Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রেওয়াজ, রিওয়াজ Bengali definition [র‌্যাওয়াজ্‌, রিওয়াজ্‌] (বিশেষ্য) ১ রীতি; পদ্ধতি; ধরণ; চর্চা। ২ প্রচলিত আচার; চলন; চর্চা; রেয়াজ; অনুশীলন (বহু বিবাহ ছিল সে যুগের প্রচলিত রেওয়াজ-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(আরবি) বিৱাজ}
  • Bengali Word রেওয়ায়ত Bengali definition [র‌্যাওয়ায়ত্‌] (বিশেষ্য) ১ বর্ণনা; বিবরণ। ২ কোনো ব্যক্তির বাণী বা জীবন সম্বন্ধীয় ঘটনা (যে সকল বহি-পুস্তক পরবর্তীকালে লিখিত হইয়াছে তাহার অধিকাংশই প্রকৃত ও প্রক্ষিপ্ত রেওয়ায়ৎ সমূহে পরিপূর্ণ-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) রিৱয়াত}
  • Bengali Word রেক ১, র‌্যাক Bengali definition [র‌্যাক্‌] (বিশেষ্য) তাক; আলমারি বা দেয়ালের গায়ে জিনিসপত্র রাখার স্থান (রেক আর খুরপি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) rack}
  • Bengali Word রেক ২ Bengali definition [রেক্‌] (বিশেষ্য) শস্যাদি মাপার পাত্র (১ রেক= ৪ কুনিকা)। {(তৎসম বা সংস্কৃত) রেখা>}
  • Bengali Word রেকা (বিশেষ্য), রেকাবী, রেকাব ২ Bengali definition [রেকা (বিশেষ্য), রেকা (বিশেষ্য), রেকাব্‌] (বিশেষ্য) ছোট থালা; ডিস(বেহেস্‌ত হইতে আনীত সোনার রেকাবী-মাওলানা মুহম্মদ আকরম খাঁ; এক রেকাবী কাবাব সাথে এক পেয়ালি সিরাজী লাল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) রকাবি}
  • Bengali Word রেকাত, রাকাত, রাকআত Bengali definition [রেকাত্‌, রাকাত্‌, রাক্‌আত্‌] (বিশেষ্য) নামাজের অংশবিশেষ; নামাজে সুরা ফাতিহা ও কুরআন পাঠসহ রুকু এবং সিজদা সম্পন্ন করা (সাধারণত দুই তিন বা চার রাকাত নামাজ একত্রে পড়া হয়)। (জুমার দুই রাকাত নামাজ আদায় করেন-মাহবুব-উল-আলম)। {(আরবি) রক্‌আত}
  • Bengali Word রেকাব ১, রিকাব, রিকিব Bengali definition [রেকাব্‌, রিকাব্‌, রিকিব্‌] (বিশেষ্য) ঘোড়ার দুই পাশে ঝুলানো পা-দান (লম্বিত বাজির গায় রূপার রেকাব-ঘনরাম চক্রবর্তী)। রেকাবদার (বিশেষ্য) সহিস (পিছেতে রেকাবদার চলিল ওস্মর-সৈয়দ হামজা)। {(আরবি) রিকাব}
  • Bengali Word রেকি Bengali definition [রেকি] (বিশেষ্য) যুদ্ধাদিতে আক্রমণের পূর্বে শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে অনুসন্ধান। {(ইংরেজি) recce}
  • Bengali Word রেখ Bengali definition [রেখ্‌] (বিশেষ্য) ১ (কথ্য) রেখা; চিহ্ন। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্‌+অ(অঙ্‌)}
  • Bengali Word রেখা Bengali definition [রেখা] (বিশেষ্য) ১ চিহ্ন বা দাগ (কররেখা)। ২ ডোরা। ৩ সামান্য চিহ্ন; আভাস (গোঁফের রেখা)। ৪ সারি; শ্রেণি। ৫ (জ্যামিতি) প্রস্থ ও বেধশূন্য দীর্ঘটান; line (সরলরেখা)। ৬ খুব সামান্য অংশ (রেখামাত্র)। রেখাগণিত (বিশেষ্য) জ্যামিতি। রেখাঙ্কন (বিশেষ্য) চিত্রাঙ্কন। রেখাঙ্কিত (বিশেষ্য) রেখাবিশিষ্ট ডোরাকাটা লাইন টানা (আলোক রেখাঙ্কিত পুষ্পবন পথে-রবীন্দ্রনাথ ঠাকুর)। রেখাচিত্র (বিশেষ্য) ছবির মুসাবিদা; রেখাসহযোগে চিত্রের মোটামুটি অঙ্কন; rough sketch। রেখাপাত (বিশেষ্য) দাগকাটা (তার কথা আমার মনে কোনোরকম রেখাপাত করেনি)। বক্ররেখা (বিশেষ্য) আকাঁবাঁকা রেখা। সরলরেখা (বিশেষ্য) যে রেখা একদিকে চলতে থাকে, দিক পরিবর্তন করে না। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word রেচক Bengali definition ⇒ রেচন
  • Bengali Word রেচন Bengali definition [রেচন্‌] (বিশেষ্য) ১ দাস্ত; ভেদ। ২ নিঃসারণ। রেচক (বিশেষণ) ১ দাস্ত সৃষ্টিকারক; বিরেচক। ২ জোলাপ। ৩ হিন্দু যোগশাস্ত্রে প্রাণায়াম কালে দেহস্থ প্রাণবায়ু নিঃসারণ। রেচিত (বিশেষণ) ১ বিরেচিত। ২ ত্যক্ত; বর্জিত। {(তৎসম বা সংস্কৃত) √রিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word রেজকি, রেজকী Bengali definition ⇒ রেজগি
  • Bengali Word রেজগি, রেজগী, রেজকি, রেজকী Bengali definition [রেজ্‌গি, রেজ্‌গি, রেজ্‌কি, রেজ্‌কি] (বিশেষ্য) ১ টাকার ভাংতি; খুচরা; আধুলি সিকি পয়সা ইত্যাদি (দোকনী যে রেজকী কুড়ায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ এক টাকার চেয়ে অল্প মূল্যের মুদ্রা। {(ফারসি) রিজগী}
  • Bengali Word রেজা, রেঝা Bengali definition [রেজা, রেঝা] (বিশেষ্য) চাঁদমারি; বিঁধবার লক্ষ্যস্থান (ফোঁটা দিয়া বিন্ধে রেজা/রেঝা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(ফারসি) রেদা}
  • Bengali Word রেজাই, রাযাই Bengali definition [রেজাই, রাজাই] (বিশেষ্য) ১ লেপ; শীতের লেহাফ; বালাপোশ (শতিকালের বহু ব্যবহৃত ময়লা রেজাইটার মত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) রদা’ঈ}
  • Bengali Word রেজালা Bengali definition [রেজালা] (বিশেষ্য) জায়ফল, যইত্রি ও শাহি জিরাসহ অন্যান্য মশলা দিয়ে রাঁধা মাংসের তরকারি। {(ফারসি) রিদালা}
  • Bengali Word রেজাল্ট Bengali definition [রেজাল্‌ট্‌] (বিশেষ্য) ফলাফল (রেডক্রস লটারীর টিকেট কিনেছিলুম রেজাল্টটা কি করে জানা যায়-ওবায়েদুল হক)। {(ইংরেজি) result}
  • Bengali Word রেজিমেন্ট Bengali definition [রেজিমেন্‌ট্‌] (বিশেষ্য) সৈন্যদল বা বাহিনীর একটি অংশ (বেঙ্গল রেজিমেন্ট)। {(ইংরেজি) regiment}
  • Bengali Word রেজিস্ট্রার Bengali definition [রেজিস্‌ট্রার্‌] (বিশেষ্য) রেজিস্ট্রারির ভারপ্রাপ্ত কর্মচারী; নিবন্ধক। {(ইংরেজি) registrar}
  • Bengali Word রেজিস্ট্রি ১, রেজিস্টারি Bengali definition [রেজিস্‌ট্রি, রেজিস্‌টারি] (বিশেষ্য) সরকারি বইতে বা খাতায় নামাদি লিখন অথবা দলিলাদির নকল রক্ষণ ও তৎসমুদয় সরকারি মোহরাঙ্কিতকরণ; নিবন্ধন। {(ইংরেজি) registration}
  • Bengali Word রেজিস্ট্রি ২, রেজিস্টারি Bengali definition [রেজিস্‌ট্রি, রেজিস্‌টারি] (বিশেষণ) রেজিস্ট্রি করা হয়েছে এমন (রেজিস্ট্রি চিঠি)। {(ইংরেজি) registered}
  • Bengali Word রেজেক, রিজিক, রিযক Bengali definition [রেজেক্‌, রিজিক্‌, রিজক্‌] (বিশেষ্য) জীবনোপকরণ; খাদ্য; আহার (আল্লা রেজেক জুটিয়ে দেয়-মুফাখ্‌খার)। {(আরবি) রিজক}
  • Bengali Word রেঞ্জ Bengali definition [রেন্‌জ্‌] (বিশেষ্য) ১ পরিসর; সীমা। ২ বনবিভাগের অঞ্চলবিভাগ (শরণখোলা রেঞ্জ)। {(ইংরেজি) range}
  • Bengali Word রেট Bengali definition [রেট্‌] (বিশেষ্য) ১ হার (পাশের রেট)। ২ দর; দাম; মূল্য। ৩ দস্তুর; প্রথা; রেওয়াজ (এই হলো আজকালকার রেট)। {(ইংরেজি) rate}
  • Bengali Word রেডিও Bengali definition [রেডিয়ো] (বিশেষ্য) বেতার-যন্ত্রবিশেষ। {(ইংরেজি) radio}
  • Bengali Word রেডিওগ্রাম Bengali definition [রেডিয়োগ্‌গ্রাম্‌] (বিশেষ্য) ১ বিদ্যুতের সাহায্যে বিনা তারে রেডিও-টেলিগ্রাফে সংবাদ প্রেরণ ব্যবস্থা। ২ একই যন্ত্রে সংযুক্ত রেডিও ও রেকর্ড প্লেয়ার। {(ইংরেজি) radiogram}
  • Bengali Word রেডিয়েটার Bengali definition [রেডিয়েটার্‌] (বিশেষ্য) মোটরগাড়ি যে যন্ত্রে ইঞ্জিন ঠাণ্ডা রাখার জন্য পানি রাখা হয়; রশ্মি বিকিরণকারী (রেডিয়েটারে জল ঢালার জন্য মোটর একবার দাঁড়িয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) radiator}
  • Bengali Word রেণু Bengali definition [রেনু] (বিশেষ্য) ১ কণা; কণিকা; গুঁড়া; চূর্ণ (রেণু করা কাচ)। ২ পরাগ (পুষ্পরেণু)। ৩ ধূলি। {(তৎসম বা সংস্কৃত) √রী+ণু}
  • Bengali Word রেণুকা Bengali definition [রেনুকা] (বিশেষ্য) পরশুরামের মাতা। {(তৎসম বা সংস্কৃত) রেণু+ক(কন্‌)+আ(টাপ্‌)}