এমন (শ্যাম দেহে লীনাঙ্গিনী রাধিকার বরণ মাধুরী-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √লী+ত(ক্ত)}
  • Bengali Word লীলা Bengali definition [লিলা] (বিশেষ্য) ১ খেলা; ক্রীড়া; কেলি। ২ শৃঙ্গার রসজনিত অভিব্যক্তি; ভাবভঙ্গি; হাবভাব। ৩ প্রমোদ; বিলাস। ৪ মহাপুরুষ বা কারো কার্যকলাপ (ভবলীলা)। ৫ গূঢ় তাৎপর্যপূর্ণ; ক্রিয়াকলাপ (বিধাতার লীলা বোঝা ভার)। লীলাকমল, লীলাপদ্ম (বিশেষ্য) খেলায় ব্যবহৃত পদ্ম; যে কমল যুবতী হাতে নিয়ে খেলা করে। লীলা কানন (বিশেষ্য) প্রমোদ-উদ্যান; প্রমোদকানন। লীলাক্ষেত্র, লীলাভূমি (বিশেষ্য) ১ ক্রীড়ার স্থান; খেলার স্থান। ২ জীবনের কর্মভূমি; কার্যকলাপের স্থান। লীলাখেলা (বিশেষ্য) ১ ক্রীড়া-কৌতুক; আমোদ-আহ্লাদ। ২ তাৎপর্যপূর্ণ ক্রীড়া বা ক্রিয়াকলাপ। ৩ সারাজীবনের কার্যকলাপ। লীলাখেলা সাঙ্গ হওয়া (ক্রিয়া) মৃত্যু হওয়া; জীবনের কার্যকলাপের সমাপ্তি ঘটা। লীলা চঞ্চল (বিশেষণ) লীলাভরে চপল বা অস্থির; মধুর চঞ্চলতাপূর্ণ; বিলাসে আন্দোলিত; ক্রীড়ারত। লীলাবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ লীলাচপলা; বিলাসচঞ্চলা; ভাবভঙ্গিযুক্তা। ২ বিলাসবতী। □ (বিশেষ্য) ১ প্রাচীন বিদুষী ও গণিতজ্ঞ। ২ ভাস্করাচার্য-রচিত সংস্কৃত গণিতগ্রন্থ। লীলাময় (বিশেষণ) ১ লীলাপূর্ণ; ক্রীড়াপরায়ণ। ২ আনন্দময়; পূর্ণানন্দ। ৩ যার কার্যকলাপ মানুষ বুঝতে পারে না; লীলাপূর্ন বিধাতা। লীলাময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লীলায়িত বিন মনোহর হাবভাবযুক্ত (চঞ্চল পবনে লীলায়িত-রবীন্দ্রনাথ ঠাকুর)। লীলায়িতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লীলাস্থলী (বিশেষ্য) লীলাক্ষেত্রে (এ ভবভূমি তব লীলাস্থলী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √লী+লা+অ(ক)+আ(টাপ্‌)}
  • Bengali Word লীঢ় Bengali definition [লিঢ়্‌] (বিশেষণ) ১ লেহন করা হয়েছে এমন। ২ আস্বাদিত। {(তৎসম বা সংস্কৃত) √লিহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word লু, লূ Bengali definition [লু] (বিশেষ্য) গ্রীষ্মকালের একপ্রকার প্রচণ্ডভাবে উত্তপ্ত বায়ুপ্রবাহ; লু হাওয়া (লু হাওয়ায় ওড়ে মরুর কাঁকর-ফররুখ আহমদ; লু হাওয়ায় ছুটে পালাত-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) লূ}
  • Bengali Word লুই Bengali definition [লুই] (বিশেষ্য) পশুলোমে প্রস্তুত শীতবস্ত্র (তার শীত কি এতই? কাঁথা হলে চলে নিয়ে গেল লুই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) লোমন্‌>}
  • Bengali Word লুইপা, লুইপাদ Bengali definition [লুইপা, লুইপাদ্‌] (বিশেষ্য) বৌদ্ধ সিদ্ধাচার্যগণের মধ্যে আদি আচার্য। {(তৎসম বা সংস্কৃত) লোহিত/রোহিতপাদ>}
  • Bengali Word লুইসগান Bengali definition [লুইস্‌গান্‌] (বিশেষ্য) এক ধরনের বন্দুক (অনবরত চালিয়ে চালিয়ে আমার লুইস গানটাও আর চলছে না-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) Lewis gun}
  • Bengali Word লুকমা, লোকমা Bengali definition [লুক্‌মা, লোক্‌মা] (বিশেষ্য) গ্রাস; নির্দিষ্ট পরিমাণ খাদ্য যা একবারে মুখে দিয়ে গিলতে পারা সম্ভব (ছেলে-মেয়েরা উঠানে খেলিতে খেলিতে বাপ-মার হাতের লুকমা নিতেছিল-আবুল মনসুর আহমদ)। {(আরবি) লুকমাহ}
  • Bengali Word লুকাওয়ে (ব্রজবুলি) Bengali definition (ক্রিয়া) লুকায় (বেকাতয় হৃদয়ে লুকাওয়ে-বিদ্যাপতি)। লুকায়নু (ব্রজবুলি) (ক্রিয়া) লুকালাম; গোপন করলাম (লুকায়নু হাস-বিদ্যাপতি)। লুকায়ল (ব্রজবুলি) (ক্রিয়া) গোপন করলাম। লুকায়লি (ব্রজবুলি) (ক্রিয়া) গোপন করল (আধ লুকায়লি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √লুক্কায়্> (বাংলা) √লুক্‌>}
  • Bengali Word লুকানো Bengali definition ⇒ লুকানো
  • Bengali Word লুকানো, লুকনো Bengali definition [লুকানো, লুকোনো] (ক্রিয়া) ১ লুকিয়ে থাকা; আত্মগোপন করা। ২ আড়াল হওয়া; লুকিয়ে পড়া। ৩ প্রচ্ছন্ন বা গুপ্ত থাকা। ৪ গোপন করা; আড়ালে রাখা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√লুক্‌+আনো; ক্রিয়ারূপ-লুকাই, লুকাও, লুকায়, লুকাস, লুকান; (অসমাপিকা ক্রিয়া)-লুকাতে, লুকালে, লুকিয়ে ইত্যাদি}
  • Bengali Word লুকি, লুকী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লুকি] (বিশেষণ) লুক্কায়িত (শোরী কৈল লুকি; লুকিকায় ছও পশু-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী; ঢারে হয়ে লুকী-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √লুক্কায়> (বাংলা) √লুক্‌+ই, ঈ}
  • Bengali Word লুকিত Bengali definition [লুকিতো] (বিশেষণ) আত্মগোপন করে আছে এমন (শুনিয়া চন্দ্রানি নাম দশগুণ বাড়ে কাম চকিত লুকিত লোর রাজ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) লুক্কায়িত>}