Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রেত Bengali definition ⇒ রেতি
  • Bengali Word রেতঃ Bengali definition [রেতোহ্‌] (বিশেষ্য) ১ পুরুষের শুক্রানু; বীর্য। ২ পারদ। রেতঃপাত (বিশেষ্য) বীর্যস্খলন; শুক্রপতন। {(তৎসম বা সংস্কৃত) √রী+ অস্‌(অসুন্‌)}
  • Bengali Word রেতি, রেত Bengali definition [রেতি, রেত্‌] (বিশেষ্য) উখা; লোহাদি ঘষে ক্ষয় করার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন যন্ত্র; file। {(হিন্দি) রেতী}
  • Bengali Word রেদা, র‌্যাঁদা Bengali definition [র‌্যাদা, র‌্যাঁদা] (বিশেষ্য) কাঠ মসৃণ করার জন্য ব্যবহৃত ছুতারের যন্ত্রবিশেষ। {(ফারসি) রন্দাহ}
  • Bengali Word রেনকোট Bengali definition [রেন্‌কোট্‌] (বিশেষ্য) বর্ষাতি; বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার পরিধেয় (রেন কোটটা গায়ে জড়িয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলেন-আবু জাফর শামসুদ্দীনদ)। {(ইংরেজি) rain-coat}
  • Bengali Word রেনেসাঁ, রেনেসাঁস Bengali definition [রেনেসাঁ, রেনেসাঁস্‌] (বিশেষ্য) কোনো দেশ বা জাতির ব্যাপক জাগরণ; নবজাগরণ; নবজাগৃতি (রেনেসাঁর যুগ থেকে অন্তত উনিশ শতক পর্যন্ত-আবদুল মওদুদ; ইউরোপের রেনেসাঁর একটি ফল দেখা যায় theological criticism-এর বিকাশে-আনিস)। {(ফারসি) renaissance}
  • Bengali Word রেপ Bengali definition [রেপ্‌] (বিশেষ্য) বলৎকার; ধর্ষণ। {(ইংরেজি) rape}
  • Bengali Word রেপার, র‌্যাপার Bengali definition [র‌্যাপার্‌] (বিশেষ্য) পশমের তৈরি ছোট চাদরবিশেষ; গাত্রাবরণ (আমার গায়ের রেপারখানা টানিয়া ছিঁড়িয়া লইয়া গেল-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) wrapper}
  • Bengali Word রেফ Bengali definition [রেফ্‌] (বিশেষ্য) ১ বর্ণের সঙ্গে র্‌ যুক্ত হয়ে ঐ বর্ণের মাথায় যে চিহ্ন (©) রূপে অবস্থান করে (যথা মহার্ঘ)। ২ ভ্রমরাদির মাথার রেফারকার শুঁড় বা লোম (দ্বিরেফ)। {(তৎসম বা সংস্কৃত) √রিফ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word রেফারি, রেফারী Bengali definition [রেফারি] (বিশেষ্য) খেলার পরিচালক; প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় যিনি দুইপক্ষের খেলোয়াড়দের ভুল-ত্রুটি নির্দেশ করেন; মধস্থকারী (রেফারি আর একবার হুইসিল বাজালে-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) referee}
  • Bengali Word রেবতী Bengali definition [রেবোতি] (বিশেষ্য) ১ (জোশ্যা) সাতাশটি নক্ষত্রের একটি নাম। ২ বলরামের পত্নীর নাম। {(তৎসম বা সংস্কৃত) রেবত+ ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word রেবতী- রমণ Bengali definition [রেবোতিরমোন্‌] (বিশেষ্য) ১ চন্দ্র। ২ বলরাম। {(তৎসম বা সংস্কৃত) রেবতী+রমণ}
  • Bengali Word রেবা Bengali definition [রেবা] (বিশেষ্য) নর্মদা নদী। {(তৎসম বা সংস্কৃত) √রেব্‌+অ(অচ্‌)+আ}
  • Bengali Word রেমো Bengali definition [রেমো] (বিশেষ্য) ‘রাম’ শব্দটির তুচ্ছার্থক বা অতি পরিচিতিবাচক রূপ। রেমোশ্যামো (বিশেষ্য) খ্যাতিহীন অবজ্ঞাযোগ্য ব্যক্তি (ও সব রেমোশ্যামের কথায় কান দিও না)। {(তৎসম বা সংস্কৃত) রাম+ (বাংলা) ও>}
  • Bengali Word রেল ১ Bengali definition [রেল্‌] (বিশেষ্য) ১ রেলপথ; লৌহবর্ত্ম। ২ রেলগাড়ি। রেলগাড়ি (বিশেষ্য) রেল-লাইনের উপর দিয়ে যে শকট চলে। রেললাইন (বিশেষ্য) যে লৌহপথের উপর দিয়ে রেলগাড়ি চলে। রেলস্টেশন (বিশেষ্য) যাত্রীদের সুবিধার জন্য যেসব স্থানে রেলগাড়ি থাকে বা থামে। রেলকাটা (বিশেষ্য) রেল স্টেশনে ব্যবহৃত ঘন্টা (চাপরাসীরা রেলকাটা ঘন্টার আওয়াজ দিলে-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) rail}
  • Bengali Word রেলিং, রেলিঙ, রেল ২ Bengali definition [রেলিঙ্‌, রেলিঙ্‌, রেল্‌] (বিশেষ্য) লৌহবেষ্টনী; লোহার গরাদ; লোহা বা কাঠের শিকের বেড়াবিশেষ। {(ইংরেজি) railing}
  • Bengali Word রেশ Bengali definition [রেশ্‌] (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্রাদিতে আঘাতের পর যে শব্দ কিছুক্ষণ হতে থাকে; অনুরণন। ২ যে অনুভূতি উৎপত্তির পর অনুরণিত হতে থাকে (আনন্দের রেশ)। {(তৎসম বা সংস্কৃত) √রিশ্‌>}
  • Bengali Word রেশন Bengali definition [রেশোন্‌] (বিশেষ্য) ১ সরকার থেকে পরিবারের সকল সদস্যের জন্য নির্দিষ্ট পরিমাণে ও নিয়ন্ত্রিত দামে খাদ্যাদি সরবরাহ। ২ বরাদ্দ পরিমাণ। {(ইংরেজি) ration}
  • Bengali Word রেশম Bengali definition [রেশম্‌] (বিশেষ্য) ১ গুটি পোকার লালাজাত তন্তু। ২ গুটি পোকার লালাজাত তন্তু থেকে যে সুতা প্রস্তুত হয়। রেশমকীট (বিশেষ্য) তুঁত পোকা। রেশমশিল্প (বিশেষ্য) রেশম চাষ সম্পর্কিত শিল্প। রেশমি (বিশেষণ) রেশমের সুতায় প্রস্তুত। {(ফারসি) রেশম}
  • Bengali Word রেশালা, রেসালা, রিসালা Bengali definition [রেশালা, রেসালা, রিসালা] (বিশেষ্য) ১ অশ্বারোহী সৈন্যদল। ২ শোভাযাত্রাদিবিশেষ (ঐ রেশালার আগে দুটি চলতি নবত ছিল-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। রেশালাদার, রেশালাদার, রিসালাদার (বিশেষ্য) অশ্বারোহী সেনাবাহিনীর অধিনায়ক। {(আরবি) রিসালাহ}
  • Bengali Word রেষ, রিষ, রীষ Bengali definition [রেশ্‌, রিশ্‌, রিশ্‌] (বিশেষ্য) দ্বেষ; আক্রোশ; ঈর্ষা। রেষারেষি, রিষারষি, রিষারেষি (বিশেষ্য) পরস্পর হিংসা বা বিদ্বেষ প্রতিযোগীতা। {(তৎসম বা সংস্কৃত) ঈর্ষা>রিষ}
  • Bengali Word রেস Bengali definition [রেস্‌] (বিশেষ্য) ১ দৌড় প্রতিযোগিতা (কোন কুকুর কবে কোন রেস জিতেছে-মুহম্মদ আবদুল হাই)। ২ ঘোড়দৌড়ের বাজি (রেস খেলা; রেসের ঘোড়া)। {(ইংরেজি) race}
  • Bengali Word রেসালা Bengali definition ⇒ রেশালা
  • Bengali Word রেস্ত Bengali definition [রেস্‌ত্‌] (বিশেষ্য) পুঁজি; টাকাকড়ি; সম্বল; খরচের পর যা বেঁচে থাকে। {(ইংরেজি) resto}
  • Bengali Word রেস্তোরাঁ, রেস্তরাঁ Bengali definition [রেস্‌তোরাঁ] (বিশেষ্য) হোটেলবিশেষ; চায়ের দোকান। {(ফারসি) restaurant}
  • Bengali Word রেহা Bengali definition [রেহা] (বিশেষ্য) ১ (ব্রজবুলি, মধ্যযুগীয় বাংলা) রেখা; চিহ্ন (মদন ঐষিক যিনি বিজলীর রেহা-দৌলত উজির বাহরাম খান)। ২ কলঙ্ক; দাগ। {(তৎসম বা সংস্কৃত) রেখা>}
  • Bengali Word রেহাই Bengali definition [রেহাই] (বিশেষ্য) ১ অব্যাহতি; নিষ্কৃতি; মুক্তি (তৌবা করেও পাই যে রেহাই হাত হতে ভাই এই পাপোর-খৈয়াম)। ২ (আলঙ্কারিক) চিরতরে মুক্তিলাভ (গলায় রশি বেঁধে গাব গাছে লটকিয়ে সে রেহাই পেয়েছিল-আবু ইসহাক)। {(ফারসি) রিহাঈ}
  • Bengali Word রেহান Bengali definition [রেহান্‌] (বিশেষ্য) বন্ধক (অন্যথায় তাকে বিনা রেহানে কিছুতেই টাকা ধার দিতেন না-আবুল মনসুর আহমদ)। রেহাননামা (বিশেষ্য) বন্ধকি দলিল। {(আরবি) রহ্‌ন}
  • Bengali Word রেহেল Bengali definition [রেহেল্‌] (বিশেষ্য) বইধারক; কাঠনির্মিত কাঠামোবিশেষ, যার উপর কোরান শরিফ বা যে কোনো বই রেখে তক্তপোষে বা মেঝেয় বসে পড়া হয় (রেহেলের পর কোরান রাখিয়া পড়ে সুরা-ফাতিহার-জসীমউদ্‌দীন)। {(আরবি) রহল}
  • Bengali Word রেড়ি, রেড়ী Bengali definition [রেড়ি] (বিশেষ্য) এরণ্ড বা ভেরেণ্ডার গাছ বা তার ফল। রেড়ির তেল (বিশেষ্য) ভেরেণ্ডা বীজ থেকে প্রস্তুত তেল; castor oil। {(তৎসম বা সংস্কৃত) এরণ্ড>}