Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রুনুঝুনু, রুণুঝুণু, রুনুরুনু, রুণুরুণু Bengali definition [রুনুঝুরু, রুনুঝুনু, রুনুরুনু, রুনুরুনু] (অব্যয়) নূপুর, ঘুঙুর প্রভৃতির শব্দ; নূপুরের ঝঙ্কার (আর আমরা বাঈজীদিগের নূপুরের রুনুঝুনু-ধ্বনিতে নাচিয়া উঠি-ইসমাইল হোসেন শিরাজী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word রুপা, রূপা, রুপো Bengali definition [রুপা, রুপা, রুপো] (বিশেষ্য) রৌপ্য। রুপার চাকতি (বিশেষ্য) টাকা। {(তৎসম বা সংস্কৃত) রূপ্য>}
  • Bengali Word রুপালি, রূপালী, রূপালি, রুপোলী Bengali definition [রুপালি, রুপালি, রুপালি, রুপোলি] (বিশেষণ) ১ রূপার পাতে মোড়া; রূপার প্রলেপবিশিষ্ট; রৌপ্যমণ্ডিত। ২ রূপার মতো সাদা। {রুপা+আলি}
  • Bengali Word রুপি, রুপী Bengali definition [রুপি] (বিশেষ্য) ভারতের মুদ্রার নাম। {(তৎসম বা সংস্কৃত) রূপ্য>}
  • Bengali Word রুপিয়া, রূপিয়া, রুপেয়া, রূপেয়া Bengali definition [রুপিয়া, রুপিয়া, রুপেয়া, রুপেয়া] (বিশেষ্য) খাদমিশ্রিত রূপার তৈরি মুদ্রা; রৌপ্য মুদ্রা; টাকা (রূপ এবং রুপেয়া দুইটাই ওদের সমান কাম্য)। {(তৎসম বা সংস্কৃত) রূপ্য>}
  • Bengali Word রুপোলী Bengali definition ⇒ রুপালি
  • Bengali Word রুবাই, রুবাঈ Bengali definition [রুবাই্‌] (বিশেষ্য) চতুষ্পদী কবিতা। রুবাইয়াত-ই-ওমর খৈয়াম (বিশেষ্য) ওমর খৈয়ামের চতুষ্পদীসমূহ। {(আরবি) রুবাঈ}
  • Bengali Word রুবাইয়াৎ, রুবাঈয়াত, রোবাইয়াৎ Bengali definition [রুবাইয়াত্‌, রুবাইয়াত্‌, রোবাইয়াত্‌] (বিশেষ্য) রুবাইসমূহ। {(আরবি) রুবাইয়াত}
  • Bengali Word রুম Bengali definition [রুম্‌] (বিশেষ্য) কক্ষ; কামরা। {(ইংরেজি) room}
  • Bengali Word রুমঝুম Bengali definition [রুম্‌ঝুম্‌] (অব্যয়) বাদ্যযন্ত্র মল বা নূপুরের ধ্বানি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word রুমাল, রূমাল, রোমাল Bengali definition [রুমাল্‌, রুমাল্‌, রোমাল্‌] (বিশেষ্য) ১ মুখের ঘাম ও হাতমুখ মোছার ক্ষুদ্র বস্ত্রখণ্ড। ২ ছোট শালবিশেষ। {(ফারসি) রূমাল}
  • Bengali Word রুরু Bengali definition [রুরু] (বিশেষ্য) একপ্রকার মৃগ; মহাকৃষ্ণসার। {(তৎসম বা সংস্কৃত) √রু+রু(ক্রুন্‌)}
  • Bengali Word রুল ১ Bengali definition [রুল্‌] (বিশেষ্য) ১ লাইন; রেখা (রুল টানা)। ২ ছাপাখানার এক লাইনের অক্ষরসমূহ অন্য লাইনের অক্ষরসমূহ থেকে পৃথক রাখার জন্যে সিসাদির পাতলা পাত। ৩ নিয়ম; আইন; নির্দেশ (রুল জারি)। রুল জারি করা (ক্রিয়া) প্রধানত আদালত কর্তৃক নির্দেশ বা আদেশ দেওয়া। {(ইংরেজি) rule}
  • Bengali Word রুল ২, রুলার Bengali definition [রুল্‌, রুলার্‌] (বিশেষ্য) সরলরেখা টানা বা প্রহারের জন্যে যে দণ্ড ব্যবহার করা হয় (রুল টানা, রুলের গুঁতো)। {(ইংরেজি) ruler}
  • Bengali Word রুলি, রুলী Bengali definition [রুলি] (বিশেষ্য) সরু বালাবিশেষ (রাঙা দুটি হাতে লাল রুলি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তুলনীয়) (হিন্দি) রোলি}
  • Bengali Word রুশনী Bengali definition [রুশ্‌নি] (বিশেষ্য) ঔজ্জ্বল্য; আলো (বাতিতে রশনী থাকলে ভিতরে তেল কতখানি আছে সে খবর নিতে যায় কে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(ফারসি) রোশনী}
  • Bengali Word রুষা Bengali definition ⇒ রোষা
  • Bengali Word রুষ্ট, রুষিত Bengali definition [রুশ্‌টো, রুশিতো] (বিশেষণ) ক্রুদ্ধ; রাগান্বিত; রোষযুক্ত (তিনি রুষ্ট হইলেন)। রুষিতা, রুষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রুষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word রুসুম Bengali definition [রুশুম্‌] (বিশেষ্য) ১ শুল্ক; ট্যাক্স। ২ প্রথা; দেশাচার; দস্তুর। {(আরবি) বহুব রুসূম; (একবচন) রস্‌ম}
  • Bengali Word রুসুমাত Bengali definition [রুসুমাত্‌] (বিশেষ্য) বিয়ের পর বরকনের প্রথম সাক্ষাৎ আদি যেসব আচার পালন করা হয়। {(আরবি)}
  • Bengali Word রুহ Bengali definition [রুহো] (বিশেষণ) জাত (মহীরুহ)। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্‌+অ(ক)}
  • Bengali Word রুহানি, রূহানী Bengali definition [রুহানি] (বিশেষণ) অন্তর থেকে উৎপন্ন; আত্মাজাত; আত্মিক; আধ্যাত্মিক (সে শক্তি তাঁর রুহানী শক্তি-গোলাম মোস্তফা)। {(আরবি) রূহানী}
  • Bengali Word রুহিতন Bengali definition ⇒ রুইতন
  • Bengali Word রুহু, রূহ Bengali definition [রুহু, রুহ্‌] (বিশেষণ) আত্মা; অন্তরআত্মা; অন্তর। {(আরবি) রূহ}
  • Bengali Word রুয়া ১ Bengali definition ⇒ রোয়া১
  • Bengali Word রুয়া ২, রুয়ো Bengali definition [রুয়া, রুয়ো] (বিশেষ্য) ঘরের চালে যে লম্বা লম্বা মসৃণ করা বাঁশের টুকরা বাঁধা হয়। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্‌+ণিচ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word রূপ Bengali definition [রুপ্‌] (বিশেষ্য) ১ আকৃতি; মূর্তি; শরীর (অরূপেরে রূপ দিক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সৌন্দর্য; শোভা; খুবসুরতি (রূপ যেন ফেটে পড়ছে)। ৩ স্বাভাবিক সৌন্দর্য। ৪ বেশভূষা; চেহারা (পথে পথে ঘুরে যা রূপ হয়েছে)। ৫ ধরণ; প্রকার; রকম (এরূপ ঘটনা)। ৬ বর্ণ; রং। ৭ স্বরূপ; স্বভাব (স্নেহরূপ বন্ধন)। ৮ (ব্যাকরণ) বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু (শব্দরূপ)। ৯ (দর্শন শাস্ত্র) নেত্রগ্রাহ্য বা প্রত্যক্ষ বিষয়। রূপওয়ালি (বিশেষ্য) সুন্দরী; রূপসী; খুবসুরত (ধেয়ানলোক হতে গো যেন রূপ ধরে এলো রূপওয়ালী-কাজী নজরুল ইসলাম)। রূপ করা (ক্রিয়া) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তি যোগ করা। রূপকার (বিশেষ্য) ১ রূপদাতা। ২ শিল্পী। ৩ অভিনয়ে যে ব্যক্তি অভিনেতাদের পোশাক পরায়; সজ্জাকর। রূপকারী (বিশেষ্য) শিল্পী; রূপদাতা; অভিনেতা (রূপের বাইরের সঙ্গে মিলছে রূপকারী কাজ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। রূপচাঁদ (বিশেষ্য) ১ রুপার টাকা (সঙ্গে সঙ্গে রূপচাঁদ বাবাজীকে হাজির করলেন-মীর মশাররফ হোসেন)। ২ অর্থ; ধন; টাকা-পয়সা। রূপজ (বিশেষণ) ১ রূপজনিত; রূপজাত। ২ সৌন্দর্যের আকর্ষণ থেকে (রূপজ মোহ)। রূপজীবা, রূপজীবী, রূপোপজীবী (বিশেষ্য) বেশ্যা; গণিকা। রূপদক্ষ (বিশেষণ) ১ বেশ ধারণে দক্ষ বা নিপুণ। ২ রূপ সৃষ্টিতে বা রূপদানে পারদর্শী এমন; ‍artist। রূপধারী (-রিন্‌) (বিশেষণ) রূপ ধারণ করেছে এমন। রূপবান, রূপবন্ত (বিশেষণ) সুন্দর; মনোহর। রূপবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রূপমঞ্জরি (বিশেষ্য) রূপ আছে এমন (সুদর্শন কুজা রূপমঞ্জরী বাসক-সৈয়দ আলাওল)। ২ সৌন্দর্যের নবীনতা। রূপমা (বিশেষণ) রূপ বা সৌন্দর্য দ্বারা সমৃদ্ধ। রূপমাধুরী (বিশেষ্য) সৌন্দর্যের মাধুর্য বা কোমলতা বা কমনীয়তা। রূপশালি, রূপশালী (বিশেষ্য) এক প্রকার ধান (রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি-সত্যেন্দ্রনাথ দত্ত)। রূপের জালি (বিশেষ্য) প্রচুর সৌন্দর্য বা রূপের আধার। রূপের ধুচুনি (ব্যঙ্গার্থ) অত্যন্ত সুন্দর বা মনোহর অর্থাৎ কুরূপ। রূপের মোহ, রূপেরমোহ (বিশেষ্য) ১ সৌন্দর্যের প্রতি মুগ্ধতা বা অন্ধ আকর্ষণ। ২ রূপ- বিহ্বলতা; রূপ-বিবশতা। {(তৎসম বা সংস্কৃত) √রূপ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word রূপক Bengali definition [রুপক্‌] (বিশেষ্য) ১ যে অর্থালঙ্কারে উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা করা হয়; যথা-মুখচন্দ্র (বেলাল হতে তাই মোয়াজ্জিন শুধু প্রথা নয়- একাধারে সত্য ও রূপক হয়ে আছে-নছরু)। ২ যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়। {(তৎসম বা সংস্কৃত) রূপ+ক(কন্‌)}
  • Bengali Word রূপকথা Bengali definition [রূপ্‌কথা] (বিশেষ্য) ১ উপকথা; fairy tale। ২ অসম্ভব কাল্পনিক কাহিনী। {(তৎসম বা সংস্কৃত) উপকথা>}
  • Bengali Word রূপজীবী, রুপজীবী Bengali definition ⇒ রূপ