Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word লেখ্য Bengali definition [লেক্‌খো] (বিশেষণ) ১ লেখনীয়; লেখার যোগ্য বা উপযুক্ত। ২ লিখতে হবে এমন। ৩ লেখবার নিমিত্ত প্রযুক্ত হয় এমন; কথ্য নয় এমন (লেখ্য ভাষা)। □ (বিশেষ্য) ১ লিখিত চিঠিপত্র; চিত্র; আলেখ্য। ২ দলিল-দস্তাবেজ। লেখ্যোপকরণ (বিশেষ্য) কালি কলম কাগজ প্রভৃতি লিখবার উপকরণ ও সরঞ্জাম। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্‌+য(ণ্যৎ)}
 • Bengali Word লেঙ, লেঙ্গ Bengali definition ⇒ লেং
 • Bengali Word লেঙচা, লেঙ্গচা Bengali definition ⇒ লেংচা
 • Bengali Word লেঙটা, লেঙ্গটা Bengali definition ⇒ লেংটা
 • Bengali Word লেঙরা, লেঙ্গরা Bengali definition ⇒ লেংড়া
 • Bengali Word লেঙ্গট, লেঙট Bengali definition [ল্যাঙ্‌গোট্‌, ল্যাঙোট্‌] (বিশেষ্য) বস্ত্রখণ্ড বা কৌপিন যা শুধু পুরুষের লজাস্থান আবৃত করে; পুরুষের ক্ষুদ্র অন্তর্বাস; নেংটি। লেঙ্গটি, লেংটি, নেংটি (বিশেষ্য) ক্ষুদ্র লেঙ্গট। {(তৎসম বা সংস্কৃত) লিঙ্গপট>; (তুলনীয়) (হিন্দি) লঙ্গোট}
 • Bengali Word লেঙ্গি, লেঙ্গী Bengali definition ⇒ লেং
 • Bengali Word লেঙ্গুড়, লেঙুড় Bengali definition [লেঙ্‌গুড়্‌, লেঙুড়্‌] (বিশেষ্য) লেজ; লাঙ্গুল; পুচ্ছ; লেজুড়। {(তৎসম বা সংস্কৃত) লাঙ্গুল>}
 • Bengali Word লেচি, লেচী Bengali definition [লেচি] (বিশেষ্য) লুচি, রুটি প্রভৃতি তৈরি করার বা বেলার জন্য পানি দিয়ে মাখা ময়দা বা আটার ছোট ছোট পিণ্ড। {(তৎসম বা সংস্কৃত) লোপ্‌ত্রী>}
 • Bengali Word লেজ, ল্যাজ, ন্যাজ Bengali definition [লেজ, ল্যাজ, ন্যাজ] (বিশেষ্য) লাঙ্গুল; পুচ্ছ (গরু ল্যাজ নাড়ে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। লেজ কাটা, লেজ কাটা শিয়াল (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) যার মর্যাদা বা সম্মান নষ্ট বা ক্ষুণ্ন হয়েছে। ২ যে শিয়ালের লেজ কাটা গিয়েছে। লেজ গুটানো (ক্রিয়া) ১ পরাজিত কুকুরের ন্যায় লেজ গুটিয়ে পলায়ন করা। ২ পরাজয় বরণ করা; পরাজয় স্বীকার করে নেওয়া; পিছু হটা; পশ্চাৎপদ হওয়া। লেজ তুলে দেখা (ক্রিয়া) ১ স্ত্রী-পুরুষ নির্ণয় করা। ২ (আলঙ্কারিক) প্রকৃত ব্যাপার বুঝতে চেষ্টা করা। লেজ ধরে যাওয়া, লেজ ধরে চলা (ক্রিয়া) প্রভাব-প্রতিপত্তিশালীদের নির্বিচারে অনুসরণ করা। লেজ মোটা হওয়া (ক্রিয়া) অহঙ্কার বৃদ্ধি পাওয়া। লেজে খেলানো (ক্রিয়া) কারও সঙ্গে ক্রমাগত চালাকি করা। লেজে গোবরে, ল্যাজে গোবরে (বিশেষণ) অক্ষমতার জন্য বিপর্যস্ত অবস্থায় উপনীত; বিতিকিচ্ছিরি অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) লঞ্জ>}
 • Bengali Word লেজা ১, ল্যাজা, ন্যাজা Bengali definition [ল্যাজা, লেজা, ন্যাজা] (বিশেষ্য) ১ মাছের লেজ। ২ শেষ ভাগ; শেষ অংশ। লেজমুড়া/মুড়ো (বিশেষ্য) (আলঙ্কারিক) প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু; আগাগোড়া; সমস্ত। {লেজ+আ}
 • Bengali Word লেজা ২ Bengali definition [লেজা] (বিশেষ্য) বল্লম জাতীয় অস্ত্রবিশেষ। {(ফারসি) নিজাহ}
 • Bengali Word লেজার Bengali definition [লেজার্‌] (বিশেষ্য) বড় বড় কোম্পানির বিরাট হিসাবের খাতা, যাতে প্রতি বস্তু বা ব্যক্তির নামে হিসাব লেখা থাকে (একদিন হয়েছি কি লেজার ঠিক দিতে দিতে-রাজশেখর বসু (পরশু))। {(ইংরেজি) ledger}
 • Bengali Word লেজুড়, নেজুড় Bengali definition [লেজুড়্, নেজুড়্‌] (বিশেষ্য) ১ লেজ (টিকটিকি নাড়ে লেজুড়-কাজী নজরুল ইসলাম)। ২ যা পেছনে যুক্ত হয় (সে আপন লেজুড় জুড়িয়ে তার পিছু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ (ব্যঙ্গার্থ) খেতাব; উপাদি (নামের পিছনে লেজুড় আছে অনেক)। ৪ মূল বিষয়ের আনুষঙ্গিক সামান্য অথচ গুরুত্বপূর্ণ কোনো বিষয় (একটু লেজুড় আছে এর মধ্যে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ অন্যের পালিত বা পোষ্য হওয়া। {(তৎসম বা সংস্কৃত) লঞ্জ> (বাংলা) লেজ+উর}
 • Bengali Word লেট Bengali definition [লেট্‌] (বিশেষ্য) বিলম্ব; দেরি (পঞ্চাশ মিনিট লেট-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষণ) বিলম্ব বা দেরি করেছে বা হয়েছে এমন (লেট হওয়া)। লেট লতিফ (আলঙ্কারিক) সব সময়ে সব স্থানে যে বিলম্বে উপস্থিত হয়। {(ইংরেজি) late}
 • Bengali Word লেট খাওয়া Bengali definition [লেট্‌ খাওয়া] (ক্রিয়া) হতাশ হয়ে অবসন্ন হওয়া। {(হিন্দি) লেটনা}
 • Bengali Word লেটা Bengali definition ⇒ লেঠা
 • Bengali Word লেটার-বক্স Bengali definition [লেটার্‌ বক্‌স্‌] (বিশেষ্য) ১ ডাকবাক্স। ২ চিঠির বাক্স। {(ইংরেজি) letter-box}
 • Bengali Word লেঠা, ল্যাঠা, লেটা Bengali definition [ল্যাঠা, লেঠা, ল্যাটা] (বিশেষ্য) ১ ঝঞ্ঝাট; উৎপাত; ঝামেলা; বিপদ (এত বিষম লেটা-মীর মশাররফ হোসেন)। ২ বিঘ্ন; সংকট। ৩ এক প্রকার মাছ; নাট্যামাছ। {মারাঠি. লঢা>}
 • Bengali Word লেঠেল Bengali definition ⇒ লাঠিয়াল
 • Bengali Word লেডি, লেডী Bengali definition [লেডি] (বিশেষ্য) ১ ভদ্রমহিলা। ২ গৃহকর্ত্রী। ৩ নাইট ইত্যাদি পদবিধারী ব্যক্তির স্ত্রীর পদবি। ৪ সম্ভ্রান্ত রমণী। ফার্স্ট লেডি (first lady) (বিশেষ্য) রাষ্ট্রপ্রধান পুরুষ হলে তাঁর পত্নী; মহিলা-প্রধান; মুখ্যমহিলা; বেগম-ই-আজম। {(ইংরেজি) lady}
 • Bengali Word লেডিকেনি Bengali definition [লেডিকেনি] (বিশেষ্য) ছানা দ্বারা প্রস্তুত প্রসিদ্ধ রসালো মিঠাইবিশেষ। {(ইংরেজি) Lady Canning}
 • Bengali Word লেতি, লেত্তি Bengali definition [লেতি, লেত্‌তি] (বিশেষ্য) লাটিম বা লাট্টু ঘুরানোর দড়ি বা নেতি; লত্তি। {(হিন্দি) লত্‌তী}
 • Bengali Word লেদ মেশিন Bengali definition [লেদ্‌ মেশিন্‌] (বিশেষ্য) ধাতু দ্রব্যাদি নির্মাণের যন্ত্র। {(ইংরেজি) lathe machine}
 • Bengali Word লেদা Bengali definition [ল্যাদা] (বিশেষ্য) ১ গোময়; গোবর। {(তুলনীয়) (হিন্দি) লীদ}
 • Bengali Word লেদাপোকা Bengali definition [ল্যাদাপোকা] (বিশেষ্য) প্রজাপতি হওয়ার পূর্বে যেসব শূককীট কচি গাছ ও ধান প্রভৃতি গাছের পাতা খেয়ে ক্ষতি করে; কীটবিশেষ। লেদাবাছা (বিশেষ্য) স্বল্প বয়সী শিশু। {লেদা+পোকা}
 • Bengali Word লেদাড়ু, লেদাড়ে, ল্যাদাড়ে, ন্যাদাড়ে Bengali definition [ল্যাদাড়ু, লেদাড়ে, ল্যাদাড়ে, ন্যাদাড়ে] (বিশেষণ) ১ অলস; চটপটে নয় এমন; দীর্ঘসূত্রী। {লেদা+ড়ু, ড়ে}
 • Bengali Word লেন Bengali definition [লেন্‌] (বিশেষ্য) গলি; শহরের সরু রাস্তা। {(ইংরেজি) lane}
 • Bengali Word লেনদেন, লেনাদেনা Bengali definition [লেন্‌দেন্‌, লেনাদেনা] (বিশেষ্য) ১ আদান-প্রদান; দেওয়া-নেওয়া; প্রদান ও গ্রহণ (চিত্রিত ভাষা কথিত ভাষা অভিনীত ভাষা, এসব যদি এ ওর কাছে লেনাদেনা করে চললো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ দান ও প্রতিদান; আদান-প্রদান। ৩ কারবার; ব্যবসা-বাণিজ্য। {(হিন্দি) লেনদেন}
 • Bengali Word লেন্স Bengali definition [লেন্‌স্‌] (বিশেষ্য) স্পষ্ট করে দেখতে সাহায্যকারী কাচখণ্ড। {(ইংরেজি) lens}