Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word রূপদস্তা Bengali definition [রূপদস্‌তা] (বিশেষ্য) সিসা ও রাঙের মিশ্রণে প্রস্তুত ধাতু; জার্মান সিলভার; pewter। {(তৎসম বা সংস্কৃত) রূপ+দস্তা}
 • Bengali Word রূপন Bengali definition [রুপন্‌] (বিশেষ্য) ১ বর্ণন; বর্ণনা। ২ নিরূপণ; নির্ণয়; অবধারণ। ৩ অভিনয়। {(তৎসম বা সংস্কৃত) রূপ+অন(ল্যুট্‌)}
 • Bengali Word রূপস (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [রূপস্‌] (বিশেষণ) সুন্দর; রূপবান (গড়ে ডিঙ্গা দেখিতে রূপা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)
 • Bengali Word রূপসী Bengali definition [রুপোশি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রূপবতী; সুন্দরী। {(তৎসম বা সংস্কৃত) রূপীয়সী> অথবা রূপস্বী, স্ত্রী রূপস্বিনী>}
 • Bengali Word রূপা Bengali definition ⇒ রুপা
 • Bengali Word রূপান্তর Bengali definition [রুপান্‌তর্‌] (বিশেষ্য) ১ পরিবর্তন। ২ ভিন্নমূর্তি ধারণ; অবস্থান্তর প্রাপ্তি। রূপান্তরিত (বিশেষণ) রূপের পরিবর্তন ঘটা (উনুনের পানিটুকু বাষ্পে রূপান্তরিত হলো)। {(তৎসম বা সংস্কৃত) রূপ+অন্তর; (নিত্য সমাস)}
 • Bengali Word রূপায়ন Bengali definition [রুপায়োন্‌] (বিশেষ্য) ১ রূপদান। ২ রচনা প্রকাশ। ৩ অভিনয়ে ভূমিকা গ্রহণ; রূপধারণ। {(তৎসম বা সংস্কৃত) রূপ+অয়ন}
 • Bengali Word রূপায়িত Bengali definition [রুপায়িতো] (বিশেষণ) ১ রূপদান করা হয়েছে এমন; প্রকাশিত; মূর্ত। ২ বর্ণনা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) রূপ+অয়িত}
 • Bengali Word রূপিণী Bengali definition ⇒ রূপী
 • Bengali Word রূপিত Bengali definition [রুপিতো] (বিশেষণ) ১ ‍রূপযুক্ত; রূপে পরিপূর্ণ। ২ বর্ণনা করা হয়েছে এমন; বর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) রূপ+ইত}
 • Bengali Word রূপিয়া, রুপোয়া Bengali definition ⇒ রুপিয়া
 • Bengali Word রূপী ১ (-পিন্‌) Bengali definition [রুপি] (বিশেষণ) ১ মূর্তিধারী; রূপযুক্ত; আকৃতিবিশিষ্ট। ২ বেশধারী (বহুরূপী)। রূপিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রূপ+ইন্‌(ইনি)}
 • Bengali Word রূপী ২ Bengali definition [রুপি] (বিশেষ্য) এক জাতীয় লালমুখ বানর। {(তৎসম বা সংস্কৃত) রুপ+ইন্‌(ইনি)}
 • Bengali Word রূপী ৩ Bengali definition ⇒ রূপ
 • Bengali Word রূপোপজীবিনী Bengali definition [রুপোপজীবিনি] (বিশেষ্য) বেশ্যা; গণিকা। {(তৎসম বা সংস্কৃত) রূপ+উপজীবিনী}
 • Bengali Word রূপ্য Bengali definition [রুপ্‌পো] (বিশেষ্য) রূপা; রৌপ্য; রজত। {(তৎসম বা সংস্কৃত) রূপ+য(যৎ)}
 • Bengali Word রূহ Bengali definition ⇒ রুহু
 • Bengali Word রূহানী Bengali definition ⇒ রুহানি
 • Bengali Word রূঢ় Bengali definition [রুঢ়ো] (বিশেষণ) ১ কর্কশ; রুক্ষ; কঠোর; অপ্রিয়। ২ উৎপন্ন; জাত। ৩ বিখ্যাত; প্রসিদ্ধ। ৪ ব্যুৎপত্তি বহির্ভূত অর্থ প্রকাশ করে এমন (রূঢ় শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্‌+ত(ক্ত)}
 • Bengali Word রূঢ় পদার্থ Bengali definition [রুঢ়ো পদার্‌থো] (বিশেষ্য) (বিজ্ঞান বিষয়ক) অমিশ্র পদার্থ। {(তৎসম বা সংস্কৃত) রূঢ়+পদার্থ}
 • Bengali Word রূঢ়তা Bengali definition [রুঢ়োতা] (বিশেষ্য) কার্কশ্য; কর্কশতা; কঠোরতা; রুক্ষতা। {(তৎসম বা সংস্কৃত) রূঢ়+তা}
 • Bengali Word রূঢ়মূল Bengali definition [রুঢ়োমুল্‌] (বিশেষণ) বদ্ধমূল; প্রবৃদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) রূঢ়+মূল}
 • Bengali Word রূঢ়ি Bengali definition [রুঢ়ি] (বিশেষ্য) ১ উৎপত্তি; জন্ম। ২ প্রসিদ্ধি; খ্যাতি। ৩ ব্যুৎপত্তিলব্ধ অর্থ ভিন্ন অন্য অর্থ প্রকাশের শক্তি; বাচ্যার্থ ভিন্ন অর্থবোধক। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্‌+তি(ক্তি)}
 • Bengali Word রে রে রে Bengali definition [রে রে রে] (অব্যয়) ডাকাত প্রভৃতির ভীতি সৃষ্টিকারী ক্রোধবাচক ডাক বা হাঁক (রে রে রে হাঁক দিয়ে ডাকাত পড়ল)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word রে ১ Bengali definition ⇒ রি
 • Bengali Word রে ২ Bengali definition [রে] (অব্যয়) ১ স্নেহ বা তুচ্ছতাসূচক ডাক (আয়রে খোকা; রে দুরাত্মা)। ২ বিস্ময় বা খেদ প্রকাশক (হায়রে কপাল)। {(তৎসম বা সংস্কৃত) √রু>}
 • Bengali Word রেউচিনি, রেউচীনী Bengali definition [রেউচিনি] (বিশেষ্য) বৃক্ষবিশেষের মূল, যা রেচক ওষুধরূপে ব্যবহৃত হয়। {(ফারসি) রেৱন্দ-ই-চীনী}
 • Bengali Word রেউল Bengali definition [রেউল্‌] (বিশেষ্য) অন্তঃপুর (তোমার পৃথক রেউল হইবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) রাজকুল>}
 • Bengali Word রেউড়ি, রেউড়ী, রেউরী Bengali definition [রেউড়ি, রেউড়ি, রেউরি] (বিশেষ্য) গুড় দিয়ে পাক করা মিঠাই (রেউরী কদম্ব তিল-কবি শেখর)। {(হিন্দি) রেউড়ী}
 • Bengali Word রেওয়া Bengali definition [র‌্যাওয়া] (বিশেষ্য) কারবারে হিসাবের কাগজ; সালতামামি। {(ফারসি) রেৱা}